পাতা:বিশ্বকোষ নবম খণ্ড.djvu/৬২৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সবকৃষ্ণ ছিলেন ড্রেকের কৰ্ম্মচারী পথেই তার দেখা পাইল। তিনি সংবাদ পাইবামাত্র অমনি তৎক্ষণাৎ গবর্ণয়ের সস্থিত দেখা করিতে গেলেন। ড্রেক গোপলে উীহাৰে দিয়া রাজবল্লভের ' পত্র পড়াইলেন ও তাঁহার উত্তর লেখাইলেন । ইহাই সিরাজের সর্বনাশের বন্দোবস্ত পত্র। তাহার পর ভুেক দেখিলেন, এখন এই ষড়যন্ত্রের সম্বন্ধে অনেক লেখা পড়া কাজকৰ্ম্ম করিতে হইবে, সুতরাং মুন্সী তাজউদ্দীন ও নবকৃষ্ণ উভয়কে রাখিলে গোল ঘটিবার সম্ভাবন। এইরূপ বিবেচনা করিয়া ড়ুেক মুলী তাজউদ্দীনকে পদচ্যুত করিয়া নবকৃষ্ণকেই কোম্পানির মুন্সী পদে নিযুক্ত করিলেন। ইহার বেতন ৬৪ টাকা নিৰ্দ্ধারিত । হুইল। এই পদ হইতেই তিনি নবুমুলী” নামে খ্যাত হন। মুদীগিরিতে নবকৃষ্ণ ড্রেক ও হলওয়েলের বিশেষ প্রতি ও বিশ্বাসভাজন হইলেন। এখন যাহাকে পররাষ্ট্রসচিব (Foreign Secretary) বলে, ক্রমশঃ তাহার হস্তে সেই পদের উপযুক্ত কাৰ্য্যভার দেওয়া হইল। সিরাজ-উদ্দৌলা সেবার কলিকাত৷ লুঠিয়, কলিকাতাকে আলীনগর নাম দিয়া চলিয়া যান। মাম্রাজ হইতে কর্ণেল ক্লাইব ও আডমিরাল ওয়াটসন কলিকাতা উদ্ধারার্থ প্রেরিত হন। তাহারা আসিয়া কলিকাতা পুনরাধিকার করিলেন এবং ড্রেক, হলওয়েল ও মুলী নবকৃষ্ণের মুখে সমস্ত অবগত হইয়া সিরাজের সর্বনাশার্থ মুরশিদাবাদের ষড়যন্ত্রে যোগ দিলেন। ক্লাইব নবকৃষ্ণের কার্য্যদক্ষতায় তাহাকে বিশেষরূপে বিশ্বাস করিতেন। ১৭৫৭ খৃষ্টাব্দে ক্লাইব নবাবের আদেশ অমান্ত করিয়া চন্দননগর আক্রমণ করিলে নবাব পুনরায় কলিকাতা আক্রমণার্থ ফেব্রুয়ারি মাসে কলিকাতার পুৰ্ব্বে হালসিবাগান নামক স্থানে আমীরচাদের (উমী চাদের ) বাগানে ছাউনী করিলেন । ক্লাইব নবাব-শিবিরের বলাবলের সঠিক সংবাদ পাইবার জন্ত মুন্সী নবকৃষ্ণকেই নানাবিধ উপঢৌকন সহ দূতরূপে পাঠাইয়া দিলেন। নবকৃষ্ণ প্রকাপ্তভাবে দূতরূপে গিয়া নবাবের ক্রোধশাস্তি করিয়া সন্ধি প্রার্থনা করিলেন, কিন্তু গোপনে নবাবের সৈন্তবলাবলের বিস্তৃত বিবরণ জানিয়া আসিয়া ক্লাইব প্রভৃতিকে জানাইলেন। পরদিন প্রত্যুষে অতিশয় কুজৰাটক হইল। ক্লাইব সুযোগ বুধিয়া সসৈন্তে অগ্রসর হইয়। নবাবকে অসতর্ক অবস্থায় আক্রমণ করিলেন । ইতিপূৰ্ব্বে নবকৃষ্ণ নবদ্বীপাধিপতি কৃষ্ণচন্ত্রের নিকট হইতে ৩•• গৌড় জানাইয় তাহাদিগকে হালসির বাগান, নন্দনবাগানও বজবঙ্গে অঞ্চলের জঙ্গলময় স্থানে লুকাইর রাখেন। সবাৰেশ্নলোকের তাহার বিন্দুমাত্র সন্ধান পারমাই। ইংরাজ* সৈন্ত কলিকাতা আক্রমণ করিয়৷ যেমন অগ্রসর হইতে লাগিল, ঐ গোপগণ তাঁহাদের অনুবলরুপে নানা স্বান হইতে বাহির । [ سالانہ ] নবকৃষ্ণ پی-ایم-بی. হইয়া পড়িল। তাহাতেই নবাবের সৈন্তগ৭ ইংরাজদিগকে ৰহুবলযুক্ত মনে করিয়া সাহলহীন হইয়া পড়িয়াছিল। ক্লাইব জল্লায়াসেই কলিকাতা উদ্ধারে সমর্থ হইয়াছিলেন। এ সময়ে নবকৃষ্ণ না থাকিলে বৃটশের ভাগ্যলক্ষ্মী চিরদিনের জন্ত বঙ্গভূমি পরিত্যাগ করিতেন। ক্লাইব নবকৃষ্ণেয় কাৰ্য্যকুশলত কথন বিস্ত হন নাই। তিনি নবকৃষ্ণের উপর এতদূর সন্তুষ্ট হইয়াছিলেন যে তিনি বলতেন, একটা সুযোগ পাইলেই তাকে বড় লোক কল্পিয় দিবেন। রেভারেগু লণ্ড সাহেব লিখিয়াছেন, ১৭৫৬ খৃষ্টাব্দে যখন সিরাজ কলিকাতা আক্রমণ করেন, তৎকালে নবকৃষ্ণ আপনার জীবনের প্রতি মমতা না রাখিয়৷ ফলতায় জাহাজবাসী ইংরাজদিগকে জুলাই হইতে ডিসেম্বর পর্যন্ত ছয়মাসকাল রসদ যোগাইয়াছিলেন। এ সময়ে নবকৃষ্ণ কুর্দান্ত নবাবের আদেশের বিরুদ্ধে ইংরাজদিগকে এরূপে রক্ষা না করিলে তাহার খাদ্যাভাবে কিরূপ ৰিপদে পড়িতেন, তাহ সহজেই বুঝা যায়। পলাশীর যুদ্ধের পূর্বে সিরাজ-উদ্দৌলার বিরুদ্ধে যে ষড়যন্ত্র হয়, তাহাতে নবকৃষ্ণ ইংরাজপক্ষের যন্ত্রস্বরূপ ছিলেন । তিনি জগৎ শেঠ প্রভৃতির সহিত সমস্ত বন্দোবস্ত করিবার জন্ত ক্লাইব কর্তৃক মুরশিদাবাদে ছদ্মবেশে প্রেরিত হইয়াছিলেন। এই ষড়যন্ত্রের সমস্ত লেখাপড়া নবকৃষ্ণ দ্বারা সম্পন্ন হইয়াছিল। মীরজাফরের সহিত বন্দোবস্ত, উমিচাদের নামীয় সাদা ও লাল চুক্তিপত্র সমস্তই নবকৃষ্ণের লিখিত। নবকৃষ্ণ মুরশিদাবাদ হইতে ফিরিয়া আসিলে তাহার মুখে ভাবী সুসংবাদ অবগত হইয়া ক্লাইব যুদ্ধযাত্রায় সাহসী হন। যখন পলাশীপ্রাঙ্গণে ক্লাইব সসৈন্তে উপস্থিত হইলেন, নবকৃষ্ণ প্রভূর সঙ্গে সঙ্গে ছিলেন। তাহার পরামর্শে অনেক জমিদার ইংরাজদিগকে সাহায্য করিয়াছিলেন। কথিত আছে, এই সময় বৰ্দ্ধমানের রাজা কথাক জন আশ্বারোহী এবং নবদ্বীপাধিপতি কৃষ্ণচন্দ্র কএকটী তোপ পাঠাইয়া দিয়াছিলেন। ইংরাজগণ পূৰ্ব্ব হইতেই স্থির করিয়াছিলেন যে, যেরূপ বন্দোবস্ত আছে, তাহাতে আর র্তাহাদিগকে যুদ্ধ করিতে হইবে না, বিনাযুদ্ধেই র্তাহার কৃতকাৰ্য্য হইবেন ; কিন্তু সমরক্ষেত্রে উপস্থিত হইয়া ভীষণ গোলাবৃষ্টিতে তাহদের চক্ষুস্থির হইল। ইংরাজ পক্ষের পদে পদে পদখলন ও পতন হইতে লাগিল। বিষম অগ্নিবৃষ্টির অভিমুখে অগ্রসর হয় কাহার সাধ্য। ক্লাইৰ প্রভৃতি সেই दिषय जकै कांटण नवङ्गवभकई शैौग्रछांमएम्नग्न निकछे श्रृंॉ#ाहेरङ সঙ্কর করিলেন। মুন্সী নবকৃষ্ণ প্রভুর কার্য্যসাধনার্থ জীবনের

  • Rev. Long's Selections from the Unpublished Records, No 235, p. 98 foot-note - -