সোরা (পারসী) পৃথিবীর নানা অংশে, প্রধানতঃ ভারতবর্ষ, দক্ষিণ আমেরিকা, স্পেন, পারস্য, হাঙ্গেরী প্রভৃতি স্থানে স্বাভাবিক অবস্থায় নানা জাতীয় যে সকল লবণ পাওয়া যায়, সাধারণতঃ তাহাদিগকে ( Saltpetre ) এই আখ্যা প্রদান করা হইয়া থাকে। চিনিতে যে সোরা পাওয়া যায়, তাহার প্রধান উপাদান সোডিয়াম্। ঘোড়ার আস্তাবলের প্রাচীরে অনেক সময় চুণা-সোডা ( Mine-Saltpetere ) দেখিতে পাওয়া যায়। ভারতবর্ষের নানা স্থানে পোটাসিয়াম্ সোরা বা যবক্ষার মিশিয়া থাকে। ইহা মৃত্তিকার উপর পুষ্পাকারে বা মৃত্তিকার প্রথম স্তরের সঙ্গে মিশ্রিত অবস্থায় এবং তামাক, সূর্যমুখী প্রভৃতি চারা গাছে, কোন কোন সচ্ছিদ্র পাহাড়ে এবং বৃষ্টি ও ঝরণার জলে দেখিতে পাওয়া যায়। ক্ষার প্রস্তুতের প্রণালী দ্বারা কৃত্রিম উপায়েও সোরা প্রস্তুত হইয়া থাকে। এতদ্ব্যতীত সিংহল, টেনেরিক্, কেণ্টু কি প্রভৃতি স্থানের যে সকল গিরিগুহায় পক্ষী এবং অন্যান্য প্রাণীরা যাইয়া বাস করিয়া থাকে, সে সকল গুহায়ও সোরা দেখিতে পাওয়া ধায়। শীতল জলে ইহা অতি অল্প পরিমাণে গলিয়া থাকে, কিন্তু উষ্ণ জলে ইহা বেশ গলিয়া যায়। সাধারণতঃ ইহা পাতলা, সাদা, ভঙ্গুর ও অৰ্দ্ধস্বচ্ছখও অবস্থায় পাওরা যায়।
স্বাভাবিক সোরা নানা অবস্থায় থাকে । কিন্তু সকল অবস্থার সোরাতেই জৈব পদার্থের (Organic matter) প্রভাব বিদ্যমান আছে বলিয়। মনে হয় । গঙ্গার জলপ্লাবনের ফলে যে এ টেল মাটি সঞ্চিত হয়, তাহাতে ইহা যথেষ্ট পরিমাণে °i{3प्रl शृjच्न ! ভারতবর্ষের বাজারে যে সোর দেখিতে পাওয়া যায়, সাধারণতঃ তাহ বেহার এবং উত্তরপশ্চিম প্রদেশের কোন জেলা,পঞ্জাব, বোম্বাছ, মাদ্রাজ এবং ব্রহ্মদেশ হইতে সংগৃহীত হইরা থাকে। বারুদ আবিষ্কৃত হইবার পূৰ্ব্বে সোরাসংগ্রহের দিকে ভারতবাসী তেমন মনঃসংযোগ কয়ে নাই। কিন্তু যখন বারুদ আবিস্কৃত হইল এবং ইহা প্রস্তুত করিবার জন্ত যবক্ষার ( Nitre ) এড় বেশ আবগুক হইয় পড়িল, তখন হইতেই সোরাসংগ্রহের ধূম পড়িয় গেল। ইeায় পূৰ্ব্বে সোরার প্ররোজনীরতা যে বড় বিশেষ উপলব্ধি হইয়াছিল, এমন মনে হয় না । সংস্কৃত সাহিত্যে এই পদার্থটার নাম পৰ্য্যন্তও পাওয়া যায়ন । সোরা সম্বন্ধে লিখিতে বসিয়৷ ডাঃ উদয়টাদ দত্ত মহাশয় তাহার ( Materia Medica of the Hindus) arov asco vn làso qā'i of Taizon, “সোরা সম্বন্ধে প্রাচীন হিন্দুগণ কিছুই জানিতেন না। সংস্কৃতে ইহার কোন সৰ্ব্বসন্মত নাম পাওরা যায় না। ভাব প্রকাশে লিথিত ইহয়াছে যে, "সুবর্চিকা সর্জিক” বিশেষ । চলিত ভাষায় ইহাকে সেরা বলিল্প থাকে । কিন্তু যে সকল অভিধান প্রানাণ্য বলিয়া}}
দেৱ আনির বিলাতের বাজারে বিক্রয় করিতে হইবে। ইeার ক এক যৎসর পরে যখন যুরোপ এবং আমেরিকার
নন স্থান হইতে সুলভে সোয়ার আমদানী হইতে থাকে; তখন ভারতীয় সোরার কাটতি অনেক পরিমাণে কমিয়া আসে। ইহার