অঙ্গুলিস্ফোটন আঙ্গুল বাধিয়া রাখিবে। কি। ৩. রতি সীস্ সর্কর (প্লম্বাই এসিড), এক ড্রাম আফিমের অরিষ্ট এবং অৰ্দ্ধসের শীতল জল একত্র মিশ্রিত করিয়া ঐ ঔষধ ক্ষত স্থানে প্রয়োগ করিবে । গেদা ফুলের পাতার রস কিম্বা হোমিওপ্যার্থী মতের ক্যালেণ্ডিউল জলের সঙ্গে আহত স্থানে প্রয়োগ করিলে অনেক উপকার দর্শে । অঙ্গুলিগ (ত্রি) অঙ্গুলি-গম্ ড়। অঙ্গুলিভিং গচ্ছতীতি। যে জন্তু অঙ্গুলির উপর ভর দিয়া চলে। অঙ্গুলিতোরণ (কী ) অঙ্গুলেঃ তোরণমিব কৃতম্। ললাটের অৰ্দ্ধচন্দ্রাকৃতি চন্দনের তিলক । অঙ্কুলিত্র (ক্লী) অঙ্গুলি-ত্রৈক, ৬-তৎ । চামাট, দস্তান, অঙ্গুলির আবরণ । দর্জির অনামিকা অঙ্গুলির মাথায় চামের কিম্বা পিতলের দস্তান দিয়া বস্ত্রাদি সেলাই করে। ঐ চামাটা না থাকিলে হুচি দিয়া অঙ্গুলির মাথা পুনঃ পুনঃ বিধিতে থাকে। অঙ্গুলিত্রাণ (কী ) অঙ্গুলি ত্রৈ-ক্ত। চামাট । * । সংযোগাদেরাতো ধাতোর্ষণুতঃ। পা ৮। ২। ৪৩। যদি যশ প্রত্যাহারের (য ব র ল) কোন বর্ণ দ্বারা যুক্তাক্ষর ধাতু আকারাস্ত হয়, তবে নিষ্ঠ প্রত্যয়ের ত স্থানে ন হইবে ত্রৈ ধাতুত্র এই রূপ আকান্ত হইল অংসত্র শব্দে স্বত্র দেখ] ইহার আদিতে ত্র ইহাতে সংযুক্তাক্ষর এবং যং প্রত্যাহারের র রহিয়াছে, তজ্জন্ত ত্রা-ক্ত ত্রাণ নিষ্ঠার ন হইল। এই রূপ স্ত্য-ক্ত স্ত্যান। স্না-ক্ত স্নান সিদ্ধ হইয়াছে। অঙ্গুলিমূদ্র (স্ত্রী) অঙ্গুলি-মুদ্র-রা-ক। ৬-তৎ। মামাঙ্কিত আঙট ; অঙ্কিত ভূষণ । অঙ্গুলিমোটন (ক্লী) অঙ্গুলোঃ মোটনং মর্দনং যত্র, বহুব্রী। তুড়ী, আঙ্গুল মট্কান, অঙ্গুলি মর্দন শব। অঙ্গুলিবঙ্গা (স্ত্রী) অঙ্কুলে সঙ্গ; যন্তা, বহুত্ৰী। অঙ্গুলিতে লেপন করিবার যবের মও। যাউ। * । সমাসেইস্কুলেঃ সঙ্গঃ পা ৮। ৩।৮। অঙ্গুলি শব্দের পর সঙ্গ এই শব্দের সমাস হইলে সকার মূর্ধন্ত হয়। অঙ্গুলিসংজ্ঞ (স্ত্রী) অঙ্গুল্য সংজ্ঞ সঙ্কেতজ্ঞাপনম্। অন্ধু লির দ্বারা ইঙ্গিত অঙ্গুলি সংঙ্কেত, ইশারা। অঙ্গুলিসন্দেশ (পুং) অঙ্গুলি সম্দিশ ঘঞ ভাবে। অন্ধুলিধ্বনি দ্বারা ভাব প্রকাশ। অঙ্গুলির শব্দে সংজ্ঞাদান । তুড়ি দিয়া সংবাদ জ্ঞাপন। অঙ্গুলিসস্থত (ত্রি) অঙ্গুল্যাং সমৃতঃ অঙ্গুলি সম্ভূক্ত। ৭ তৎ । নখ । অঙ্গুলিতে জাত । অঙ্গুলিফোটন (স্ত্রী) অঙ্গুলো; স্কোটনং যত্র, বছৰী। [৯২] अशूर्छ তুড়ি ; আঙ্গুল মটুকান। আঙ্গুল ফোটান । জাবস্তক ন হইলেও হাতের স্বস্তির নিমিত্ত অনেকে আঙ্গুল মটুকাইয়া থাকেন। কুন্দুলে স্ত্রীলোকেরা কাহাকেও অভিসম্পাত করিবার সময় আঙ্গুল মটকাইয়া গালি দেয়। . অঙ্গুলী (স্ত্রী) অঙ্গুলি-জীপ। আকুল। অঙ্গুলীপঞ্চক (ক্লী) অস্কুলীনাং পঞ্চকৰ্ম পঞ্চসংখ্যা। x । সংখ্যারা: সজ্ঞাসঙ্ঘস্থত্ৰাধ্যয়নেষু। পা ৫।