গাইকোবাড় ( ఇస్టిసి ) গাইকোবাড় গোবিন্দরাওর জারজ পুত্র কনোস্ত্রীরাও রাজ্যের সকল ক্ষমত নিজ হন্তে লইতে লাগিলেন। বরদা রাজ্যের পূৰ্ব্বতন মন্ত্রী রাওজী জাপ্পাজী আননারাওর সহায়তা করিয়া কনোজীরাওর হস্ত হইতে রাজমোহর কাড়িয়া লইলেন। উভয়পক্ষে সংগ্রাম আরম্ভ হইল । রাওজীর পক্ষে ভাহার ভ্ৰাতা বাবাজী, তাহার অধীনে গুজরাট অশ্বারোহী দল ও সপ্তসহস্র আরবসেন ছিল । তৎকালে মঙ্গল পারিখ ও সামুএলবিচর নামে দুইজন সরকার অধিক মুদে টাকা সরবরাহ করিয়া এই সেনাদলকে পালন করিত। সেনারা বেভন পাইলে তাহদের দেন শোধ দিত। সুতরাং সেনাগণ সরকারদিগের বিশেষ বশীভূত ছিল। এই দুইজন সরকার বাবাণীর পক্ষে থাকাতে আনন্দরাওর পক্ষই বলবান হইল। এদিকে কনোজীর পক্ষও নিতান্ত সহায়শূন্য ছিল না । তাহার পিতৃব্য মলহররাও কররি নামক স্থানের জায়গীরদার ছিলেন। কনোজী রাজ্য পাইলে র্তাহার বাকি রাজস্ব রেহাই দিবেন ও ভবিষ্যতে আর রাঞ্জস্ব লইবেন না, এইরূপ প্রতিশ্রত হইলে মলহররাও তাহার পক্ষ মাইলেন ও অবিলম্বে সেনাসংগ্ৰহ করিয়া বরদা আক্রমণ করিলেন । আনন্দরাওর পক্ষে রাওজী অনন্যোপায় হইয়া বোম্বাইয়ের ইংরাজ গবৰ্ণমেণ্টকে বলিয়। পাঠাইলেন ষে মলহর রাওর বিপক্ষে যদি ইংরাজের সাহায্য করেন, তবে পাচদল ইংরাজ সেলার থরচ তিনি যোগাইতে প্রস্তুত আছেন । বোম্বাইয়ের শাসনকৰ্ত্ত। ডস্কান্ সাহেব ভারভ গবর্মেন্টের অনুমতি চাহিয়া পাঠাইলেন । কিন্তু অনেকদিন অপেক্ষা করিয়াও কোন মতামত না পাইয়া, শেবে মেজর আলেকজাণ্ডার ওয়াকারকে সেনাপতি করিয়া ১৬• • সেনাসহ পাঠাইয়া দিলেন, তাহাকে আরও বলিয়া দিলেন যে, প্রথমভঃ তিনি মিটমাটের চেষ্টা করিবেন। মিটমাটের সুবিধা ন হইলে রাওজীর সহায় হইয়া মলহররাওর বিপক্ষে অস্ত্ৰধারণ করিবেন। মলহররাও গতিক বুঝিয়া প্রথমতঃ দেখাইলেন যেন ষড় ভয় পাইয়াছেন । এজন্য যে যে স্থান অধিকার করিয়াছিলেন, তাহ ছাড়িয়া দিভে চাহিলেন। শাস্তির কথা হইতেছে, এমন সময় হঠাৎ মলহররাও ১৭ই মার্চ ভারিখে ইংরাজসৈন্যদিগকে আক্রমণ করিলেন। কিন্তু শেষে তাহাকেই পরাজিত হইয়া পলায়ন করিতে হইল। এই যুদ্ধে ইংরাজদিগের ৫৯ জন হত হয়। এদিকে মলহর স্বাও গোপনে যাবাজীর অনেক সেনাদল ভাঙ্গাইয়া লইতে লাগিলেন। ওয়াকার সাহেব অবস্থা বুধিয়া বোম্বাইয়ে সংঘাদ দিলে বোম্বাই গবর্মেন্ট জারও কতকগুলি সৈন্যসহ সার উইলিয়ম ক্লার্ক সাহ্যেকে