পাতা:বিশ্বকোষ দশম খণ্ড.djvu/৪১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নারায়ণপণ্ডিত নারায়ণদাস, আকবরের রাজত্বকালে নারায়ণদাস রাঠোর দাক্ষিণাত্যের ইদরের একজন বিখ্যাত রাজা ছিলেন। অকবরের প্রেরিত আসন্ধ্র থার সহিত ইহার যে যুদ্ধ হয়, তাহাতে ইনি পরাভূত হন। নারায়ণদাস সিদ্ধ, ইনি নারায়ণ গোস্বামী নামে খ্যাত। ইহার পিতার নাম ব্ৰহ্মদাস, ইনি প্রশ্নবৈষ্ণব নামে একখানি বৃহৎ জ্যোতিষশাস্ত্র এবং বৈষ্ণববৈদ্যকশাস্ত্র রচনা করেন। নারায়ণদেব, গজপতি বীরনারায়ণ নামে খ্যাত। ইহার পিতার নাম পদ্মনাভ, গুরুর নাম কবিরত্ন পুরুষোত্তম মিশ্র । ইনি অলঙ্কারচন্দ্রিক ও সঙ্গীতনারায়ণ নামে সঙ্গীতশাস্ত্র রচনা করেন । নারায়ণদেব, একজন প্রসিদ্ধ বঙ্গকবি, ব্রহ্মপুত্রনদের পূর্ববিভাগস্থ ময়মনসিংহের অন্তর্গত নেত্রকোণ মহকুমার অধীন বোরগ্রাম নামক একটী ক্ষুদ্রপল্লীতে জন্মগ্রহণ করেন। র্তাহার পিতার নাম নরসিংহ। মারায়ণদেবের বংশাবলী অনেক শাখা প্রশাখার বিভক্ত। একটী শাখার পরিচয় এই ;– (পরবর্তু নামগুলি পূৰ্ব্ববর্তী নামের পুত্ৰজ্ঞাপক ) উদয়রাম, উদ্ধবরাম, নরসিংহ, নারায়ণদেব, চতুভুজ, অভিমা, চূড়ামণি, অনস্তুরাম, ভগদেব, গৌরীপ্রসাদ, নিমাইচাদ, কৃষ্ণরাম, রূপরাম, মোহনগোপাল, নরোত্তম, কৃষ্ণচন্দ্র, শ্ৰীচন্দ্র, রামচন্দ্র জগচ্চন্দ্র, গগনচন্দ্র । শেষোক্ত দুইজন লোক ও তাঁহাদের শাখা এথন ও বর্তমান আছে । তাহীদের নিকট অবগত হওয়া যায় যে, নারায়ণদেব, র্তাহার বংশের বর্তমান লোকের ১৭ পুরুষ পূর্বের লোক। অতএব ৩ পুরুষে ১০০ বৎসর গণনা করিলে নারায়ণদেব বর্তমানসময়ের প্রায় ৫৫০ বৎসর পূৰ্ব্বে প্রাছভূত হন । ইনি "পদ্মপুরাণ" প্রথুয়ন করেন । এই পুস্তক মনসাদেবীর মাহাত্ম্য ও পূজা প্রচারের নিমিত্ত চাদবেণের উপাখ্যান অবলম্বনে রচিত । প্রবাদ অাছে, তিনি আদৌ ভাল লেখাপড়া জানিতেন না, তবে ভূমিষ্ঠ হইবার সঙ্গে সঙ্গেই তিনি কবিত্বশক্তি লাভ করেন। এই উক্তি নিজেই স্বীকার করিয়াছেন । তাহার স্বরচিত শ্লোকের একস্থলে বর্ণিত আছে যে, তিনি চোঁদবৎসর বয়সের সময় এইরূপ স্বপ্ন দেখেন যে, বংশীধারী কৃষ্ণ স্বয়ং আসিয়া তাহাকে পদ্যলেখার জন্য উৎসাহিত করিতেছেন। ভাল লেখা পড়া না জানিলেও তাহার রচনায় কবিত্বশক্তির বিশেষ পরিচয় পাওয়া যায় । নারায়ণধৰ্ম্মাধিকারিন, একজন স্বাওঁপণ্ডিত। ইনি