পাতা:বিশ্বকোষ দশম খণ্ড.djvu/২৮৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নীলা [ २४4 ] নীলা বলিয়া বোধ হয়, তাহাকে স্বাস কহে, ত্রাসম্বার: দংষ্ট্ৰীভয় উৎপন্ন হয়। বাহ নানাৰণে বিচিত্র তাহায় নাম চিত্রক, চিত্রকcमांएष कूण नडे झ्द्र । शांशंग्न मशालांरश भूखिका नग्निश्ऊि शांटक, তাছাকে মুদগৰ্ত্ত কছে, মৃগর্ভ দোষ হইতে গত্রিকও প্রভৃতি নানাবিধ ত্বক্রোগ জন্মিয় থাকে। যাহার অস্তরে প্রস্তরখণ্ড লক্ষিত হয়, তাহার নাম অশ্নগর্ত, অশ্মগর্ভ দোষবিনাশের হেতু । যাহ। শর্করাযুক্ত, তাহাকে রেীক্ষ্য বলে। রেীক্ষাদোবাশ্রিত ইঞ্জণীলধারী বাক্তিকে দেহ ত্যাগ করিতে হয়। দোষহীন অথচ গুণযুক্ত ইন্দ্ৰনীলমণি যাহার নিকট থাকে, তাহার আয়ু ও যশ বৃদ্ধি হয়। যে ব্যক্তি বিশুদ্ধ ইন্দ্রনীল ধারণ করে, নারায়ণ তাহার প্রতি প্রসন্ন হন, এবং তাঁহাতে আয়ু, কুল, যশ, বুদ্ধি, লক্ষ্মী ও সমৃদ্ধি বৰ্দ্ধিত হয়। গুণসম্পন্ন ও দোষযুক্ত পদ্মরাগধারণে যেরূপ শুভাশুভ হইয়া থাকে, ইন্দ্রনীলের ৪ তক্রপ । গুরুত্ব ও কাঠিন্ত অনুসারেই ইন্দ্রনীলকে ‘কাচ হইতে পৃথক বলিয়া পরিজ্ঞাত হইতে পারা যায়। যে ইন্ধনীলে ঈষৎ লোছিতের আভা দুষ্ট হয়, তাহাকে টিটিভ কহে । টিটিভ জাতীয় মণি ধারণমাত্রেই গর্ভিণী-স্ত্রী সুখে সস্তান প্রসব করে। (গরুড়পু) পদ্মরাগের মত নীলা তিন প্রকার অবস্থায় পাওয়া যায়। *—(?) on to go to (white Crystaline line-stone) মধ্যে নিহিত অবস্থায় দেখা যায় ; (২) পাহাড়ের নিকটবৰ্ত্তী মৃত্তিকা মধ্যে শিথিল অবস্থায় পাওয়া যায় ; এবং (৩) রত্নপ্রসবি-কঁকির মধ্যে সময় সময় দেখা যায়। সাধারণতঃ দ্বিতীয় উপায়েই বহুল পরিমাণে পাওয়া যায় । অলঙ্কারেয় জন্ত ইন্দ্রনীলের এত আদর। ইহাদ্বারা আংটী, সীল প্রভৃতি প্রস্তুত হইয় থাকে । নীল এত কঠিন যে, ইহার উপর খোদাইয়েয় কাজ করা বড় শক্ত। এরূপ অসুবিধা সত্ত্বেও ইজনীলে ক্ষোদিত মূৰ্ত্তি দেখিতে পাওয়া যায়। গ্রীসের জুপিতরের (Jupiter ) উজ্জল মুখাকৃতি এই ইন্দ্রনীলে ক্ষোদিত আছে শুনা যায়। যারল্যরো ( Marlborough ) সংস্থানে যে সমস্ত প্রাচীন জিনিষ সংগ্রহ করা হইয়াছে, তন্মধ্যে মেডুসায় মস্তক ( Medusa's head ) নীলায় প্রস্তুত দেখা যায়। ইহা ব্যতীত আরও কয়েকটা প্রাচীন প্রতিমূর্তি এই প্রস্তরে নিৰ্ম্মিত । পূর্কেই বলা হইয়াছে যে, ইজনীলে নানাপ্রকার ব্যাধি ও অমঙ্গল নাশ করিয়া থাকে। ইহা যে কেবল ভারতবাসিগণের বিশ্বাস, তাছা নহে। যুরোপের অনেক মহাত্মার। ইহার পক্ষসমর্থন করিয়া গিয়াছেন। এপিফেনিস (Epiphanes ) বলেন যে, মোজেসের ( Moses ) নিকট যে দৃপ্ত পৰ্ব্বতে Χ १२.