পাঠাইলেন। ৩০এ এপ্রেল, তিনি বরদায় উপস্থিত হইয়াই মলহর রাওকে আক্রমণ করিলেন। মলহররাও শেবে আত্মসমর্পণ করিয়াছিলেন । ইংরাজ গবমেণ্ট ওয়াকার সাহেবকে বরদার পলিটিকেল এজেণ্ট নিযুক্ত করিলেন । স্থির হইল, মলহর রাও নেরিয়েদ নামক স্থানে বাস করিবেন আর মাসিক ১,২৫,০০০ টাকা খরচ স্বরূপ পাইবেন । ভাল ব্যবহার করিলে আরও ষাড়াইয়। দেওয়া হইবে । কনোজী বরদায় বন্দীভাবে রছিলেন। কথা হইল—আনন্দরাও ইংরাজ গবর্মেন্টের একদল সেনা রাখিবেন, আর সুরাট ও চৌরাসীজেলার চৌথ ইংরাজ গবর্মেণ্টকে দিবেন । রাওজী অপ্লিাজী যাবজ্জীবন মন্ত্রী থাকিবেন। ইংরাজ গবর্মেন্ট তাহার পুত্র, ভ্রাতা, ভ্রাতুপুত্র, ভাগিনেয় ও বন্ধুবান্ধবদিগের প্রতি যথেষ্ট উদারতা দেখাইবেন । এদিকে বরদা রাজকোযের অর্থ সম্বন্ধে বিশেষ গোলযোগ উপস্থিত । মন্ত্রী রাওজী আল্পাঞ্জী তাহার শৃঙ্খল স্থাপন করিতে অসমর্থ, তাহকে ইংরাজ গবমেন্টের সাহায্য লইয়া কাৰ্য্য করিতে হইল। গাইকোবাড়বংশীয় গণপৎ নামে এক ব্যক্তি মলহরর ওর পক্ষ অবলম্বন করিয়া সংথের দুর্গ অধিকার করিয়া বসিলেন। ভূতপূৰ্ব্ব গোবিন্দরাও গাইকোবাড়ের আর এক জারজ পুল্ল মুরারি রাও গণপতের সহিত যোগ দিয়াছিলেন । ইহাদিগকে দমন করা একান্ত আবখক জানিয়া একদল সেনা পাঠান হইল । গণপৎ রাও ও মুরারিরাও পলায়ন করিয়া ধাররাজ্যে পুয়ারদিগের আশ্রয় গ্রহণ করিলেন । অপরদিকে আর এক বিভ্রাটু উপস্থিত । আরবদেশীয় নগদ সেনাদল অনেকদিন বেতন পায় নাই বলিয়া যথেচ্ছাচার আরম্ভ করিল। তাহাদিগকে দমন করা কঠিন হইয়া উঠিল । শৃঙ্খলা স্থাপনের উদ্যোগ দেথিয়াই হউক অথবা তাহাদিগকে ভাড়াইয়া দেওয়া হইবে এই আশঙ্কায় তাহারা বিদ্রোহী হইয়া গাইকোবাড় আনন্দরাওকে বন্দী করিল ও কনোজীকে মুক্ত করিয়া দিল। মলহররাও সেই সুবোগে নেরিয়াদ নামক স্থান হইতে গোপনে পলায়ন করিলেন । চারিদিকে হুলস্থূল পড়িয়া গেল । পলিটিকাল এজেণ্ট ওয়াকার সাহেব প্রথমতঃ মিষ্ট কথায় আরবদিগকে শাস্ত করিবার চেষ্টা করিলেন । সে চেষ্টা ব্যর্থ হইল। তিনি বোম্বাই হইতে ইংরাজসৈন্য আনাইয়া বরদ। অবরোধ করিলেন। অবরোধ সময়ে আরবেরা গৃহের অভ্যস্তর হইতে বন্দুক চুড়িয়া ইংরাজসৈন্যেয় অনেককে বিনষ্ট করিতে লাগিল। দশদিন অবরোধের পর অtল্পবসেনাগণ 3 مم.
পাতা:বিশ্বকোষ পঞ্চম খণ্ড.djvu/২৯৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।