লগুণকাও ও বন্ধ্যাত্বকারকোপড়বহরবিধি রচনা করেন। নারায়ণপণ্ডিত, এই নামে অনেক সংস্কৃত গ্রন্থকার দেখিতে পাওয়ায়। ১ অদ্বৈতকালামৃত নামে বৈদাস্তিক গ্ৰন্থরচয়িতা। x >> [ 8s 1 নারায়ণপ্রিয় ২ ইনি লক্ষ্মীদাসের পুত্র, জন্মদাসের আদেশে গীতগোবিনটীকা রচনা করেন । ৩ নবরত্নপরীক্ষা নামক গ্রন্থকার । ". ৪ পাটকৌমুদী নামে জ্যোতিঃশাস্ত্ররচয়িত । ৫ শিবস্তুতিকার। ইহার পিতার নাম লিকুচি। শু কৃষ্ণপণ্ডিতের পুত্র, জরনির্ণয় ও বৈদ্যুবল্লডের টীকাকার । ৭ বিশ্বনাথ পণ্ডিতের পুত্র, পিষ্টপশুখগুনমীমাংসাপ্রণেতা । ৮ হিতার্থ স্থরির পুত্র, ইনি অনিমাতীৰ্থকৃত সদাচারস্থতির একখানি সুন্দর টীকা করিয়াছেন। কাহারও মতে, ইহার পিতার নাম বিশ্বনাথ । নারায়ণপণ্ডিতাচাৰ্য্য, ১ অণুমধাবীজস্তোত্র ও শিবস্তোত্র রচয়িত । ই ত্রিবিক্রমের পুত্র, একজন মধ্বমতাবলম্বী প্রসিদ্ধ বৈদাস্তিক । ইনি মণিমঞ্জরী নামে বেদান্ত, মধ্যবিজয় নামে মধবাচার্য্যের জীবনী, মন্ত্রার্থ-মঞ্জরী, বিষ্ণুস্তুতি, সংগ্ৰহরামায়ণ, অণুমধ্ববিজয় বা অপ্রমেয়মালিকা নামে কতকগুলি সংস্কৃত গ্রন্থ প্রণয়ন করেন । নারায়ণপরিব্রাজক, যতীশ্বর নামে খ্যাত। ইনি অর্থপঞ্চক নিরূপণ রচনা করেন । নারায়ণপাল, ১ পালবংশীয় গৌড়ের একজন প্রসিদ্ধ রাজা । [ পালরাজবংশ দেখ। ] নারায়ণপুর, বিজগপত্তন জেলার অন্তর্গত একটা প্রাচীন গ্রাম । কেবিলি হইতে ১৩ মাইল উত্তর-পূৰ্ব্বে অবস্থিত। এখানে কএকটা প্রাচীন ও শিল্পকার্যবিশিষ্ট শিবমন্দির আছে। ঐ সকল মন্দিরে শিলালিপি দৃষ্ট হয়। ই উত্তর পশ্চিমাঞ্চলে বালিয়া জেলার অন্তর্গত একটী অতি প্রাচীন গ্রাম, গঙ্গাপুর হইতে অৰ্দ্ধক্রোশদুরে ও গঙ্গার নিকট অবস্থিত। এখানে চীনপরিব্রাজক হিউএন্‌ সিয়াং নারায়ণদেবের মন্দির দেখিয়াছিলেন । এখানে প্রাচীন মন্দিরের ধ্বংসাবশেষ পড়িয়া আছে । নারায়ণ পোবর, সাতার জেলায় পিম্পোড়ৰুদ্ৰথ নামক স্থানে কৃষকবংশে জন্মগ্রহণ করেন। ইনি ৯ বৎসর বয়স হইতে বিষাক্ত ভয়ানক সৰ্প সকল ধরিতে পারিতেন, এজন্য সকলেই ইহাকে নারায়ণের অবতার স্বরূপ জ্ঞান করিয়া এইরূপ কহিত—যে ইনি সত্বর ইংরাজদিগকে বিতাড়িত করিবেন । পীড়াদি হইলে আরোগ্যলাভার্থ ইহার নিকট অনেকে আগমন করিত। সর্পাঘাতেই ইহার মৃত্যু হয়। নারায়ণপ্রিয় (পুং ) নারায়ণন্ত প্রিয়, নারায়ণঃ প্রিয়ঃ যত ইতি বা । ১ শিব ।