অন্ত্র প্রদাহ মদ্যের সঙ্গে মাংসের ঝোলই উপযুক্ত পথ্য। যতটুকু। যুষ খাইলে রোগী অনায়াসে পরিপাক করিতে পরিবে, ১ ঘণ্ট অথবা অৰ্দ্ধ ঘণ্ট। অন্তর ততটুকু করিয়া ঝোল সেবন করাইবে। দুগ্ধ এবং পাতলা যবের মণ্ডও সুপথ্য। কিন্তু উদরাধান থাকিলে এই সকল পথ্য ব্যবস্থা কর। কর্তব্য নহে। তবে, সামান্ত পেট ফাফ থাকিলে প্রথম সপ্তাহের পর চূণের জলের সঙ্গে গাধার দুগ্ধ অল্প অল্প ব্যবস্থা করা যাইতে পারে । এই জ্বরের হস্ত হইতে পরিত্রাণ পাইলেও অনেক দিন পর্য্যন্ত রোগীকে বিলক্ষণ সাবধানে রাখিবে। সাব ধানে না রাখিলে এই কঠিন পীড়ার পুনৰ্ব্বার আক্রমণের সম্ভাবনা অাছে। দুৰ্ব্বল রোগীকে শয্যা হইতে উঠিয়া যাইতে কিম্বা অধিক বসিয়া থাকিতে দিবে না। জরত্যাগ হইলেও দিন কতক কেবল তরল ও লঘুপথ্যের ব্যবস্থা করিবে । কারণ পূৰ্ব্বেই বলা হইয়াছে, অন্ত্রজরে অন্ত্রমধ্যে ক্ষত হয়। কাজেই, কঠিন দ্রব্য উদরন্থ হইলে অস্ত্রের ভিতরে উত্তেজনা জন্মিতে পারে। অতএব যে যে ক্ষত স্থানে নূতন পরদা পড়ে, সেই সকল স্থানে পুনবার ক্ষত হইবার সম্ভাবনা । এই রোগে হোমিওপ্যার্থী ঔষধেও বিলক্ষণ উপকার করে। পীড়ার প্রথমাবস্থাতে ব্যাপ্টসিয়া (Baptisia Ix dil ) দুই এক বিন্দু মাত্রায় ৩ ৪ ঘণ্টা অন্তর সেবন করাইবে। বিজ্ঞ চিকিৎসকের কাহেন যে, ইহাতে জ্বরের दिश नश्ले इङ्ग्रेग्न शाग्न । নাড়ী ক্ষীণ ও দ্রুত, উদরাধান, উদরাময়, অবসন্নতা, তৃষ্ণা প্রভৃতি উপসর্গ থাকিলে আর্সেনিক মহৌষধ। এই ঔষধ ৩ । ৪ ঘণ্ট। অন্তর সেবন করাইবে এবং ইহার মধ্যে মধ্যে কাৰ্ব্বে ভেজিটেবেলিস্ খাইতে দিবে। প্রলাপাদি বৰ্ত্তমান থাকিলে বেলেডোনা সেবনে উপকার করিতে পারে । টাইফয়েড় জর সংক্রামক। অতএব রোগীর সমস্ত বিষ্ঠা গ্রামের বাহিরে পুতিয়া ফেলা উচিত। পরিধানের বক্স এবং শয্যা দগ্ধ করিতে পারিলে ভাল হয়। অস্ত্রপ্রদাহ (Enteritis)। ক্ষুদ্রান্ত্রের প্রদাহ দুই প্রকার। এক প্রকার অতি সহজ ; তাহাতে বিশেষ যন্ত্রণা নাই, কোন বিপদেরও আশঙ্কা নাই। অনেক সময়ে বিনা চিকিৎসায় ইহায় উপশম হয়। আর এক জাতীয় অস্ত্র- } প্রদাহ অতিশয় উৎকট । তাহাতে উদরের বেদনায় | প্রাণ ওষ্ঠ্যগত হয় এবং রোগীর জীবন রক্ষা করাও [ ૭8૭ ] অস্ত্রপ্রদাছ দুর্ঘট হইয়া পড়ে। অন্ত্র