অবরোধল যস্মাৎ । ৫ বহুব্রী। অর্কবৃক্ষ। আকনাগাছ। (ত্রি) অবরং অধমং ব্রতমন্ত। হীনব্ৰত। মন্ধ নিয়মযুক্ত। অবরশৈল (পুং)অবর: পশ্চাদ্ধৰ্ত্তী শৈল: কৰ্ম্মধ। অস্তাচল। অবরস্তাৎ ( অব্য ) আৰর প্রথমাদার্থে অস্তাতি। পশ্চাৎ দেশ, কাল, কিম্বা দিক। পশ্চাৎ দেশ, কাল অথবা দিক হইতে। পশ্চাৎ দেশে, কালে কিম্বা দিকে। [ অস্তাতির স্বত্র অৰ্ব্বাচ, শব্দে দেখ }। অবরহস ( ক্লী) অয অবততং রহঃ অজস্ত প্রাদি স । অতি নির্জন । * । অম্ববতপ্তাদ্রহসঃ । প৷ ৫ ৷৷ ৪ ৷৷ ৮১ ৷ অতু অব তপ্ত যথাক্রমে এই সকল শব্দের পরস্থিত রহস্ শব্দের উত্তর অচ, প্রত্যর হয়। অবরাদ্ধ (ক্লী) অবরঞ্চ তৎ অৰ্দ্ধঞ্চেতি কৰ্ম্মধা । অপরভাগ। দেহের পশ্চা ভাগ। নাভি হইতে পাদ পর্য্যন্ত দেহের নিম্ন ভাগ । অবরাদ্ধা (ত্রি) অবরাদ্ধে ভবং যৎ। শেষ ভাগে জাত। ন বরত্বেন অৰ্দ্ধাতে অবর-ঋধ-ণিচ-কৰ্ম্মণি যৎ শিচ, লোপঃ। নুন। অল্প। অবরীণ (ত্রি) অব অপকৃষ্টং রীয়তেশ্ন। অব-র-কৰ্ম্মণিক্ত। তিরস্থত। ধিক্কৃত। (আবরণোধিক তক্ষ। অমর)। অবরীয়স্ (ত্রি) ন বরীয়: নঞ তৎ। শ্ৰেষ্ঠ নহে । অতি অন্ন। (স্ত্রী) উীপ, অবরীয়সী। কনিষ্ঠ । অবরুগ্ন (ত্রি) অবরুজ-ক্ত ওদিত্বাত্তস্ত নঃ। রুগ্ন। অবরুদ্ধ (ত্রি ) অব সৰ্ব্বথা রুধাতেন্ম অব-কুধ-কৰ্ম্মণি জ। প্রতিরুদ্ধ। বদ্ধ। অন্তে দেখিতে না পায় এরূপে গুপ্ত। (স্ত্রী ) অবরুদ্ধা—অর্থাৎ গৃহবন্ধ যে স্ত্রীলোকের কাছে সাধারণ লোকে যাইতে পারে না। যেমন, অন্তঃপুৱাবরুদ্ধা কুলকামিনী। রাখনী । অবরুদ্ধি (স্ত্রী) অবরুধ-ভাবে ক্ৰিন্থ। অবরোধ। বদ্ধ করিয়া রাখা । অবরূঢ় (ত্রি) অব-কুছ-ক্ত। কৃতাবরোহণ। যিনি কোন উচ্চস্থান হইতে নিম্নস্থানে নামিয়াছেন । উৎপাটিত। অবরোচক (পুং) অৱ অনাদরে বোচয়তি আব-রুচ-পিচ ফু শিচ লোপ। অরুচিকারক রোগ বিশেষ। অবরোধ (পুং) অব-রুধ-ভাবে ব*, বিরোধ। বদ্ধ করিয়া রাখা। অব-কুধ-কৰ্ম্মণি বঞ্চ, তিরোধান । রাজার অন্তঃপুরস্থ স্ত্রী। রাণী। জব-রূধ-আধারে ঘঞ । রাজার জন্তঃপুর। রাজার গৃহ। ( অবরোধস্তিরোধানে শুদ্ধান্তে রাজবেশ্বনি। বিশ্ব)। অবরোধন (ক্লী) অবরুধ-ভাবে লুট, নিরোধ। বদ্ধ [ ৩৩৩ ] অন্নয়েছি
