অীরব ৩ তিহাম, ৪ নেজ ও ৫ যেমাম। আরবদেশে অনেকগুলি স্বাধীন রাজ্য আছে, তাহার মধ্যে এইগুলি প্রধান— ১। যেমেন প্রদেশ-লোহিত সাগরের উপকূলে এবং হিজাজ, নেজদ ও হন্দ্রামোঁতের সীমান পৰ্য্যস্ত। ইহার মধ্যে সানা, মোথা, জেবিদ, বাইট-এল-ফকী, হোদেদ, লোহেয়৷ এই কয়ট নগর । ২ । অাদেন-ইহার মধ্যে প্রসিদ্ধ আদেলা বনার । ৩। কেীকেবান রাজ্য । ৪ । বেলীদ এল-কোবাইল । ৫ । আবু আরিষ—লোহিত সাগরের ধারে । জেজান নামে ইহার নগর অাছে। ৬ । খোলান। ৭ । সাহান্—এখানে বেদুইন্র বাস করে। ৮। নেজরান—এ প্রদেশট বেশ উর্বরা, এখানকার উঠ ও ঘোড়া বিখ্যাত । ৯ । ওমান এ প্রদেশট মস্কটের স্বলতানের অধিকারভূক্ত। এখানে যব, গম, জনার, আঙ্গুর, কড়াই ও খেজুর জন্মায় ; দস্তা ও তামার খনি আছে। এথানকার রোস্তক নগরে ইমামের বাড়ী ছিল । ১০ । হিজাজ – এই প্রদেশ মুসলমানদের পুণ্যভূমি । মক্কা ও মেদিন এই প্রদেশের অন্তর্গত। মুহম্মদের মৃত্যুর পর হইতে এই স্থান কনস্তান্তিনোপলাধিপতির অধিকারে ছিল । তিনি এই পুণ্যস্থান রক্ষা করিবার জন্য একজন করিয়া রক্ষক নিযুক্ত করিতেন । তৎপরে ওহাবীরা প্রবল হইয়। উঠিলে, সেই সময় এখানকার সেরিফ স্বাধীন হইতে চেষ্টা পায়। সেই সময় তুরস্কের পাশার সঙ্গে মক্কার প্রধান সেরিফের বিবাদ হয় । সেরিফ পাশার জিডডা নগরস্থ দুর্গধবংস করেন, এবং বিষপ্রয়োগ দ্বারা পাশার প্রাণ বিনষ্ট করিলেন । ওহাবীর সেরিকের বিপক্ষ হইলেন এবং শীঘ্রই তাহাকে নিপাত করিলেন । এই সময় ইজিপ্টের শাসনকৰ্ত্ত মুহম্মদ আলি প্রধান হইলেন, তিনি ওহাবীদের পরাস্ত করিয়া হিজাজ দখল করেন। কিছুদিন হিজাজ ইজিপ্টের রক্ষণবেক্ষণে ছিল। ১৮৪০ খৃষ্টাব্দে ইজিপ্ট ও তুরস্কের যুদ্ধে হিজাজ তুরস্কের মুলতানের হাতে আসিল । এই প্রদেশের প্রধান নগর মক্কা, মেদিন, জিডড । [ মক্কা শব্দে অপরাপর বিবরণ দেখ। ] ১১। সিনাই পাহাড়ের মরুস্থল-আরবের উত্তর পশ্চিম দিকে অবস্থিত। এই স্থানে দুই একটী নগর তির অপর সকল স্থান প্রায় মরু ও পাৰ্ব্বতীয় ; এই প্রদেশ স্বাধীন مهد] আরব বেদুইন্দিগের অধিকৃত। স্বয়েজ, টোর প্রভৃতি বন্দর এই ৷ রাজ্যের অন্তর্গত। সিনাই পাহাড়ে বেলেপাথর, অধিক উচ্চস্থানে কোথাও কোথাও মূল্যবান মণিপাথর