পাতা:বিশ্বকোষ নবম খণ্ড.djvu/৬২২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবকৃষ্ণ . [ ৬১৭ ] নবকৃষ্ণ যত্নে উর্দু, ও পারস্ত ভাষায় বুৎপত্তি লাভ করিয়া কালে আরবী | শোভাবাজারের বর্তমান রাজবাটীর কতকাংশ স্থানই नह ও ইংরাজী ভাষাও শিখিয়াছিলেন। রামমুনারের দেওয়ানী লাভের পূৰ্ব্বে তাহাদের অবস্থা যেরূপ মন হইয়াছিল, তজ্জন্ত উহাদের প্রত্যেক ভ্রাতাকে কিছু কিছু আয়ের চেষ্টা দেখিতে হয়। নবকৃষ্ণ এই সময়ে কলিকাতার ধনকুবের নকু ধরের * পরিচিত হন। তিনি প্রধান প্রধান ইংরাজগণের সহিত নবকৃষ্ণকে পরিচিত করিয়া দেন। এই পরিচয়ের ফলে নবকৃষ্ণ ওয়ারেণ হেষ্টিংসের পারসী-শিক্ষক হইয়াছিলেন। হেষ্টিংস তখন কলিকাতার ইষ্ট ইণ্ডিয়া কোম্পানীর অধীনে একজন কেরাণী ছিলেন। তিন বৎসর পরে যখন হেষ্টিংস কাশিমবাজারের কুঠিতে প্রেরিত হইলেন, তখন নবকৃষ্ণ তাহার সঙ্গে যান। উভয়ে এক বয়স্ক ছিলেন বলিয়া উভয়ের মধ্যে বিশেষ সম্ভাব ছিল। নবকৃষ্ণ কাশিমবাজারে থাকিয়া পারস্ত ভাষায় বিশেষ ব্যুৎপত্তি লাভ করেন। নবকৃষ্ণের পিতৃবিয়োগে তাহদের দুর্দশ ঘটিবার একটু বিশেষ কারণ ছিল। দেওয়ান রামচরণ উড়িষ্যা-যাত্রাকালে শিশুপুত্রদিগের তত্ত্বাবধান ও সম্পত্তি-পর্যবেক্ষণ জন্ত স্বীয় বন্ধু হুগলীর বিখ্যাত সওদাগর খাজা ওয়াজিদের হস্তে ভার দিয়া গিয়াছিলেন, কিন্তু অতি অল্প দিন পরেই তাহারও মৃত্যু হওয়ায়, তাহারা প্রধান সহায় হীরাইলেন । এই সময়েই র্তাহীদের গোবিন্দপুরের গঙ্গাতীরের বাটী ভাঙ্গনে ভাঙ্গিয়া যাওয়ায় আর একখানি বাটী তৈয়ারি হয়, কিন্তু ফোর্ট উইলিয়ম দুর্গ নিৰ্ম্মাণের সময় ঐ স্থান প্রয়োজন হওয়ায় তাহার আড়পুলীতে কয়েক বিঘা জমী ও কয়েক সহস্র টাকা ক্ষতিপূরণার্থ প্রাপ্ত হইয়াছিলেন ; কিন্তু রামসুন্দরের ঐ স্থানে বাস করা মনোনীত না হওয়ায় বিশেষতঃ র্তাহার মাতাঠাকুরাণী গঙ্গাতীর হইতে অতি দূরে থাকিতে সম্মত না হওয়ায় রামসুনার আড়পুলীর জমী বেচিয় গঙ্গার নিকটে স্বতাকুটীতে পাবনার বাগান (আধুনিক শোভাবাজার) নামক স্থানে জমী ক্রয় করিয়া বাড়ী নিৰ্ম্মাণ করান।

  • নকু ধরের বাট এখনকার নূতনবাজার নামক স্থানে ছিল। তাহার অতুল ধন ছিল, কিন্তু তিনি সামান্ত বাড়ীতে সামান্ত অশন বসনে কালাতিপাত করিতেন। তিনি জাতিতে সুবর্ণবণিক। তাহার পূর্ণ নাম লক্ষ্মীকান্ত ধর । তাহার ধনগৌরব এত ছিল যে, এক সময়ে ইষ্ট ইণ্ডিয়া কোম্পানী তাহার নিকট দশ লক্ষ টাকা কঞ্জ চাহেন। নকু ধর জিজ্ঞাস করেন যে টাকাটা সমস্তই সিন্ধা টাকায় লইবেন না মোহরে লইবেন ? ই হার পুত্রাদি ছিল না, একমাত্র দৌহিত্র মুখময় রায় উত্তরাধিকারী হন । ইহার নামে বড়বাজারে রাজা মুখময়ের পোস্ত হইয়াছে। অনেকেরই মতে নবকৃষ্ণ প্রথমে নকু ধরের নিকট চাকুরী করিতেন। কিন্তু তাহার বংশীয়গণ ইছ স্বীকার করেন না।

