পাতা:বিশ্বকোষ নবম খণ্ড.djvu/৮৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\ দেtণ - এখন অগ্নিবেশ গুরুপুত্র দ্রোণকে সেই সমুদায় অস্ত্র প্রদান করিলেন। ভরদ্বীজের পৃষত নামে এক রাজা সখী ছিলেন। যে সময় জেtণ জন্মগ্রহণ করেন, সেই সময় পৃষতেরও এক পুত্র হয়, তাছার নাম ত্রুপদ। দ্রুপদ প্রতিদিন ভয়ৰাজের আশ্রমে আসিয়া দ্রোণের সহিত খেলা ও লেখা পড়া শিক্ষা করিতেন। এইরূপে উভয়ে মিত্রতা জন্মিল। রাজা পৃষতের মৃত্যু হইলে দ্রুপদ উত্তর-পঞ্চাল দেশের রাজা হইলেন। সেই সময় ভরদ্বাজ মানবলীলা সম্বরণ করেন । গ্রোণ পিতার পূর্বনিয়োগানুসারে পুত্রলাভার্থ শরদ্ধানের কন্যা কৃপীকে বিবাহ করিলেন। যথাকালে কুপী এক পুত্র প্রসব করিলেন । জাতমাত্র সেই বালক উচ্চৈঃশ্রব। অশ্বের স্থায় শব্দ করিল, সেই শব্দ (স্থাম) দিগৃদিগন্তে বিস্তৃক্ত হইল, তাই বালকের নাম হইল অশ্বখাম । cनहे गमम्न cद्धां* छू७ममन श्रृंब्रछब्रांटमङ्ग निकहे भहाँझ ও নীতিশাস্ত্র লাভ করিবtয় জন্তু মহেশ্রপশ্বতে গমন করেন এবং ভার্গবরামের চরণে নিপতিত হইয়া প্রথমে ধন রত্ন প্রার্থনা করেন। পরশুরাম বলিলেন, “আমার সমস্ত ধনরত্নই ব্রাহ্মণগণকে এবং পৃথিৰী কগুপকে দান করিয়াছি, বিবিধ অস্ত্রশস্ত্র ও আমার এই শরীয় ভিন্ন আমার আর दिछूहे नाहे, हेशद्र भcषा छूमि यांशं देछ्। थार्थनां रुङ्ग ।’ দ্রোণ হৃষ্টান্তঃকরণে প্রয়োগ, উপসংহার ও সরহস্য সমগ্র অস্ত্র গ্রহণ করিলেন । প্রফুল্লচিত্তে দ্রোণ ঘরে ফিরিয়া অসিলেন । একদিন অশ্বথাম এক ধনিপুত্রকে দুগ্ধ পান করিতে দেখিয়া খুব কঁদিতে লাগিল, কেহই থামাইতে পারিল না । দ্রোণের ঘরে দ্বন্ধ বা গাভী ছিল না, অপরের নিকট প্রতিগ্রহ করিলে | পাছে ধৰ্ম্মচু্যত হন, এই ভয়ে একাৰ্য্যে তাহার মন হইল না। পরে অপরাপর বালকের। পিটালীর জল খাওয়াইয়া অশ্বথামাকে শান্ত করিল। অশ্বথাম সেই তরল পিটালী খাইয়৷ ‘দুগ্ধ পান করিয়াছি বলিয়া আনন্দে নৃত্য করিতে লাগিল। তাহাতে দরিদ্র দ্রোণের মনে বড়ই কষ্ট হইল। তিনি স্ত্রীপুত্রের সহিত র্তাহার প্রিয়সখী রাজা ক্রপদের নিকট চলিলেন। তিনি মনে করিয়াছিলেন যে, পঞ্চাল-রাজ তাহার शूर्ति मथाऊांब्र एशष्ट्रtब्रांt५ ॐांशंद्र जकडा श्रङांद cयांकनै করবেন। কিন্তু ধনমনে মত্ত ক্ৰপদ তাহার পূর্ব গোঁহন্ত স্বীকার করিলেন না । বয়ং মহামতি দ্রোণ র্তাহায় নিকট অপমানিক্ত হইলেন । [ ক্রপদ শস্ব দ্রষ্টব্য । ] ত্বখন জোখ দুঃখে ও