পাতা:বিশ্বকোষ নবম খণ্ড.djvu/৫৯১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নরসিংহ রায় এই প্রকারে নরসিংহ মূৰ্ত্তি প্রস্তুত করিয়া, ঐ পাত্র মধু এবং খণ্ডমিশ্র দ্বারা পূরণ করবে। পরে এই মূৰ্ত্তি গন্ধ, পুষ্প, ধূপ, দীপ ও বিবিধ নৈবেদ্যাদি দ্বারা যথাবিধি বৈষ্ণবমন্ত্ৰে পূজা করিবে। এই মূৰ্ত্তি-দানকালে অষ্টোত্তর শত তিলাজ্য হোম করিতে হয়। কাৰ্ত্তিক অথবা বৈশাখ মাসে পূর্ণিমা এবং দ্বাদশী তিথিতে ইহার অনুষ্ঠান করা উচিত। যাহার এই ব্ৰত অনুষ্ঠান করে, তাহীদের অরণ্য প্রভৃতি কোন স্থলে ভয়ের কারণ নাই, নানাপ্রকার সম্পদ লাভ হয় এবং অন্তকালে বিষ্ণুপদ লাভ হইয়া থাকে। “কাৰ্ত্তিক্যাং বাথ বৈশাখ্যামাশ্রিত্য দ্বাদশীযখ। কৃত্বা ৰিধিমিমং সম্যক্ নূনং তৎপদমর্শ্বতে ॥ অরণ্যে বাথ সংগ্রামে তত্ত্বরৈংিষ্টিক্তিবৃতে। ন ভয়ং জায়তে তন্ত সকৃদ যশ্বেতদাচয়েৎ । বিদাৰ্য্য চাপদোঘোরাঃ ধনমায়ুঃ প্রযচ্ছতি। সন্ততিঞ্চৈব রূপঞ্চ সৌভাগ্যঞ্চ মনোরথানু ॥ এবং ভবতি যৎপুণ্যং নৃসিংহাকৃতিদামতঃ। তেন বিষ্ণোঃ পদং প্রাপ্য তত্র ক্রীড়স্তি দেছিনঃ ॥ এতচ্ছ ত্বা মহৎপুণ্যং সৰ্ব্বপাপৈঃ প্ৰমুচ্যতে।" ( বিষ্ণুধৰ্ম্মোত্তর ) নরসিংহমুনি, অতৈপঞ্চরত্ব ও তোধিকারতবিবেচনা নামক গ্রন্থপ্রণেতা । নরসিংহযাত, বিদ্যাধীশনাথের শিষ্য। অথৰ্ব্বগোপনিৰাখণ্ডার্থপ্রকাশ, ঐতরেয়োপনিষদৃথগুীর্থপ্রকাশ এবং জয়তীর্থঙ্কত তৰোদ্যোতবিবরণের মন প্রবোধ নামক টীকা-রচয়িতা। নরসিংহযতীন্দ্র, হায়তত্ববিবরণপ্রণেতা। নরসিংহরাজ, সৰ্ব্বার্থসিদ্ধিটাকাকার। নরসিংহরাও, বেলগাম জেলার অন্তর্গত বাদামী নগরের পাহাড়ের উপর বাভনবস্তেকোট ( বাহান্ন পৰ্ব্বত দুর্গ) ও রণমগুলকোটী ( যুদ্ধক্ষেত্র দুর্গ) নামক দুইটী স্থান আছে। নরসিংহরাও মামে এক অন্ধ ব্ৰাহ্মণ কতকগুলি আরবসেনা লইয়া ১৮৪১ খৃষ্টাব্দে ঐ দুই দুর্গ (বাদামী ) অধিকার করিয়া বসিয়াছিল। বেলগাম্ হইতে ইংরাজসেনা গিয়া উহা উদ্ধার করে। বাভনবস্তেকেটের ভূগোদ্ধারে ইংরাজকে বিশেষ বেগ পাইতে হইয়াছিল। নরসিংহ রায়, মহিমুরের অধিকাংশে খৃষ্টীয় একাদশ শতাব্দীতে হয়শালবল্লাল নামক এক বিখ্যাত রাজবংশ রাজত্ব করিতেন। ইহার দেবগিরির যাদবগণের বংশোদ্ভূত। হিয়শাল-বল্লাল দেখ ] , এই বংশের যে কয়জন প্রামাণিক রাজার নাম পাওয়া গিয়াছে, তাহা হইতে জানা যায় যে এই বংশে প্রথম বিখ্যাত রাজা 4বনয়াদিত্য ১ম ত্রিভুবনময়ের অধস্তন তৃতীয়, ৫ম ও ৭ম পুরুষে নরসিংহ নামে তিনজন রাজা