পাতা:বিশ্বকোষ নবম খণ্ড.djvu/৬৭৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

SSTTST MAA SAAAAA S উপবিভাগ। পরিমাণ প্রায় ৩৪৩ বর্গমাইল। ইহাতে ৮ট , বিভাগ ও ৫৪ খানি গ্রাম আছে। প্রধান নগরের নামও নসিরাবাদ । বিলো খালের উপর অবস্থিত। মীর নসির খ৷ তলপুর প্রায় ৪০ বৎসর পূৰ্ব্বে এই নগর নির্মাণ করেন। এখানে একটী উত্তম দুর্গ আছে। ৬ সিন্ধুদেশের অন্তর্গত শিকারপুর জেলার নসিরাবাদ তালুকে একটী নগর। অক্ষা ২৭° ২৩ উঃ, দ্রাঘি ৬৭° ৫৭% రి’ ? | ৭ অযোধ্যার অন্তর্গত রায়-বরেলী জেলার একটী নগর। অক্ষা" ২৬, ১৫ উঃ, দ্রাবি ৮১° ৩৪' পূঃ। নস্রিগঞ্জ, শাহাবাদ জেলার একটা নগর। অক্ষা ২৫° ৩ ১৫ উঃ, দ্রাঘি ৮৪° ২২-২৫ পূঃ । এখানে বঁাশ ও কাঠের বিপুল ব্যবসায় আছে, এবং প্রচুর কাগজ ও চিনি প্রস্তুত হয়। নলবাড়ী, বোম্বাই প্রেসিডেন্সির বোকাস্তার অন্তর্গত একটা ক্ষুদ্র রাজ্য। ক্ষেত্রফল ১৯১ বর্গমাইল। ইহাতে ২৭ খানি গ্রাম আছে। রাজস্ব প্রায় ১০,০০০ টাকা। এখানকার অধিপতিদিগকে ঠাকুর বলে। ইনি বরোদার গাইকোবাড়-রাজগণকে প্রায় ১৭০০ টাকা কর দিয়া থাকেন। অশ্বন নদী রাজ্যটকে ঠিক সমান দুইভাগে বিভক্ত করিতেছে। উত্তরাংশ সমতল প্রান্তর, কিন্তু দক্ষিণাংশ পৰ্ব্বত ও অরণ্যময় । নসিরাবাদ, ১ ভবিষ্য ব্রহ্মখণ্ডোক্ত বরদ দেশান্তর্গত গ্রামবিশেষ। ৪০০১ কলির গতাকে এই গ্রাম প্রতিষ্ঠিত হয়, এবং সহস্ৰ ৰৰ্ষ কাল এই গ্রামের অস্তিত্ব থাকিবে। (ব্রহ্মখ- ১৯৭২ ) ২ অযোধ্যার সীতাপুর জেলার একটী গ্রাম। সিদ্ধৌলি তহসীলের মামুয়া গ্রামের উত্তরপশ্চিমদিকে ৩ ক্রোশ দূরে এই গ্রাম অবস্থিত। এখানে কলাপদেবী ও আস্তিকের ইষ্টক-রচিত মন্দির আছে। মন্দির দুইটী পৃষ্টীয় দশম শতাব্দীতে নিৰ্ম্মিত । মন্দির দুইটর অবস্থা ও ইহার কারুকার্য্য ভাল । ৩ আজমীর-মেরবাড়া জেলার একটী স্কন্ধাবার। নলিরি, একজাতীয় ভ্রমণকারী আফগান। ইহার গ্রীষ্মকালে টােকি ও হটুকি প্রদেশে বাস করে এবং শীতকালে স্থলেমান পৰ্ব্বতের নিয়ে দামন প্রদেশে আসে । ইহার দেশ পরিবর্তনের সময় একজন খ ( সৰ্ব্বাধ্যক্ষ ) এবং প্রতি ৪০ জনের উপর এক এক চহলবস্তি বা সর্দার নিযুক্ত করে। নসিরি খস্র, হিজির পঞ্চম শতাব্দীর জনৈক কবি। অকবরের সময় ইহার কবিতার বিশেষ আদর ছিল। নসিরুদ্দীন, মধ্য এসিয়ায় পাখালি নামক স্থানের সুলতান । ইহার আসল নাম