পাতা:বিশ্বকোষ দ্বাদশ খণ্ড.djvu/৭৫১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

वांद्रङ्ग्न হাইদারের মিলিত সৈন্তের সহিত ইংরাজগণ কৃষ্ণগিরিতে পরাজিত হন । ইহার একমাস পরে ইংরাজসৈন্ত পুনরুদ্যমে বারমহল আক্রমণ করে এবং পর পর কতকগুলি দুর্গ অধিকার করিয়া লয়। ১৭৯৯ ও ১৭৯১ খৃষ্টাব্দে ইংরাজগণ উপযুপিরি আক্রমণ করিলেও কৃষ্ণগিরিদুর্গ জয় করিতে পারে নাই । ১৭৯২ খৃষ্টাব্দে বারমহল ইংরাজ-করে অর্পিত হয়। তৎপরে উহার পূৰ্ব্বনাম পরিত্যক্ত হয় এবং এইস্থান ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ডে বিভক্ত হইতে থাকে। tারভূয়, (বারে ইয়ে বা বারভূইয়া) বাঙ্গালার দ্বাদশজন ভৌমিক বা রাজা উপাধিধারী জমিদার। আইন-ই আকবরী, অকবরনাম প্রভৃতি মুসলমান ইতিহাসে এই সামস্তগণের কাহারও কাহারও উল্লেখ দেখা যায়। ইহার কেহ কিছু অগ্রবর্তী, অনেকেই প্রায় সম্রাট আকবর শাহের সমসাময়িক। সেনাপতি মানসিংহ যখন বাঙ্গাল আক্রমণ করিতে আসেন, তখন কাহারও কাহারও সহিত র্তাহার সাক্ষাৎ হইয়াছিল। মুসলমান রাজত্বের সেই উজ্জল সময়েও এই দ্বাদশজন ভৌমিক অৰ্দ্ধ স্বাধীনভাবে বাঙ্গাল শাসন করিতেছিলেন। সম্রাটু আকবরশাহ তাহাদের নিকট হইতে বাঙ্গালার রাজস্ব আদায় লইতেন এবং আবগুক হইলে সৈন্তসংগ্রহ দ্বারা তাহার দিল্লীশ্বরের সাহায্য করিতে বাধ্য ছিলেন। এক সময়ে ১২ জন অধিপতির শাসনে বাঙ্গালী রাজ্য পরিচালিত হইত বলিয়া সকলেই বঙ্গদেশকে ‘বারভূরে বাঙ্গালা’ [ ११७ নামে অভিহিত করিয়াছিল। ঐ বার জন ভৌমিকের এইরূপ পরিচয় পাওয়া যায় । নাম যে স্থানের রাজা জাতি । রাজা কণাপনারায়ণ রায় চন্দ্র দ্বীপ বসুবংশীয় বঙ্গজ কায়স্থ প্রতাপাদিত্য যশোহর গুহবংশীয় ঐ লক্ষ্মণমাণিক্য জুলুয়া শূরবংশীয় ঐ মুকুনারাম রায় ভূষণা দেববংশীয় । চাদরায় ও কেদার রায় বিক্রমপুর মৃতকৌশিক গোত্র দেববংশীয় ঐ চাদ গঞ্জি চাদপ্রতাপ মুসলমান । গণেশ রায় দিনাজপুর উত্তররাষ্ট্ৰীয় কায়স্থ । ছাম্বীরমল্প বিষ্ণুপুর মল্লবংশীয়। কংসনারায়ণ প্তাহিরপুর বীরেন্দ্র ব্রাহ্মণ । --- - - রামচন্দ্র ঠাকুর পুটীয়া বীরেন্দ্র ব্রাহ্মণ । ফজল গাজি ভাওয়াল মুসলমানই ঈশা খাঁ মসনদ আলী খিজিরপুর ձ ( ১ ) ভূমিষ্কার শব্দের অপভ্রংশ। (१) लिहौ श्रें:छ हेनि दाक्रांत्राग्र उषानिइ छां७ब्रtिशत्रु ब्र!