গন্ধযুক্তি গন্ধমৈথুন (পুং) গন্ধেন যোনিগন্ধগ্রহগেন মৈথুন মৈথুনারস্তো যন্ত বহুত্রী। বৃষ । ( জটাধর ) গন্ধমোজবাহ (পুং ) শ্বফন্ধের পুত্রের নাম। (বিষ্ণুপু’) গন্ধমোদন (পুং ) গন্ধেন মোদয়তি আহলাদয়তি গন্ধ-মুদ-ণিছ লুট । গন্ধক। (রাজনি" ) গন্ধমোদিনী (স্ত্রী ) গন্ধেন মোয়তি মুদ্র শিচ্ণিনি উীপ্ত। ১ চম্পক কলিকা, কঁাটালেটাপা। ২ চম্পকপুষ্পকলিকা । গন্ধমোহিনী (স্ত্রী ) গন্ধেন মোহয়তি মুহ খিচুণিনি। চম্পক কলিকা । ( রাজনি" ) গন্ধযুক্তি (জী) গন্ধানাং গন্ধদ্রব্যাণাং যুক্তি যোগ ওতং। গন্ধদ্রব্যের যোগবিশেষ। বৃহৎসংহিতায় ইহার প্রস্তুতপ্রণালী ও গুণাদি এইরূপ লিখিত আছে— যাহার কেশ শুক্ল হইয়াছে, কাপড় ও অলঙ্কারাদি কিছুই তাহাকে ভাল দেখায় মা, কেশের শোভায় মনুষ্যকে সৰ্ব্বদাই শোভিত দেখায়। বলিতে গেলে কেশই মামুষের প্রকৃত মনোহর ও শোভাকর অলঙ্কার । কিন্তু মকুষ্যের এই অমুপম অলঙ্কারটা বড় বেশীদিন স্থায়ী নহে, অল্পদিন মধ্যেই নানা কারণে শুক্ল হইয়া একেবারে শোভtহীন করিয়া ফেলে, এই কারণে অঞ্জন ও ভূষণাদির ন্যায় যাহাতে কেশের বর্ণ রক্ষা হয়, তাহীও করা একান্ত কৰ্ত্তব্য । নিৰ্ম্মল লৌহপাত্রে কোদে ধানের চাউল পাক করিয়া লৌহচূর্ণের সহিত পেষণ করিবে। ভালরূপে পেষিয়া অল্প পরিমাণে শুক্ল কেশের উপরে প্রলেপ দিবে এবং ভিঞ্জা পাতা দিয়া বাধিয়া রাখিবে, দুই প্রহর পরে প্রলেপ পরিত্যাগ করিয়া মন্তকে আমলকের প্রলেপ দিবে এবং পূর্কের ন্যায় ভিজা পাতা দিয়া বাধিয়। রাখিবে, দুই প্রহর পরে প্রলেপ ফেলিয়া মাথাটা ভাল করিয়া প্রক্ষালন করিবে। এইরূপ করিলে শুক্লকেশ কৃষ্ণবর্ণ হয়। ইহার পরে শিরঃস্নান সুগন্ধ তৈলাদি ধিবিধ মনোহর গন্ধ ও ধূপদ্বারা মস্তকের দুর্গন্ধ নিবারণ কীিতে ছয় । শির:ন্ধানপ্রস্তুত করিবার প্রণালী-দারুচিনি, কুড়, ক্ষেৎপাপড়া, নর্থী, পিড়িঙ্শাকের রস, তগর ও বালা ইহাদের প্রত্যেক সমভাগে লইয়া কেশরপত্রের সহিত মিশা ইলে অতি উৎকৃষ্ট শিরঃস্নান প্রস্তুত হয় । ইহা রাজগণেয় ব্যবহারযোগ্য । চম্পকগন্ধিতৈল-মঞ্জিষ্ঠ, ব্যাঘ্রনখ, নর্থী, দারুচিনি, কুড়, বোলনামক গন্ধদ্রব্য ও চূর্ণ, তৈলের সহিত মিশাইয়া রৌদ্রে তপ্ত করিবে । ইহাকে চম্পকগন্ধিতৈল বলে। গন্ধদ্রব্য প্রস্তুত করিবার নিয়ম-শিলারস বা ছিল, [ રફ8 . ]
- झभूडि ,