হুসেন খা । ইনি এক সময়ে অকবরের সভা হইতে ৰিনা আজ্ঞান চলি আসায় সম্রাট হাসন্বেগ [ ৬৭০ ] 尊》 彰 নস্তা বদলী নামক নরশতী মনসবদারকে ইহাকে দমন করিতে পাঠান। হাসনবেগ ইহাকে দমন করিয়া কিছুদিন তদ্রাজ্যে সসৈন্তে ছিলেন, কিন্তু মধ্যে তিনি ভারতে আয়ায় নসিরুদ্দীন পুনরায় স্বাধীনতা গ্রহণ করেন এবং হাসনের সৈন্যগণকে তাড়াইয় দেন। অবশেষে আবার হাসন আসিয়া ইহাকে একবারে পরাস্ত করেন । নসিরুদ্দীন মাহ্মদ, দাসরাজগণের মধ্যে জনৈক ভারতীয় 劇 সম্রাট। রেজিয়া বেগমের পর ইনিই দিল্লীর সিংহাসনে আরোহণ করেন। ১২৪৬ খৃষ্টাব্দ হইতে ১২৬৬ খৃষ্টাব্দের ফেব্রুয়ারি মাস পৰ্য্যন্ত ইহার রাজত্বকাল। ইহার আচার ব্যবস্থার উদাসীনের দ্যায় ছিল। রাজ্যের আয়ের একট পয়সাও ইনি নিজে ব্যবহার করিতেন না। নিজে পুস্তকাদি নকল করিয়া স্বীয় গ্রাসাচ্ছাদন উপার্জন করিতেন। সম্রাট্রগণের দ্যায় ইহার একাধিক স্ত্রী বা রক্ষিত পত্নী ছিলনা। ইহার মহিষী স্বহস্তে ইহার আহাৰ্য্য পাক করিয়া দিতেন। মহিষীরও কোন পরিচারিকা ছিলনা। নসাব ( আরবী ) অদৃষ্ট, ভাগ্য। নসীহৎ (আরবী) উপদেশ, শিক্ষাদান, পরামর্শদান। নসিরুদ্দীন আবদালা-বিন-ওমর-অল্‌ বৈজভি, একজন মুসলমান ঐতিহাসিক, পারস্যভাষায় নিজাম-উৎ-তবারিখ নামে ইতিহাস রচনা করিয়াছেন। ইনি একজন কাজী ছিলেন। এসিয়ার সম্রাট, বিশেষতঃ মোগলগণের বিবরণই ইনি বিশেষ করিয়া লিখিয়াছেন। সম্ভবতঃ তাত্ৰিজনগরে ১২৮৬ খৃষ্টাব্দে ইহার মৃত্যু হয়। নন্ত (পুং) নসতে কুটিলতাং প্রকাশয়তানেন নস-ক্ত, বাহুলকাৎ ইড়ভাবঃ। ১ নাসিক । ( ভারত ৫৷১৩১৷১০ ) ২ নস্ত বিশেষ । মস্ত (স্ত্রী) নস্ত-টাপ্ত। নাসাকৃত ছিদ্র । , মস্তকরণ (কী ) ভিক্ষুদিগের ব্যবহৃত নাসিক মধ্যে ঔষধ দিবার যন্ত্রভেদ । নস্তস্ (অব) নাসিক বিভক্তৰ্থে তসিল, নাসিকায় নসাদেশঃ। নাসিক । “নস্তঃ কৰ্ম্মণি শস্তন্তে পানাভাঙ্গাঞ্জনেষু চ (” ( মুশ্রত ) মস্তিত (পুং) নস্ত নাসাচ্ছিত্ৰং জাত অস্য তারকাতিছ। নাসানিহিত রঞ্জুবন্ধ বলীবর্দাদি, যে পশুর নাসিক বিদ্ধ করিয়া রচ্ছবদ্ধ করা যায়, নাকফোড়া বলদ প্রভৃতি। পর্যায়—মস্তোত ও মস্তোত । নস্তোত (পুং) নন্তে নাসিকায়াং উতং বয়নং যন্ত। নস্তিত, নাকষ্ট্ৰেীড়া বলদ । নস্তা (ক্লী) নাসিকায়ৈ হিতং নালিকা-যৎ, নসাদেশশ্চ। নাসিকায় দেয় চুর্ণাদি। পৰ্য্যায়–নন্ত, লাবণ। ( রত্নমালা)