১।৫৮। সংজ্ঞার্থে (স্বার্থে বা সংখ্যাবাচক শব্দের পরিমাণ অর্থে)সত্য সূত্র এবং অধ্যয়ন অর্থে সংখ্যাবাচক শব্দের উত্তর কন্ প্রত্যয় হয়। পাঁচটা আঙুল ; অঙ্গুষ্ঠ তর্জনী মধ্যম অনামিকা এবং কনিষ্ঠা এই পাঁচটা হস্তাঙ্গুলি। অঙ্গুলীয় (ক্লী) অন্ধুলি-ছ। [ অঙ্গুরীয় দেখ ]। আঙট। অঙ্গুলীসদ্ভূত (ত্রি) ৭-তৎ। নখ। অঙ্গুলিজাত। অঙ্গুল্যাদি । অঙ্গুলি প্রভৃতি কতিপয় শব্দ আছে, প্রতিনিধিরূপ বা তত্ত্বল্য (ইবার্থে) এই অর্থে সেই সকল শব্দের উত্তর ঠক্ প্রত্যয় হয়। * । অস্কুল্যাদিভ্যষ্ঠক । পা ৫। ৩। ১০৮। অঙ্গুল্যাদিভ্য ইবার্থে ঠক্ প্রত্যয়ে ভবতি । নিম্নলিখিত শব্দগুলি অঙ্গুল্যাদি গণমধ্যে পঠিত,—অঙ্গুলী, ভলজ, বক্র, বস্তু, মগুর, মণ্ডল, শস্কুল, কপি, উদশ্চিৎ, গোণী উরস, শিথা, কুলিশ। পুস্তকস্তরে—হরি, মুনি, রুহ, থল এই কয়েকট শব্দও গৃহীত হইয়াছে । অন্ধুলি-ঠক আঙ্গুলিকঃ । তরুজ-ঠক তারুজিক । বাচস্পত্যের এইস্থানে কেমন যেন একটা গোলের মত বোধ হয়। বোধ করি তর্কবাচস্পতি মহাশয় অনবধানত প্রযুক্ত অস্কুল্যাদি এই শব্দের ব্যাখ্যাস্থলে অন্ত প্রকার অভিপ্রায় প্রকাশ করিয়াছেন। যথা—“পাণিত্যুক্তে ইবার্থে বিহিত কন্ন প্রত্যয় নিমিত্তে শব্দগণসমূহে , + + यष्ट्रलैौज+कन् अछूशैौग्नरुभिठानिः । অঙ্গুলী এই শব্দের উত্তর কন্ন প্রত্যয় বিধান করিলে অকুলীয়ক এ প্রকার রূপসিদ্ধি হওয়া দুর্ঘট। অঙ্গুলীয় শব্দের উত্তর কন বিধান করিলে অঙ্গুলীয়ক হইতে পারে। কিন্তু পাণিনি অঙ্গুলীয়াদি বলিয়া স্বত্র করেন নাই । তিনি ‘অঙ্কুলি’ প্রভৃতি শঙ্কের উত্তর ঠক্ প্রত্যয় করিতে ব্যবস্থা দিতেছেন। প্রথমে ইবে প্রতিকৃতে । ৫। ৩ । ৯৬। এই হুত্রে ইবার্থে কন্ প্রত্যয়ের ব্যৰস্থা করিয়া তাহার পর অঙ্গুলি প্রভৃতি শস্বের উত্তর ঠক্ প্রত্যয়ের বিশেষ নিয়ম দিয়াছেন। অঙ্গুষ্ট (পুং) অঙ্গে পাশে তিষ্ঠতীতি অনুস্থা-ক। ৬ তৎ
পাতা:বিশ্বকোষ প্রথম খণ্ড.djvu/১১৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।