পাতা:বিশ্বকোষ নবম খণ্ড.djvu/৭০১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নাগর - ] 1 مليون সাগর • .e ইহাদের মস্তকের বার আন অংশ শিখাবেষ্টিত। পুরুষ অপেক্ষা রমণীগণ অধিক সুঞ্জ ও রূপবতী, হাত পা ছোট খাট, সুদীর্ঘ নাসিক ও মুচিৰণ কেশজাল । নাগর ব্রাহ্মণদিগের অধিকাংশই নিরামিষাশী। অনেকেই তৈল পর্যন্ত ব্যবহার করেন না। ইহাদের মধ্যে অধিকাংশই শৈব, বৈষ্ণবের সংখ্যা অল্প। অনেকেই রুদ্রাক্ষমালা ধারণ করেন। স্ত্রীলোকেরাও অদরক্ষা ७ माथीब्र छैज्जानैौ जज़ाहेब्र थांरक । देशांब्र कथम •ब्रहूण ব্যবহার করে না, মাথায় ফুল গোজে না বা অলঙ্কার পরে না। ইহাদের অবস্থা বেশ স্বচ্ছল। ধাহাদের অবস্থা নিতান্ত মন্দ, র্তাহারাও র্তাহীদের যজমান গুজরাতী বণিয়া ব্যতীত অার কাহারও কাছে ভিক্ষা করেন না। উহাদের মধ্যে শাখ্যায়ন শাখার ঋগ্বেদী ও মাধ্যদিন বাজসনেয় শাখায় যজুৰ্ব্বেদী দৃষ্ট হয়। অধিকাংশই স্বাৰ্ত্ত, শঙ্করাচার্য্যকে পরমগুরু জ্ঞান করিয়া থাকেন। ইহাঙ্গের মধ্যে র্যাহাদের অবস্থা ভাল, তাহার ষোড়শবিধ সংস্কারই পালন করেন ; যাহাদের অবস্থা ভাল নয়, তাহারা উপনয়ন, বিবাহ ও ঔদ্ধদেহিক এই তিনটী মাত্র সংস্কার করিয়া থাকেন। সন্তান ভূমিষ্ঠ হইলে পঞ্চম দিনে ষষ্ঠপুঞ্জ ব্যতীত অপর উচ্চ শ্রেণীর হিন্দুর মত আর সকল কাৰ্য্য সম্পন্ন হয়। দ্বাদশ দিনে ৫টী সধবা রমণী আসিয়া শিশুকে দোলায় ও নামকরণ করে। এ সকল রমণীগণ হরিদ্রা ধায়ণ ও পরম্পর পরম্পরের সীমস্তে সিন্দুর লেপন করে। উপনয়নাদি দেশস্থ ব্রাহ্মণ হইতে বেশী তফাৎ নয়, কেবল বের্দীর পরিবর্তে চতুরস্র ভূমির চারিপাশ্বে কলস রাখিয়া তন্মধ্যে মানবককে দাড় করায়। এই সময়ে স্বশ্রেণীর ব্রাহ্মণদিগকে ভোজ দিতে হয়। ইহাদের মধ্যে বিধবা-বিবাহ প্রচলিত নাই। বিধবার মস্তক-মুগুন করে, মঙ্গলস্বত্র বা কোন প্রকার অলঙ্কারাদি ধারণ করিতে পারে না । তাহাদিগকে ব্ৰহ্মচৰ্য্য অবলম্বন করিতে হয়। ভাউনগর-রাজের প্রধান মন্ত্রী প্রাতঃস্মরণীয় গৌরীশঙ্কর উদয়শঙ্কর এই নাগরবংশে জন্মগ্রহণ করেন। ২ মৈথিল ব্রাহ্মণদিগের এক শ্রেণী । ৩ গুজরাতী বণিকদিগের মধ্যে এক শ্রেণী । নাগর, ১ উত্তর বঙ্গে প্রবাহিত একটা নদী। পূর্ণির হইতে দিনাজপুর জেলায় প্রবেশ করিয়া প্রায় ৯০ মাইল দক্ষিশক্তিমুখে আসিয়া মহানন্দায় পতিত হইয়াছে। বর্ষাকালে ইহার উপর দিয়া বড় বড় মাল-বোঝাই করা নৌকা বাতায়াত