পাতা:বিশ্বকোষ নবম খণ্ড.djvu/৭০৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

!,

  • নাগলপল্লী --- ای

একাপোষা দেশমুৎস্নাবিশেষাল্লানাকারং যাতি কীয়ে গুণে চ ” ( ब्रांसनि०) রাজনির্ঘণ্টে ইহার বিষয় এইরূপ লিখিত আছে— প্রবটা-ইহার গুণ মধুর, তীক্ষ এবং বাত, পিত্ত ও কফনাশক, সরস, রুচিকর এবং বিপাকে শীতল। আমবাট—ইহার গুণ কটু, অম, তিক্ত, তীক্ষ, উষ্ণ, মুখশোধক, বিদাহ, পিত্ত ও অন্ত্রকোপন, বিষ্টন্তকারক ও কতনাশক । - সপ্তমী-ইহার গুণ মধুর, তীক্ষ, কটু, উষ্ণ, পাচন, গুল্ম, উদরাধাননাশক, রুচিকর এবং দীপন । গুহাগর নামক স্থানে ইহা সপ্তশির বলিয়া প্রসিদ্ধ । তাহার গু৭—চুর্ণ সহিত অতি রস ও রুচিকারক, সুগন্ধি, তীক্ষ, মধুর, অতি হৃদ্য, সন্দীপন, পুংস্তুকর, বলকারক, বিরেচন ও মুখসুগন্ধিকারক। মালবদেশে অল্পসরা বলিয়া খ্যাত, ইহার গুণ— সুতীক্ষ, মধুর, রুচিকর, শীতল, দাহনাশক, পিত্তবৃদ্ধিকর, বলকারক, মুখমুগন্ধিকারক, স্ত্রীদিগের সৌভাগ্যবৰ্দ্ধনকর, মদকারক, গুল্ম ও আধাননাশক । আন্ধ দেশে পুষ্কলিকা নামে খ্যাত। ইহার গুণ—কষায়, উষ্ণ, কটু, পিত্ত ও বাতনাশক । এই দেশে দীর্ঘফল নামে আর এক প্রকার নাগবল্লী আছে, তাহার গুণ—দ্বেষণীয়, কটু, তীক্ষ, হৃদ্য, কফ ও বাতনাশক, রুচিকর, দীপন ও পাচন। (রাজনি") * তালের অন্যান্ত বিবরণ তাম্বল দেখ। ] মাগলপরী, একটা প্রাচীন গ্রাম। এই গ্রামটা ইলোরার ২১ মাইল উত্তরে অবস্থিত। এই গ্রামের উত্তরপূৰ্ব্বে এবং জিলিজারি গুড়মের উত্তরে কতকগুলি নিয়গিরিশ্রেণী আছে। এই সকল পাহাড়ের পশ্চিমপাশ্বস্তু একটা উপত্যকায় পৰ্ব্বতগাত্রে

