পাতা:বিশ্বকোষ দশম খণ্ড.djvu/৮৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নিকুম্ভ দর্শন করিয়া তিনি দবিয়াল, কালিকট, সিংহল, বিদর্ড, বিজয়নগর, কুলবর্গ ও অপরাপর নানাস্থান পদব্রজে দর্শন করিয়া ১৪৭৪ খৃষ্টাব্দে ভারতভূমি পরিত্যাগপূর্বক হরমুজ, সিরাজ, ইস্পাহান, তাব্রিজ ও টিবিজগু প্রভৃতি নগর দর্শন করিয়া স্বদেশে প্রত্যাবৰ্ত্তন করেন। তিনি এই সকল নগরাদি দর্শন করিয়া তাহার বাণিজ্য, ব্যবসা ও উৎপন্ন দ্রব্যাদির বিষয় লইয়া একখানি পুস্তক লিখিয়াছেন। তন্মধ্যে তৎসাময়িক কাম্বে, হরমুজ, দবিয়াল, কালিকট, সিংহল, বিদর্ড ও বিজয় নগরের বিষয় বিশেষরূপে লিখিত আছে। নিকিরা, মুসলমান জাতির এক প্রকার উপাধি। ইহার মৎস্ত বিক্রয়দ্বারা জীবিকানিৰ্ব্বাছ করে। নিকিৰ্ষি ( ক্লী ) কিষিাভাব, পাপের অভাব। “পুনর্দায় ব্ৰহ্মজায়াং কৃতী দেবৈর্নিকিন্বিষম্‌” (ঋক্ ১২।১৯৯৭) ‘দেৰ নিকিৰিষং কিস্বিষাভাবং’ (সায়ণ ) নিকা (দেশজ) নির্থী, উকুন। ( দেশুঙ্গ) ক্ষুদ্রত, স্বল্পভাবত। যথা, কাজের নিকুচি। নিকুচাকণি (অবা ) নিকুচে সন্ধুচে কণীে যত্র, ততো ইচু সমা”। সন্ধুচাকৰ্ণক, যাহার কর্ণদ্বয় সঙ্কুচিত। নিকুঞ্চক (পুং) নিকুঞ্চতীতি নিকুঞ্চ কৌটিল্যে ৎল। পরিমাণতেদ, কুড়কপাদ, কুড়ব পরিমাণের ৪ ভাগের এক ভাগ । অদ্ধ অঞ্চলী । কাহারও কাঙ্গর মতে ৮ তোলা । ২ বানীর বৃক্ষ, জলবেক্ষস । “নিকুঞ্চকঃ পরিবাধো নাদেয়ে জলবেতসঃ ” (ভাবপ্র” পূৰ্ব্বখ") নিকুঞ্চিত ( ক্লী ) নি-কুঞ্চ-ক্ত। ১ অঙ্গহারান্তর্গত শিরোবিশেষ । ( ত্রি ) ২ সঙ্কুচিত । নিকুঞ্জ (পুং, ) নিতরাং কে পৃথিব্যাং জায়তে জন-ড, পূযোদরাদিত্বাং সাধু। লতাদি পিহিতোদরকুঞ্জ, উপবনে উষ্ঠানে বা অরণ্যে লতা প্রভৃতি দ্বারা আবৃত গৃহাকার কুঞ্জ, লতাগৃহ । "কপিকুলমুপযাতি ক্লান্তমদ্রেনিকুঞ্জম্‌” ( ঋতুস” ) নিকুঞ্জবন, তার্থবিশেষ। প্রবৃন্দাবন ধামে এই নিকুঞ্জবনে শ্ৰীকৃষ্ণ ত্রীরাধিক সহ বিহার করিতেন । [ বৃন্দাবন দেখ । ] নিকুঞ্জিকান্না (সা) নিকুঞ্জিকা কুধোদ্ভব অম্ল। কুঞ্চিকাবৃক্ষভেদ। পর্যায়--কুঞ্জিকা, কুঞ্চবল্লরী। ইহার গুণ শ্ৰীবল্লী সদৃশ । ( রাজনি” ) নিকুম্ভ (পুং) নি-কুভি-অচ। ১ দন্তীবৃক্ষ । ২ কুম্ভকৰ্ণরাক্ষসপুত্রভেদ। ৩ দানবভেদ । ( ভারত ১৭৫ অ’ ) ৪ প্রলোদের পুত্রভেদ । ( ভারত ১৬০ অ’ ) ৫ হৰ্য্যশ্ব নৃপপুত্র। (হরিব” ২•৪ অ' ) ৬ বিশ্বদেবভেদ। ৭ কুরুসেনাধিপতির অন্তর্গত ৰূপভেদ । ( ভারত দ্রোণপ• ১৫৬ অ” ) [ ૧ ] निदूख़िला ৮ কুমারামুচরভেদ । ( ভারত সভাপ” ৭৬ অ” ) ৯ রাক্ষসেশ নামে শিবামুচরভেদ। “পার্থে তিষ্ঠন্তমাছুয় নিকুন্তমিদমব্ৰবীৎ । '. রাক্ষসেশ পুরং গত্বা শূন্তাং বারাণসীং কুরু ॥” (হরিব” ২৯ অ-) কুস্তকর্ণের পুত্র নিকুম্ভ লঙ্কাযুদ্ধে হত হন। এই নিকুম্ভ রাবণের মন্ত্রী ছিলেন। ( রামা’ সুন্দর ৪৯, ৫৪ স”, লঙ্কা" ৮, ৯, ৪৩, ৫৭, ৭৫ স” ) নিকুম্ভ, স্বর্যবংশীয় একজন রাজা। অযোধ্যায় ইহার রাজধানী ছিল। এই বংশে মান্ধাতা, সগর, ভগীরথ, রঘু এবং রামচন্দ্র জন্মগ্রহণ করেন। নিকুস্তের প্রপিতামহ কুবলয়াখ, খুন্ধ নামক দৈত্য বধ করিয়া ধুন্ধমার উপাধি ধারণপূর্বক স্বনামমুসারে রাজপুতনায় ধুন্ধার ( জয়পুর ) রাজ্যস্থাপন করেন। ইহার বংশাবলী নিকুম্ভ নাম ধারণপূর্বক এখানে বাস করিতেন। অযোধ্যার বংশ এক্ষণে রঘুবংশ নামে খ্যাত। মান্ধাত৷ এবং সগরের সহিত হৈহয় এবং তালজঙ্ঘদিগের নৰ্ম্মদ নদীতীরে এক যুদ্ধ হয়। তদবধি এখানে এই বংশের একটী শাখা বাস করিতেছে। টড বলেন যে, নিকুম্ভ বংশীয়ের বহুদিবস মণ্ডলগড় জেলায় বাস করিত। মেবাতের অন্তর্গত আলবর এবং ইন্দোর ইহারাই স্থাপন করেন বলিয়া প্রসিদ্ধ এবং অভনেরে ইহাদের রাজধানী ছিল। মুসলমানদিগের আক্রমণের পর মধ্যপ্রদেশের মধ্যে কেবল খাদেশের চতুষ্পাখে এবং আলবরে ইহাদের প্রাধান্ত বিস্তৃত ছিল। হুসেন ধার পূর্বপুরুষ আলাবল খাঁ উত্তর আলবরবাসী নিকুম্ভদিগকে ক্ষমতাচু্যত করেন। ২ দৈত্যবিশেষ । সপ্তপুরীর রাজা। নিকুম্ভ কৃষ্ণের মিত্র ব্ৰহ্মদত্তের কন্যাসমূহ হরণ করিলে, কৃষ্ণ তাহাকে বধ করিয়া সপ্তপুর ব্রহ্মদত্তকে দান করেন। নিকুম্ভাখ্যবীজ (রা) নিকুম্ভাধান্ত দস্তিকা বৃক্ষন্ত বাজবং বাজং যস্ত। জয়পাল । [ জয়পাল দেখ। ] নিকুম্ভিত (রা) নৃত্যবিষয়ক অষ্টোত্তরশত করণান্তর্গত নৃত্য বিশেষ । “করণানান্ত সৰ্ব্বেষাং সামান্তং লক্ষণত্ত্বিদম্। প্রায়ো বামকয়ে বক্ষঃস্থিতোহন্তঃ পুরতোইযুগঃ ॥ পাদাভ্যাং করণং জ্ঞেয়ং তদিহাষ্টোত্তয়ং শতম্। নিকুস্তিতং পার্থক্রান্তমতিক্রান্তং বিবৰ্ত্তকম্।” - (সঙ্গীতদামো” ) ( স্ত্রী ) ১ লঙ্কার পশ্চিমভাগস্থিত একটা গুহা । ২ এই গুহাস্থিত দেবী। ইন্দ্রজিৎ এই গুহাতে ও দেবীর সমক্ষে যজ্ঞকাৰ্য্য শেষ করিয়া যুদ্ধযাত্রা করিতেন।