পাওয়া যায়। উচ্চ অধিত্যকার উপর জেবেল মুসা, ইহারই কাছে বাইবেলোক্ত প্রাচীন সিনাইগিরি। এথানে সেণ্ট ক্যাথেরিণের মনোহর আশ্রম আছে। জেবেল মুসার স্বচ্ছ সলিলে প্রস্রবণ আছে। দেখিলেই চক্ষু জুড়ায়। এখানে পেয়ার, খেজুর, দাড়িম প্রভৃতি মুখাদ্য ফল জন্মে। আকাবা উপসাগরের ধারে জেবেল সেরা নামক আয় একটা প্রদেশ। ওয়াদিমুসা তাহার রাজধানী। কেহ কেহ এই নগরকে স্তাবাথিয়দের রাজধানী প্রাচীন পেট নগর বলিয়া উল্লেখ করেন। সিনাই গিরিমালার উত্তরে একটা বিস্তীর্ণ মরুস্থল,ইহার নাম টিয়া-বাণী-ইস্রায়েল অর্থাৎ ইস্রায়েল সস্তানদের মরুভূমি। ১২ । নেজদৃ—এই প্রদেশ উত্তরে সিরীয় মরুভূমি, দক্ষিণে যেমেন হইতে হস্রামোৎ পৰ্য্যস্ত, পূৰ্ব্বে ইরাক আরবী, পশ্চিমে হিজাজ হইতে লাসার সীমা পর্য্যন্ত সমুদর ভূখণ্ড । আরবের মধ্যে এই প্রদেশ সৰ্ব্বাপেক্ষা বৃহৎ । এখানে বেদুইন জাতির বাস । এথানকার আবহাওয়া বড় গরম কিন্তু মধ্যে মধ্যে বিশুদ্ধ শীতল সমীরণ বহিয়া অধিবাসিদিগকে মুথ প্রদান করে। এই রাজ্য ধৰ্ম্মোন্মত্ত ওহাবীদের অধিকারে। ইহার প্রধাননগর ডেরাইয়া। এখানে আড়াই হাজারের উপর বসত বাট আছে। ১৮১৯ খৃষ্টাব্দে ইব্রাহিম পাশ। এই নগর অবরোধ করেন, সেই সমর এখানে বড় বড় বাইশটা মঠ ও ও ত্রিশট বিদ্যালয় ছিল। এই নগর বেশ উর্বরা, যব, গম প্রভৃতি শস্ত এবং খেজুর, দাড়িম, পিচ, আঙ্গুর, তরমুজ ও খরমুজ প্রভৃতি ফল জন্মে । ১৩ । লাসা বা হজার এই প্রদেশটা পারস্তোপসাগরের পশ্চিম উপকূলে অবস্থিত। এখানে অধিকাংশই বেদুইনদিগের বাস । ইহার প্রধাননগর লাস । এথানকার লোকের সমুদ্র হইতে মুক্ত আহরণ এবং পিওঁী খেজুরের ব্যবসা দ্বারা জীবিকা নিৰ্ব্বাহ করে । ১৪। হর্দ্রামেীৎ—এই প্রদেশের দক্ষিণ-পূৰ্ব্বে ভারতমহাসাগর, উত্তর-পূৰ্ব্বে ওমান, উত্তরে নেজদ, পশ্চিমে ফেমেন । এই স্থান লবাণের ব্যবসার জন্ত বিখ্যাত । ইহার কতকাংশে বেদুইনদের বাস। অধিকাংশই মস্কটের ইমামের অধিকারভুক্ত। ইহার প্রধান বন্দর দফর ও কেশিন । সকোট্রা দ্বীপও এই রাজ্যের অধিকারে। এই স্থান অগঙ্ক: । চন্দনের নিমিত্ত প্রসিদ্ধ। -
পাতা:বিশ্বকোষ দ্বিতীয় খণ্ড.djvu/১৪৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।