পাতা:বিশ্বকোষ নবম খণ্ড.djvu/৫৬৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মঞ্জুরি . * ! দানের সময় কোনরূপচিন্তনিকে। ৮ । কোন বিশেষ উদ্দেশে জল আনিয়া অল্প উদ্দেশে ব্যবহার করিবে না। ৯ । ব্রাহ্মণ*ভিন্ন অন্ত জাতিকে স্পর্শ করিলে জান করিতে হইবে। ১০ । অম্পৰ্শীয় জাতি সন্নিকটে অসিলে স্নান করিবে । ১১। পতিতজাতির পৃষ্ট কুপ বা সরোবরের জল স্পর্শ করিলে স্নান করিবে। ১২ । যে স্থলে বাট দেওয়া হইয়াছে, সেই স্থলে জল নী দিলে সেখানে পা দিবে না। ১৩ । স্বমতের চিহ্ন কপালে ধারণ করিবে । ১৪। যা বা তুক্‌ করিবে না। ১৫। পর্যুষিতার গ্রহণ করিবে না। ১৬। সস্তান ভুক্তবিশিষ্ট দ্রব্য পরিত্যাগ করিবে। ১৭। শিবোপাসক কখন শিবপ্রসাদ পরিত্যাগ করিতে পরিবে না। ১৮। হস্তদ্বারা অন্ন পরিবেশন করিবে না। ১৯ । মাহিষয়ুতে হোম করিবে না । ২০ । বাৎসরিক শ্রাদ্ধে মাহিষয়ুত ব্যবহার করিবে না । ২১। সম্প্রদায়-নিয়মে আহার করিবে। ২২। পতিত জাতিকে স্পর্শ করিয়া পান করিবে না। ২৩। পাঠাবস্থায় ব্রহ্মচৰ্য্য পালন করিবে। ২৪ । যথাশক্তি গুরুদক্ষিণ দিবে। - ২৫। রাস্তায় দাড়াইরা বেদমন্ত্র পাঠ করিবে না। ২৬। কন্যাবিক্রয়-নিষেধ । ২৭। ব্ৰতামৃষ্ঠান করিয়া প্রতিষ্ঠা করিবে । ২৮। রজঃস্বল অবস্থায় পৃথক্ভাবে থাকিতে হইবে না। ২৯। সুত৷ কাটিতে পরিবে না। ৩• । ব্রাহ্মণ আপন বস্ত্র ধুইতে পারিবে না। ৩১। পূত্রের বাৎসরিক শ্রান্ধেদানগ্রহণ করিতে পরিবেন। ৩২। পিত, পিতামহ, মাতামহ, মাত, পিতামহী ও মাতামহীদিগের বাৎসরিক শ্ৰাদ্ধ করিতে হইবে এবং পিতৃব্যদিগের উদ্দেশে শাস্ত্রানুসারে পিও দিবে। ৩৩। অমাবস্যায় বাৎসরিক কাৰ্য্য শেষ করিবে না। ৩৪। সংবৎসর গত হইলে সপিণ্ডদান অর্থাৎ সপিওঁীকরণ করিতে হইবে। ৩৫ । নক্ষত্রানুসারে বাৎসরিক শ্ৰাদ্ধ করিবে, তিথি रू== - অনুসারে মছে। ৩। নাতাশচগত ইলে আত্মৰি প্ৰাৰ কৰি। [ &&సి ] নম্বুরি ৩৭। দত্তক স্বপিতা ও গৃহীত-পিত এই উভয়েরই শ্ৰাদ্ধ করিবে । * ৩৮। মৃতকে আপন ইল্লোমের প্রাঙ্গণে দাহ করিবে । ৩৯। সন্ন্যাস গ্রহণ করিয়াবোযিংদিগের প্রতি দৃষ্টিনিঃক্ষেপ করিতে নাই। ৪• । পরজন্মের জন্ত কামনা করিবে না। ৪১ ৷ পিতা সন্ন্যাস গ্রহণ করিলে পুত্র তাহার শ্রাদ্ধ করিবে না। ৪২। অন্তর্জনাগণ পরপুরুষের মুখাবলোকন করিবে না। ভ্রষ্ট হইলে রাজনিয়মানুসারে দগুগ্রহণ করিতে হইবে। ৪৩। অন্তর্জনা আপন আপন তালপত্রের ছত্র এবং বৃঘলী না লইয়া অন্যস্থলে গমন করিতে পরিবে না। ৪৪। যোষিৎগণ নাক বিধাইবে না এবং পিতলের বাল, রজতইয়ারিং ও কণ্ঠহার ভিন্ন অপর আভরণ ধারণ করিতে পরিবে না। কিন্তু অন্ত স্ত্রীগণ কণ্ঠাদি স্থানে নানাবিধ অলঙ্কার ধারণ করিয়া থাকে। ৪৫। মাদক দ্রব্য সেবন করিলে সমাজচ্যুত হইবে। ৪৬। ব্রাহ্মণ পরস্ত্রী সংসর্গ করিবেন না, করিলে সমাজচু্যত হইতে হইবে। ৪৭। কখন শূদ্রদেবতা স্পর্শ করিতে পরিবে না। ৪৮। এক দ্রব্য কোন দেবতাকে অর্পণ করিয়া পুনরায় অপর দেবকে তাহ প্রদান করিবে না। ৪৯। বিবাহাদি কার্য্যে হোম করিবে । ৫• । ভট্টর ব্রাহ্মণের সংস্পর্শে থাকিয়া অন্ত প্ৰশ্রেণীর ব্ৰাহ্মণকে আশীৰ্ব্বাদ বা অভিবাদন করিবে না এবং অপর শ্রেণীর ব্রাহ্মণকে কখনই অভিবাদন করিবে না। ৫১। পুরুষ এবং স্ত্রীগণ শুক্লবস্ত্র পরিধান করিবেন। যোষিৎগণের অন্তর ও বহির্বাস থাকিবে, অন্তর্বাসের পরিমাণ ৫ হাত । এই বস্ত্রে হিন্দুস্থানী পুরুষের ছায় কাছ দিবে। সাধারণ ব্ৰহ্মচারীর স্থায় কটিদেশে বহির্বাস বাধিয়া রাখিবে। পুরুষের কেীপীন ধারণ এবং বহির্বাসে সাধারণ ব্রহ্মচারীর স্থায় কটিদেশ বন্ধন করিবে । ৫২। ব্রাহ্মণের পক্ষে গোমেধ নিষিদ্ধ। ৫৩। একজন শিব ও বিষ্ণু এই দুইজনের পূজা করিতে পরিবে না। ৫৪। বিবাহিত ব্রাহ্মণ একটমাত্র যজ্ঞোপবীত ধারণ করিবেস্তু। ভট্টর ব্রাহ্মণ অস্ততঃ দুইটী গ্রন্থিযুক্ত যজ্ঞোপবীত ধারণ করিয়া থাকে। ৫৫। ব্রাহ্মণের জ্যেষ্ঠ পুত্র যথাবিধানে পাণিগ্রহণ কল্পিবে।