- o-o-o-o-o-o: بييجي.بي.سي க_
করিয়া রাখা। অবরুধ্যন্তে রাজ ঘোষিতে ঘক্ষিন অথরুধ-আধারে লুটি । রাজার অন্তঃপুর। (স্ত্র্যগায়ং তুঙ্কুজামন্তঃপুরং দ্যাদবরোধনম্। অমর ) । অবরোধক (ত্রি) অবরুণদ্ধি অবরুধপুল। প্রতিরোধক। আবরক। যে আবদ্ধ করিয়া রাখে। অবরোধায়ন (ক্লী) অবরোধস্ত প্রতিরোধস্ত রাজম্বোধিতে द अग्ननश् शृंशम् ।। ७-७९ । ब्रालाब्र श्ररु:शूज़ । (अग्रन६ পথি গেছে। হেম ) । অবরোধিক (পুং) অবরোধে রাজান্তঃপুরস্ত রাজযোধিতে বা রক্ষণে নিযুক্ত: (তত্র নিযুক্তঃ । পা ৪। ৪ । ৬৯ ) ইতি ঠন্ । রাজার অন্তঃপুর বা রাজার রাণীদের রক্ষা করিতে নিযুক্ত বামমাদি। (স্ত্রী) অবরোধঃ রাজাস্ত:পুরং নিবাসত্বেনাস্ত্যস্ত: (অত ইনিঠনে। পা ৫ । ২ । ১১৫) ইতি ঠন, স্ত্রীত্বাক্টাপ, অবরোধিক। রাজার অন্তঃপুর বাসিনী স্ত্রী। অবরোধিন (ত্রি) অবরুণদ্ধি অব-রুধ-শিলি। রোধক। আবরক। অবরোধে রক্ষকত্বেনাস্ত্যন্ত (অত ইনি ঠনেী। পা ৫। ২। ১১৫ ) ইতি ইনি। রাজার অন্তঃপুর রক্ষক বামনাদি। (স্ত্রী) অবরোধে নিবাসত্বেনাস্ত্যস্থাঃ • ইনি উীপ, অবরোধিনী। রাজার অন্তঃপুর ৰালিনী স্ত্রী। রাণী । অবরোপণ (ক্লী) অব-রুহ-ণিচ (ক্লহঃ পোহষ্ঠতরস্তাম্। পা ৭। ৩। ৪৩ ) ইতি প; ততে লুটি শিচ, লোপ । উৎপাটন। উপড়াইয়! ফেলা । অবরোপিত (ত্রি) অব-রুহ-গিচপ ক ইট শিচ লোপ:। উৎপাটিত। যাহা উপড়াইয়া ফেলা হইয়াছে। অবরোহ (পুং ) অবরুহ-ঘঞ্চ অবতরণ। উচ্চ স্থান হইতে নিয়ে নাম । অবরোহতি বৃক্ষশাখাত: আধোমুখেমাবতয়তি করি সংজ্ঞায়াং ঘঃ । শাখাশিক্ষণ। ডালের শেকড়। বটের বোয়া, নাম্ন ঝুৰী ইত্যাদি । ( শাখাশিফাবরোহঃ তাৎ। অমর ) । অবরোহতি তরোমুলতঃ অগ্রপৰ্য্যস্তমারোহতি কর্তুরি ঘ: গুলঞ্চ প্রভৃতি লতা । যে লন্ত বৃক্ষমূল হইতে গাছের উপর পর্য্যস্ত উঠে । ( অৰয়োহোইবতরণে তরোয়ঙ্গে লতোদগমে । অবরোহুতি স্বপুণ্যফলভোগাং পরং স্বচ্ছুষ্যলোকে অরতরত্যন্মাৎ অপাদানে ঘঞ্চ মর্গাদি লোক। শাস্ত্রকারেরা বলেন, যাহার বেরূপ পুণ্য তদনুসারে স্বৰ্গাদি লোকে মুখভোগের পর স্বাৰায় পৃথিবীতে আসিয়া জন্ম গ্রহণ করিতে হয়।