जक [ ૭] উপ-সং। বৃক্ষ। পাদপ। ৬। আতোহমুপসর্গে কঃ । প৷ ৩। ২। ৩। উপসর্গশূন্য উপপদের পর আকারাস্ত ধাতুর উত্তর ক প্রত্যয় হয়। এবং যে সকল ধাতুর সম্প্রসারণ হইয় থাকে তথায় ড প্রত্যয় হয় । * । কবিধে সৰ্ব্বত্র প্রসারণিভ্যো ডঃ । ( সিদ্ধাস্তকৌমুদী ইগ্যণঃ সম্প্রসারণম্। পা ১ । ১। ৪৫। যণ, প্রত্যাহারের স্থানে অর্থাৎ য ব র ল স্থানে যে ইক্ অর্থাৎ যথাক্রমে যে ইউ ঋ ৯ হয়, তাহাকে সম্প্রসারণ কহে। যথা, ধ্যা সম্প্রসারিত হইলে ধী এই প্রকার রূপ হয় । অংহিস্কন্ধ (পুং ) অংহেঃ স্কন্ধঃ । ৬-তৎ। গুলফ। পায়ের গোড়ালী । *। স্কন্দেশ্চ স্বাঙ্গে। উ4 ৪। ২০৬। ধাদেশঃ। অক। পাধিনিষ্কৃত চতুর্দশ বর্ণপ্রত্যাহারের প্রথম ও দ্বিতীয় বর্ণপ্রত্যাহার। এই প্রত্যাহারের মধ্যে অ ই উ ঋ ৯ (অইউ।। খলুক) এই পাঁচটা স্বরবর্ণ গৃহীত হইয়াছে। অক। পাণিনি-গৃহীত কৃৎপ্রত্যয়স্থানে জাত প্রত্যয়বিশেষ। যে সকলপ্রত্যয়ের বু ইৎ হয়, তাহার স্থানে অক আদেশ হইয় থাকে। * । যুবোরনাকে । পা ৭। ১। ১। প্রত্য য়ের যু স্থানে অন এবং বু স্থানে অক হয়। যথা, ঘন, জুন, বুদ্ৰ ইত্যাদি। এই সকল প্রত্যয়ের স্থানে অক হইবে। যেমন—গুল কারকঃ লক্চে। পা ৩। ১। ১৩৩। ধাতু উত্তর কর্তৃবাচ্যে ও তৃঢ় প্রত্যয়হয়। ঘ, নৰ্তকঃ *। শিল্পিনি খুন। পা ৩। ১। ১৪৫। শিল্প অর্থাৎ ক্রিয়াকৌশল বুঝাইলে ধাতুর উত্তর খুন প্রত্যয় হয়। *। মৃতিখনিরঞ্জিভ্য এব। নৃতি খনি ও রঞ্জি ধাতুর উত্তর খুন্ন প্রত্যয় হয়। জুন রঙ্গক নকারের লোপ হয়। * । রঞ্জেস্ত শিল্পসংজ্ঞয়োরপি কুন। পতঞ্জলির মতে রঞ্জ ধাতুর উত্তর কন্ন প্রত্যয় হইবে। বুন সরক: । * । প্রস্বত্বঃ সমভিহারে বুন। পা ৩। ১ । ১৪৯। পটুত বুঝাইলে প্র স্ব ও লু ধাতুর উত্তর বুন প্রত্যয় হয়। কত্ত্ব-অর্থে অক প্রত্যয় নিম্পন্ন শব্দের সঙ্গে ষষ্ঠতৎপুরুষ সমাস হয় না। ৯। তৃজকাভ্যাং কৰ্ত্তয়ি। প৷ ২ ৷ ২ ৷ ১৫ । যথা, অন্নসা পাচক; প্রজানাং পালকঃ ইত্যাদি। এ স্থলে অন্নপাচক, প্রজাপালকঃ, এ প্রকার সমাস হইবে না । কিন্তু ক্রীড়া কিম্ব জীবিকা বুঝাইলে অক প্রতায়ান্ত শব্দের সঙ্গে ষষ্ঠতৎপুরুষ সমাস হয়। ৬ । নিত্যং फ़ौफुी क्षैौदिकग्रा: । श्रN २ । २ । ४१ । यथl,-ैौড়ায়, উদালকপুষ্পভঞ্জিকা । বারণপুষ্পপ্রচায়িকা । জীবি কায় - দস্তলেখক: । নথলেখকঃ । অকপ্রত্যয়াস্তু