হইয়াছিলেন- ‘ ১ম নরসিংহ বীর- { ( dు ] | 龜 尊 নরসিভক্ত - -* নরসিংহ ও বিজয়নরসিংহ নামেও খ্যাত ছিলেন । ইমি এচলদেবীকে বিবাহ ও ১১৪২ হইতে ১১৯১ খৃষ্টাক্ষা পৰ্য্যস্ত রাজস্ব করেন। অনেকের মতে, ইনিই যাদবগণের বিপ্ল্যাত রাজধানী দ্বারসমুদ্র (আধুনিক হলেবিড় ) নগর স্থাপন করিয়াছিলেন। ২য় নয়সিংহ, ১ম নরসিংহের পৌত্র, ইনিও বীর নরসিংহ নামে কথিত হইতেন। দেবগিরির বাদবগণ কর্তৃক যুদ্ধে পরাজিত হইয়। ২য় নরসিংহ অনেকগুলি রাজ্য হারাইয়াছিলেন। ইনি ১২২৩ খৃষ্টাব্দে সিংহাসনারূঢ় ছিলেন। ইহার সময়ের উৎকীর্ণ লিপি পাওয়া গিয়াছে। ৩য় নরসিংহ, ২য় নরসিংহের পৌত্র ছিলেম এবং দ্বারসমুদ্র নগয়ে রাজত্ব করিতেন। ১২৫৪ খৃষ্টান্ধ হইতে ১২৮৬ খৃষ্টাব্দের মধ্যে উৎকীর্ণ ইহার সময়ের শিলালিপি পাওয়া গিয়াছে। ইহাদের বংশগত রায় উপাধিও ছিল। [ দ্বারসমুদ্র দেখ । ] নরসিংহ বাজপেয়িন, আভোগ ও বেদান্তকল্পতরুপরিমল খণ্ডন নামক গ্ৰন্থরচয়িতা । নরসিংহবিষ্ণু, ইহার অন্ততম নাম নরসিংহপোতবানু। { নরসিংহপোতবর্ণন দেখ। ] নরসিংহশান্ত্রিন, ১ ভারপ্রকাশিক ও ভারসিদ্ধাস্তমুক্তাবলীর প্রভা নামে টীকাগ্রণেতা। ২ জাতকশিরোমণিপ্রণেতা। নরসিংহশিলা, হিমালয়-তীর্থমালার মধ্যে বদরীক্ষেত্রের অন্তর্গত স্বাদশ প্রধান ক্ষেত্রান্তর্গত ক্ষেত্রবিশেষ । [ বদরীনাথ দেখ। ] নরসিংহসেন, ১ বাসবদত্তার এক টাকাকার। ইনি বৈদ্যছিলেন। ২ পথ্যাপথ্যবিনিশ্চয়প্রণেতা বিশ্বনাথসেনের পিতামহ । নরসিংহমূরি, স্বরমচারী-প্রণেতা। ইনি রুদ্রাচার্য্যের পুত্র, নৃসিংহমূরি নামেও পরিচিত। নরসিভক্ত, জুনাগরনিবাসী একজন ভগৱন্তক্ত। ইনি অর্ধাদি উপায় করিতে পারিতেন না বলিয়া, একদিন ইহার জ্যেষ্ঠ ভ্রাতৃবধু ইহাকে যৎপরোনাস্তি তিরস্কার করেন । এই দুঃখে ইনি প্রাণত্যাগ করিবেন বলিয়া সঙ্কল্প করেন । এই প্রকার মনে স্থির করিয়া এক নিবিড় বনে গমন করিলেন। অরণ্য মধ্যে প্রবেশ করিয়াই সন্মুখে এক মন্দির দেখিতে পাইলেন, এবং সেই মন্দিরপ্রাঙ্গণে শয়ন করিয়া থাকিলেন। মহাদেব তঁহাকে এই পবিত্র আশ্রয়ে অভুক্ত অবস্থায় দেখিয়া স্বয়ং ইহার সমক্ষে আবিভূত হইয়া কহিলেন, বৎস! আমি মহাদেব, তোমাকে বর দিতে আসিয়াছি, তোমার অডিলষিত বর প্রার্থনা কর। ইহাতে নরসি বলিয়াছিলেন, দেব ! আমি ভাল মন কিছুই छांनिन, छठांटङब्र बांह से६ङ्कटै दख चांयां८क ठांश cवनांन कङ्गन, जांभि ७ई बब्र «थांशमा कग्नि । महांटमर ईशंब्र कधी ७निम्न हैशंक इमांबद्दन गईश! गिब्र छेउछ ॐझरू