গলগণ্ড প্রকৃত অবস্থা। ইহা কৌলিক রোগ মধ্যে গণ্য। কিন্তু শারীরিক দৌৰ্ব্বল্য, রক্তাল্পতা প্রভৃতি কারণে অনেক অবস্থায় এই রোগ ঘটিয়া থাকে। যুরোপীয় চিকিসংকেরাও গলগণ্ড ও গণ্ডমালাকে কোন কোন সময়ে এক জাতির রোগ বলিয়াই মনে করিয়া থাকেন। র্তাহাদের মতে, গণ্ডমালা রোগের তিন অবস্থা আছে, ১ম অবস্থায় চোষক গ্রন্থি (Lymphatic gland) s w*, rw wwwt* **frw f&#i (Mucous membrane) wool cotton into (Cellular tissue) এবং ৩য় অবস্থায় অস্থি ও শারীরিক যন্ত্র সকল (ফুসফুস, শ্বাসনালী, যকৃৎ, প্লীহা ও বৃক্কক) আক্রান্ত হয়। অতি সামান্ত কারণে প্রথমে গলার ভিতর বা মাথায় ক্ষত হইয়া গ্রীবাদেশের গ্রন্থিগুলি ফুলিয়া উঠে, তাহা এক छांtत ९ांकिग्न शांग्न । পূৰ্ব্বকালে যুরোপে গণ্ডমালারোগের চিকিৎসা বড় অদ্ভূত উপায়ে হইত। বাইবেলপাঠে জানা যায়, যাজকের কেবলমাত্র ম্পর্শ করিয়৷ এই য়োগ আরোগ্য করিতেন । প্লিনি, টালিটাস, সিউটােনিয়া প্রভৃতির গ্রন্থেও স্পর্শ দ্বারা গণ্ডমালা আরোগ্যের কথা আছে। দুইশত বর্ষ পূর্বের স্কন্দলাভ ও জৰ্ম্মণভাষায় লিখিত অনেক গ্রন্থে রাজস্পর্শে এই রোগ তাল श्हेवांद्र रुश छूटे झग्न । ७हे छछ श्ब्रांडी ऽनिऊ कथाग्न ७हे রোগ King's evil নামে অভিহিত । বঙ্গদেশেও স্থানবিশেষে ইহাকে “রাজগড়" বলে। শিশুর গণ্ডমালা হইলে বদি মাতা বা পিতার ঐ রোগ থাকে, তাহা হইলে ধাত্রী নিযুক্ত করিয়া তাহার স্তন্যপান করাইবে । শিশুর পক্ষে ১৫২০ ফোটা কড়লিৰীর অয়েল মহোপকারী । এলোপার্থী মন্তে-গণ্ডমালা রোগে অল্পমাত্রা আইওডাইন লাগান যাইতে পারে, ইহাতে বিশেষ ফল দর্শে, কিন্তু ইহা প্রয়োগ করিবার পর যদি মূত্রে সাওশুক্ল দৃষ্ট হয়, তবে অার ব্যবহার করিবে না। ঔষধ খাইতে হইলে— আইsডাই অব পটাসিয়ম্ {ಿ, সিরপ ফেরি আইওড়াইড় ১৪ ফেঁট, সিরপ ঝিঞ্জিবেরিস ২• ফোটা, অনন্তমূল বা সালসার কাথ २ प्लोभ, मिणांश्ा।। 8 Gमि श्रॆ:ड ७ षुोम मtकtझ निग्न २७ बाङ्ग গ্রহণ করিবে । এই রোগে রোগীর পক্ষে সৰ্ব্বদা পরিষ্কার পরিচ্ছন্ন থাকা বিশুদ্ধ বায়ু সেবন এবং হাঙ্ক, অথচ বলকর পথ্য একান্তু কৰ্ত্তব্য । গলগ্রন্থির এক বা উভয় স্বল্পভাগ (lobes) ফুলিয়া श्वान्नैौ श्रण छांङitब्रद्रां ऊांशंरक३ श्रणश७ ८ब्रांश्न वणिग्रा [ ২৮৬ ] ---. গল গলি । ہے۔