অন্তঃসত্ত্ব ঐ অণ্ড প্রণালী হইতে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র শাখা বাহিয় হইয়াছে। জরায়ুর কাছে উহার ঝালরের মত ঝিল্লিতে মোড়া। অগুপ্ৰণালী দ্বারা চুইট কাজ সিদ্ধ হয়। এক,— অণ্ডপ্রণালীর ভিতরে অওপরিপক্ক হইলে, তাহারা এই পথ দিয়া জয়ায়ুর মধ্যে আসিয়া পড়ে। দ্বিতীয়,— পুরুযসংসর্গ ঘটিলে শুক্রের সঙ্গে যে ক্ষুদ্র ক্ষুদ্র কীটাণু আছে, তাহার। ঐ অণ্ডপ্রণালী দিয়া অণ্ডাধারের ভিতরে প্রবেশ করে । মাচুধের অণ্ডাধার দুইট; তলপেটে কুঁচকির নিকটে আছে । অণ্ডপ্রণালী জরায়ু হইতে আসিয়া এই অণ্ডাধারের সঙ্গে মিলিত হইয়াছে। অণ্ডাধারের উপরে প্রায় বিশট ছোট ছোট কোয আছে ; ইংরাজিতে তাহাদিগকে গ্রাফিয়া ভেসিকল ( Grafian wesicles) কছে । ঐ সকল কোষ লালার মত তরল পদার্থে পরিপূৰ্ণ । তাহার মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র ত্রণের মত বিস্তর ছোট ছোট দান এবং দুই একটা ডিম ভাসিতে থাকে। গ্রাফিয়ান ভেসিকল পরিপক্ক হইলে অণ্ডাধারের উপরে আসিয়া ফাটিয়া যায়, তখন তাহার ভিতর হইতে ডিম্ব বাহির হয়। ঐ ডিম্ব কোষগুলি স্ত্রীলোকের ঋতুর পরেই সচরাচর ফাটিয়া গিয়া থাকে। ফাটিয়া গেলে তাহারা অণ্ডপ্রণালীর ঝালরের মধ্যে প্রবেশ করে। আমাদের অন্ত্রের এবং কোন কোন পেশীর ক্রিমির মত এক প্রকার গতি আছে। অও প্রণালীর পেশীস্থত্রের ক্রিমির s;v •T**; fjyfa (peristaltic action) 5Ìt* অওগুলি জরায়ুর দিকে আসিতে থাকে। স্ত্রীলোকের ঋতু হইলে পুরুষসংসর্গ আবশুক। পুরুষ ংসর্গ ভিন্ন গর্ভসঞ্চার হয় না । কারণ, শুক্রই প্রাণীদের শুক্র কীট । উৎপত্তির প্রধান উপায়। শুক্র, পুরুষের অণ্ডকোষের ভিতরে থাকে। ইহাতে এক প্রকার কাঁটাগু আছে। ঐ কাঁটাগু অত্যন্ত ক্ষুত্র, অণুবীক্ষণ ন হইলে খালিচক্ষে দেখিতে পাওয়া যায় না। অণুবীক্ষণ দিয়া দেখিলে { ৩০৩ ] বেশ স্পষ্ট জানিতে পায় যায়, কীটাণুগুলি ক্ষুদ্র ক্ষুদ্র সাপের মত,—মাথা মোটা, লেজের দিক্ ক্রমে অত্যন্ত সরু হইয়া গিয়াছে। ইহারা তিলাৰ্দ্ধকাল সুস্থির হইয়া থাকে না, কেবল কিল কিল করিয়া নড়িয়া বেড়াইতেছে। মানুষের শরীরের যে রূপ স্বাভাবিক তাপ ( ৯৮ ডিগ্রি), সেই রূপ তাপে শুক্র রাখিতে পারিলে ঐ কীটপু প্রায় তিনদিন পর্যন্ত বাচিয়া থাকে। মানুষ মরিয়া গেলেও শুক্রকীটদের শীঘ্ৰ মৃত্যু হয় না। চব্বিশ ঘণ্টার বাসী মড়া কাটিলেও শুক্র কীটগুলিকে জীবিত থাকিতে দেথা যায়। কিন্তু প্রদল রোগের পূজের সঙ্গে কিম্বা দুষ্ট শোণিতের সঙ্গে মিশিলে উহার শীঘ্রই মরিয়া যায়, তজন্ত যেনিরোগ থাকিলে স্ত্রীলোকের প্রায় সস্তান श्ध्न नीं । ঋতুর পরে পুরুষসংসর্গ ঘটিলে শুক্র কীট যোনি হইতে জরায়ুতে যায়। শেষে জরায়ু হইতে অণ্ডপ্রণালীর দিকে উঠিতে থাকে। সেই সঙ্গে অল্প অল্প শুক্রও ক্রমশ: ভিতরে প্রবেশ করে । শুক্র, ভিতরে প্রবেশ করিলে শুক্র কীট পরিপক্ক আগুের (ovum) মধ্যে যাইতে থাকে। অণ্ডের ভিতরে অধিক কীটা গেলে সেবার নিশ্চিত গর্ভসঞ্চার হইবার সম্ভাবনা । এই রূপে অণ্ড ও শুক্র একত্র মিশ্রিত হইলে দশবায় দিন পরে জরায়ুর মধ্যে অণ্ডগুলি আসিয়া পড়ে। যদি গর্ভসঞ্চার হয়, তাহা হইলে এ অবস্থায় সস্তানের কোন অবয়ব থাকে না । ডিমের ভিতরে কেবল সামান্ত একটু ভ্রণ (embryo ) লালাবৎ তরল রসের মধ্যে (liquor amnii ) ভাসিয়া বেড়ায়। এক খানি পাতলা চৰ্ম্ম ঐ ক্রণ ও রসকে বেড়িয়া থাকে। উহাকেই আমরা চলিত কথায় পানমুচি বলি। উত্তর কালে যাহা হইতে ফুল জন্মে, এ অবস্থায় তাহা দেখিতে কুস্কমের মত। ঐ কুমুমের রসে ক্রণ বাড়িতে থাকে । ( ১ ) । ইউরোপীয় পণ্ডিতগণ অনেক পরীক্ষা দ্বারা স্থির করিয়াছেন যে, প্রথম মাসে ভ্রণের কোন অঙ্গ প্রত্যঙ্গ ( * ) श्रांभांएफ़्द्र tरुमाणांtश gथांप्न अष्मक अभ cनभ यांङ्ग । ভাবপ্রকাশে লিখিত আছে,— می গর্ভাশয়ে নিপতিতং বা শুক্র অথার্তৰম্। তাদৃগেব গ্রীভূতং প্রথমে মাসি তিষ্ঠতি । গর্ভাশয়ে ষে রূপ তরল অবস্থায় শুষ্ক পতিত হয় এবং শোণিত, थपञ्च भोप्न कि नरें मृश्री पाएक । ” - -
পাতা:বিশ্বকোষ প্রথম খণ্ড.djvu/৩২৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।