  • “প্রবাটা মধুর তীক্ষা বাতপিত্তকফাপহা।

রসাঢ্য চ রস ক্লচ্য বিপাকে শিশির স্মৃত ॥ স্তাদয়ৰাটা কটুকাঙ্কতিক্ত তীর্ণ তথোক মুখপাককত্রী। বিদাহপিত্তাম্রবিকোপনী চ বিঃদ্ভদ বাতনিবৰ্ষণী চ। সপ্তমী মধুর। তিস্থল কটুকুক চ পাচনী । গুন্মোদদায়ালহর রুচিকৃদীিপনী পর ॥ অস্তচ–গুহাগরে সপ্তশির প্রসিদ্ধ। তৎপর্ণচুর্ণাতি রসাতির চ্যা। স্বগতীিক্ষা মধুরাতিহদ্যা সন্দীপনী পুত্ত্বকরা চ বলা ধিরেচনী বস্তু সুগন্ধিকারিণী ॥ আৰু পুষ্কলিকানাম ক্যায়োক কটুস্তথা। মলীপকর্ধাকণ্ঠস্ত পিত্তহৃস্বাতনাশিনী : শ্ৰেণীয় কটুীক্ষা ছদ্য দীর্ঘকল চ সী। কঙ্কৰাভহয়। রুচ কটুীপনপাচনী " ( রাজনির্ধন্ট ) IX [ १०s ] , নাগবংশ খাত কতকগুলি কূপ ও সেই কূপের অভ্যন্তরে দেবমন্দির নির্কিত আছে। i), 鱲 নাগলপুর, মাত্রাজে চেঙ্গলপট্ট নামক জেলার মধ্যবর্তী একটা ক্ষুদ্র গিরিশ্ৰেণী । অক্ষা ১৩, ২৪ হইতে ৩১° ২৭ ৪০% উঃ এবং দ্রাঘি’ ৭৯° ৪৯%হইতে ৭৯ ৫১৫০′ পূঃ মধ্যে অবস্থিত। ইহা উত্তরে সাতিয়াবাদ গিরি ও পশ্চিমে নাগরী গিরিপুঞ্জের সহিত সংযুক্ত। ইহা সাধারণতঃ ১৮০০ ফিট্‌ উচ্চ, ইহার সৰ্ব্বোচ্চ শৃঙ্গ ২৫০০ ফিট । এই গিরির উপরে তিনট বক্র গিরিপথ আছে। নাগলুতি, নলিকট্রকুবের ৫ মাইল দক্ষিণে অবস্থিত একটা প্রাচীন গ্রাম। এখানে ছুইটী জীর্ণ মন্দির আছে। তন্মধ্যে অঞ্জন৷ নামক মন্দিরে শিলালিপি খোদিত আছে। উহা ১৫৪৭ খৃষ্টাৰো খোদিত হয়। উহাতে বিজয়নগরের রাজা সদাশিবের দানের বিষয় লিখিত আছে। নাগবংশ, পাশ্চাত্য পণ্ডিতগণের মতে, আর্যজাতি ভারতবর্ষ অধিকার করিবার পূৰ্ব্বে এদেশে নাগবংশীয় রাজার আধিপত্য স্থাপন-পূর্বক রাজ্যশাসন করিতেছিলেন। এই নাগবংশ ভারতের প্রাচীন শকজাতির (Scythic race) এক শাখা । নাগবংশ, ভারতের বিভিন্ন স্থানে এবং সিংহলে রাজত্ব করিয়াছিলেন এ বিষয়ে যথেষ্ট প্রমাণ পাওয়া গিয়াছে। ব্ৰহ্মাণ্ডাদি পুরাণে লিখিত আছে, নাগবংশীয় সাতজন মথুরাপুরী ভোগ করিবেন, তৎপরে গুপ্তরাজগণ রাজা হইবেন। ( ব্রহ্মাণ্ড উপসংহার পাদ ( ) নবনাগের যে সমস্ত মুদ্রা পাওয়া গিয়াছে, তদুপরি থোদিত বৃহস্পতিনাগ, দেবনাগ, গণপতি নাগ প্রভৃতি শবো স্পষ্ট বুঝা যায় যে নাগবংশীয় রাজগণ প্রথম ও দ্বিতীয় শতাব্দীতে রাজত্ব করিতেছিলেন । ( Coins of the Nine Nagas, in Asiatic Society of Bengal, Pt. I, of 1864)। এই নবনাগের রাজধানী কোথায় ছিল সে বিষয়ে মতভেদ আছে সত্য বটে, কিন্তু অনেক তর্কের পর এই মীমাংসা হইয়াছে যে নরবর তাঁহাদের রাজধানী ছিল । বিষ্ণুপুরাণে নরবর পদ্মাবতী নামে খ্যাত । উক্ত নাগবংশধরগণ কাস্তিপুরী এবং মথুরায় বিজয়পতাকা উড়াইয়া ছিলেন। অধুনা যে সমস্ত স্থান ভরতপুর, ঢোলপুর, গোয়ালিয়ার, বুন্দেলথও, উজ্জয়িনী, ভিলসা ও সাগর নামে খ্যাত, ইহা সমস্তই নবনাগের অধিকৃত ছিল । শুনা যায়, মালবের কিয়দংশও তাঁহাদের রাজ্যভুক্ত ছিল । জালাহাবাদের খোদিত লিপিতে আছে যে, সমুদ্রগুপ্ত গণপতিনাগকে পরাজয় করিয়াছিলেন । গণপতিনাগের অঙ্ক নাম গণেন্দ্র । নরবর রাজাদিগের যে সমস্ত মুদ্র পাওয়া গিয়াছে, তন্মধ্যে গণপতিনাগের প্রচলিত মুদ্রার সংখ্যাই অধিক, এবং বন্ধ দেশ দেশাস্তর ᎼᏄᏬ