ক্রোধে অপমানের প্রতিশোধ [ ન્ય ] দোণ । জইবার সংকল্প করিয়া কেীয়ব-রাজধানী ছন্তিনাপুরে গমন করিলেন। এখানে তিনি কৃপাচার্য্যেয় গৃহে প্রচ্ছন্নভাষে বাল করিতে লাগিলেন। এখানে অশ্বখামা গুপ্তভাবে পাওবদিগকে অস্ত্রশিক্ষা দিতেন। কিন্তু তাহাকে কেহ চিনিতে পায়ে নাই । একদিন যুধিষ্ঠিরাদি বীর্যালকগণ হস্তিনাপুর হইতে বাহির হইয়া গোলা খেলিতে ছিলেন। খেলিতে খেলিত্তে সেই গোলা কুপে পতিত হইল, কেহই তুলিতে পাক্সিলেন না। ঘটনাক্রমে দ্রোণাচাৰ্য্য সেখানে উপস্থিত ছিলেন । তিনি শরদ্বারা সেই গোল উদ্ধার করিয়া দিলেন। তাহার অসামান্ত শরগন্ধাননৈপুণ্য দর্শন করিয়া কুমারগণ র্তাহার পরিচয় জিজ্ঞাসা করিলেন । দ্ৰোণ তাহাদের কাছে পরিচয় দিলেন না। তাহার ভীষ্মের নিকট গিয়া সেই অস্তুতকৰ্ম্ম ব্রাহ্মণের কথা প্রকাশ করিলেন। তখন বীরবর ভীষ্ম আপনি দ্রোণের নিকট গিয়া তাহাকে মানাইয়া কুরু-পাগুযগণের অন্ত্রশিক্ষা কার্ধ্যে বরণ করিলেন । এখন হইতে তিনি দ্ৰোণাচার্য্য নামে খ্যাত ছইলেন। তাছার সকল জস্তাব দূর হইল। কুরু-পাওৰগণ ॐांशंद्रहे शिक्रां७t१ मशषन्नर्थङ्ग बलिब्रां *१, इहेtदन । নানাদি দেশ হইতে রাজপুত্ৰগণ আসিয়া, তাছার নিকট অস্ত্র শিক্ষা করিতে লাগিল । তাছায় থ্যাত্তি ভারতখ্যাত হইল। র্তাহার অসংখ্যশিন্যের মধ্যে অৰ্জ্জুনই সৰ্ব্বশ্রেষ্ঠ হইলেন। [ কর্ণ, অর্জুন, একলব্য, অশ্বথামা প্রভৃতি শবা দ্রষ্টব্য । ] যথন দ্রোণ পাণ্ডব ও ধার্তরাষ্ট্রগণকে শিস্থ্যরূপে গ্রহণ . করেন, তখন তিনি নির্জনে তাহাদিগকে বলিয়াছিলেন, "একটা বিষয় সৰ্ব্বদা আমার মনোমণিারে জাগহ্মক আছে । সত্য কর যে, অস্ত্রবিদ্যায় পারদর্শী হইলে আমার সেই অডিলাব পুয়ণ করিবে ? কৌরবগণ ইহা গুনিয়া মৌনী হইলেন । কিন্তু অর্জুন গুরুর অভীষ্ট সাধন করিতে প্রতিশ্রত হইলেন। কৌরবগণের অস্ত্র শিক্ষা শেষ হইল। একদিন জোগচাৰ্য্য সকলকে ডাকিয়া এই গুরুদক্ষিণ চাছিলেন, “তোমরা যুদ্ধে পঞ্চালরাজ ত্রুপদকে পরাজয় করিয়া তাহাকে আমার निक ऊानञ्चन रुद्र ' उधन কুরুপাণ্ডবগণ গুরুদক্ষিণ দিবার জন্য সশস্ত্র অগ্রসর হইলেন । কৌরব ও পাঞ্চালগণে ঘোরতর যুদ্ধ হইল। মহাবীর অর্জুন ত্রুপদকে রণে পরাজয় করিয়৷ তাছাকে গুরুর নিকট ধরিয়া আনিলেন । দ্রোণ চার্ধ্যের বহুদিনের সংকল্প পূর্ণ হইল। কিন্তু ক্ষমাশীল প্রোণ দ্রুপদের কোনরূপ অনিষ্ট করিলেন না। বরং গ্রুপদকে সম্বোধন করিয়া বলিলেন, ‘ছে রাজন্‌! তুমি য়ে বাল্যকালে