অষ্ট্ৰীয়া { ৬৫৬ ] অষ্ট্রীয় কচিৎ কোন স্থলে বেতন থাকিলেও তাহ অতি সামান্ত মাত্র। অষ্ট্ৰীয়ায় কতকগুলি জাতীয় বিদ্যালয় আছে। ছয় বৎসর হইতে বার বৎসর বয়সের সকল বালককেই ঐ বিদ্যালয়ে উপস্থিত হইতে হয়। তদ্ভিন্ন সকলেই যেন কিছু কিছু লেখা পড়া শিখিতে পারে এরূপ অনেকগুলি পাঠশালা সম্প্রতি স্থাপিত করা হইয়াছে। বিয়েনা, গ্রেগ, গ্রেট, ইন্সব্রক, প্রেস্থ, ক্রাকে ক্লসেনবর্গ, লেম্বার্গ এবং জাৰ্ণোইচ নগরে বিশ্ববিদ্যালয় আছে । অষ্ট্ৰীয়ার শাসনভার সম্রাটের অধীন। হাপাবর্গ— লোধিঞ্জেন পরিবারের লোকের সম্রাট হইয়া থাকেন। দৈবাৎ রাজপরিবারের মধ্যে কেহ বংশধর না থাকিলে বোহিমিয়া এবং হুঙ্গারির রাজকীয় লোকের নূতন রাজা মনোনীত করেন । কিন্তু অন্তান্ত বিভাগগুলির শেষ রাজা আপনার উত্তরাধিকারী ঠিক করিয়া যান। এখানকার সম্রাটেয় রোমান-কাথলিক মতাবলম্বী হওয়া আবখ্যক । ইংলণ্ডের লর্ড এবং কমন্স সভার মত এখানেও উচ্চ এবং নিম্ন সভা আছে। ভূস্বামী, আর্কবিশপ, বিশপের এবং রাজারা এখানকার উচ্চ সভার সদস্ত। স্বয়ং সম্রাট এই সকল সভ্যকে মনোনীত কয়েন । নিম্ন সভায় ৩৫৩ জন সভ্য থাকেন । তাহার মধ্যে বোহিমিয়া হইতে ৯২ জন, দালমেশিয়া হইতে .৯ জন, গেলেশিয়া হইতে ৬৩ জন, উচ্চ অষ্ট্ৰীয়া হইতে ১৭ জন, নিম্ন অষ্ট্ৰীয়া হইতে ৩৭ জন, সালসবর্গ হইতে ৫ জন, স্তাইরিয়া হইতে ২৩ জন, কারিন্থিয়া হইতে ১০ জন, কানিওলা হইতে ৯ জন, বুকোবিন হইতে ৯ জন, মোরেবিয়া হইতে ৩৬, সিলিসিয়৷ হইতে ১০ জন, তাইরোল হইতে ১৭ জন, বোরারলবর্গ হইতে ৩ জন, ইঞ্জিয়। এবং ত্রিস্ত হইতে ৪ জন সভ্য মনোনীত করা হয় । অষ্ট্ৰীয়ার শাসনভার সাত মঞ্জীবিভাগের হাতে জপিত আছে। যথা—১-সাধারণশিক্ষা এবং ধৰ্ম্মকার্য্যের বিভাগ, ২-কৃষিবিভাগ, ৩-রাজস্ববিভাগ, ৪-রাজ্যের অন্তর্ভূত বিষয়ব্যাপার, ৫-জাতীয় রক্ষা, ৬-বাণিজ্য ৰিভাগ, ৭-বিচার বিভাগ । এখানকার রাজস্বের অবস্থা অতিশয় শোচনীয় । উনবিংশ শতাব্দীর প্রথমে একাদিক্রমে পনর বৎসর যুদ্ধ চলিয়াছিল, তাহাতে অষ্ট্ৰীয়ার বিস্তর অর্থব্যয় হয় । লোকের বিশ্বাস অতিশয় কমিয়া আলিল। শতকরা ২৫ টাকা বাটাতেও কেহ গভর্ণমেণ্টকে টাকা ঋণ দিতে চাৰিত না। অবশেষে ৫০ টাকা বাটায় শতকরা ৫\ টাকা মুদে টাকা কর্জ লইতে হইয়াছিল। তাছার পর ক্রিমিয়া, ইতালী এবং