অপ্রমাংস [ ૭૦] অগ্রন্থায়ণ রহিয়াছে। তাহ দেখিয়া প্রেমভরে কৃষ্ণচন্ত্রের চক্ষু ফুটিয়া জল পড়িতে লাগিল। ‘স্থা, এই আমার তিনি, ইনিই অামারসেই গোপীনাথ”—এই বলিয়া তিনি তাড়াতাড়ি বিগ্রহটিকে কোলে করিয়া লইলেন । কেহ কেহ বলেন, রাজা কৃষ্ণচন্দ্র গোপীনাথের জন্ত গভর্ণর জেনারেলের কাছে নালিল করিয়াছিলেন। তিনিই ঠাকুর ফিরিয়া দিবার নিমিত্ত রাজা নবকৃষ্ণ বাহাদুরকে অনুরোধ করেন। পূৰ্ব্বে অগ্রদ্বীপ পাটুলির জমিদারদের সম্পত্তি ছিল । পরে একবারে পাঁচ ছয় জন যাত্রী সেখানকার মেলায় হত হয় । মুর্শিদাবাদের নবাব তাহাতে ক্রুদ্ধ হইরা তথাকার জমিদারকে শাস্তি দিতে সংকল্প করেন । লেই ভয়ে সকল জমিদারের মোক্তার বলিল যে,-“অগ্রদ্বীপ আমার প্রভুর নহে।’ কৃষ্ণনগরের মোক্তার স্বযোগ দেখিয়া কহিলেন,—‘ধৰ্ম্মাবতার, ঐ সম্পত্তি আমার প্রভুর। মেলার যে প্রকার লোক সমাগম হয়, তাহাতে আরও অনিষ্ট ঘটিবার কথা। কিন্তু আমার প্রভুর বিশেষ সতর্কতার জন্ত তাহ ঘটিতে পায় না’। নবাব এই কথা শুনিয়া দোষ ক্ষমা করিলেন। অগ্রদ্বীপ অবাদে কৃষ্ণনগরের সম্পত্তি হইল । অগ্রনখ (পুং ) অগ্ৰোনখঃ, কৰ্ম্মধা । নধাগ্র। অগ্রনাসিকা (স্ত্রী) অগ্রা মাসিকা, কৰ্ম্মধা । নালিকার অগ্রভাগ । অগ্রন্থিক ( পুং ) নাস্তি গ্রস্থির্যন্ত। বহুত্রী । কেীপীনধারী জৈনসম্প্রদায় বিশেষ। আত্মতত্ত্বজ্ঞ। সংসারপাশ হইতে যিনি মুক্ত হইয়াছেম। অগ্রপণী (স্ত্রী) অগ্ৰে পৰ্ণং যন্তাঃ। আলকুণী। • । ধাপূব স্তজাতিভো নঃ। উণ ৩। ও । পৃ ন পর্ণ। অগ্রপূজা (স্ত্রী) কৰ্ম্মধু। প্রথমপূজা । অগ্রভাগ (পুং ) অগ্র ভজ-ঘঞ। শ্রান্ধের ও পূজাদিতে প্রথম দেয় ভাগ । শেষভাগ যথা, শিখাগ্রভাগ । অগ্রভূক্ (ত্রি) অগ্র-ভুজ-ক্ষিপ। দেবতা পিতৃপুরুষাদিকে না দিয়া যে অগ্ৰে ভোজন করে। পেটুক। ঔদরিক। অগ্রভুক্ত, অগ্রভুজে, অগ্রভুজঃ। অগ্রন্থ (পুং) অগ্র ভূ-কিপূ. ৭ তৎ। জ্যেষ্ঠভ্রাতা। ব্রাহ্মণ । অগ্রমহিষী (স্ত্রী) কৰ্ম্ম-ধা। প্রধান স্ত্রী । অগ্রমাংস (ক্লী) কৰ্ম্ম-ধ।'