পাতা:বিশ্বকোষ পঞ্চম খণ্ড.djvu/৫৭১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গোলাপসিংহ [ .¢१२ ] গোলাপসিংহ স্থানচ্যুত হয় নাই। পরে সম্রাটু মূলস্থানের চারিপার্শ্ব খুড়ির মূৰ্ত্তি উত্তোলন করিতে আদেশ করেন, কিন্তু তাহাতেও কেহ কৃতকার্য না হওয়ায় সম্রাট স্বয়ং এই স্থান | পরিদর্শন করিতে আসিলেন । মূৰ্ত্তি নিম্নদেশ হইতে অগ্নিশিখা জিহবা বিস্তারপূৰ্ব্বক সম্রাটুকে গ্রাস করিতে উদ্যত হইল। সম্রাটু প্ৰাণ লইয়া পলাইলেন এবং উক্ত গোকৰ্ণনাথের সেবার জন্য অনেক নিষ্কর জমি দান করিলেন। এই পবিত্র ভূমির মধ্যস্থলে মন্দির ও পবিত্র ক্ষেত্রের চায়ি সীমার চারিট তোরণ অাছে। ঐ দ্বারগুলি মন্দির হইতে ১২ ক্রোশ দূর হইবে । পশ্চিমে শাহজহানপুর জেলাস্থ মাতীদ্বার, উত্তরে ভূর পরগণাস্থ শাহপুরদ্বার, পূৰ্ব্বে থেরিজেলাস্থ দেওকালীদ্বার, দক্ষিণে মুহমৃদী পরগণাস্ত বরখারদ্বার। এই মন্দিরে প্রবেশ করিবার পূৰ্ব্বে তীর্থযাত্রী গণকে উক্ত চারিট দ্বার প্রদক্ষিণ করিতে হয়। এই স্তানের দুই ক্রোশ দূরে একটা মন্দিরের পূৰ্ব্বে বদরকুণ্ড, উত্তরে গনীছ, দক্ষিণে কীর্ণগড় এবং পশ্চিমে মাইনকু ও প্রভৃতি তীর্থ স্থান আছে । গোলাগোকৰ্ণনাথের ৮ মাইল পূৰ্ব্বে ভেটব গ্রাম, এই গ্রামের সন্নিতি অরণ্যে কোন প্রাচীন নগরীর ধ্বংসাবশেষ দেখিতে পাওয়া যায়। তন্মধ্যে ফকির-কি-মঠ ও তেলেনীয় বিজনা নামক স্তুপ দুইটা প্রধান। ঐ স্তপের নিকটে বড় বড় ইট ও বিষ্ণু, মহিষমৰ্দ্দিনী, হুগ প্রভৃতি দেবমূৰ্ত্তির ভগ্নাবশেষ পড়িয়া আছে । অনেকস্থলে এখন ও ২ • ফিট উচ্চ ভগ্ন গৃহপ্রাচৗরাদি দেখা যায় । গোলাপসিংহ, রাজপুতবংশীয় কাশ্মীরের একজন মহারাজ ও বর্তমান কাশ্মীরাধীশ্বর প্রতাপসিংহের পিতামহ । খৃষ্টীয় অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগে কাশ্মীরের উত্তরবর্তী জম্বুপ্রদেশে রূপদেব ও তৎপরে তৎপুত্র রণজিৎদেব রাজত্ব করিতেন । তাহারা চন্দ্রবংশীয় রাজপুত বলিয়া আপনাদের পরিচয় দিতেন । রূপদেবের কুশদেব ও সুরতদেষ নামে আরও দুই পুত্র জন্মে। কনিষ্ঠ সুরতদেবের বংশে বিখ্যাত গোলাপসিংহের জন্ম * । ১৭৮• খৃষ্টাব্দে রণজিৎ দেবের মৃত্যুর পর তাহার পুত্র বিজয়য়ার, তৎপরে বিজয়ের পুত্র সফল্পীদেব ও তারপর বিজরের কনিষ্ঠ ভ্রাতু-পুত্র জয়সিংহ জজুর রাজা হন। এই • জৰুরাজবংশাবলী পাঠে জানা বায়, স্বয়ত বা স্বরূপসিংহের ৩ পুত্র अङ्गब्रनिश्, बि...