ਯੀਂ। করে,কিন্তু শালে মিন তাহাদিগকে দূরীভূত করিয়া দিয়া ইন্স নদের কূলবৰ্ত্তী প্রদেশ জার্মণীর অন্তর্গত করিয়া লইলেন। তাহার পর ৯০১ খৃঃ অন্ধে হঙ্গারির রাজা ঐ স্থান জয় করিয়া লইয়াছিলেন। অবশেষে ৯৫৫ খৃঃ অন্ধে প্রথম ওত্তো পুনৰ্ব্বার উহ। জার্মণীর অন্তর্ভূত করেন। ৯৮৩ খৃঃ অন্ধে সম্রাট, বাবেম্বর্গের লিওপোল্ডকে ঐ স্থানের শাসনকৰ্ত্ত নিযুক্ত করেন। ১১৪১-১১৭৭ সালে হেনিরি জেসোমির্গৎ এন্স নদের উপয় এবং নিম্ন প্রদেশগুলি মিলিত করিয়া লইলেন । এই বংশের বণ্ঠ লিওপোল ড হঙ্গারির সঙ্গে কয়েকবার যুদ্ধ করিয়াছিলেন। ১২৪৬ সালে তাহার উত্তরাধিকারী ফুেদারিক, মাগিয়ারদের সঙ্গে যুদ্ধ করিতে গিয়া বিনষ্ট হন। তাহার সন্তানসস্তুতি ছিল না, সুতরাং বাবেন বর্গ রাজবংশ এইখান হইতে ধ্বংস হইয়া যায়। দ্বিতীয় ফ্রেদরিকের সময়ে অষ্ট্ৰীয়া য় অতিশয় বিশ্বজ্বল ঘটে। কিন্তু পরিশেষে হাসিবর্গ পরিবারের oश्वभ श्राजध्बन्। जब्बाप्ने श्झेाल अड्डीझान्न अङ्कामाग्नब्र স্বত্রপাত হইল। তিনি হঙ্গারি এবং বাবেরিয়ার সঙ্গে যুদ্ধ করেন। শেষে সুইজালাঙের সংগ্রামে জন্ স্বাবিয়া তাহাকে বিনষ্ট করিয়াছিলেন। তাহার পাঁচ সন্তান। তন্মধ্যে ফ্রেদরিককে কেহ কেহ সম্রাট করিতে অভিলাষ করেন। কিন্তু বাবেরিয়ার ভু্যক এই প্রস্তাবে অস্বীকৃত হইয়। তাছাকে পরাস্ত করিলেন। পরিশেষে তাহার ভাই দ্বিতীয় আলফ্রে ডুকি হইয়াছিলেন। তাহার মৃত্যুর পর তৃতীয় আলব্রেস এবং রালফ অষ্ট্রীরার ড্রাক হন। ১৩৯৫ সালে চতুর্থ আলব্রেস ভুকি হইলেন । পঞ্চম আল ব্রেস্, সম্রাট, সিগিসমূন্দের কস্তাকে বিবাহ করেন । সেই সম্বন্ধে তাহাকে হুঙ্গারি এবং বোছিমিয়ার রাঙ্ক করা হইল ; এদিকে দ্বিতীয় আলব্রেস্থ এই নামে তিনি জার্মণীরও সম্রাট হইলেন। ১৪৫৭ সালে র্তাহার সস্তান লাদিসলার মুতু্যর পরে অষ্ট্রয়ার রাজবংশ বিলুপ্ত হইরা গেলে স্তাইরিয়ার রাজপরিবারের হাতে র্তাহাদের স্বত্বাধিকার আসিয়া পড়িল। স্তাইরিয়ার রাজপরিবারের তৃতীয় ফ্রেদারিক সম্রাট হইলেন। তাহায় পুত্রের নাম প্রথম মোক্ষমিলন। ১৪৭৭ সালে চালাস-দি-বোল ডের কন্যা মেরিয়াকে বিবাহ করিয়া তিনি নেথালীণ্ডের অধিকার পাইলেন। ফ্রেদারিকের মৃত্যুর পরে মোক্ষমিলন, আপন সস্তান [ > so ] [ ૭૯૧ ] ਬੈ। ফিলিপকে নেথালীণ্ডের রাজা