পাতা:বিশ্বকোষ দশম খণ্ড.djvu/৩৬৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নেপাল দ্বারা ক্ষতবিক্ষত করে, অথবা পূর্বে বিবেচনা না করিয়া, ক্ৰোধের বশবর্তী হইয়া হত্যাকার্ধে লিপ্ত হয়, তাহাকে ঘাৰজীবন বন্দী থাকিতে হয়। রাজনিয়ম-উন্নতখনকারী ব্যক্তিকে তাহার দোষাস্থসারে জরিমান বা কারাবাস ভোগ করিতে হয়। কোন নীচ শ্রেণীর লোক, যদি আপনাকে উচ্চ বংশোদ্ভব প্ৰলিয়া পরিচয় দেয় এবং সেই জষ্ট কোন সন্ত্রাস্তুকুলশীল ব্যক্তিকে भांगनांब्र शृहे अन्न ७ जण थाऽब्राहेदाब्र छछ अन्नप्ब्रांष कछ, এবং তাহাকে স্বজাতিচু্যত করিতে প্রয়াশ পায় তাহা হইলে, ठेख राखिएक छब्रिमांन, कtब्रन, अथवा उांशंद्र गर्मिय ब्रांअशैब्र সম্পত্তিভূক্ত করা হয়। কখন কখন তাহাকে চিরতরে ক্রীতদাসরূপে বিক্রয় করা হইয়াও থাকে। কিন্তু ঐ জাতিভ্রষ্ট ভদ্র ব্যক্তি উপৰাসাদি ও প্রায়শ্চিত্ত করিয়া এবং গুৰু ও পুরোহিতকে मिर्किहे अर्थश्७ निम्न वछाडिमाथा भूनद्राष्ट्र श्रृंशैउ झ्म्न । ব্রাহ্মণ ও রমণীগণের শিরশেদের বিধান নাই। ঈশ্বরের জতুগৃহীত অবল নারীজাতির সৰ্ব্বোচ্চ ও সুকঠিন দগুtঙ্গাকঠিন পরিশ্রমের সহিত চির-নিৰ্ব্বাসন । ব্রাহ্মণগণের উপরও ঐ একই নিয়ম, তবে বিশেব এই যে, ব্রাহ্মণগণ কারাবাসে বাইয় জাতীয় গৌরব-নাশের সঙ্গে সঙ্গেই জাতিচু্যত হন। cमन-दिछtण । রাজ্য-রক্ষা ও রাজ্যশাসনসম্বন্ধে নেপালরাজের বহু অর্থব্যয় হইয়া থাকে। যেমন মুনিয়মে সৈন্তগণকে যুদ্ধবিদ্যা শিক্ষা দেওয়া হয়, তেমনি সঙ্গে সঙ্গেই কামান ও বলুকাদি তৈয়ারের জন্য অনেক পরিশ্রম ও অর্থক্ষয় হয় । গোর্থাদলই সৈনিক দলের পরিপুষ্টি সাধন করিতেছে। এখানে রাজবেতনভোগী প্রায় ষোল হাজার সৈন্য আছে, উক্ত সেনাদল ২৬টী বিভিন্ন রেজিমেণ্টে বিভক্ত। এতদ্ব্যতীত নেপালরাজের নিয়মানুসারে কতক লোক সৈনিকবিভাগে নিৰ্দ্ধারিত-সময় মত যুদ্ধবিদ্যা শিক্ষা করিয়া, কার্য হইতে অবসর লইতে পারে। ঐ সকল লোক সংসারে লিপ্ত থাকিলেও পুনরায় আবগুক হইলে সৈন্তদলভুক্ত হইতে পারে। রাজ্যে এইরূপ বিধি প্রচলিত থাকায়, নেপালরাজের সৈন্যসংগ্রহসম্বন্ধে বিশেষ সুবিধা আছে। তিনি ইচ্ছা করিলেই এক দিনে প্রায় ৭০ হাজার শিক্ষিত নেপালীসৈন্য ধোগাড় করিতে পারেন। ইংরাজী প্রণালীর অমুকরণে এখানকার সৈন্যগণ শিক্ষিত, কিন্তু তাহ বলিয়া সকল বিষয়েই ইংরাজী নিয়ম নাই। সৈন্যের विखां* uद१ नणह मांब्रक अश्निांब्रदीप्ति १श् गुरुशहे हैश्ब्रां८मब्र अभूझन शहेरण७, उांशंtणब्र हेश्ब्रांप्छद्र छांग्र