छ। XII Sbr:) | বারমূল উক্ত দ্বাদশ ভৌমিকের মধ্যে রাজা কনপনারায়ণ, প্রতাপদিত্য, লক্ষণমাণিক্য, মুকুন রায়, চাদরায় ও কেদার রায়, এই পাঁচ জন বঙ্গজ কায়স্থ । তাহাজের প্রত্যেকের দ্বারা এক একটা সমাজ গঠিত হয়। বর্তমান ফরিদপুর জেলার অন্তর্গত ভূষণা গ্রামে রাজা মুকুন্দরামের রাজধানী ছিল। তত্ত্বংশধর রাজা সীতারাম রায়ের অধঃপতনের পর নবাবী আমলে ভূষণ একটা বৃহৎ চাকলায় পরিণত হয়। [ বিস্তৃত বিবরণ ভূষণ ও সীতারাম শৰে দেখ। ] রাজা কন্দপনারায়ণ চন্দ্র দ্বীপের বস্তুবংশীয় রাজা । রাজা মুকুনের সমসাময়িক ভৌমিক ছিলেন। কপাপের পিতা রাজা পরমানন্দ বঙ্গজ কায়স্থ কুলীনদিগের ৯ম সমীকরণ করেন। ঐ সময় চাদরায়, কেদাররায় ও মুকুন্দরাম কুলীনদিগের পৃষ্ঠপোষক হইয় তাহার সমীকরণ-কার্য্যের প্রতিবন্ধকতা করেন। চক্রদ্বীপের বসুবংশীয় কায়স্থ রাজা কমাপনারায়ণের সময় যশোহর নগরে প্রতাপের খুল্লতাত রাজা বসন্তুরায় কর্তৃক যশোহর সমাজ প্রতিষ্ঠিত হয়। প্রতাপাদিত্যও নিজের প্রতিভাবলে ঐ সমাজকে বিশেষ গৌরবাহিত করিয়া ছিলেন । এই রাজগণ যে এক সময়ে অৰ্দ্ধ স্বাধীন থাকিয়া রাজকাৰ্য্য পর্য্যtলোচনা করিয়াছিলেন, তাহার বিশেষ প্রমাণ পাওয়া যায়। র্তাহীদের বীরত্ব-কাহিনী ও রণসজ্জা কাহারও অবিদিত নাই ॥৪ বারমুয়ার, গুজরাত প্রদেশের মহীকান্থার অন্তর্গত একটা করদ রাজ্য। এখানকার সর্দারগণ বড়োদারাজকে বাধিক রাজস্ব দিয়া থাকেন । - বারমূল, উড়িষ্যাপ্রদেশের দশপল্লারাজ্যের অন্তর্গত একটা গিরিকদের। গোয়ালদেও গিরিশৃঙ্গের নিকট অবস্থিত। উক্ত রাজ্যের উত্তর সীমা দিয়া মহানদী এখানে প্রবাহিত হইতেছে। ১৮০৩ খৃষ্টাব্দে মহারাষ্ট্রযুদ্ধের সময় বারমুলা-গিরিপথে ইংরাজসৈন্ত সন্নিবেশিত ছিল । এইখানেই মহারাষ্ট্রীয়গণ ইংরাজবিরুদ্ধে শেষবার অস্ত্ৰধারণ করিয়াছিল। এই গিরিসঙ্কটে ২রা নবেম্বর পরাজিত হইয়া মহারাষ্ট্ৰীয়গণ জন্মের মত স্বাধীনতা হারাইল । ২ কাশ্মীর রাজ্যের অন্তর্গত একটা গিরিকন্দর। এস্তান দিয়া বিপাশা ( ঝিলাম ) নদী প্রবাঞ্ছিত । অক্ষা” ৩৪° ১০° উঃ এবং नि७*ांशष्क शबछग्रश्रूहीक ठशाग्र वशेौक्द्र श्न । ७३ शांन वडभान क्लोक tछक्षण वढ़झै ऊ । ( ७ ) ं का' न भङ्गनमनिtश् ८ह्मण1ब्र बद्ध्*ष्ठ । इ'इििन १:४५*११ 4ऋन छक्रलराम्रै नाभक छाप्न बान कब्रिट्ठप्झन । , ( 8 ) { #ानबाइ, मठाभामि ठा यङ्गऊि नttभ 4ब५ फू'प्र॥ ७ उख९ ब्रांछ क्षांनौ *८क झड़ेव । ] •