পাতা:বিশ্বকোষ দশম খণ্ড.djvu/১৪৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নিমার [ ১৪৩ ] নিমার --- দেবীর উপাসক হন। অবশেষে প্রমার রাজপুতেয়া আশীর- , গড় অধিকার করিয়া লন। এই বংশের তাক নামক এক শাখা ৯ম খৃষ্টা হইতে ১২শ খৃষ্টাব্দ পর্যন্ত এই আশীরগড়ে রাজত্ব করেন। চাদ কৰি তাহাদিগকে হিপূীর লিয়া কৰা | করিয়াছেন। এই সময়ে নিমারে জৈনধৰ্ম্ম প্রাধান্ত লাত্ত করিতে থাকে। থাগুবা ও মাদ্ধাতার নিকটবৰ্ত্তী স্থানে অনেক । মনোহর জৈনধর্ণমন্দির অদ্যাপিও বিদ্যমান রহিয়াছে। ১২৯৫ খৃষ্টাব্দে আলাউদ্দীন যখন দাক্ষিণাত্য আক্রমণ করেন, তখন : চোহানবংশীয় রাজপুতের আশীরগড়ের রাজা ছিলেন। আলউপন্থ তাহাদিগকে পরাজিত করিয়া, তাছাদের একজন ভিন্ন অন্ত সকল লোককে বধ করেন । এই সময়ে উত্তর নিমার ভীল জাতীয় অলাৱাজার শাসনাধীন ছিল । তাহার বংশাবলী | বর্তমান সময়েও ভীমগড়, মান্ধাত এবং মিলানী নামক স্থানে । দৃষ্ট হয়। ক্ষেরিস্ত বলেন যে, এই সময় দক্ষিণ নিমারে জাশ | নামক গোপবংশীয় একজন রাজা ছিলেন। তিনিই যে দুর্গ প্রস্তুত । করেন, উহ। তাহার নামানুসারে আশারগড় নাম ধারণ করে। | মূলকথা, যে সময় মুসলমানের এই রাজ্য আক্রমণ করে, সে সময় এই রাজা যে, চোচান ও ভালরাজাদিগের শাসনাধীন ছিল, তাহাতে আর সন্দেহ নাই। | প্রায় ১৩৮৭ খৃষ্টাব্দে উত্তর-নিমার মালবের স্বাধীন মুসলমান ' রাজ্যের মন্তর্গত থাকে ও মাও তখন ইহার রাজধানী ছিল। ১৩৭ খৃষ্টাব্দে মালকরাজ ফরূপা দিল্লীর সম্রাটের নিকট হইতে দক্ষিণ-নিমার প্রাপ্ত হন । তদনগুৱ তাহার পুত্র নদীর o আণরগড় অধিকারপূর্ণক বুর্গাপুর এবং জৈনাবাদ নগর | স্থাপন করেন। ১৩৯৯ হইতে ১৬০০ খৃষ্টাব্দ পর্যাস্ত থানোশের ফলুর্থবংশ ক্রমান্বয়ে একাদশ পুরুষ বুছাপুরে রাজত্ব করিয়াছিলেন । কিন্তু গুজরাত ও মালববাসিদিগের আক্রমণে । অনেকবার বুর্গানুপুর বিধ্বস্তপ্রায় হয়। ১৬• • খৃষ্টাঙ্গে দিল্লীশ্বর । আকবর আশীরগড় আক্রমণপূর্বক ফরূৰ্খৗবংশের শেষ রাজা বাহাদুর ধার নিকট হইতে নিমার ও খাদেশ অধিকার করিয়া লয়েন । আকবর উত্তরনিমারকে বিজাগড় ও হণ্ডিয়া ঞ্জেলাদ্বয়ে বিভক্ত করিয়া, মালব সুবার অধীন করেন । দক্ষিণ-নিমার থানেশ মুবার অন্তভূক্ত হয়। রাজপুত্র দানিয়াল দক্ষিণাত্যের শাসনকর্তৃত্বে নিযুক্ত হইলে, তিনি বুর্লনপুরে অবস্থানপূর্বক রাজকাৰ্য পৰ্য্যালোচনা করিতেন। অবশেষে ১৬.