বালা ও তগর এই সকল দ্রষ্য সমানভাগে মিশ্রিত করিলে, যে গন্ধদ্রব্য প্রস্তুত হয়, তাহাকে কামোদ্দীপকগন্ধ বলে । ইহার সহিত ব্যাম, বকুল ও হিঙ্গুর ধূপ মিশাইলে কটুক নামক গন্ধদ্রব্য হয়। কটুকের সহিত কুড় মিশাইলে পদ্ম ; পদ্মগন্ধের সহিত চন্দন যোগ করিলে চম্পক ; চম্পকগন্ধের সহিত ধনে, জাতিফল ও দারুচিনি যোগ করিলে অতিমুক্ত নামক গন্ধ দ্রব্য প্রস্তুত হয় । সুগন্ধধূপ প্রস্তুত করিবার প্রণালী—শতপুষ্প, কুন্দুরু চারিভাগের এক ভাগ, নর্থী ও শিলারস অৰ্দ্ধেক এবং চন্দন ও প্রিয়জুর সিকি ভাগকে গুড় ও নথের সহিত মিশাইলে এক প্রকার সুগন্ধি ধূপ প্রস্তুত হয়। ইহা ব্যতীত গুগগুলু, যাল, লাক্ষা, মুথা, নর্থী ও শর্কর সমভাগে মিশ্রিত করিলে এক প্রকার ধূপ প্রস্তুত হয়। জটামাংগী, বলি, শিলারস, নর্থী ও চন্দন দ্বারা পিণ্ড করিলেও ধূপ প্রস্তুত হইয়া থাকে । হরীতকী, শঙ্খ, ঘনদ্রব ও বালা সমভাগে মিশ্রিত হইলে এক প্রকার ধুপ হয়, ইহার সহিত গুড় ও উৎপল মিশ্রিত করিলে দ্বিতীয় প্রকার ধূপ হয় ; দ্বিতীয় প্রকার ধূপের সহিত শৈলজ ও মুখ মিশাইলে আর এক প্রকার ধূপ প্রস্তুত হইয়া থাকে । .এই নয় প্রকার দ্রব্যের মধ্যে ক্রমে অস্ত্যদ্রবের সিকি পরিমাণ বৃদ্ধি করিয়া ধূপ প্রস্তুত করিলে অতিশয় মনোহর ধূপ হইয়া থাকে শর্কর, শৈলেয় ও মুস্তার চারিভাগ, শ্ৰীবাসক ও সর্জ দুইভাগ, নর্থী ও গুগ গুলু দুইভাগ, কপূর চুর্ণের সহিত যোগ কৰিয়া মধু দিয়া পিণ্ড প্রস্তুত করিলে কোপচ্ছদ নামক ধূপ হয়। দারুচিনি ও উশীরপত্রের সহিত ইহার অৰ্দ্ধ পরিমাণ ছোট এলাচি মিশাইয়া চূর্ণ করিবে, ইহার সহিত অল্পপরিমাণ মৃগনাভি ও কপূর মিশাইলে পটবাসক নামক অতি উৎকৃষ্ট গন্ধচুর্ণ প্রস্তুত হয়। ঘন (অভ্র ), বাল, শৈলেয় ও কপূর ; উশীর, নাগপুষ্প, ব্যাঘ্রনখ ও পিড়িঙ শাক ; অগুরু, দমনক, নথ ও তগর ; ধনে, কপূর, চেীর ও চন্দন এই চার চারিট পদার্থে এক একটগণ হয়, ইহাদের সমভাগে এক একপ্রকার গন্ধচুর্ণ প্রস্তুত হইবে, ইহার প্রত্যেক গণেরই নাম গন্ধার্ণব । এই গন্ধদ্রব্য ১৭৪৭২০ ভাগে বিভক্ত হইতে পারে । সমস্ত গন্ধদ্রব্যেই নর্থী, তগর ও শিলারস মিশাইতে হয়। জাতি, কপূর ও মৃগনাভি দ্বারা সুগন্ধি এবং গুড় ও नथैौदाग्न भू*िउ दग्निाउ झग्न, हेशंग्रहे नांभ मर्विष्ठांउझ । এই মিশ্রিত পদার্থে জাতীফল, মৃগনাভি ও কপুর দ্বারা সুগন্ধি করিয়া আম্রমধুদ্বারা সিক্ত এবং ইচ্ছানুসারে চারিভাগ করিলে বহু প্রকার পারিজাততুল্য সদগন্ধ উৎপন্ন হইযে। সর্জরস