প্রশিয়ার যুদ্ধে ঋণ আরও বাড়িয়া উঠিল। ১৮৮১ সালে সমগ্র অষ্ট্ৰীয়া সাম্রাজ্যের আয় ১১৫,৮৪৫,৯১০ টাকা ; বার্ষিক ব্যয় প্রায় ১২২, ১৮৪,০১০ টাকা । ঐ সালে সমস্ত সাম্রাজ্যের ঋণ ৪১১,৯৯৯,৭৬০ টাকা । আমাদের ভারতবর্ষের সঙ্গে তুলন। করিলে অষ্ট্ৰীয়ার আয় ব্যয় নিতান্ত অল্প। ১৮৮১ সালে তারতবর্ষের আয় প্রায় ৭০৯,৮১০,০০০ টাকা ; বার প্রায় ৭৫০,৯৯০,০০০ টাকা; ঋণ ১৫,১৫৬৩৮,০২০ টাকা । আগে অষ্ট্ৰীয়া এমন বৃহৎ সাম্রাজ্য ছিল না । এন্স নদের নিম্নে একটী ক্ষুদ্র স্থান ছিল । ৮৮০ খৃঃ অন্ধে শালে মেনের সময়ে উহার দক্ষিণ-পূৰ্ব্বদিকে অষ্টিচে একটা সীমা নির্দেশ করা হয়। ১১৫৬ খৃং অব্দে ইন্সের উপরেয় দেশগুলির সঙ্গে এই স্থান একত্রিত করা হইয়াছিল। তাহার পর ১২৮২ সালে হাম্সবর্গ পরিবারের সঙ্গে মিলিত হওয়ায় এই রাজ্য ক্রমে বলবান হইয়া উঠে। হান্সবর্গের রাজার কোথাও বিবাহ স্বত্রে নূতন স্থান পাইয়াছিলেন, কোথাও বা ক্রমে ক্রমে নূতন স্থান ক্রয় করিতে লাগিলেন ; এই রূপে অষ্ট্রীয় সাম্রাজ্য প্রবল হইয়া উঠিল । শেষে ১৪৩৮ সাল হইতে তাহারা জার্মণীরও অধিপতি হইলেন । ১৪২৬-২৭ সালে বোহিমিয়া এবং ইঙ্গারি রাজ্য হস্তগত হয়। এই সময়ে অষ্ট্রীয় একট বৃহৎ সাম্রাজ্য হইয় পড়িল । ১৮০৪ সালে ফান্সিস্, পুত্রপৌত্ৰাদি বংশাবলী ক্রমে এথানকার সম্রাট হইলেন । দুই বৎসর পয়ে তাহাকে জার্মণীয় সম্রাট এবং ইতালীর রাজা বলিয়া স্বীকার করা হয় । এখন ষে স্থান অষ্ট্ৰীয়ায় ডচী নামে প্রসিদ্ধ, অতি পুৰ্ব্বকালে সেখানে তরিসিকস নামে কেণ্টিক জাতীয় লোকের বাস ছিল । খৃঃ জন্ম ১৪ বৎসর পূৰ্ব্বে য়োমকেরা দামু্যব নদের উত্তরে নোরিকম জয় করেন। মার্কোমাল্লিরা তখন ঐ প্রদেশের অধীশ্বর। দামু্যবের দক্ষিণে রোমকদের নোরিকম এবং পাল্লোনিয়া প্রদেশ ছিল । সে সময়ে তাইরোল, রিশিয়ার একটী বিভাগ মাত্র। খৃঃ পঞ্চম এবং ষষ্ঠ শতাব্দীতে বে-আই, বন্দন, গথ, হন, লম্বার্ড এবং অবর প্রভৃতি জাতিরা ঐ সকল স্থান অধিকার করিল । শেষে লম্বার্ড জাতির ইতালীতে গিয়া বাস করে। তৎকালে এন্স নদের এক ধারে অবরী এবং অন্ত ধারে এক জাতীয় জার্মাণদের অধিকার ছিল । ৭৮৮ খৃঃ অস্বে অবরীরা বাবেরিয়া জাগ্রমণ
পাতা:বিশ্বকোষ প্রথম খণ্ড.djvu/৬৮০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।