খগোল পত্তনের লোকেরাও উহাদিগকে অধঃস্থিত ও আপনাদিগকে উপরিস্থিত মনে করে। • বাস্তবিক কোন অংশকেই উদ্ধ বা অধঃ বলিয়া নির্ণয় করা যায় না। স্বৰ্য্যসিদ্ধান্তের মতে পৃথিবীর পরিধি ৪৯৬৭ যোজন অর্থাৎ ১৯৮৬৮ ক্রোশ ও ব্যাস ১৫৮১ যোজন অর্থাৎ ৬৩২৪ ক্রোশ (৪) । প্রাচীন আর্থ্যগণ ক্রিয়াভেদে বায়ুকে ৭ তাগে বিভক্ত করেন। যথা—আবহ, প্রবহ, উদ্ধহ, সংবহু, সুবহ, পরিবহ ও পরাবহ । পৃথিবী হইতে উদ্ধে ১২ যোজন বা ৪৮ ক্রোশ পর্য্যন্ত ব্যাপিয়া যে বায়ু ভূমণ্ডলের সমস্ত কাৰ্য্য নিৰ্ব্বাহ করিতেছে, যাহার মধ্যে আমরা অবস্থিত এবং মেঘ ও বিদ্যুৎ যtহাকে অবলম্বন করিয়া আকাশপথে চলিয়া থাকে, তাহাকে আবহ বা ভূবায়ু বলে ৯ । ইহার গতির নিয়ম নাই, পুৰ্ব্ব, পশ্চিম, উত্তর ও দক্ষিণদিকে সোজা বা অতিশয় বক্রভাবে গতি হইয় থাকে এবং সময়ে সময়ে অতিশয় হ্রাস বুদ্ধিও দেখিতে পাওয়া যায়। এই আবহ বায়ুর উপরে অর্থাৎ পৃথিবী হইতে ৪৮ ক্রোশ উদ্ধে এক প্রকার বায়ু আছে, তাছার সর্বদাই পশ্চিমদিকে গতি, কখনও হ্রাস বা বৃদ্ধি হয় না, সৰ্ব্বদাই সমান অবস্থা, এই বায়ুর নাম প্রবহবায়ু । অপর পাচ প্রকারের এ স্থানে উল্লেখ করিবার প্রয়োজন নাই। আমরা আকাশমণ্ডলে যে সমস্ত জ্যোতিষ্ক দেখিতে পাই, সে সমস্ত জ্যোতিষ্কই ঐ প্রবহ বায়ুতে অবস্থিত। প্রবন্থ বায়ু নিরস্তর মণ্ডলাকারে পশ্চিমাভিমুখে গমন করিয়া পৃথিবীকে ভ্রমণ করিতেছে, ইহার আঘাতে আহত হইয়া জ্যোতিষ্কমণ্ডল ইহার সহিত নিরস্তর ভ্রমণ করিতে থাকে। - আমরা যে সকল জ্যোতিষ্ক দেখিতে পাই, তাহাদিগকে মোটামোটি দুই শ্রেণীতে বিভক্ত করা যাইতে পারে, একশ্রেণীর নাম গ্ৰছ (Planet) ও অপর শ্রেণীর নাম নক্ষত্র (Fixed Star)। সকলের উপরে রাশিচক্র । রাশিচক্রটকে সমান দ্বাদশভাগে বিভক্ত করিয়া তাহার এক একটা তাগকে লাশি কল্পনা করা হয় এবং সেই সকল তাগের যথাক্রমে corn (Aries), gn, (Taurus), মিথুন (Gemini), o&# [ s ], খগোল" -or- --JoyBot (আলাপ) ২১:৩৭, ১৫ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি) যে সমস্ত জ্যোতিষ্ক দ্বারা রাশিচক্রের নক্ষত্ররূপ এক একটা ভাগকে সীমা বন্ধ করা হয়, তাহাকেও সক্ষত্র বলা হইয়। থাকে। এই সকল তারাগণকে নক্ষত্রমণ্ডল (Constellatious) বলে। নক্ষত্রগণ সকলের উপরে অবস্থিত, পৃথিবীতে তাহার আলোক অল্পপরিমাণে আইসে এবং অতি দূরে বলিয়া পৃথিবী হইতে অতি ক্ষুদ্র দেখায় । গ্রহ ও নক্ষত্রগশের প্রত্যেকেরই এক একটী কক্ষণ আছে। নক্ষত্রকক্ষ • সকলের উপরে অবস্থিত । তাহার নীচে যথাক্রমে শনি, বৃহ স্পতি, মঙ্গল, সূৰ্য্য, বুধ, শুক্র ও চঞ্জ অনবরত আপন আপন কক্ষায় থাকিয়া পৃথিবীকে