অন্ত্রবেষ্টপ্রদাহ [७8१ ] অন্ত্রাবরোধ বিস্তীর্ণ হইয় পড়ে। তখন রোগী কিছুতেই উদর স্পশ করিতে দেয় না। উদরের উপরে একখানি পাতল৷ কাপড়ও রাখিতে পারে না। কাশিলে, বমন করিলে কিম্বা মলমূত্র ত্যাগ করিতে হইলে যন্ত্রণায় প্রাণ বাহির হইয় পড়ে। শ্বাস প্রশ্বাসের সময়েও পেটে টান পড়ে, তজন্ত রোগী অত্যস্ত কাতর হয়। পেটের চৰ্ম্ম আল্প। করিয়া রাখিবার নিমিত্ত রোগী আপনার কোলের কাছে হাটু টানিয়া রাখে। মধ্যে মধ্যে হিন্ধা ও বমন হর। নাড়ী অত্যন্ত ক্ষীণ ও দ্রুতগামিনী হইয়া আসে । সৰ্ব্বাঙ্গে চটচটে ঘৰ্ম্ম নির্গত হয়, অবশেষে রোগী অবসর হইয়া প্রাণত্যাগ করে। পীড়ার প্রথমাবস্থায় মৃত্যু না হইলে পেরিটোনিয়মের মধ্যে সিরস্ রস সঞ্চর হইয়া থাকে। প্রসবের ৪ । ৫ দিন পরে স্থতিকা জ্বরের সঙ্গে অনেক স্ত্রীলোকের পেরিটোনাইটি হয়। প্রসবের পর এই রোগ জন্মিবার বিস্তয় কারণ আছে। ফুলের কিয়দংশ গর্ভের ভিতরে ছিড়িয়া থাকিলে ক্রমে তাহা পচিতে থাকে, সেই গলিত দ্রব্যের বাষ্প হইতে রক্ত দূষিত হয়। গর্ভের মধ্যে সস্তান মরিয়া গেলেও অস্ত্রবেষ্ট ঝিল্লিতে প্রদাহ জন্মিতে পারে। ইরিসিপেলাসের | বিষ হইতেও কখন কথন পেরিটোনাইটস্ হইবার । সম্ভাবনা । প্রসবের পর সূতিকা জর এবং অন্ত্রবেষ্ট ঝিল্লি প্রভৃতিতে প্রদাহ হইলে গৃহস্থ এবং চিকিৎসক উভয়েই ! বিলক্ষণ সতর্ক হইবেন । এই রোগ অত্যন্ত সংক্রামক এবং ইহার বিধ কি রূপে কোথায় থাকে, তাহার কিছুষ্ট বুঝিবার উপায় নাই। স্থতিক জরাক্রান্ত স্ত্রীলোককে স্পর্শ করিয়া চিকিৎসক আপনার নখ কাটিয়াছেন, চুল কাম ইয়া ফেলিয়াছেন, বস্ত্রাদি পরিত্যাগ করিয়া উত্তমরূপে স্নান করিয়াছেন। এত সাবধানতার পরেও তিনি অন্ত গর্ভিণীর চিকিৎসা করিতে গিয়াছিলেন, কিন্তু তাহাতে কোন ফল হয় নাই। সেই সকল স্ত্রীলোকেরাও উৎকট স্থতিকা জ্বরে আক্রাস্ত হইয়াছিল। তজ্জন্ত বাটীর মধ্যে কাহারও স্মৃতিক জরাদি হইলে সেখানে গর্ভবতী স্ত্রীলোকের থাকা কৰ্ত্তব্য নহে । এবং চিকিৎসক কিম্বা আত্মীয় বন্ধুবান্ধবের স্বতিক জরগ্রস্ত স্ত্রীলোকের কাছে বসিলে মাসাবধি কদাচ কোন অন্তঃসত্ত্বার নিকটে যাই: বেন না । $ v চিকিৎসা—পেরিটোনাইটস্ রোগে কদাচ বিরেচক ঔষধ সেবন করাইবে না। কিন্তু বৃহদন্ত্রে