পাতা:বিশ্বকোষ নবম খণ্ড.djvu/৭১৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নাচিকেত [ ৭১২ ] নাজিউদৌল তখন নচিকেতা যমকে কছিলেন, যদি আপনার বর দিবার অভিলাষ থাকে তাহা হইলে আমাকে এই বর দিন যে, আমার পিতা গৌতমের সঙ্কল্পের শাস্তি হয়, অর্থাৎ আমি যমলোকে আসিয়া কি রূপে অবস্থান করিতেছি, তাহার এই সকল চিত্ত নিবৃত্তি হউক, এবং তিনি পূৰ্ব্বের ন্যায় আমার প্রতি প্রসন্ন হউন। আমি আপনার হস্ত হইতে মুক্ত হইয় গৃহে গমন করিলে পর আমার পিতার এইরূপ যেন স্মৃতি হয়, যে সেই সাক্ষাৎ আমার পুত্র যমালয় হইতে প্রত্যাগত হইয়াছে, যম এই সকল বর দিলেন। তখন নাচিকেত দ্বিতীয়বর প্রার্থনা করেন স্বৰ্গলোকে যাহার গমন করিবে, তাহারা মৰ্ত্তোর স্থায় যেন ক্ষুৎপিপাস, জর মৃত্যু ও শোকাতিগ হইয়া মুখে অবস্থান করে। যম এই দ্বিতীয় বর দিলেন। তাহার পর নাচিকেতা তৃতীয় বর প্রার্থনা করিলেন, আমার এক বিশেষ সংশয় আছে যে, মানব দেহবসান হইলে শরীর, ইঞ্জিয়, মন, বুদ্ধি এ সকল ভিন্ন জীবাত্মা আছেন আবার কাছারও মতে জীবাত্মা নাই আমি আপনার নিকট ইহার নিশ্চয়রূপ শিক্ষা প্রার্থনা করি, যাহাতে আমার সকল সংশয় অপনোদিত হয়। যম নচিকেতার এইরূপ চিত্ত বিশুদ্ধি অবলোকন করিয়া বিম্মিত হইলেন। তখন যম নচিকেতাকে নানা প্রকার ঐশ্বৰ্য্যাদির প্রলোভন দেখাইয়৷ এই বর হইতে নিবৃত্ত করিতে চেষ্টা করেন। নচিকেতা ইহাতে বলেন আমি ঐশ্বৰ্য্য লইয়া কি করিব, এই বরই আমার একমাত্র অভিলষনীয়। তখন যম নচিকেতার বিষয়বিরক্তি চিত্তশুদ্ধি ও ও মোক্ষের প্রতি ঐকান্তিকী ইচ্ছা অবগত হইয়া পরমাত্মবিষয়ে উপদেশ প্রদান করেন। যম কহিলেন, তুমি যে পরমাত্মাকে জানিতে চাহ অতি দুঃখে তাহার বোধ হয়, মায়িক সংসারে তিনি আচ্ছন্নভাবে অবস্থান করেন, তাহাকে কেবল বুদ্ধি দ্বারা জানা যায়। তিনি অতি স্থজের ও অনাদি । অধ্যাজুযোগ দ্বারা তাহাকে জানিয়া পণ্ডিত সকল হর্ষ ও শোক হইতে মুক্ত হইয়া থাকেন। বিষয় হইতে চিত্তকে আকর্ষণ করিয়া আত্মাকে অর্পণ করাকে অধ্যাত্মযোগ কহে। এইরূপে নাচিকেতার পরমাত্ম বিষয়ে সকল সন্দেহ অপনোদন করিয়া দেন। যম এইরূপ আত্মা স্বরূপ নির্দেশ করিয়াছিলেন যে দেবতারাও তাহ অবগত নহেন। যম ইহার তৃতীয় বরের অতিরিক্ত আরও একটী বর দিয়াছিলেন, নাচিকেত শব্দে অগ্নি বুঝায়,—অগ্নি স্বর্গের সোপান স্বরূপ, সেই অগ্নি অদ্যাবধি