ছদয়ের মধ্যস্থিত পদ্মাকার মাংস। ফুসফুস, ফুষ্ক। অগ্রমাস রোগশৰো উদরের উৰ্দ্ধভাগস্থ মাংস বৃদ্ধিকে বুঝায়। প্লীহা যকৃৎ প্রভৃতি রোগের সঙ্গে | বুক্ষেরলিয়ন্সস্থি বৃদ্ধি হইলে তাকে অগ্রমাংস কড়াকহে৷ অগ্রমুখ (ক্লী) অগ্রং মুখম, কৰ্ম্মধ। মুখাগ্র। অগুণ(#) অগ্র ময়ন। শৱ অলোপশ্চ শকন্ধাদি। অথহায়ণ মাস । এই মাসে সাগ্নিক ব্ৰাহ্মণদের নবশস্ত যজ্ঞ কৰ্ত্তব্য । বঙ্গদেশে নিয়গ্নি ব্রাহ্মণের নবায় করেন। অগ্রয়ান, অগ্রয়াণ ( ক্লী) অগ্র-ধা-লুট্টি। অগ্রে যানং যন্ত । পুরোগামী সৈন্ত । জনৈক ঋষির নাম । ইনি যান্ধের পূৰ্ব্বে বেদব্যাখ্যা করিয়াছিলেন। অগ্রযাক্সিন (ত্রি) অগ্র-যা-ণিনি, ৭-তং । পুয়োগামী । অগ্রযায়ী, অগ্রযায়িনেী, অগ্রযায়িনঃ। অগ্রষোধিন্ (পুং ) অগ্র-যুদ্ধ-ণিনি, ৭-তৎ। যিনি সৈন্তের সম্মুখে থাকিয়া যুদ্ধ করেন। অগ্রলোহিতা ( স্ত্রী) বহুত্ৰী। যাহার উপরিভাগ লোচিত বর্ণ। চিল্লীশাক । অগ্রবণ (কী) বনস্ত বৃন্দাবনস্তাগ্রম্ইতি। আগ্রার পুৰ্ব্বতন নাম । [ আগরা দেখ ] । অগ্রীজ (পুং ) অগ্রং শাখাগ্ৰং বীজরুপমুৎপাদকং ষষ্ঠ । কলম হইতে যে বৃক্ষ জন্মে । যথা কুরন্ট, গোলাপ, মল্লিকা ইত্যাদি বৃক্ষ। যাহার শাখা পুতিলে গাছ হয়। অগ্রসন্ধানী (স্ত্রী) জগ্র সম্-ধা লুটু। স্ত্রী উপ্। যমপঞ্জিকা। প্রাণিগণের প্রাক্তনের শুভাশুভ অগ্ৰে লিখিত থাকে, তৰ্জ্জন্ত যমপঞ্জিকার নাম অগ্রসন্ধানী। অগ্রসন্ধ্যা (স্ত্রী ) সন্ধ্যায়াঃ আগ্রং অথবা অগ্র সন্ধা । সন্ধ্যার পূর্বকাল। প্রাতঃসন্ধ্যা । অগ্রসর (ত্রি ) অগ্র-স্ব-ট। অগ্রং অগ্রেণ অগ্রে বাসরতীতি। { অগ্রতঃসর দেখ ]। অগ্রগামী। অগ্রসার (স্ত্রী) অগ্ৰং শীর্ষভাগমাত্ৰং সারোহস্তাঃ । ফলশূন্ত শিখা। মঞ্জরী। যাহার আগাই সারমাত্র। আগড়া । অগ্রহ (পুং) ন-গ্ৰহঃ দ্বারপরিগ্রহ । নঞ তৎ। যিনি বিবাহ করেন নাই। সন্ন্যাসী । বানপ্রস্থ । অগ্রহর (ত্রি, পুং ) অগ্র হৃ-আচ। অগ্রদেয় বস্তু। অগ্রভাগ হারী। { অংশহর দেথ ] । অগ্ৰহস্ত ( পুং ) অগ্রশাসেী হস্তশ্চেতি । কৰ্ম্ম-ধা, গুণগুণি নোরভেদাং হস্তের অগ্রভাগ । অগ্রহায়ণ ( পুং) হায়নস্ত বৎসরস্ত প্রথম মাসঃ । মার্গশীর্ষ মাস। পূৰ্ব্বে অগ্রহায়ণমাসে বৎসর আরম্ভ হইত এবং কাৰ্ত্তিক মাসে বৎসর শেষ হুইত, তজ্জন্ত মার্গশীর্ষ মাসের নাম অগ্রহায়ণ হইয়াছে। অমরাদি প্রাচীন কোষে একথা অগ্রহ লুট হান।*।২শ স্ত্ৰীষ্কিারো পা ৩। •
পাতা:বিশ্বকোষ প্রথম খণ্ড.djvu/৮৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।