অন্ত্র । [ ৩৩৪ ] অন্ত্র যাইবার পথ প্রশস্ত হয়। আবার ঐ দুট ওষ্ঠ খুলিয়া থাকিলে, প্রথম কিম্ব দ্বিতীয় প্রকোষ্ঠের ভিতরে ভুক্ত দ্রব্য প্রবেশ করে। বিচালী, ধান, চাউল প্রভৃতি শুষ্ক দ্রব্য গিলিলে ঐ ওষ্ঠ দুইটার মুখ খুলিয়া যায়, কাজেই ঐ সকল দ্রব্য সৰ্ব্বাগ্রে প্রথম প্রকোষ্ঠে গিয়া পড়ে। কিন্তু জাবর কাটিলে পর ভুক্ত দ্রব্য মণ্ডের মত কোমল ও সরস হইয়া আসে, তজ্জন্ত উহু গিলিলে একেবারে পাকস্থলীর তৃতীয় প্রকোষ্ঠে প্রবেশ করে এবং সে সময়ে ওষ্ঠের মুখ খুলিয়া যায় না । তৃতীয় প্রকোষ্ঠের ভিতরে ভূক্ত দ্রব্য কিঞ্চিৎ পরিপাক হইলে শেষে চতুর্থ প্রকোষ্ঠে আসিয়া পড়ে। উটের পাকস্থলীর দ্বিতীয় প্রকোষ্ঠের গায়ে ছোট ছোট ছিদ্র আছে। তন্মধ্যে জল থাকে। ছিদ্রগুলির চারি দিক পেশীস্থত্রে বেষ্টিত। সেই পেশীস্বত্র কুঞ্চিত হইলে ছিদ্রের মধ্যে ভুক্ত দ্রব্য প্রবেশ করিতে পারে না । কেবল পরিপাকের সময়ে তাহদের ভিতর হইতে অল্প অল্প করিয়া জল বাহির হইয়া আসে। তাই উষ্ট্রের অনেক বিলম্বে বিলম্বে জল পান করে, ইহাদের শীঘ্র পিপাস লাগে না । গে৷ ম্যোদির অন্ত্র বৃহদাকার,—শরীরের চেয়ে প্রায় ত্রিশগুণ বড়। ইহাদের অন্ধান্ত্রও অতিশয় বৃহৎ, দেখিলে ঠিক পাকস্থলী বলিয়া ভ্ৰম জন্মে। কিন্তু তাহাতে কৃমির মত উপমাংস নাই । শশকের পাকস্থলী ও অস্ত্র । ক-বক্ষঃস্থলের গহুর। খ—ডায়েষ্ণুমি ; এই স্থানের আকুঞ্চন জষ্ট মামুষের হিঙ্কা হয়। য-যকৃৎ । গ—পাকস্থলী। অ—ক্ষ গ্রন্থ। গু-আন্ধান্ত্র ; উদ্ভিদজীবীদের অন্ধান্ত্র এত शृङ्९ ईश्। क्षेत्रु । झ-भिग्रोभौ छात्राल्ल। भ-भशरांच्न । পক্ষী, ভেক এবং অন্তান্ত প্রাণী যে রূপ ফ্রব্য আহার করে, তাহাদের অন্ত্রাদিও তদুপযোগী হইয়া থাকে। এখানে একটী মোরগের পাকযন্ত্রের চিত্র দেওয়া গেল । অন্ননালীর নিম্নে তিনটী থলী আছে । ঐ তিনটা থলী পক্ষিজাতির পাকস্থলী। মোরগে কিছু খাইলে প্রথমে সেই ভুক্ত দ্রব্য উপরের থলীতে আসিয়া পড়ে। তাহার পর দ্বিতীয় থলীতে পড়িয়া ভুক্ত দ্রব্য আমরসে মিশ্রিত হয়। তৃতীয় থলী বিলক্ষণ দৃঢ়। তাহাতে অতিশয় কঠিন সামগ্ৰী পড়িলেও তাহা চূর্ণ হইয়া যায়। বিশেষত:, তন্মধ্যে ছোট ছোট পাথর থাকিলে খাদ্যদ্রব্য পিষিয়। ফেলিবার আরও সুবিধা হয়। তাই বিধাতা পার্থীদের কেমন একটু স্বাভাবিক বুদ্ধি দিয়াছেন, তাহারা আহার খুঁটিয়া খাইবার সময়ে ছোট ছোট কাকরও কুড়াইয়া খায়। পার্থীদের ক্ষুদ্রান্ত্রের এবং বৃহদন্ত্রের আকারের কোন প্রভেদ নাই। কিন্তু কোন কোন পার্থীর অন্ধান্ত্রের কাছে দুইটা উপমাংস, কাহারও কেবল একটা উপমাংস আছে, তাহাই দেখিয়া ক্ষুদ্রান্ত্রের ও বৃহদন্ত্রের প্রভেদ বু মে বৃ—বৃষের পাকস্থলী ও দ্বাদশাঙ্গুলাস্ত্র অ—অন্ননালী। থ-পাকস্থলীর প্রথম প্রকোষ্ট্র : তৃণাদি কঠিন দ্রব্য খাইলে তাহা প্রথমে এইখানে সঞ্চিত হয়। ২প-পাকস্থলীর দ্বিতীয় প্রকোষ্ঠ। ৩পা-পাকস্থলীর তৃতীয় প্রকোষ্ঠ। পা —পাকস্থলীর চতুর্থ প্রকোষ্ঠ। দ-স্বাদশাজুল্যন্ত্র। মে।---মোরগের পাকস্থলী ও অস্ত্র । আ—অন্ননালী । ক - প্রথম থলী। খ—দ্বিতীয় থলী। গ—তৃতীয় থলী। ঘ -- অস্ত্র। ওঁ-কৃমিবৎ উপমাংস। বুঝা যায়। টিয়া, পায়রা, ঘুঘু প্রভৃতি যে সকল পার্থী ভূক্ত দ্রব্য উগারিয়া তাহা আপন আপন শাবকে খাওয়া
পাতা:বিশ্বকোষ প্রথম খণ্ড.djvu/৩৫৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।