lX Ꮌ☾☾ आंनिर्झौउ छूमि ।। ० ۶۶ কাশিমবাজারে বাসকালে হেষ্টিংস বিশেষ কথোপকথনাদির জষ্ঠ নবকৃষ্ণকে মধ্যে মধ্যে কলিকাতায় পাঠাইতেন। নবাব সিরাজ-উদ্দৌলাকে পদচ্যুত করিবার জন্ত প্রথম ষে ষড়যন্ত্র হয়, নবকৃষ্ণ তাহার অধিকাংশই জানিতেন । এই ষড়যন্ত্রে পূর্ণিয়ার শাসনকর্তা সাএদ মহম্মদের পুত্র সকতজঙ্গকে বাঙ্গাল, বিহার ও উড়িষ্যার সুবেদার করিবার কল্পনা হয়। নবাব সিরাজ-উদ্দৌলা সেই ষড়যন্ত্র জানিতে পারিয়া সকতজঙ্গের বিরুদ্ধে সৈন্ত প্রেরণ করিলেন। এই সময়েই কলিকাতার ইংরাজ গবর্ণর ড্রেক সাহেব রাজবল্লভের পুত্র কৃষ্ণদাসকে মুরশিদাবাদে পাঠাইতে ও দুর্গসংস্কার বন্ধ করিতে অস্বীকার করিয়া পত্র লিখিলেন। নবাব ক্রোধে অন্ধ হইয়া পূর্ণিয়ায় নিজে না গিয়া কলিকাতা আক্রমণে ছুটিলেন। পথে কাশিমবাজারের ইংরাজ কুষ্ঠা লুঠ ও ওয়ারেণ হেষ্টিংস প্রভৃতি কুঠিয়াল এবং রেসিডেন্টকে বন্দী করিলেন। নবকৃষ্ণ পূর্বেই এই বিপৎপাতের আভাস পাইয়াছিলেন। তিনি হেষ্টিংস্কে সতর্ক ও কান্তমুদীর সহিত পরিচিত করিয়া দিয়া কলিকাতায় সেই সংবাদ দিবার জন্ত চলিয়া আসেন। তাহারই নিকট শুনিয়া কলিকাতার সাহেবের পূর্ব হইতে সতর্ক হইয়াছিলেন । নবকৃষ্ণ কলিকাতায় আসিবার পর নবাব কলিকাত আক্রমণের জন্ত কলিকাতার ঠিক উত্তরে চিত্রপুরের (চিৎপুরের ) মধ্যে ছাউনী করিলেন। ইহার কিছু দিন পূৰ্ব্বে মুরশিদাবাদে আবার এক ষড়যন্ত্র হইয়াছিল। রাজ রাজবল্লভ ইংরাজদিগের নিকট গোপনে এক পত্র পাঠাইয়াছিলেন। নবাব হালসির বাগানে পৌঁছিবার পূৰ্ব্বেই রাজবল্লভের দূত পত্র লইয়া গবর্ণর ড্রেকের নিকট পৌঁছিল ও বলিল, কোন বিশ্বস্ত হিন্দুকে দিয়া যেন এই পত্র পাঠ করান ও ইহার উত্তর লেখান হয়। এই সময় মুন্সী তাজউদ্দীন খাঁ নামে এক ব্যক্তি ইষ্ট ইণ্ডিয়া কোম্পানীর কলিকাতার মুদী ছিলেন। একে তিনি মুসলমান, তার রাজা রাজবল্লভের নিষেধ, কাজেই ড্রেক তাহাকে দিয়া সে পত্র পড়াইতে পারিলেন না। র্তাহার নবকৃষ্ণের কথা মনে পড়িল। ওয়ারেণ হেষ্টিংসের শিক্ষক হইবার সময় নবকৃষ্ণ ড্রেক প্রভৃতির নিকট নকু ধর কর্তৃক পরিচিত হইয়াছিলেন। ড্রেক সাহেবের লোক নবকৃষ্ণের অনুসন্ধানে বহির্গত হইল। নবকৃষ্ণও সেই দিন বড়বাজার অঞ্চলে কি প্রয়োজনে গিয়া ड्र

  • नवeवदक, ७ग्न छोश, s२१७ मांण 86-8> शृर्छ ।