পাতা:বিশ্বকোষ প্রথম খণ্ড.djvu/১৪০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

-- অজিতগড় স্থানে খ আদেশ হয়। अजि (जि) अय शहडो-cफ्ञानक-हेन् । श्रठिनैन । श्रद्धाॉम् জাতি, পদাজি । স্ত্রীলিঙ্গে বিকল্পে উীপ। অজিত (ত্রি) ন জি-ক্ত, নঞ তৎ। পরাজিতভির, জিতछिद्र । (१९) दिसू । त्रिद । बूझ । अछिरठा मां श्रद्रो ত্রিযু। অনির্কিতে চ, মেদিনী। অজিতগড়, অজয়গড় । বুনোলখণ্ডের অন্তর্গত একটা গিরিদুর্গের নাম কালিঞ্জর পর্বত হইতে আট ক্রোশ, বাদা হইতে সাড়ে তেইশ ক্রোশ এবং প্রয়াগ হইতে ৬৫ পয়ধটি ক্রোশ দূরে অবস্থিত। অজয়গড় রাজ্যের বিস্তার ৩৪০ বর্গ মাইল; ইহাতে ৬০৮ খানি গ্রাম আছে ; সৰ্ব্বসমেত লোক সংখ্যা প্রায় ৪৬,০০০ । রাজার বাৎসরিক আয় অনূমি ১,৭৫,০০ টাকা, তন্মধ্যে বৎসর বৎসর গভর্ণমেণ্টকে ৭,০১৩৭) টাকা রাজস্ব লাগে। নব সহরে অঞ্জয়গড় রাজার রাজধানী। এখানে ম্যালেরিয়া জ্বরের অতিশয় প্রাচুর্ভাব। এই গিরিদুর্গের উপত্যকায় অনেক রকমের প্রস্তর মূৰ্ত্তি চারিদিকে ছড়াছড়ি যাইতেছে। মন্দির ভাঙ্গা, বড় বড় খাম, থামের গোড়া ও কার্গিস, দেবমূৰ্ত্তি—দেখিলে বোধ হয় যেন কোন কালে এখানে জৈন দেবালয় ছিল। উপত্যকায় উঠিতে বড় বড় দালান, তাহাতে ৫। ৬ হাত উচ্চ মোটা মোটা থাম লাগান। খামের গারে বিচিত্র লতা পাতা কাটা । কার্লিসের উপর স্ত্রীলোকের মূৰ্ত্তি; ওষ্ঠ পুরু, শরীর হৃষ্টপুষ্ট—একদৃষ্টে শুধুই নীচে পানে চাহিয়া আছে। মুখ তুলিয়া চাও, অমনি চারি চক্ষে এক হইবে। এখন ঐ সকল দেবালয়ে আর মানুষ নাই, কেবল বানর আর বৃহৎ বৃহৎ সুপ বাস করিতেছে। ১৮৪৭ খৃঃ অন্ধে লেফটেনাণ্ট রামসে অজয়গড় দেখিতে গিয়াছিলেন। অজয়গড় দেখিতে অনেকটা কালিঞ্জরের মত। পাহাড়ের উপর উঠিবার পথে পূৰ্ব্বে সাতটী দ্বার ছিল । রামসে যখন দেখিতে যান সে সময়ে চারিট ফটক ভাঙ্গিয়া গিয়াছে,তিনটীর অবস্থা অপেক্ষাকৃত ভাল। স্বারের বাম পার্শ্বে দুইটী যোড় কুও, তাহার নাম গঙ্গা-যমুনা। পূৰ্ব্বে তীর্থ যাত্রীর ঐ কুণ্ডের জলে স্নানদান করিত। কালিঞ্জয় পৰ্ব্বতেও ঠিক তক্রপ কুও আছে। কুণ্ডের উপর পাহাড়ের গায়ে সংস্কৃত ভাষায় কি লেখা ছিল। তাহার কতক পুচিয়া থিয়াছে, কতক । পুচে নাই ; কিন্তু বেশ স্পষ্ট পড়িতে পারা যায় না । পৰ্ব্বঞ্চের চড়াইয়ের উপর স্থানে স্থামে গণেশমূৰ্ত্তি, [ ১১৬ ] _க_க_: অজিতপুর ¢कांथाe इछ्याम, cकाशाe मकौ ।। ८थान नब्रछाब्र কিঞ্চিৎ ভিতরে বড় দিী। দিঘীর কিয়দংশ আধিত্যকায় এবং কিয়দংশ পাহাড় কাটিয়া খনন করা। এই দিঘীর কিঞ্চি রে একটা পুরাতন অষ্টালিকার ভাবশেষ। অট্টালিকার ভগ্নছাদে সারি সারি পারস্বনাথের মূৰ্ত্তি। ¢कह दलिङ्ग (कझ् लैंड़िाहेम्ना अॉ८झ । पञप्लेोशिकांब्र ठिठग्न নেমনাথের তিনটা বড় বড় মূৰ্ত্তি । পুতুলগুলি বিবস্ত্র, দুই হাতে পদ্ম, বুকে রত্ন যুক্ত ধুকি ; মাথার চুল কুঞ্চিত এবং ছোট করিয়া কাটা। অট্টালিকার কিছু দূরে একটা বৃহৎ পুষ্করিণী। পুষ্করিণীর ধারে অনেকগুলি লিঙ্গ ও যোনি মূৰ্ত্তি, একটা গণেশ এবং আর একট পঞ্চানন লিঙ্গ। পুষ্করিণীর দক্ষিণে পঞ্চমূৰ্ত্তি লিঙ্গ, মঙ্গদেব ও পাৰ্ব্বতী এবং নদীর মূৰ্ত্তি। অজয়গড় জয়নগর নামে প্রসিদ্ধ ছিল । জয়নগরের রাজা ছত্রসাল আপনার রাজ্য বিভাগ করিলে অজয়গড় জগৎরাজের অংশে পড়িল। ১৮০৩ খৃঃ অন্ধে পেশোব। বৃটিশ গভর্ণমেণ্টের হাতে বুন্দেলখণ্ডের কিয়দংশ সমর্পণ করেন । তজ্জন্ত কর্ণেল মেসেনাক্, জমান খ এবং আণ্ডার্শন অনেক সৈন্ত লইয়। অজয়গড় অধিকার করিতে যান। ইংরাজদের সৈন্ত দেবগ্রাম পৰ্ব্বতের নিয়ে উপস্থিত হইলে, লক্ষ্মণদাও নামক জনৈক ব্যক্তি হঠাৎ সসৈন্তু আসিয়া তাহাদিগকে আক্রমণ করিল। ইংরাজু দের অনেক বন্দুক কাড়িয়া লইয়াছিল । সেই যুদ্ধে ইংরাজদের বিস্তর সৈন্ত হত ও আহত হয়। মহা মই। বীরেরাও শত্রুর সন্মুখে স্থির থাকিতে ন পারিয়া চতুদিকে ছুটিয়া পলাইল । শেষে মেসেম্ৰাকৃ আসিয়া শক্ৰ দের নিকট হইতে বন্দুকগুলি পুনৰ্ব্বার কাড়িয়া লইলেন। এবং লক্ষ্মণ দাও ১৮,০০০ টাকা দিয়া নিষ্কৃতি পাইলেন। এখন অজয়গড়ের রাজা ইংরাজদিগকে কর দিতেছেন । অজিতপুর, অজয়পুর। এই প্রাচীন নগরের আধুনিক নাম বুক্‌রুর। ইহা ফল্গু নদীরকুলে অবস্থিত। ইহার উত্তর দিকে একটী পুরাতন নগরের অনেক নিদর্শন দেখা যায়। প্রসিদ্ধ চীন পরিত্রাজক হয়েংসিয়াং এই স্থানের একটা অদ্ভূত গল্প লিখিয়া গিয়াছেন। তিনি বলেন, জনৈক রাজা অজয়পুরে একটী গন্ধহস্তী ধরিয়াছিলেন। যুদ্ধদেব পূৰ্ব্বকালে ঐ হস্তীর ঔরসে জন্মগ্রহণ করেন। পূৰ্ব্বে অজয়পুরে মাৰ্ত্তওপুষ্করিণী নামে একটা সরোবর ছিল । অনেকের ৰিখাল, এখন সেই পুষ্করিণীকেই লোকে । বুদ্ধকুণ্ড বলিয়া থাকেন। প্রতিবৎসর বুদ্ধকুণ্ডে অনেক