গন্ধধারিন [ ২৩০ ] গন্ধপত্র ' ও শুক্রক্ষয় জন্ত ক্ষীণত এই সকল রোগে পানে মৰ্দ্দনে মস্তে বস্তিকার্ঘ্যে ও ভোজনে এই তৈল প্রয়োগ করিবে । ইহাতে গ্রীব, স্কন্ধ ও যক্ষঃস্থল বৃদ্ধিপ্রাপ্ত হয়। মুখখানি পদ্মের ন্যায় প্রফুল্ল ও নিশ্বাস মুগন্ধযুক্ত হয়। ইহার নাম গন্ধতৈল ; সকল প্রকার বায়ু জন্য বিকারের শাস্তিকর। (স্বত্রত, চি ৪ অঃ) গন্ধত্বচ (#)গন্ধপ্রধান ত্বক যন্ত বহুত্রী। এলবালুক। (রাজনি") গন্ধদল (স্ত্রী) গন্ধযুক্তং দলং যন্তা বহুব্রী। অজমোদ, বন যমানী । ( রাজনি" ) গন্ধদারু (ক্লী ) গন্ধপ্রধানং দারু। চন্দন। (হেম' ) গন্ধদ্রব্য (ক্লী) গন্ধপ্রধানং দ্রব্যং। ১ নাগকেশর। (ত্রিকাও" ) ২ তৈলপাক হইয়া আসিলে যে সকল দ্রব্য দিয়া ঔষধকে সুগন্ধি করিতে হয়, বৈদ্যকশাস্ত্রে তাহাকে গন্ধ যলে। এলাচ, চনান, কুস্কুম, অগুরু, মুর, কঙ্কোল, জটামাংসী, শঠ, শ্ৰীবাসচ্ছদ, চোরক, কপূর, শৈলজ, উশীর, কন্তী, নৰী, রোহিত্ব, মুথ এবং লবঙ্গাদি ইহাদিগকে গন্ধদ্রব্য বলে। (বৈদ্যক ) গন্ধদ্রাবক (ক্লী) গন্ধকযুক্তং দ্রাবকং। প্লীহাদি রোগনাশক ঔষধবিশেষ । একপ্রকার আরক। ইহার প্রস্তুতপ্রণালী বঙ্গ বা গন্ধক এবং সোর যন্ত্রযোগে পৃথকৃভাবে পোড়াইয়া ভাহাদেয় ধূম সীসার পাত্রে অম্বুবাম্পের সহিত মিশ্রিত করিবে । ইহাকেই গন্ধদ্রাবক বলে । ইহার গুণ অগ্নিবীৰ্য্য, অতিশয় উগ্র, প্লীহাদি পীড়ানাশক, অগ্নিবৃদ্ধিকর, সকল প্রকার উদয়রোগবিনাশক। রক্তস্রাব, অতিশয় ঘৰ্ম্ম, বিস্তুটী, তরুণজর ও অগ্নিমান্দ্যাদি রোগে ইহা বিশেব উপকারী । পরিমিত দ্রাবক চৌদ্দগুণ জলের সহিত মিশাইয়া ১ বিন্দু পান করিবে। ইহা অতিশয় দাহকর। জল ব্যতীত পান করিবে না। (আত্ৰেয়সংহিতা ) outo &mièrsist Sulphuric Acid zi Oil of Wetriol ষলে। উহা কথন কখন আগ্নেয় পৰ্ব্বতের নিকটে অল্প পরিমাণে পাওয়া যায়। পাশ্চাত্য ঔযধাদিতে ইহ প্রচুর পরিমাণে ব্যবহৃত হয়। ইহা গন্ধক ও সোরা হইভে প্রস্তুত করিয়া লওয়া হয়। প্রস্তুতের প্রণালী আত্ৰেয়সংহিতায় লিখিত প্রণালীয় অনেকটা অনুরূপ। গন্ধদ্বিপ (পুং) গন্ধপ্রধানে মাগন্ধযুক্তে পিঃ। মদগন্ধ যুক্ত হস্তী, উৎকৃষ্ট হস্তী ।
- গন্ধদ্ধিপতেব মতঙ্গজোখঃ * (কিরাত ১৭১৭ ) গন্ধধারিম্ (ত্রি) গন্ধং গন্ধযুক্তং দ্রব্যং ধারয়তি ধারিধিনি।