یہ عیسا থাকেন। তাহাদের মতে পাৰ্ব্বতীয় ও স্যাত সেঁতে স্থানে এই রোগ অধিক জন্মে। পুরুষ অপেক্ষ স্ত্রীলোকের কিছু এই রোগ বেশী হয়। রীতিমত ঋতু না হইলে অনেক সময়ে স্ত্রীলোকদিগের এই রোগ হইতে দেখা যায়। ডাক্তারের। প্রথমে এই রোগে আইওডাইন লাগাইতে বলেন । তাহাতে কোন ফল না দৰ্শিলৈ অস্ত্রচিকিৎসা করিতে পরামর্শ দেন । হোমিওপার্থী মতে দিবসে ও রাত্রে এক এক কোটা স্পনজিয়৷ প্রথমে ছয় দিন, তৎপরে সাত দিন পরে আবার এক এক ফোট সেবন করাইবে, ইহাতে উপকার না হইলে প্রাতে প্রতিদিন ১ ফোটা আইওডাইন সাতদিন ব্যবহার করিয়া আবার সাতদিন ফাক্ দিবে। ইহাতেও ভাল না হইলে রাত্রিকালে ১ ফেঁটা কালি হাইড্রিড় দিবে। গলগণ্ডের মধ্যে চূর্ণখও জন্মিলে এই রোগ অসাধ্য জানিবে। গলগণ্ডিন (ত্রি) গলগওেহিস্তান্তীতি ইনি । গলগণ্ডরোগী । “ক্ষীণন্তু বৈদ্যে গলগণ্ডিনং তং ভিন্নস্বরং চৈব বিবর্জরেক্ত," (মুশ্রুত, নিদান ১১ অঃ।) গলগনাথ, বোম্বাই প্রেসিডেন্সির অন্তর্গত ধারবার জেলার মধ্যে করজগি হইতে ১• ক্রোশ উত্তরপূৰ্ব্বে তুঙ্গভদ্রা নদীর বামপাশ্বে অবস্থিত একটী গ্রাম। এখানে গৰ্গেশ্বর ও হলুমানের মন্দির আছে। গ্রামের উত্তরদিকে বর্ণ ও তুঙ্গভদ্র নদী যে স্থানে মিলিত হইয়াছে, গৰ্গেশ্বর দেবের মন্দির সেই স্থানে অবস্থিত। মন্দিরটা কৃষ্ণবর্ণ গ্ৰেণাইট প্রস্তরে নিৰ্ম্মিত। ইহার দৈঘ্য প্রায় ৫৩ হস্ত ও বিস্তার প্রায় ২৭ হস্ত হইবে । ইহাঁর ছাদ ৪ট বড় বড় থামের উপর রক্ষিত। দেওয়ালে নানাবিধ পৌরাণিক মূৰ্ত্তি খোদিত আছে। মদির মধ্যে ১০০২ ও ১৯৬৯ শকের দুইটা প্রস্তরলিপি আছে। হনুমান মন্দিরে দেবমূৰ্ত্তির পার্শ্বে একখানি প্রকাও বীয়গল প্রস্তর আছে, উহ সম্ভবতঃ ১•১১ খৃষ্টাবো স্থাপিত হয়। " গলগলি, বোম্বাই প্রেসিডেন্সির বিজাপুর জেলার অন্তর্গত একটা গণ্ডগ্রাম। কলাগি হইতে ৭ ক্রোশ উত্তরে কৃষ্ণtনদীর তীরে অবস্থিত। পূৰ্ব্বে ইহা প্রাচীন দণ্ডকারণ্যের অন্তর্গত ছিল। গtলব ঋষি এইখানে ছিলেন বলিয়া এ স্থানকে গালিবক্ষেত্র বলিয়া থাকে । গলগলি গ্রামের অৰ্দ্ধcङ्गांश गक्रिt१ *ांशtफुब्र भएषा ७कफैौ एांन शंॉणब ७ श्रांद्र ছয়টা ঋষির আশ্রম বলিয়া গণ্য। লোকে বলে, গ্রামের তিনপোয় পথ উত্তরে কৃষ্ণানদীর গর্তে একটা মন্দির আছে, উহ নদীর জলে ঢাকা থাকে। ১৮৭৬-৭৭ খৃষ্টাবো মীর জল শুখাইয়া গেলে মন্দিরের উপরিভাগ প্রকাশ হইয়াছিল। যে অংশ eथकां★ इग्न, ऊांशग्न गरी ७ अंश् ४० इख रुहें८द ! जनैौठौ८ग्न
পাতা:বিশ্বকোষ পঞ্চম খণ্ড.djvu/২৮৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।