পাতা:বিশ্বকোষ নবম খণ্ড.djvu/১১৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

चांद्रदर्शनींथ शिम्ल s

]

স্বারকানাথ মিত্র নিষ্ঠ তাছার চিরকালই ছিল । সেই সত্যভক্তি হেতু তিনি উকীল হইয়াও লক্ষমুদ্রার লোভেও কোনদিন মিথ্যা বা অস্তায় মোকদম গ্রহণ করেন নাই। দরিদ্র বিপন্নদিগকে তিনি অর্থের জন্ত প্রত্যাখ্যান না করিয়া সানন্দ মনে তাহদের মোকদ্দমা বিনা পয়সায় গ্রহণ করিতেন। বিচারপতি কেম্প ৰ্তাহার এই গুণের কথা উল্লেখ করিয়া বলিয়া গিয়াছেন, ‘দ্বারকানাথ যখন ওকালতী করিতেন, তখন তিনি নিৰ্ভীক ও স্বাধীনচিত্তে সত্য সমর্থনে এবং দরিদ্রদিগকে সাহায্য করিতে বিশেষ তৎপর ছিলেন, আমি নিজে দেখিয়াছি, অনেক সময়ে তিনি দরিদ্রের নিকট ७क •ग्रनास मा गद्देब्र डाहाब्र cगारु क्रमा झाशाहे८उन ” ১৮৬৫ খৃষ্টাব্যের প্রসিদ্ধ রাজস্ব ঘটিত মোকদ্দমায় তিনি জগদ্বিখ্যাত হইয়া উঠিলেন । উকীলের মধ্যে র্তাহার তুল্য সন্মান ভখন আর কাহারই রহিল না। প্রথমবার বদ্ধমান বেনাপুরে প্রাণগোবিন্দরায়ের কস্তাকে বিবাহ করেন । অল্পদিনের মধ্যেই এই স্ত্রীবিয়োগ হয়। তৎপয়ে তিনি হরিপালে বসুচৌধুীদের বাড়ী বিবাহ করেন, এই দ্বিতীয় পত্নীর গর্ভে তাহার ভুবনমোহিনী নামে এক কস্তা ও সুরেন্দ্রনাথ নামে এক পুত্র হয় । ইহার গর্ভজ আর এক পুত্র আর দুই কন্যা শৈশবে মারা যায় । দ্বারকানাথের পারিবারিক জীবন ও অনুকরণীয় । জননী তাহার নিকট আজীবন সাক্ষাৎ দেবতা স্বরূপ পূজিতা ছিলেন । পত্নীর প্রতিও তাহার প্রণর দৃঢ়বদ্ধ ছিল। দুর্দশাগ্রস্ত কুটুম্বগণকে কথন অনাদর করিতেন না, এবং সাধ্যমত সাহায্য করিতেন। গ্রাম্যবন্ধু ও দরিদ্র আত্মীয় স্বজনের অনেককেই তিনি ভরণপোষণ করিতেন । স্বগ্রামে একটা ইংরাজী «tatwi f′wfati (Anglo-Vernacular School) & q«öi দাতব্য চিকিৎসালয় স্থাপন করেন । পিতৃপিতামহদির অমুষ্ঠিত দুর্গোৎসবাদিও তিনি সমারোহের সহিত সম্পাদন করিতেন । নিমন্ত্রণে আগত ধনী, নির্ধন, বৃদ্ধ যুব, সকলকেই তিনি সমভাবে অাদর অভ্যর্থনা করিতেন । ১৮৬৭ খৃষ্টাব্দের ৬ই জুন হাইকোর্টের প্রকৃত প্রথম দেশীয় বিচারপতি জজ শম্ভুনাথ পণ্ডিতের* মৃত্যু হইলে ৩৩ বৎসর বয়স্ক যুব দ্বারকানাথকেই ঐ পদে নিযুক্ত করা হয়। স্বারকানাথ অতি বিচক্ষণভাবে বিচার কার্য্য সম্পাদন করিতেন । অধিকাংশ বিচারকের সহিত তাহার মতভেদ হইত।

  • শম্ভুনাথের পূৰ্ব্বে ৰাবু রামপ্রসাদ জজপদে নিযুক্ত হন বটে, কিন্তু যখন সে সংবাদ প্রকাশিত হইল, তখন তিনি মৃত্যুশয্যায়। একদিনও র্তাহাৰে বিচারাসনে ৰসিতে হয় নাই।