করিলেন । ম্পেনের জোহানার সঙ্গে ফিলিপের বিবাহ হয়। সেই সম্বন্ধ স্বত্রে হাঙ্গবৰ্গরাজপরিবার স্পেনের অধীশ্বর হইলেন। ১৫০৬ সালে ফিলিপের মৃত্যু হয়। ১৫১৯ সালে মোক্ষমিলনও পরলোক গমন করেন । সে সময়ে তাহার পৌত্র প্রথম চালর্স স্পেনের রাজা ছিলেন। এখানে জার্মণীর সিংহাসন শূন্ত হওয়ায় তিনি পঞ্চম চালর্স নামে তথাকার সম্রাট হইলেন। এদিকে সন্ধিপত্রের সপ্ত অমুসারে কেবল নেথাল ও ভিন্ন জার্মণীর অষ্ঠাষ্ঠ সমস্ত স্থান তাহার ভাই প্রথম ফার্দিনাদের হাতে অর্পণ করিতে হইল। ফার্দিনান্দ, হুঙ্গারির রাজা দ্বিতীয় লুইসের ভগিনীপতি । লুইসের মৃত্যু হইলে অনেক বিবাদের পয় ফার্দিনান্দ নিম্ন হঙ্গারিতে অধিকার পাইলেন। শেষে পঞ্চম চালসের মৃত্যুর পর ফার্সিনালকেই সম্রাট, করা হইল । ১৫৫৬ সালে সম্রাটের মৃত্যু হয়। জ্যেষ্ঠ দ্বিতীয় মোক্ষমিলন অষ্ট্ৰীয়া, ইঙ্গারি এবং বোহিমিয়ার সম্রাট, হইলেন। তাইরোল এবং উপর অষ্ট্ৰীয়া, দ্বিতীয়পুর ফার্দিনান্দের অংশে পড়ে। কনিষ্ঠ পুত্রের নাম কারল। তিনি আপনার অংশে স্তাইরিয়া এবং কারিন্থির প্রভৃতি স্থান পাইলেন। ১৫৭৬ সালে মোক্ষমিলনের মৃত্যু হয়। র্তাহার পাচ পুত্রের মধ্যে দ্বিতীয় রুদল ফ সম্রাট হইলেন । ইহঁার সমরে সাম্রাজ্যেৰু অবস্থা তাদৃশ ভাল ছিল না। তুরস্ক এবং বোহিমিয়ার সঙ্গে তাহার বিরোধ ঘটে । এদিকে জেস্থটয়া বেছিমিয়ার প্রোন্তস্তান্ত মতাবলম্বীদিগকে উৎপীড়ন করিতে লাগিল। সে জন্য তিনি প্রোতেস্তান্তদিগকে সম্পূর্ণ স্বাধীনতা প্রদান করিলেন । কিন্তু রুদল ফেয় হাতে সাম্রাজ্য অধিক দিন থাকিল না । তিনি তাহার কনিষ্ঠ মাথিয়াসের হাতে সাম্রাজ্য অর্পণ করেন। ইহঁারই সময়ে রোমান, কাথলিক এবং প্রোতেন্তাস্তদের মধ্যে ঘোরতর বিরোধ উপস্থিত হয়। সেই বিরোধ একাদিক্রমে ত্রিশ বৎসর চলিয়াছিল। মাথিয়াসের পরে দ্বিতীয় ফার্দিনান্দ সম্রাট হইলেন। তাহার পর তৃতীর কার্সিনাল। এই সময়ে অষ্ট্ৰীয়ার অনেক দিন পর্য্যস্ত ধৰ্ম্ম যুদ্ধ চলিয়াছিল। তাছায় পর তৃতীয় ফার্সিনাদের পুত্র প্রথম লিওপোল ড সম্রাট, হন। এখানে স্পেনের রাজসিংহাসন নৃপত্তিশূন্ত। ঐ সিংহাসনের জন্ত লিওপোড়ের সঙ্গে ফ্রান্সের সম্রাটু
পাতা:বিশ্বকোষ প্রথম খণ্ড.djvu/৬৮১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।