ागलि ७ बद्रनिश्श् । अङ्ग निः८श्ग्र भूष्जद्र नाम किrभाद्र क्षां कारुणिश्श । *ि८१iङ्गलि:८इङ्ग ङिन शृङ्ग षtब्र, c*शिश्रिणि:श्, ५Iमिलि:छ् ७ श्tsडनिरङ्। ** अब्रगिशtश्ब्र अडिएषकरtर्ष २१vv भूछेtएक cश्राणाशमिश् জন্মগ্রহণ করেন । পঞ্জাবকেশরী রণজিৎসিংহ মিশ্র দেওয়ানচাদ নামক একজন সেনানারককে জন্তু অধিকার করিবার জষ্ঠ পাঠাইয়াছিলেন। এখানে রাজপুতরাজের সহিত শিখসৈন্তের ঘোরতর যুদ্ধ হয়, সেই যুদ্ধে অষ্টাদশ বর্ষীয় গোলাপসিংহ যেরূপ বীরত্ব দেখাইয় ছিলেন, তাহাতে শিখসেনানায়ক দেওয়ানচাদ মুগ্ধ হইয়। পঞ্জাবসিংহের নিকট গোলাপের ধিস্তর প্রশংস৷ করিয়াছিলেন । জম্বু শিখরাজের হস্তগত হইল। জম্বুরাজ-পরিবার আজ নিতান্ত বিষণ্ণ ও বিপন্ন। তখন গোলাপ ও র্তাহার অমৃঙ্গ ধ্যানসিংহ পিতৃব্য মিঞামতির অন্নে অতিকষ্টে জীবন যাপন করিতেছিলেন। কিন্তু বীরচেতা গোলাপের হৃদয়ে এরূপ দীন ভাব অতি কষ্টকর হইল । তিনি এই অল্প বয়সে মাপন অদৃষ্ট পরীক্ষার জন্ত দশম বর্ষীয় ধানসিংহকে সঙ্গে লইয়। বাহির হইলেন। দেওয়ানচাদের প্রশংসাবাদ উীচার কর্ণগোচর হইল। তিনি আশাপূর্ণ হৃদয়ে শিপমহারাজের অনুগ্ৰহপ্রার্থী হইয়া লাহোরে আসিয়া পৌছিলেন । কিন্তু এবার র্তাহার এত কষ্ট এত পরিশ্রম বৃথা হইল, প্রায় তিনমাস কাল লাহোরে থাকিয়াও মহারাজ রণজিতের দর্শন পাইলেন না । হতাশ অস্তরে ছোট ভাইটিকে লইয়া জন্মভূমিমুখে ফিরিলেন । এখানে আসিয়াও আত্মীয় স্বজনের কষ্ট দেখিয়া তিনি বড়ই ব্যথিত হইলেন । উচ্চ রাজপুতবংশে জন্ম লইয়। তিনি যে নিতান্ত কাপুরুবের তায় গৃহে অবস্থান কfরবেন, তাছা কিছুতেই তাহার ভাল লাগিল না। এবার একাকী বাহির হইলেন। বিতস্তানদীর তীরে অসিয়া ক্লাস্ত হইয়া পড়েন । তাহারই অদূরে মুঞ্জেলা নামক দুর্গ অবস্থিত । ঘটনাক্রমে কিল্লাদার তথায় বেড়াইতে মাসেন এবং গোলাপের সুন্দর ও বীরোচিত কান্তি অবলোকন করিয়া তাহার পরিচয় জিজ্ঞাসা করেন। যুবক গোলাপসিংহ সেই কিল্লাদারের নিকট ৩২ টাকা মাসিক বেতনে একজন সামান্ত সৈনিক পদে নিযুক্ত হইলেন। কিন্তু এখানেও বেশীদিন থাকিতে পারিলেন না । র্তাহার যুদ্ধনৈপুণ্য ও কাৰ্য্যকুশলতা দর্শনে দুর্গের অপর সৈনিকেরা তাহার ঈর্ষা করিত। গোলাপ অল্পদিন পরেই মুঞ্জেলা দুর্গ ছাড়িয়া ভীমবরের সুলতানখার অধীনে কৰ্ম্ম স্বীকার কয়েন। কিছুদিন তিনি কোটালীদুর্গে রছিলেন । এখানকার সর্দারের সঙ্গেও ভঁrহার বনি বন হইল না, কৰ্ম্ম পরিত্যাগ করিতে বাধ্য হইলেন । এখন বীর গোলাপ চারিদিকেই নিরাশার বিষাদময় ছণি