পাতা:বিশ্বকোষ নবম খণ্ড.djvu/৪৯০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নক্ষত্র ( বহু) সংখ্যক তার লইয়া শতভিযা, ৩২টা তার লইয়৷ রেবতী, ১১ট লইয়া মুলা, আবার ১ট তারা লইয়া আর্দ্র ও স্বাতি মাছে । নক্ষত্রণের একপ্রকার দৃষ্টতঃ আহ্নিক গতি আছে। উহার বিষয় পৰ্য্যালোচনা করিলে বিস্মিত হইতে হয়। দেখিতে পাওয়া যায়, অধিকাংশ নক্ষত্ৰ পূৰ্ব্বদিকে উদিত হইয়া, ক্ষুদ্র বা বৃহৎ বৃত্তখণ্ডাকার পথে পরিভ্রমণপূর্বক পশ্চিমদিকে অস্তমিত হয়। আবার অন্ত কতকগুলি খ-মধ্যের (zenith ) উত্তরবস্তু কোন এক বিন্দুর চতুর্দিকে বৃত্তাকারে পরিভ্রমণ করে। মেরুপ্রদেশীয় তারাট যে বৃত্ত অঙ্কিত করে, তাছাই সৰ্ব্বাপেক্ষ ক্ষুদ্র। মেরুদণ্ডের উপর পৃথিবীর আবর্তনই এই প্রকার দৃশুমান গতি সকলের কারণ। পৃথিবীর যদি কেবলমাত্র ঐ আবর্তন-গতি থাকিত, তাহ হইলে বৎসরের সকল সময়েই একই নক্ষত্র আকাশের একই স্থানে থাকিতে দেখা যাইত ; কিন্তু তাহা নহে। স্কুর্যের চতুর্দিকে পৃথিবীর যে বার্ষিক গতি আছে, তন্নিবন্ধন আকাশের দৃপ্ত দণ্ডে দণ্ডে পরিবর্তিত হয় । অদ্য একটী নক্ষত্রকে কোন সময়ে গগনমণ্ডলের যে স্থলে দেখিতে পাওয়া যাইবে, কলা ঠিক তাহার ৪ মিনিট পূৰ্ব্বে উহাকে সেই স্থলে দেখা যাইবে, এবং ঠিক এক বৎসর পরে একটা নক্ষত্রকে পুনৰ্ব্বার তাহার পূর্ব স্থানে দেখিতে পাইবে। কয়েকটর ব্যতীত, অধিকাংশ নক্ষত্রের দূরত অদ্যপি নিণীত হয় নাই। কিন্তু ঐ দুরত যে অত্যধিক তদ্বিষয়ে সন্দেহ নাই। ব্রাডলির সময় হইতে তারাগণের বার্ষিক লম্বন (Yearly parallax ) নিরূপণ দ্বারা তাহাদের দুরত নিৰ্দ্ধারণের অনেক চেষ্ট হইয়াছে। ঐ লম্বন সুসম্পন্ন যন্ত্র সকলের স্বারা অবধারিত হয়। কোন নক্ষত্র হইতে একট রেখা স্বৰ্য্য পৰ্য্যন্ত ও অপর একটী পৃথিবী পৰ্য্যস্ত টানিলে যে কোণ উৎপন্ন হয়, তাহাকে ঐ নক্ষত্রের লম্বন কহে। যদি ঐ কোণের পরিমাণ এক সেকেও হয়, তাহা হইলে বুঝিতে হইবে যে, প্রস্তাবিত নক্ষত্রের দুরত্ব স্বর্যের দূরত্ব অপেক্ষ ২০৬০০০ গুণ অধিক। ১৮৩২ হইতে ১৮৩৮ খৃষ্টাব্দের মধ্যে হেগুসন, বেসেন এবং পিটার্স মহোদয় কর্তৃক নক্ষত্রগণের লম্বন প্রকৃতরূপে নিৰ্দ্ধারিত হইয়াছে। বেসেন সৰ্ব্বপ্রথমে স্থির করিলেন যে, সোয়ান (Swan ) নক্ষত্রের অন্তর্গত ৬১ সংখ্যক যে একটা যুক্ত তারা ( double star) আছে, তাহার লম্বন •*৩৭। এতদ্বারা নির্ণীত হইল যে ঐ তারাটর দূরত্ব স্বর্যের দূরত্ব অপেক্ষ ৫৫০০০০ গুণ অধিক। এই হেতু উক্ত তারার আলোক ভূপৃষ্ঠে উপনীত হইতে ৮৪ বৎসর লাগে। এ পর্যন্ত যে