পাতা:বিশ্বকোষ নবম খণ্ড.djvu/৫২৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নন্দকুমার - নলকি (স্ত্রী) পিপ্পলী। (শচি ) নলকিন (পুং) নদক খঙ্গ বিতেই ইতিইনি। বিষ্ণু। নন্দকিশোর, ১ প্রবৃন্দাবনলীলামৃতরচয়িত। ২ মুখবোধের পরিশিষ্ট ও মহাভারতের এক টীকাকার। নন্দকুমার রায়, মহারাজ নন্দকুমার রায় খৃষ্টীয় অষ্টাদশ শতাব্দীর প্রারস্তে জন্মগ্রহণ করেন। যে বিপ্লবের সময় বাঙ্গালায় মুসলমানরাজত্ব ধ্বংস হইয়া ইংরাজ রাজত্বের স্বত্রপাত হইল, সেই সময়ে মহারাজ নন্দকুমারের স্তায় ক্ষমতাশালী, প্রতিভাশালী, সন্ত্রান্ত ও গৌরবস্থিত লোক বাঙ্গালীর মধ্যে আর দ্বিতীয় ছিল না। মহারাজ নন্দকুমার কাশুপ গোত্রীয় গীতমুণ্ডীগ্রামী রাষ্ট্ৰীয় ব্রাহ্মণকুলে উৎপন্ন হইয়াছিলেন। পীতমুতীগ্রামীরা কুলীন নহেন, প্রথমে গৌণকুলীন, শেষে শ্রোত্রির সংজ্ঞায় অভিহিত হন। পীতমুতীর ধবল ও মলিন দুই ভাগ আছে। নন্দকুমার ধবলশাখায় জন্মিয় ছিলেন। কৌলিক উপাধি পীতমুণ্ডী হইলেও বহুকাল হইল, ইহাদের বংশ ‘রায় উপাধি লাভ করিয়া তন্নামেই পরিচিত হইয়া আসিতেছিল। নন্দকুমারের বংশতালিকা এইরূপ ;– छात्रक זישןף পীতমুণ্ডী রামগোপাল রায় 離 | ੇ রায় | পদ্মনাভ রায় ੋ o | রঘুনাথ রায় | বিষ্ণুপ্রিয় কৃষ্ণপ্রিয় মহারাজ নন্দকুমার ੋ বন্দ্যো | রাজা ਾਂ গৌড়পতি ਾਂ ਬਾਜ਼ੀ (পত্নী মহারাণী জগদম্ব ) (স্বামী জগচ্চন্দ্র বন্দ্যো) রাজ। །བཅ།ར་མ་ ੇ | রামক F 帝 কুমার কৃষ্ণচন্দ্র | རྟག་ན་ཐང་།གང་ কুমার দেবেন্ত্রনাথ (বর্তমান ) [ ৫২২ ] इ নন্দকুমারের পূৰ্ব্বপুরুষের মুরশিদাবাদ জেলার জঙ্গীপুর উপবিভাগের মধ্যে বাড়াল গ্রামের নিকট জরুল নামক গ্রামে বাস করিতেন। নন্দকুমারের প্রপিতামহ, রামগোপালরায় ভদ্রপুরের মথুরানাথ মজুমদারের কন্যাকে বিবাহ করেন। ভদ্রপুর গ্রাম পূৰ্ব্বে মুরশিদাবাদ জেলার অন্তর্গত ছিল, এখন বীরভূমের অধীন হইয়াছে। ইহাকে চলিত কথায় লোকে “ভাস্কর” বলে। মধুরানাখ অনাচারদোষে কুলমর্যাদায় অতি. হীন ছিলেন, সুতরাং তাহার কম্ভাগ্রহণ করায় রামগোপালকে সমাজে অপদস্থ হইতে হয় । এই অপরাধে তাহার স্বগ্রামের ব্রাহ্মণের মধ্যে অনেকেই তাহার সহিত আহারাদি পরিত্যাগ করেন। রামগোপালও কাজেই বাধ্য হইয়া ভদ্রপুরে আসিয়া বাস করেন। আত্মীয় স্বজনের ব্যবহারে রামগোপাল চুঃখিত ও উত্যক্ত হইয়াই শ্বশুরালয়ের নিকট নিজ বাসভবন প্রস্তুত করান, কিন্তু জরুলের বাসও একবারে ত্যাগ করেন নাই, মধ্যে মধ্যে সেখানে গিয়াও কিছুদিন থাকিতেন । রামগোপালের দুই পুত্র হরিকৃষ্ণ ও চণ্ডীচরণ। এই চণ্ডীচরণের দুই বিবাহ ছিল, তন্মধ্যে প্রথম পত্নীর গর্ভে পদ্মনাভ জন্মগ্রহণ করেন। এই পদ্মনাভেরই পুত্র মহারাজ নন্দকুমার। নন্দকুমার পিতামাতার তৃতীয় সস্তান। ইহার জ্যেষ্ঠ দুই ভগ্নী ও কনিষ্ঠ তিন ভ্রাতা ছিল । নন্দকুমারের একপুত্র ও তিন কস্ত হইয়াছিল । পুত্রের নাম রাজা গুরুদাস, ইনি ‘গৌড়পতি’ উপাধি পাইয়াছিলেন। কন্যা তিনটর নাম শু্যামমণি, আনন্দময়ী ও কিছুমণি। শুামমণির সহিত জগচ্চন্দ্র বন্দ্যোপাধ্যায় নামক একব্যক্তির বিবাহ হয়। এই ব্যক্তির সহিত মহারাজ নন্দকুমারের জীবনী বিশেষরূপে সংশ্লিষ্ট । রাধাচরণ রায় নামে মহারাজের আর একজন অতিপ্রিয় এবং অনুগত জামাতা ছিলেন, তাহার সহিত অপর দুই কস্তার মধ্যে কাহার বিবাহ হইয়াছিল, তাহ জানা যায় না। মহারাজের রতনমণি নামে এক কন্ঠ ছিল বলিয়া শুনা যায়। পূৰ্ব্বোক্ত তিন কস্তার মধ্যে কাহার নাম রতনমণি ছিল বা ঐ নামে অন্ত অার এক কন্ঠ ছিল কি না, তাহার মীমাংসাও কাহার নিকট শুনা যায় না । নন্দকুমারের বংশ নাই ; জ্যেষ্ঠ কম্ভ হামমণির পুত্র রাজা মহানন্দ মাতুলের উত্তরাধিকারী হইয় নন্দকুমারের বিষয়াধিকার প্রাপ্ত হন। এখনও ইহার বংশধরেরাই উহা ভোগ করিতেছেন। মুরশিদাবাদের কুঞ্জৰাট নামক স্থানে রাজা মহাননোর বর্তমান বংশধর কুমার দেবেন্দ্রনাথ ( ১৮৯৮ খৃঃ অব্দে ) বাস করিতেছেন । নন্দকুমারের অন্তান্ত कछांद्र यश्नं दां बांकृदशrअंद्र cकांथांग्न cकह श्रां८इन कि न তাহা জানিতে পারা যায় নাই। "