যাজকাদি শব্দের সঙ্গেও যষ্ঠতৎপুরুষ সমাস হয়। * । ৰাজ অক 邑 কাদিভিশ্চ । পা ২। ২। ৯। যথা, ব্রাহ্মণযাজক: দেব পুজকঃ । [ যাজকাদি দেখ ] । উচ্চালকপুষ্পভঞ্জিকা' এটা ক্রীড়াবিশেষের সংজ্ঞা । ভঞ্জনং ভঞ্জিকা। উদালকস্য পুপাণি ভজ্যন্তে যস্যাং ক্রীড়ায়াং স উদ্ধালকপুপভঞ্জিকা । f অক প্রত্যয়ান্ত শব্দের স্ত্রীলিঙ্গে আপ পরে থাকিলে প্রত্যয়স্থিত ককারের পূর্ববর্তী বর্ণের অকারের স্থানে ই বিধান হইয় থাকে । কিন্তু সুপের পর আপ বিহিত হইলে হয় না । * । প্রত্যয়স্থাৎ কাৎ পূৰ্ব্বস্যাত ইদাপ্যমুপঃ । প৷ ৭ ৷ ৩ ৷৷ ৪৪ ৷ যথা—কারক শব্দ অক প্রত্যয়দ্বারা নিম্পন্ন হইয়াছে। এখানে, কারক+ অ (আপ) এই স্ত্রীপ্রত্যয় প্রয়োগ করলে কারক হইল। তাহার পর, ককারের পূর্ববর্তী রকারের অকার ইকার হইল, অতএব কারক ইহার স্ত্রীলিঙ্গে কারিক হইবে । উপরে, আকার স্থানে ই হইবে—এ কথা বলিবার তাৎপর্য্য এই যে, অকার ভিন্ন অন্য স্বর থাকিলে হইবে না। যথা—নেীক ইহার স্ত্রীলিঙ্গে নৌকা হইল ; কিন্তু ককারের পূর্বস্থিত ঔকার স্থানে ইকার হইল না । পুনশ্চ, স্বপের পর আপবিহিত হইলে হয় না, এ কথা বলিবার তাৎপৰ্য্য এই যে, বহুপরিব্রাজকা নগরী। এ স্থলে, বহুপরিব্রাজিক হইল না। কারণ, এথানে সৰ্ব্বপ্রথমে সমাস করিবার সময় সুপের লুক্ হইয়াছে, তাহার পর স্ত্রীপ্রত্যয় বিহিত হইয়াছে। যথা, বহবঃ পরিব্রাজকাঃ বিদ্যন্তে যস্যাং নগর্যাং স[বহুপরিব্রাজকা নগরী ।
- । ন য{সয়োঃ । প৷ ৭ ৷ ৩ ৷৷ ৪৫ । পাণিনির এই সুত্রের উপর কাত্যায়ন অনেকগুলি নিযেধবিধির বাৰ্ত্তিক করিয়াছেন । যথা,—। * । পাচকাদীনাং ছন্দস্ন্যপসংখ্যানম্। বেদবিষয়ে পাচকাদি শব্দের পর স্ত্রী লিঙ্গে আপ হইলে তং পূৰ্ব্ববৰ্ত্ত ইকার হয় না। পাচক হিরণ্যবর্ণ গুচি। অন্যত্র পাচিক । * । আশিষি চোপ , সংখ্যানম্। জীবতা জীবক, জীবক। এস্থলে আশীৰ্ব্বাদ প্রয়োগে ইকার হইল না । * । উত্তরপদলোপে চোপসংখ্যানম্। দেবদত্তিকা, লোপে দেবকা। ৬ । তারকা জ্যোতিষুপসংখ্যানম্। তারক শব্দে দৃষ্ট ও নক্ষত্র বুঝাইলে ইকার হয় না। তারকা। অন্যত্র, তারিকা দাসী
৬। বৰ্ত্তক শকুনে প্রাচামুপসংখ্যানম্। পক্ষী বুঝাইলে, প্রাচ্য পণ্ডিতদের মতে বৰ্ত্তকা হইষে। অন্যত্র বৰ্ত্তিক । অক। কুটিলগতিঃ । ভূ-প। লট, অকতি। লিট্ আক। লুড় আকীং । এই ধাতু ঘটাদিগণের অন্তর্গত। বটানি