  • ग्नि डेनिङ श्रेद्रांझिण, छांश देङनैौदग शहेब्राहिण ५५१ जेश्वग्न नलििमथरय छैशंब्र नेिक ८ष निद्रमांबलैौ धनांन फरब्रन, তাহা নীলায় লিখিত ছিল। পুণাত্মা জেরোম (St. Jerome) বলিয়াছেন যে, ইজনীল ধারণ করিলে রাজার প্রিয়পাত্র হয়, শত্রু বশীভূত হয়, বন্ধন বিমুক্ত হয়। বক্ষে ধারণ করিলে বলবীৰ্য্য বৃদ্ধি ও অমঙ্গল নিবারিত হয়। কোন লম্পট লোকে পরিধান করিলে, ইহা ঔজ্জ্বল্য নষ্ট হয়। অজুরীরের উপরিভাগে ধারণ করিলে, কামবৃত্তি নিবৃত্তি হয়, এই নিমিত্ত অনেক ধৰ্ম্মযাজকগণ ইহা ধারণ করিয়া থাকেন। কণ্ঠে ধারণ করিলে জর আরোগ্য হয়, কপালে রক্তস্রাব নিবারণ করে। ইজনীলচূৰ্ণ করিয়া বটিক প্রস্তুত করিয়া চক্ষের উপর রাখিলে বালুক। কণ, কীট প্রভৃতি যাহাই চক্ষু মধ্যে প্রবেশ করুক না কেন, তৎক্ষণাৎ বাহির হইয়া আসিবে ; এবং চক্ষু ওঠা কিংবা বসন্তরোগজনিত চক্ষু প্রদাহ ইত্যাদি আয়োগ্য হুইবে । দুগ্ধের সঙ্গে ঐ চূৰ্ণ সেবন করিলে, জয়, মূৰ্ছ, বিষপ্রয়োগ প্রভৃতি প্রশমিত হয়। বিষ-নাশকশক্তি ইহার এত অধিক যে, যে মাস কিংবা শিশি মধ্যে মাকড়সা অথবা অম্বু কোন বিষধর প্রাণী থাকে, তাহাতে ইঙ্গনীল রাখিলে তৎক্ষণাৎ তাহার মৃত্যু হইবে।

পদ্মরাগের মত ইজনীলের আকার অনুসারে মূল্য বেশী ছয় না। হীরকের স্তায় জ্যোতিঃপরিচ্ছন্নতা অম্বুসারে মূল্যের তারতম্য হইয়া থাকে। অতি উৎকৃষ্ট নীল এক ক্যারাটের কম ওজন হইলে ( ক্যারাট—প্রায় ৪ রতি ) ৪০ টাকা হইতে ১২০ টাকা পর্যন্ত বিক্রীত হয়, এবং এক ক্যারাট হইলে ১২০ হইতে ২৫০ টাকা হইয় থাকে। কোনও কোন ইন্দ্ৰনীল হইতে নক্ষত্রের স্থায় জ্যোতিঃ বহির্গত হয়। এই গুলি হিন্দুদিগের বিশেষ পবিত্র জিনিষ । ইহার মূল্য ২১.২ হইতে ১••• টাকা পর্যন্ত হইয়া থাকে। প্রকৃত খাটি ইন্দ্রনীল রাত্রি দিন সকল সময়ে নীলবর্ণের অতি বিস্তার করে । অনেক সময়ে দেখা গিয়াছে যে, দিবসে স্থাই খও নীল একই অভি প্রদান করিতেছে, কিন্তু রাত্রিতে বিভিন্ন জ্যোতিঃ বিতরণ কয়িতেন্থে। সময় সময় ইজনীলে অনেক দোষ দেখা যায়। ইহাতে অনেক ময়লা থাকে, দাগ থাকে, ও ফাটা, চির প্রভৃতি নানারকম দোষ থাকে। ইহা ব্যতীত সকল স্থানে সমান রং থাকে না। কখন কখন বালি ও লৌহচুর্ণ সহিত উত্তপ্ত করিয়া দাগগুলি তোলা হয় এবং সৰ্ব্বত্র সমান রংবিশিষ্ট করা হয়। সাদা ইন্দ্ৰনীল দেখিতে অনেকটা হীরকের মত। এমন কি উত্তমরূপে কাটা ও পালিস ন হইলে ইহাকে হীরা হইতে फ़िनिग्न लGग्न झूकब्र श्हेम्न मैंफ़िॉब्र । झहे थ७ कis णहेग्नt তন্মধ্যে এরূপ সুকৌশলে রং স্থাপিত হয় যে, সমস্ত জিনিষটা