ভ্রমণ করিতেছে ৪ । সিদ্ধাস্তশিরোমণির মতে পৃথিবী, গ্রহ ও নক্ষত্রগণ নিজ নিজ আকৃষ্টি শক্তিতেই শুষ্ঠমার্গে অবস্থিতি করিতেছে (১)। রাশিচক্রের স্থায় গ্ৰহগণের কক্ষা ও দ্বাদশভাগে বিভক্ত এবং রাশিচক্রের সমসুত্রপাতে তাহার এক একটী অংশকেও মেবাদি নামে উল্লেখ করা যাইতে পারে । রাশিচক্র অনবরতই পশ্চিমাভিমুখে ভ্রমণ করিতেছে এবং তাহার আঘাতে গ্রহ ও নক্ষত্রমণ্ডলও পশ্চিম মুখে গমন করিয়া থাকে । গ্রহ অপেক্ষায় নক্ষত্রমণ্ডলের গতি বেশী । নক্ষত্রমণ্ডল গ্রহমণ্ডলকে অতিক্রম করিয়া শীঘ্র শীঘ্র চলিয়া যায়। গ্ৰহগণ তাহ অপেক্ষ পূৰ্ব্বদিক্ অবলম্বন করে। গ্ৰহগণের সর্বদাই পূৰ্ব্বদিকে গতি হয় ; কিন্তু রাশিচক্রের গতি অনুসারে আমাদের বোধ হয় যেন গ্রহমণ্ডল ও রাশিচক্রের স্থায় পশ্চিমদিকে যাইতেছে । গ্রন্থের গতি অপেক্ষায় রাশিচক্রের গতি বেশী বলিয়াই আমার গ্রহের পূৰ্ব্বগতি অনুভব করিতে পারি না (২) । দিক্নির্ণয় না হইলে গ্ৰহগণের বা রাশিচক্রের গতি স্থির করিতে পারা যায় না, এই কারণে প্রাচীন হিন্দু জ্যোতির্বিদগণ দিক্ নির্ণয় করিবtয় এইরূপ উপায় স্থির করিয়াছেন। কোন সমপ্রদেশে একটা বৃত্ত অঙ্কিত করিয়া তাহার কেন্দ্রবিন্দুর উপরে ১২ অঙ্গুল একটা শঙ্কু ( কীলক ) সোজাভাবে পুতিয়া রাখিবে। সূৰ্য্য উদয়ের সময়ে শঙ্কুর ছায়াট অতিশয় বৃহৎ থাকে। ক্রমে স্থৰ্য্য যত উপরে উঠিতে থাকে, শঙ্কুর ছায়াও (Cancer), fier (Leo), *21 (Virgo), Yoi (Libre), sfow (Scorpio), ox (Sagittarius), own (Capri. cornus), Rs (Aquarius), stn (Pisces), są wtroist নাম দেওয়া হয় এবং ঐ রাশিচক্রটকে সমান ২৭ ভাগে বিভক্ত করিয় ভাহার এক এক ভাগকে নক্ষত্র বলা হইয়া থাকে। یوتیج با حجسم (৪) খুরোপীয় জ্যোতির্বিদগণের মতে পৃথিবীর নাম ৮৪৪৮মাইল। • পাশ্চাত্য জ্যোতির্বিদের মতে এই বা মাইল উৎপর্ঘ্যৰ ব্যাপিয় आप्इ, उाशब ७८६ ब्राब ७ वा मारे । [ बाच्न.८नर्थ । ] చీ জ্যোতির্বিদগণের মতে পৃখিবী ও গ্রন্থগণ স্থৰ্য্যকে প্রদক্ষিণ করিতেছে । (s) "ट्रtभ: नि७: भभाडछकश्ब्रिशिकूटङजार्किनभजकण ठूोउर्दूदेिख बूङ: नम् भूलनिशनलिशाक्ााभहरुtबाभप्झाश्झन्। बामाथाम्न: वलोखारु निम्नछि निम्न७१ ७िईडौशाञ्च श्रृंर्छ निई३ विर१ *१९ मृक्षशूअभशृक्कांनिङादेशङाः जमखां९ ॥” (cशालांशांङ्ग ७२) (२)"७थ उझिन् उणsप्ङ्ग जा९झाङ्ग बजङtब्र अभडाणि८शष्झ। हेछाििल 5इछि नूर्तिाउिभूषः अछखि नौtठाळछद्राब्रवज्र६ cउद१ जब ११...eऊाभू श्र८ङ र्दहो९ अ!णअशङI। अअप्छ। cनो°णकाएछ ।” (शान्माछाश्; )
পাতা:বিশ্বকোষ পঞ্চম খণ্ড.djvu/৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।