- - =-------- আশ্চর্য্যের বিষয় এরূপ মতদ্বৈধস্থলে যে মোকদ্দমায় "ফু। বেঞ্চ” বা বিলাতে আপীল হইত, সে মোকদমার চুড়াঙ্ক নিম্পত্তিকালে এই তরুণবয়স্ক স্বারকানাথের মতই সমীচীন *fool ofts kee sqawto Weekly Reporters, মুদ্রিত রাষ্ট্রগুলিই তাহার প্রমাণ । দ্বারকানাথ ছয়বৎসরকাল জজ ছিলেন । এই সময়ই র্তাহার অতুল প্রতিভা দিগন্তব্যাপিনী হুইয়া উঠিয়াছিল । দ্বারকানাথ কলেজে অধ্যয়ন কাল হইতে প্রত্যক্ষবাদী ( Positivist ) অর্থাৎ কোমৎ-মতাবলম্বী হইয়াছিলেন । বিজ্ঞান চর্চ তাছার প্রাণের একটী আদরের সামগ্রী ছিল । সেণ্ট জেভিয়ার কলেজে ফাদার লাফে যে সকল বিষয় বক্তৃতা করিতেন, তাহা তিনি নিয়মিতরূপে শুনিতেন । ডাক্তার মহেন্দ্রলাল সরকারের বিজ্ঞানসভায় তিনি চারিসহস্র টাকা দান করেন। অঙ্কশাস্ত্রে ও র্তাহার আমুরক্তি fü* I “Mookherjee's Magazine” afxzs xif** °ifiqofq fsfH “Analytical Geometry" stytost aș fiú eixos লিখিয়াছিলেন । এই প্রবন্ধ, অধ্যয়ন কালের কতকগুলি রচনা এবং হাইকোর্টের রায়গুলি ভিন্ন তাহার অমানুষী প্রতিভার পরিচয় দিতে সাহিত্যজগতে আর কিছুই অবশিষ্ট নাই । বিচারপতিপদে নিযুক্ত হইয়। তিনি বাসের জন্য একটা বাট ক্রয় করিতে মনস্থ করেন । ভবানীপুরে বহুকাল হইতে একটা বৃহৎ অট্টালিকা "ভূতের উপদ্রবপূর্ণ” বলিয়া পড়িয়াছিল। কুসংস্কারবজ্জিত দ্বারকানাথ এই বাটই ক্রয় করিয়া তাহার জীর্ণ-সংস্কার করাইয়া লয়েন । তিনি একট পুস্তকালয় স্থাপন ও বৈজ্ঞানিক যন্ত্র।দি সংগ্রহে প্রায় পঞ্চাশ হাজার টাক। ব্যয় করিয়tছিলেন । নুতন বাটতে আসিলে পর তাহার পত্নী ছদ্রোগে স্বর্গগত হন । মাতৃ-অনুরোধে এক বৎসরের মধ্যেই আবার দ্বারকনাথ পত্ন্যস্তুর গ্রহণ করিলেন । এই তৃতীয়া পত্নীর গর্ভে ও র্তাহার এক পুত্র জন্মে । ১৮৭৩ খৃষ্টাব্দের নবেম্বর মাসে তাহার গলক্ষত রোগের সুত্রপাত হয় । রোগ সারিবার আশায় তিনি প্রথমতঃ তিনমাস ছুটি লয়েন, কিন্তু রোগের উপশম না হওয়ায় তাহার আর আদালতে যাওয়া ঘটে নাই। হাইকোর্টের বিচারক গণ ও সহরের গণ্য মান্ত সম্রাস্ত ব্যক্তিগণ এই সময় তাহাকে সৰ্ব্বদা দেথিতে আসিতেন । তথনকার গভর্ণরজেনারেল লর্ডনর্থব্রুক ও এডিকং পাঠাইয়া সংবাদ লইতেন । মাদ্রাজের शहे८काdर्द्वग्न छैौश् छछैिन भिः भद्रश्नान भू{ि दात्राणाग्न छछ থাকিবার কালে দ্বারকানাথের বন্ধু ছিলেন। তিনি এই সংবাদ ।