অধিক মল সঞ্চিত হইয়া থাকিলে উষ্ণ জলের পিচকারি দিবে, তাহাতে অন্ত্রের উত্তেজনা কমিতে পারে। এই রোগে আফিমই উৎকৃষ্ট ঔষধ। অৰ্দ্ধ গ্রেণ মাত্রায় ৩। ৪ ঘণ্টা অন্তর আফিমের সার কপূরের সঙ্গে সেবন করাইবে, এবং পীড়ার প্রথমে দুই এক দিন, কেলামেল ১ গ্রেণ, কপূর ১ গ্রেণ, সোডা বাইকার্ব ৩ গ্রেণ একত্র মিশ্রিত করিয়া একটা পূরিয়া করিবে। এই রূপ পূরিয়া প্রত্যহ দুইবার সেবন করাইবে । পেটের উপরে লাগাইবার জন্ত, পোস্তের সার এবং বেলেডোনার সার সমভাগে লইয়া একত্র মিশ্রিত করিবে। পরে সেই সার সমস্ত উদরের উপরে লাগাইয়। ধীরে ধীরে উষ্ণ জলের স্বেক করি:ব। শরীয় দুৰ্ব্বল, নাড়ী ক্ষীণ ও ক্রত হইয়া আসিলে পাতলা মাংসের ঝোল এবং অল্প অল্প ত্ৰাওঁী সেবন করাইবে । কিন্তু প্রসবের পর এ অবস্থা ঘটিলে অধিক ব্ৰাওঁী সেবন করান আবশ্যক। *Tofasajo (Obstruction of the bowels). Tojoরোধ অতি ভয়ানক পীড়া। এই পীড়া ঘটিলে রোগীর জীবন রক্ষা করা দুর্ঘট হয়। অন্ত্রবৃদ্ধি রোগে অস্ত্র বদ্ধ হইয়া গেলে এই পীড়া প্রায় জন্মিয় থাকে। তজ্জন্ত অস্ত্রাবরোধেয় কোন প্রকার লক্ষণ দেখিতে পাইলে অন্ত্রবৃদ্ধি হইয়াছে কি না তাহা ভাল করিয়া পরীক্ষা করা আবশ্যক। রোগীর তলপেটে, কুঁচকিতে, উরু, দেশে কিম্বা অণ্ডকোষে কোথাও ফুলা দেখা যায় কি না তাহা পরীক্ষা করা উচিত। অস্ত্রাবরোধে মলসংযুক্ত বমন হইলে তাহার নাম ইলিয়স (Ileus ) । কেহ কেহ ইহাকে ভলক্টিউলস্ (Valvulus) sze Efffff: "IT-Ts (Iliac passion) কহেন । ডাক্তার ব্ৰিণ্টন, বেনেট, এবারক্রন্থি এবং অন্যান্ত বিজ্ঞ চিকিৎসকগণ বলেন যে, অন্ত্রের কোন স্থানে আক্ষেপ হইলে অন্ত্রাবরোধ ঘটিতে পারে। তখন উপরের ভুক্তদ্রব্য কিম্বা মল আর নিম্ন দিকে আসিতে পারে না। স্বভাবতঃ, অস্ত্রের আকুঞ্চন গতি উপর দিক হইতে ক্রমে ক্রমে নিম্ন দিকে চলিয়া আসিতেছে। ঐ আকুঞ্চন श्रडिङ्ग झाए° उँभन्द्रश्न छूख्जदा ७ दिप्लानि अप्झद्र निम्न দিকে সরিয়া সরিয়া আসে। কিন্তু সামান্ত অন্ত্রাবরোধ ঘটলে ঐ আকুঞ্চন গতি উন্টিয়া যায়, অর্থাৎ তখন निम्न शिक श्हेउ छेक्ष नििष्क याहेष्ठ पार्क । ठाहे
পাতা:বিশ্বকোষ প্রথম খণ্ড.djvu/৩৭১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।