১ যে গন্ধদ্রব্য ধারণ করে। (পুং) ২ মহাদেব । “জজশ্চ বহুরূপক্ষ গন্ধধারী কপর্দ্যপি "(ভারত অস্থ ১৭ অঃ) গন্ধধূমজ (পুং) গন্ধত গন্ধাচ্যত স্থাৎ ৰায়তে গন্ধধূম-জন-উ । স্বাদুনামক গন্ধদ্রব্য । ( রাজনি" ) গন্ধধূলি (স্ত্রী) গন্ধযুক্তে ধূলি"র্ণে যন্তা বছী। কস্তী। গন্ধন (ক্লী) গন্ধ-লুট। ১ উৎসাহ । ২ প্রকাশ। ৩ হিংসা । ৪ সূচন। ( মেদিনী ) ৫ তৃণভেদ, গন্ধতৃণ । ( শক্ষার্থচিন্তা) “বাগতিগন্ধনয়োঃ ” (কলাপ, ধাতুপাঠ ) গন্ধনকুল (পুং ) গন্ধঃ গন্ধপ্রধানে নকুল ইব । ছুছুন্দরী, ছুছে । (হারাবলী ) গন্ধনাকুলী (স্ত্রী) গন্ধযুক্ত নাকুলী। ১ রান্নাবিশেষ, স্থান fitostą Nostrę słysztal to I (Opioxyton Serpentinum ) ইহার পর্য্যায় মহামুগন্ধ, সুবহা, সপাক্ষী, ফণিহী, নকুলাঢ্য, অহিৰ্ভুক্, বিষমৰ্দ্দনিক, অহিমর্দনী, মহাহিগন্ধ, অহিলত। ইহার গুণ—তিক্ত, কটু, উষ্ণ, ত্রিদোষনাশক ও বিষয় । ( ভাবপ্রকাশ ) ২ চবিকা, চই । ৩ কলাবিশেষ, নাই। গন্ধনমন (পুং) গদ্ধেতি পদযুক্তং নাম যন্ত বহুরী। রক্ত তুলসী, লালতুলসী। গন্ধমান্নী ( স্ত্রী ) গন্ধনমিন্ সংজ্ঞায়াং উীর্ঘ। ক্ষুদ্ররোগবিশেষ । গন্ধনালিকা (স্ত্রী) গন্ধষ্ঠ গন্ধজ্ঞানন্ত নালিকা ইব । নাসিক । গন্ধনালী (স্ত্রী ) গন্ধস্ত নালীব । নাসিক । (ত্রিকাও” ) গন্ধনিলয় (স্ত্রী) গন্ধস্ত নিলয়ো বাগোযত্র বহুব্রী । নবমল্লিক'। গন্ধনিশ (স্ত্রী) গন্ধেন নিশা হরিদ্রাইব । গন্ধপত্র, শঠীবিশেষ । গন্ধপ (ত্রি) গন্ধং পিবতি গন্ধ পা-ক। দেবতাবিশেষ । “আভাস্কর গন্ধপ দৃষ্টিপাশ্চ বাচ বিরুদ্ধাশ্চ মনো বিরুদ্ধাঃ ” ( ভারত • অঙ্গু ১৮ অ' ) গন্ধপত্রে (ক্লী ) গন্ধযুক্তং পত্রং। ১ পচা পাতা । ইহার গুণ বাতনাশক, শীতল ও অগ্নিবৃদ্ধিকর। “গন্ধাঢ্য। সৌরভেয়াচ গন্ধপত্রং নপুংসকৰ্ম্ম । গন্ধপত্রং বাতহরং শীতলং বহিবৰ্দ্ধনম্।।” (বৈদ্যক ) (পুং ) গন্ধযুক্তং পত্ৰং যন্ত বহুব্রী । ২ শ্বেততুলসী । ( রত্নমালা ) ২ মরুবক বৃক্ষ । ৩ বর্বর ৪ নাগরঙ্গ। ৫ বিশ্ব । ( রাজনি• } গন্ধপত্র। ( স্ত্রী ) গন্ধযুক্তং পত্ৰং যন্তাঃ বহুব্রী, ততঃ টাপ। শঠাবিশেষ, মালবদেশে চলিত কথায় পলাশ ঘলে। ইহার পৰ্য্যায়-স্থল, তিক্তকদিক, বনজ, শঠিক, বস্তা, তবক্ষীরা, একপত্রিক, গন্ধপীতা, পলাশাস্তা, গন্ধ্যাঢ্য, গন্ধপত্রিকা, দীর্যপত্র, গন্ধনিশা, বেদমুখ্য, মুপাকিনী । हेशग्न ७१-कहूँ, चांझ, उँौङ्ग, छेक्ष, कक्, बांउ, कांग, ছর্দি ও জয়নাশক, এবং পিত্ত্বকোপবৃদ্ধিকর। ( রাজনি" )