পাতা:বিশ্বকোষ দশম খণ্ড.djvu/৬৮৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পত্তন

  • mrmr-+-*

মানল জালামালিনী, মালা ও দক্ষিণভাগে জয় অনন্তমতি, [ ৬৮২ ] পত্তন

তিভ্যাং তন । উৰ্ণ ১।১৫• ) নগর। ভাগবতের ৭২১৪ বৈরাত, গৌরী, কালী মহাকালী ও বস্ত্রাংসকল প্রভৃতি মূৰ্ত্তি \^ ੱਧ নাম খোদিত আছে । ডাঃ কনিংহাম্ লিখিয়াছেন যে, মন্দিরট নিঃসন্দেহে আতিশয় প্রাচীন এবং গুপ্তরাজগণের সময়ে নিৰ্ম্মিত বলিয়৷ বোধ হয়। অভ্যন্তরস্থ দেবীমূৰ্ত্তির পাদদেশে খোদিত যে লিপি আছে, তাহ সম্ভবতঃ দেবীমূৰ্ত্তির সঙ্গে অথবা পরবর্তি-সময়ে লিখিত হয় । তিনি আরও বলেন যে, পিষ্টপুরিকা দেবীর প্রাচীন মপিার ও পবিত্র তীর্থক্ষেত্রের কথা যে সকল তাম্রশাসনে দেখিতে পাই, সেই প্রাচীন পৃষ্ঠপূরিক দেবী মন্দির পরবর্তিকালে পতৈনিদেবী নামে সাধারণে পরিচিত হন। পতৌল্প, অযোধ্য প্রদেশের সীতাপুর জেলার অন্তর্গত একটা গ্রাম। এখান হইতে ৩ মাইল উত্তরপশ্চিমে সুলতান নগরের নিকট পর্যন্ত একটী সুবিস্তৃত প্রাচীন নগরের প্রবেশদ্বার ও মন্দিরাদির ধবংসাবশেষ দেখিতে পাওয়া যায়। পতৌদি, পঞ্জাবের অধীনস্থ একটা সামন্তরাজ্য r অক্ষা | ২৮°১৪’ হইতে ২৮°২২′ উঃ এবং দ্রাঘি” ৭৬°৪২′ হইতে ৭৬°৫২% ৩•” পুং । ভূপরিমাণ ৪৮ বর্গমাইল। মহম্মদ মুম্তাজ হনুমালী খ এখানকার বর্তমান নবাব। ইহার বেলুচ বংশীর। ইহার পূর্বপুরুষ ফইজতল খী হোলকরসৈন্তের বিরুদ্ধে যুদ্ধ করায়, লর্ড লেক ১৮৯৬ খৃষ্টাব্দে তাহাকে এই ভূসম্পত্তি দান করেন । পৎকামিন ( ত্রি ) পাদেন কযতি গচ্ছতি কষ-নিশি, ততঃ পাদস্ত পদাদেশঃ । পাদদ্বারা গন্ত । ( ভটি ৩৪ ) পত্ত (পুং ) পতত্যনেন পত-বাহুলকাৎ করণে তক্‌ । পাঙ্গ । “নিশীৰ্ষতে নিপত্ততঃ” ( অথৰ্ব্ব ৬,১৩১।১ )। পত্তঙ্গ (রী ) পত্রাঙ্গ পৃষোদরাদিত্বাৎ সাধু । রক্তচন্দন, বক্‌ম*s* (Cæsalpinia suppan) frist–ors;, &sor–sexকট, উৎকল-বকমে। সংস্কৃত পর্য্যায়—পত্রাঙ্গ, রক্তকাষ্ঠ, সুরঙ্গদ, পত্রাণ্য, পট্টরঙ্গ, ভাৰ্য্যাবৃক্ষ, রক্তক, লোহিত, রঙ্গকাষ্ঠ, রোগকাষ্ঠ, কুচনান, পট্টরঞ্জনক, সুরঙ্গ । ইহার গুণকটু, রুক্ষ, অম, শীত, বাতপিত্তজর, বিস্ফোট, উন্মাদ ও ভূতনাশক । ( রাজনি ) “পত্তঙ্গং মধুরং শীতং পিত্তশ্নেয়ন্ত্রণাশ্রযুৎ। হরিচন্দনবজজ্ঞেয়ং বিশেষাদাহনাশনম্।।” ( ভাবপ্র” ) ( পুং ) ২ ভৃঙ্গরাজ, চলিত ভীমরাজ। ৩ কেশরাজ, চলিত কেগুরে । ৪ শালিধাগু ভেদ । ততস (জবা ) পত্ত-তস্। পাদ হইতে । ( অথৰ্ব্ব ৪১৩১১) পত্তন (স্ত্রী) পতন্তি গচ্ছন্তি জন বস্মিন। পত-তমন ( বীপ শ্লোকের টীকায় জীধরশ্বামী মহতীপুর এইরূপ অর্থ করিয়াছেন। २ भुमत्र । (हांब्रां*) পত্তন (পাটন) অযোধ্যাপ্রদেশের উনাও জেলার পূর্ব তহসীলের অন্তর্গত একটা পরগণা। এখানকার অধিবাসিগণের মধ্যে ব্রাহ্মণ ও বৈস রাজপুতগণই প্রধান এবং নিম্নশ্রেণীর মধ্যে কুৰ্ম্ম জাতিই শ্রেষ্ঠ। ২ উক্ত পরগণার সদর। লোন নামক ক্ষুদ্র নদীর উভয়তীরে অবস্থিত। এখানে একটা মুসলমান ফকিরের কবরের নিকটে প্রতি বৎসর দুইবার মেলা হয় । পৌষ মাসের মেলায় এ স্থানে তিন লক্ষেরও অধিক লোকের সমাগম হইয়া থাকে। ঐ সময়ে উন্মাদ রোগগ্রস্ত ব্যক্তিগণকে এখানে মানিয়া কবরের সন্মুখস্থ বৃক্ষে সারারাত্রি বঁাধিয়া রাখে। লোকের বিশ্বাস "পবিত্র-পুরুষ’ আসিয়া ঐ হতভাগাদিগকে আরোগ্য দান করেন। পত্তন, বোম্বাই গ্রেসিডেন্সীর সাতারা জেলার অন্তর্গত একটা পৰ্ব্বতময় উপবিভাগ। এখানে কৈনা, তারলে ও কোলে নামক তিনটী ক্ষুদ্র নদী প্রবাহিত হইয়া কৃষ্ণা নদীতে পড়িয়াছে। গ্রীষ্মের প্রাচুর্ভাবে এখানে জলকষ্ট উপস্থিত হয় । ভূপরিমাণ ৫৩৬ বর্গমাইল। এখানে ১ট নগর ও ২• ১ট গ্রাম আছে। ২ উক্ত উপবিভাগের প্রধান নগর । কৈলা ও কেরলা নদীদ্বয়ের সঙ্গমস্থলে সাতারা নগরের ২৫ মাইল দক্ষিণপশ্চিমে অবস্থিত। অক্ষা ১৭* ২২ উঃ এবং দ্রাঘি” ৭৩° ৩৮' পূঃ । নগরট দুই ভাগে বিভক্ত। একদিকে কৈনার নদীর বামতীরবর্তী রামপুর গ্রাম এবং অপরদিকে ইনামদার সর্গার নাগোজীরাও পত্তনকরের বসতবাটী ও রাজকীয় হৰ্ম্ম্যাদি। উক্ত সর্দারই এখানকার সমস্ত দেওয়ানী মোকদ্দমার বিচার করিয়া থাকেন। পত্তন, বরোদ রাজ্যের গাইকোবাড় সম্পত্তির অন্তভুক্ত একট উপবিভাগ। ভূপরিমাণ ৪৬৯ বর্গমাইল। ২ উক্ত উপবিভাগের প্রধান নগর। প্রাচীন নাম অনহিলবাড়া পত্তন। বনাস নদীর শাখা সরস্বতীর কূলে অবস্থিত । পূঃ । ۰ تا ۰ و R rif۹۹۰ی : " ه و ده ه r sچ গুজরাত প্রদেশের মধ্যে এই নগর সর্ব প্রাচীন ও সমুদ্ধিশালী । এখানকার মন্দিরাদি ও বৃহৎ বৃহৎ প্রাসাদদির কারুকার্য্য ইহার গঠন ও শিল্প-নৈপুণ্যের গৌরব প্রকাশ করিতেছে। এখানে জৈনদিগের প্রায় ১০৮ট মন্দির আছে। গুজরাত হইতে প্রাপ্ত প্রাচীন ঐতিহাসিক গ্রন্থ হইতে জান৷ ষায় যে, চাপোৎকট বংশীয় রাজা বাণ ৮৬২ বিক্রম সখতে এই নগর প্রতিষ্ঠা করেন। ইছার বংশধর সামন্তসিংহের রাজ্যাবসানে ত্তীয় ভাগিনেয় মূলরাজ সিংহাসন প্রাপ্ত হন। ইহার অধিকারে এখানে চালুক্য