প্রদাং সকল বয়সেই হইতে পারে, কিন্তু দুগ্ধপোষ্য শিশুদের দাত বাহির হইবার সময় অধিক দেখা যায়। পূৰ্ণবয়স্ক ব্যক্তির অস্ত্রগ্রদাহ হইবার পূৰ্ব্বে প্রায় কম্প হয়। তাহার পর,—জর, পিপাসা, নাভিমণ্ডলের চারিদিকে অত্যন্ত বেদনাবোধ প্রভৃতি লক্ষণ প্রকাশ পায়। অনেকে দেখিয়া থাকিবেন, শূল বেদন উপস্থিত হইলে রোগী আপনার পেট আপনি হাত দিয়। খামচাইয়া ধরে, তাহাতে কিছু কালের জন্ত স্বস্তি হয়। কিন্তু অন্ত্রপ্রদাহ হইলে রোগী উদর স্পর্শ করিতে দেয় না । হাত দিয়া অল্প টিপিলে অত্যন্ত কষ্ট হইতে থাকে। পী ছড়াইয়। শয়ন করিলে পেটে টানবোধ হয়, তাই রোগী কোলের কাছে হাটু গুটাইয়৷ উদর আয় করিয়া রাখে। জোরে নিশ্বাস ফেলিলেও পেটের যন্ত্রণা বৃদ্ধি झझ । টাইফয়েড জরের মত অস্ত্রপ্রদাহেও উদরাময় প্রায় সৰ্ব্বত্র ঘটিয়া থাকে। রোগী বারম্বার পাতল। মলত্যাগ করে । মলের বর্ণ কখন হলুদের ন্যায়, কখন বা মাটীর মত। অন্ত্রের উত্তেজনার নিমিত্ত মধ্যে মধ্যে অতিশয় বমন হয়। রোগীকে পথ্য থাইতে দিলে কিছুই পেটে থাকে না । দুগ্ধ, মাংসের ঝোল প্রভৃতি তরল দ্রব্য উদরন্থ হইলেই উঠিয়া যায়। উদগীর্ণ পদার্থের সঙ্গে কখন কখন বিষ্ঠা দেখা গিয়াছে। কিন্তু বিষ্ঠ। না থাকিলেও সহজে বমনে এত দুৰ্গন্ধ হয় যে, রোগীয় কাছে কেহ বসিতে পারে না । অন্ত্রপ্রদাহে প্রলাপ অতিশয় উৎকট লক্ষণ । অধিক প্ৰলাপ বৰ্ত্তমান থাকিলে রোগীর জীবন রক্ষা করা এক প্রকার অসাধ্য হইয়। পড়ে। পীড়ার প্রথমাবস্থায় নাড়ী কঠিন এবং স্থল থাকে ; ক্রমে অত্যন্ত ক্ষীণ ও দ্রুতগামিনী হইয়া আসে, শেষে অঙ্গুলি দিয়া টিপিলে আর কিছুই অনুভব করা যায় না। শৈশবাবস্থায় অন্ত্রের শ্নৈয়িক ঝিল্লির প্রদাহও (Muco-enteritis) afsta 'tsui grs trg sfবার সমরে শিশুদের আগে উদরাময় হয়। তাহার পর ক্রমে আধান, জর প্রভৃতি টাইফয়েড, লক্ষণ প্রকাশ পায় । রোগী সৰ্ব্বদাই অস্থির হইয়া থাকে ; যন্ত্রণায় চীৎকার করে ; রাত্রিতে নিদ্ৰা হয় না ; জিহ্বা মলিন হয় ; অবশেষে নাড়ী ক্ষীণ ও দ্রুতগামিনী হইয়া পড়ে। অন্ত্রগ্রাহে রাত্রিকালে জয়ের অল্প বিশ্রাম হয়।
পাতা:বিশ্বকোষ প্রথম খণ্ড.djvu/৩৬৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।