क्वभिक श्रृंहनांब्रठि নাই। স্নাজপুত্র বা রাজকুটুৰগণ বৎসরে বৎসরে ক্রমে উচ্চ পদ পাইল্প থাকেন, কিন্তু বয়োবৃদ্ধ বিচক্ষণ কর্মচারিগণকে [ ৩৬৬ ] নেপাল প্রায়ই সাময়িক বিভাগের নিম্নপদ ভোগ করিতে দেখা যায়, ইছাদের সহজে উন্নতি হয় না । সেনাদলের দৈনিক পরিচ্ছদ নীলরঙ্গেয় স্থতীজামা ও পায়জামা ; সামরিক বেশ,-লালবর্ণের জাম, কাল ইজার, পার্থে লাল ডোর, পারে জুতা ও মাথায় টুপী এবং শ্বদলের চিহ্নযুক্ত একখানি রূপার তক্তি । কামানৰাহী সেনাদলের পোষাক নীল। অশ্বাদি পরিচালনের স্থান না থাকায় নেপালরাজ্যের অশ্বারোহী সেনার সংখ্যা অতি অল্প। এখানে বারুদ, গোলা ও গুলি প্রভৃতি প্রস্তুতের কারখানা আছে। এখনও সৈন্যের শিক্ষার জন্ত কুচ্‌কাণ্ডরাজ হয়। পাৰ্ব্বতীয় প্রদেশে ইহার যুদ্ধে বিলক্ষণ পটু। ইংরাজগণের সহিত দুইবার যুদ্ধে ইহারা যে কাৰ্য্যতৎপরতা ও যুদ্ধকুশলতা দেখাইয়াছিল, তাহাই এই জাতির বীর্য্যাবত্তার গৌরব-স্থল। ইহাদের কামান, বলুক ও অন্যান্য অস্ত্রাদি ততদুর সুবিধাজনক নহে। নেপালরাজের ৪ট পাহাড়ী-কামান (Mountain-battery) আছে। যখন সর্দার বাবরজঙ্গ, নেপালসৈন্তের চালক হইয়া ইংরাজসৈন্যাধ্যক্ষকে আপনার ব্যবহারে পরিতৃপ্ত করেন, তখন ইংরাজরাজ বন্ধুত্বের নিদর্শন স্বরূপ, ঐ চারিট যন্ত্র নেপালরাজকে উপহার দেন। রাজার অস্ত্রাগারে অসংখ্য কামান থাকিলেও প্রত্যহই এখানে কামান ও মন্ত্রাদি নিৰ্ম্মিত হইয়া থাকে। দাস-প্রথ। । নেপালে এখনও দাসদাসীবিক্রয়প্রথা প্রচলিত আছে। সামান্য অবস্থাপন্ন ব্যক্তিগণ৪ আপনাপন গৃহকার্যের সুবিধার জন্য ক্রীতদাস ক্রয় করিয়া থাকেন। কিন্তু এই দাস-প্রথা আফ্রিকার পুৰ্ব্বগ্রচলিত দাসব্যবসার অন্যরূপ । এখানকার দাসগণ কেবল মাত্র গৃহকৰ্ম্মাদি করে এবং প্রায় একরূপ স্বাধীন ভাবে থাকিতে পারে। আফ্রিকার বিক্রীত দাসগণ তাছাদের প্রভু কর্তৃক সময় সময় বিশেষরূপে নিগৃহীত হইতেন, কিন্তু নেপালের দাসদাসীগণ কতকাংশে ভারতবাসীর গৃহে রক্ষিত দাসদাসীর মত। নেপালে একবার মাত্র ক্রয়কালে দাম দিতে হয়। ধনবান ব্যক্তিমাত্রই এইরূপে বহুসংখ্যক দাসদাসী ক্রয় করিয়া থাকেন। নেপালের বর্তমান দাসসংখ্যা প্রায় ৩৫ হাজার। অগম্যাগমন বা জ্ঞাতি-স্ত্রীসংসর্গ প্রভৃতি নিকৃষ্টপাপে লিপ্ত হইলে অথবা জাতিগত কোন দোষ করিলে সেই স্ত্রীলোক কিংবা পুরুষ রাজাদেশে সপরিবারে ক্রীতদাসরূপে বিক্রীত হইয়া থাকে। এইরূপে দিন দিন নেপালের দাসসংখ্যা বন্ধিত হইতেছে । कौख्ञानीश्र१ नर्कनारे श्रृंरक्रई राष वीरक, थङषाठौड -