সকল নক্ষত্রের দুরতা নিৰ্দ্ধারিত হইয়াছে, তাহাদের মধ্যে IX ... • S I 8t-4 ) --- ২২ নক্ষত্র, --- alpha Centauri (fr:IA ) zițTF stato offittotvr vrst দুরবর্তী। ইহা একট অত্যুজ্জল তার, দক্ষিণাকাশে অবস্থিত। উত্তমাশা অন্তরীপে হেণ্ডার্সন এবং ম্যাকলিয়র কর্তৃক ইহার লম্বন •র্ণ৯১২৮ স্থিরীকৃত হইয়াছিল। পরে উহা সংশোধিত হইয় e^৯৭৬ ধাৰ্য্য হইয়াছে। উক্ত তারার আলোক পৃথিবীতে আসিতে ৩৫ বৎসর লাগে। উজ্জ্বলতম তারা লুন্ধকের লম্বন •*১৫ নির্ণীত হইয়াছে। গভীর অনুসন্ধানের পর এক্ষণে ইহা সস্তব বলিয়া প্রতীত হয় যে, একটা প্রথম পরিমাণের তারার দুরত্ব ভূকক্ষাবৃত্তের ব্যাসাদ্ধের নুনাধিক ৯৮৬০০০ গুণ। এই দুরত্ব অতিক্রম করিয়া আলোক আসিতে ১৫ বৎসর লাগে। কিন্তু, ষষ্ঠ পরিমাণের একটা তারার (অর্থাৎ যে ক্ষুদ্রতম তার দূরবীক্ষণের সাহায্য ব্যতীত চক্ষে দেখা যায়) গড় দূরত্ব ভূকক্ষাবৃত্তের ব্যাসাদ্ধের ৭৬০০০০ গুণ। এই সুদূর পথ অতিক্রম করিয়া আলোক আসিতে ১২০ বৎসরেরও অধিককাল লাগে। যদি চক্ষুগ্রাহ অধিকাংশ তারাগণের দুরত্ব এত অধিক হইল, তবে যে সকল জ্যোতিষ্ককণা বলবান দূরবীক্ষণের সাহায্য ব্যতীত দৃষ্টিগোচর হয় না, তাহদের দুরত। কি প্রকারে অবধারিত হইবে ? ইহা হইতে এই সিদ্ধান্ত হয় যে, ঐ সকল নক্ষত্রের যে আলোক আমরা দেখিতে পাই, তাহ হই এক বৎসরের বা দুই এক জীবিতকালের নহে ; পরস্তু উহা বহু সহস্ৰ বৎসর পূৰ্ব্বে চলিতে আরম্ভ করিয়াছে। তারাগণের সংখ্যা অগণিত। তারা গণিয়া কে শেষ করিতে পারে ? চৰ্ম্ম-চক্ষে যতগুলি দেখিতে পাওয়া যায়, তাহাদের সংখ্যা কতিপয় সহস্ত্রের অধিক নহে। প্রথম পরিমাণের তারার সংখ্যা সচরাচর ১৫ হইতে ২০, দ্বিতীয় পরিমাণের তারার সংখ্যা ৫০ হইতে ৬০, তৃতীয় পরিমাণের তারার সংখ্যা প্রায় ১০০, চতুর্থ পরিমাণের তারার সংখ্যা ৪০০ হইতে ৫০•, এবং পঞ্চম পরিমাণের তারার সংখ্যা ১১০০ হইতে ১২০০, কিন্তু পরবর্তী পরিমাণ সকলের তারার সংখ্যা ক্রমশঃই অধিক। ষষ্ঠ এবং সপ্তম পরিমাণের তারার সংখ্যা প্রায় ১২০০০ । নক্ষত্র সকল ছায়াপথের (Milky-way) নিকটবৰ্ত্তী প্রদেশে সৰ্ব্বাপেক্ষা ঘনবিস্থিত। ছায়াপথও ১১শ, ১২শ পরিমাণের তারকা-পুঞ্জের নিবিড় সন্নিবেশ ব্যতীত আর কিছুই নহে। নক্ষত্রগুলি যে নিশ্চল নয়, তাহ যুক্ততার বা বহুতারার ( Multiple Stars ) ব্যাপার আলোচনা করিলে সহজেই প্রতীত হইবে । যুক্ত বা বহু তারায় এক বা বহু তারা অপরের বা পরম্পরের সাধারণ ভারকেন্দ্রের চতুর্দিকে ভ্রমণ করে। দূরবীক্ষণের সাহায্য ব্যতীত ঐ সকল তারাকে পৃথক পৃথক