তোমার নামে অভিহিত হইবে, একু নানারূপবিশিষ্ট বিচিত্ররত্নমালা অর্পণ করিয়াছিলেন। সমস্ত কঠোপনিষদে—যম ও নচিকেতার বৃত্তান্ত লিখিত इहैब्रांदइ, जर्षीं९ थय अभविषाद्र खाउदा जकण विषब्र-भक्तिকেতাকে উপদেশ দিয়াছেন। (কঠোপনি" ) ডাক্তার রোয়ের সাহেব ( Dr. Roer) এই নচিকেতাকে যুরোপীয় প্রসিদ্ধ দার্শনিক প্লেটাের ( Plato} সহিত তুলনা করি ছেন। নাচীন (পুং ) ১ দক্ষিণস্থ দেশভেদ। ২ এই দেশের রাজা। ( ভারত সভাপ” ৩০ অ• ) নাচুয়া (শেল) নৰ্ত্তনকারী। माझ (cननख) oखदात्र, शिक्लकैौदाब ।। নাছদুয়ার (দেশজ ) গুপ্তার, খিড়কী। নাজিম, ভারতবর্ষের রাজকৰ্ম্মচারিবিশেষ। এক একটা বিভাগের রাজস্ব আদায়ের ভার ইহাদের উপর ন্যস্ত হইত। নাজিমের কখন কখন মাসিক বেতন পাইতেন এবং কখন কথন তাহার বার্ষিক কর ধাৰ্য্যপূৰ্ব্বক ইজারা লইতেন। বাদশাহের খোজাকৰ্ম্মচারীরাও নাজিম নামে অভিহিত হইত। নাজিমউদদোল, মীরজাফরের পুত্র। পিতার মৃত্যুকালে নাজিমউদদৌলার আর কোন জ্যেষ্ঠ সহোদর ছিল না, কাজেই ইংরেজের তাহাকেই মীরজাফরের উত্তরাধিকারী মনোনীত করিলেন । বিংশতি বর্ষ বয়ঃক্রমকালে ইনি নবাবীপদে প্রতিষ্ঠিত হন এবং ইহার ৩ বৎসর পরে ১৭৬৫ খৃঃ অব্দে মানবলীলা সম্বরণ করেন। ইহার সময়ের একট প্রধান ঘটনা এই,—লর্ড ক্লাইব এই সময়ে নবাবের হস্ত হইতে রাজস্ব আদায়ের ভার এবং সৈনিক বিভাগের কর্তৃত্বগ্রহণপূর্বক কোম্পানির হাতে প্রদান করেন। ইহা ব্যতীত নবাবকে একটা মন্ত্রীসভার আজ্ঞানুসারে সমুদায় কাৰ্য্য করিতে হইত। রাজা দুর্লভরাম, জগৎশেঠ এবং মহম্মদরেজাখ এই সভার অন্ততম সভ্য । কোম্পানীর একজন কৰ্ম্মচারী মুর্শিদাবাদে থাকিয়৷ ইহাদের কাৰ্য্যপ্রণালী পরিদর্শনাদি করিতেন । নাজিমউদ্দৌলা বার্ষিক ৫৩,৮৬,১৩১ টাকা রাজ্যশাসনাদির নিমিত্ত পাইতেন । ইনি অতিশয় বিলাসী ছিলেন । নাজিমউলমুলক, মুর্শিদাবাদের একজন নবাব। ১৭৯৬ খৃঃ অব্দে ইনি নবাবীপদে প্রতিষ্ঠিত হন। নাজিউদৌল, রেছিলখণ্ডের একজন শাসনকৰ্ত্ত। আলি মহম্মদখার শাসন সময়ে ইনি রোছিলখণ্ডে আসিয়া প্রথমে সামান্ত সেনানীপদে নিযুক্ত হন। ক্রমে ক্রমে ইনি সৈনিকবিভাগে উচ্চপদ প্রাপ্ত হইয়া অৰশেষে রাজপদ অধিকার করেন। প্রথমে ইহার উপাধি ‘খ’ ছিল, পরে বিশেষ সাহস ও পরাক্রমের পরিচয় দিয়া ইনি ১৭৫৭ খৃঃ অশো উদ্দৌলা’ উপাধি প্রাপ্ত হন । ४१४० शृंटेॉएक भशंद्रांड़ेनिशम्न गश्ऊि श्रांचनचांश् जांद