৫ খৃষ্টাব্দে এই খানেই তাহার মৃত্যু হয়। e অকবর ও র্তাহার বংশাবলীর কৌশলপূর্ণ উন্নত শাসনপ্রণালীয় গুণে নিমার রাজ্য সমৃদ্ধির উচ্চ শিখরে আরূঢ় হইয়াছিল। ঐ সময়ে সমস্ত ভূমি মুনিয়মে কৰ্ষিত হইত। মালৰ ও দাক্ষিণাত্যের মধ্যবর্তী স্থানে বাবসায়িগণ পণ্য জবা লইয়া প্রায়ই যাতায়াত করিত। এই জেলার প্রায় সৰ্ব্বত্রই কূপখনন, পান্থশালাস্থাপন ও রাজপথ দৃষ্ট হইত। ১৬৭• খৃষ্টাব্দে মরাঠারা প্রথম যে খাদেশ জাক্রমণ করে, তাহাতে বুদ্ধানপুর পর্যন্ত প্রায় সমস্ত দেশ বিলুষ্ঠিত হয়। তৎপরে প্রতিবৎসর ফসলের সময় মরাঠারা আসিয়া এই রাজ্যের স্থানে স্থানে লুটপাট করিত এবং ১৬৮৪ খৃষ্টাব্দে তাহারা বুর্গাপুর নগরও লুণ্ঠন করে। ১৯৯০ খৃষ্টাস্কে মরাঠার সমস্ত উত্তর নিমার লুটপাট দ্বারা উৎসরপ্রায় করিলে ১৭১৬ খৃষ্টাব্দ হইতে মোগলের তাহাদিগকে চোখ ও সরদেশমুখী দিতে বাধা হয়। ইহার ৪ বৎসর পরে জাসফ্ৰজা দাক্ষিণতোর শাসনভার গ্রহণ করলেও বহুদিবস পর্যন্ত মরাঠাদিগকে চৌথ প্রভৃতি দিশ আসিতে ছিলেন। কিন্ধ ইছাতেও মরাঠারা সস্তুষ্ট না হইয় নানাপ্রকার উৎপাত আরম্ভ করে। অবশেষে ১৭৪০ খৃষ্টাব্দের সন্ধি অনুসারে পেশব উত্তর নিমার প্রাপ্ত হন । পঞ্চদশ বৎসর পরে আশীরগড় ও বুর্গানুপুর ভিন্ন সমস্ত দক্ষিণনিমার তাহার হস্তগত হয় এবং ১৭৬০ খৃষ্টাব্দে তিনি বুর্থম্পুর ও আশীরগড় লাভ করেন। ১৭৭৮ খৃষ্টাকো কাণাপুর ও বেরিয়া পরণগ ভিন্ন অবশিষ্ট নিমার জেলা সিন্দিয়া মহারাজের রাজ্যভুক্ত হয় এবং হোল্করও অবশিষ্ট প্রাস্তনিমার দ্বারা স্বরাজ্যের কলেবর বুদ্ধি করেন। খৃষ্টের অষ্টাদশ শতাব্দী পর্যাপ্ত এই রাজ্য এইরূপে একরূপ শাস্তি উপভোগ করিয়া আসিতেছিল । কিন্তু ঐ সময় হইতে ১৮১৮ খৃষ্টান্স পর্যান্ত, আক্রমণ, লুটপাট প্রভৃতিতে ইহা বিপৰ্য্যস্ত হষ্টয়া পড়ে। ১৮•৩ খৃষ্টাব্দে আসাইয়ের যুদ্ধে ইংরাজ গবমেণ্ট দক্ষিণ নিমার প্রাপ্ত হন, কিন্তু উহ সিনিয়ারাজকে প্রত্যর্গিত হয় । অলপ্তর ক্রমান্বয়ে ১৫ বৎসর তোলকরের কৰ্ম্মচারী, পিণ্ডারী ও সিনিয়ার বিপক্ষ নাএব, গোমস্ত প্রভৃতি দ্বারা এই রাজ্য নিয়ত আক্রান্ত ও ক্ষতিগ্রস্ত হষ্টতে থাকে। অবশেলে শেষ পেশবা বাল্পীরাও, ১৮১৮ খৃষ্টাগো সারঞ্জন মাকোমের নিকট আত্মসমর্পণ করেন। ঐ সময়ে নাগপুরের পুর্ঘতম রাজ অপাসাহেব অশোরগড়ে আশ্রয় লওয়ায়, ইংরাজের ঐ গড় অধিকার করিয়া লন। ইংরাজ এইরূপে পেশবার উত্তরাধিকারী স্বরূপ কাণাপুর ও বেরিয়া পরগণার স্বত্বাধিকারী হইলেন এবং আশীরগড় ও অন্ত ১৭ থানি গ্রাম যুদ্ধ করিয়া অধিকার করিলেন। ১৮২৪ খৃষ্টাব্দে সিন্দিয়ার সহিত যে সন্ধি হয়, তাহাতে অবশিষ্ট সমস্ত নিমার ইংরাজ-শাসনাধীনে আইসে। ১৮৫৪ খৃষ্টাব্দে হোসেঙ্গাবাদ জেলার কতকগুলি পরগণা নিমার জেলাভূক্ত হয়, এবং ১৮৬৪