করিতে | পারে। উত্তরাংশে এই নদীর গর্ভ প্রস্তা, কিন্তু দক্ষিণাংশে বালুকাময়। ইহার কুলের অধিকাংশ স্থলেই চাষবাস নাই। नहेिकि ७ कूनिक मांप्य देशद्र कृशौ *ांध जांtझ् । ২ উত্তর-বঙ্গে প্রবাহিত একটী ক্ষুদ্র নদী। বগুড়া জেলার উত্তরাংশে বহির্গত হইয়া রাজশাহী জেলায় প্ররেশ করিয়াছে। ७थान २० माहेण पश्ब्रि डफ मांटम श्रांटजबै-शभूना-नन्नय्य মিলিত হইয়াছে। ৩ জব্বলপুর ও মণ্ডলা জেলার মধ্যে বিস্তৃত গিরিমালা। নৰ্ম্মদার উপত্যক ইহার নিয়ে অবস্থিত। , - নাগর, সাঁওতাল পরগণাও ভাগলপুরবাসী এক শ্রেণীর কৃষিজীবী। ইহার পঞ্চ শাখায় বিভক্ত-জের্থোৎ, পুলেন্স, নাগবংশী, কখেতিয়া ও ভাটনাগর। ইহাদের মধ্যে কেবল কাশুপ গোত্র। প্রথম দুই শাখা ছাড়া পরস্পরে বিবাহ চলিত আছে। সম্প্রতি ঐ দুই শাখার মধ্যেও বিবাহ চলিত হইয়াছে। বহু বিবাহ তেমন প্রচলিত মাই, তবে প্রথম স্ত্রী বন্ধ্যা হইলে অন্ত স্ত্রী গ্রহণ করিতে পারে। অপরাপর নীচ হিন্দুদিগের মত বিবাহাদি সম্পন্ন হয়। সিঙ্গুরদানই বিবাহের প্রধান অঙ্গ। বিধবারা সাঙ্গা করিতে পারে। ইহাদের ধৰ্ম্ম কৰ্ম্ম সম্পন্ন করিবার জন্ত ব্রাহ্মণ পুরোহিত नियूङ श्च्न । সমাজে ইহারা অতি হীন, দোসাধ অপেক্ষ কিছু শ্রেষ্ঠ বলিয়া গণ্য । ব্রাহ্মণ কিংবা জলাচরণীয় অপর কোন জাতি ইহাদের পৃষ্ট জল ব্যবহার করে না । ইহাদের মধ্যে দুই একজনের অবস্থা বেশ স্বচ্ছল, তবে অধিকাংশেরই মজুরী ভিন্ন গত্যন্তর নাই । সমগ্র বঙ্গের মধ্যে প্রায় চল্লিশহাজার নাগরের বাস আছে। নাগর, রাজপুতানায় জয়পুরের অধীন উনিয়ার রাজ্যের অস্তগঁত ধ্বংসাবশিষ্ট প্রাচীন নগর। উনিয়ারা হইতে ৭২ ক্রোশ দক্ষিণপশ্চিমে অবস্থিত। প্রবাদ এইরূপ, মান্ধাতার পুত্র মুচুকুন্দ এই নগর স্থাপন করেন। প্রত্নতত্ত্বাস্বেধী কালাইল সাহেব এখান হইতে প্রায় ৬••• প্রাচীন মুদ্র সংগ্ৰহ করিয়াছেন। তন্মধ্য হইতে প্রায় ৪০ জন প্রাচীন রাজার নাম বাহির হইয়াছে। অতি প্রাচীনতম মুদ্রাগুলি ছেনকাটা ও তৎপরবর্তী কালের প্রাচীন মুদ্রায় বোধিবৃক্ষ অঙ্কিত। সেই মুদ্রাগুলির কোন কোনটর উপর ‘জয় মালবানাং এইরূপ খোদিত হইয়াছে। এ ছাড়া ক্ষত্রপরাজ নছপানের মুদ্রাও পাওয়া গিয়াছে। পুরাবিদগণ অল্পমান করেন, এই নগরী খৃষ্টজন্মের বহুশর্ত বর্ষ পূৰ্ব্বে প্রতিষ্ঠিত হইয়াছিল। পরে কোন নৈসর্গিক আগ্নেয় উৎপাতে খৃষ্টীয় sई कि 4म भऊांशैरङ uक्करण दिक्षश श्रेब फूणéशार्द्री