পাতা:বিশ্বকোষ বিংশ খণ্ড.djvu/১৮২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শনি لاله] শনি আধুনিক বৈজ্ঞানিক জ্যোতির্বিাপণ্ডিতগণ বলেন, এই বলয় ৰন্থ ক্ষুদ্র ক্ষুদ্র উপগ্রহের সমষ্টি । এই সকল উপগ্রহ বাম্পের সহিত সংমিশ্রিত। এই বলয় অসঙ্গভাবে শনিগ্রহের সহিত পরিভ্রমণ করে । শুনিগ্রহের আটটি উপগ্ৰহ (Satellites) wits Toto বহিঃস্থ উপগ্ৰহটীর বিস্তৃতি পরিমাণ চল্লিশ লক্ষ মাইল । हेझीं আমাদের চন্দ্র অপেক্ষাও অনেক বড়। ৬ষ্ঠ উপগ্রহ টিটান (Titan ) মাকুরীর তুল্য। ফল-গ্ৰহগণ রাশিবিশেষে অবস্থান করিয়া বিশেষ বিশেষ কল উৎপাদন কীি থাকে। শনিগ্রহের ফলবিরে এইরূপ লিখিত আছে যে, শনি পাপগ্রহ, সুতরাং অশুভফলদ, কিন্তু রাশি o ও স্থানবিশেষে শুভফলও প্রধান করিয়া থাকে। এমন কি শন ও মঙ্গল এই দুইটী গ্রহ স্থানবিশেষে অবস্থান করিয়া রাজযোগকারকও হইয়া থাকে । e শনির স্থান—শনি “শুম্ভস্থানে অবস্থান করিলে রাজ্য, দাস, দাসীy বtহন ও চিন্তাশক্তিকারক হইয়া থাকে। কিন্তু অশুভ হইলে অনিষ্ট ও বিনাশকারক হয় । ইহাকে সন্ন্যাসী, প্রাচীন ব্যক্তি, ভূত্য ও নীচ লোক কল্পনা করা হয়। শনিগ্ৰহ ভারতবর্ষস্থিত স্বরাটদেশের অধিপতি এবং পশ্চিম দ্বিগুবলী । মনুষ্য শীরে শনির ভাগ অধিক হইলে স্বল্পকেশ, কৃশ ও দীর্ঘদেহ, পীননাসিক, অধর ওষ্ঠ স্থল, ক্ষুদ্রনেত্র ও বিস্তৃত কর্ণ হইয় থাকে । + স্বভাব-জন্মসময়ে শনি অমুকুল থাকিলে জাতক গভীর বুদ্ধিশক্তিসম্পন্ন, মিতভাষী, ধৈর্য্যশালী, পরিশ্রমী, সম্পত্তি উপা৯ জ্জনে যত্নবান, ক্লেশসহিষ্ণু এবং দূরদর্শী হয়। পনি বিগুণ হইলে মানব মলিন, হিংস্র, দ্বেষী, লোভী, ভীরু, নীচাশয়, সন্মিথ, অপবিত্র, অশুচি, নীচকৰ্ম্মরত, মিথ্যাবাণী ও বিশ্বাসঘাতক হয় । ব্যাধি-শনি বিগুণ হইলে বধিরত, পদবিকলতা, প্লীহা, পক্ষাঘাত, শরীর কম্পন, উদল্লী, বাত, বায়ুরোগ, শ্বাসরোগ ও যক্ষ্মরোগ হইয়া থাকে। কাৰ্য্য-শনিগ্রহ অমুকুল হইলে মানব রাজা,খনির অধিপতি, উর্ণ ও কাষ্ঠব্যবসায়ী এবং কৃষী হয় । শনি প্রতিকূল হইলে জাতক ভারবাহক, শকটচালক, : ভূত্য, পশুরক্ষক, ডোম ও চণ্ডাল প্রভৃতি নীচজাতি হইয় থাকে। উস্ত্র, গর্দভ, উল্প,ক, মহিষ, ড়েক, সৰ্প, কুৰ্ম্ম, গুঞ্জ, বাদুড় প্রভৃতি পক্ষ শনির প্রিয়। বেড়েল, শমী, তাল, খৰ্জ্জুর, শাল, সেগুণ ও সমস্ত বিষাক্ত एश्ह्णश्च भमिव श्:िझ ।। ८णोट्, সীসক, এবং ইক্রনীল রত্ন শনির অতি প্রিয়। শন বিরুদ্ধ হইলে লৌহ ও লীগক দান এবং ধারণ বা ইন্দ্রনীল মণি ধারণ করিলে শুভ হয়। শনিগ্ৰহ আড়াই বর্ষকাল এক এক রাশি ভোগ করিয়া থাকে, সুতরাং সমস্ত রাশিচক্র ভ্রমণ করিতে ৩৪ বৎসর সময় লাগে। শনি জম্মরাশি হইতে অবস্থান করিয়া বিশেষ বিশেষ ফল জন্মাইয়া থাকে। - গোচরফল—শনি উন্মরাশিতে উপস্থিত হইলে দীর্ঘকালস্থায়ী শ্লেষ্মা, অথবা বায়ুঞ্জনিত পীড়া, কম্প, সংক্রামক বা ত্ৰাছিক জয়, পক্ষাঘাত, উদরী, বাত প্রভৃতি রোগ হইবার সম্ভাবনা, নান প্রকার মনোবেদনা, অর্থহানি, অপবাদ, মাতা, পুত্র ও কলৰাদির পীড়া বা বিয়োগঞ্জনিত শোক হইয়া থাকে। দ্বিতীয়ে— মনঃক্লেশ ও অর্থক্ষতি। তৃতীয়ে-শত্রুনাশ, ক্ষমতা বৃদ্ধি ও সৌভাগ্যলাভ। কিন্তু শনি যদি এই স্থানে নীচস্থ হয়, তাহ হইলে উক্ত ফলের হ্রাস হইয়া থাকে। চতুর্থে—বষ্ণুনাশ, শক্রবৃদ্ধি, পিতার পীড়া ও স্থানভ্রংশ হয়। পঞ্চমে—সস্তানাজির অমঙ্গল, বুদ্ধিনাশ ও বিবিধ প্রকার মানসিক ক্লেশ। যঠে— শত্রুনাশ, আরোগ্যলাভ, অর্থগম ও কাৰ্য্য সফল হুইয়া থাকে । কিন্তু নীচস্থ হইলে এই ফলের হ্রাস হয় । সপ্তমে—স্ত্রীর পীড়া বা বিনাশ, বিরোধ, যাত্রাদিতে অমঙ্গল্প ও নানা প্রকার অনিষ্ট হইয়া থাকে। অষ্টমে–পীড়াক্রান্ত ও বিপদাপন্ন হইতে হয় । নবমে-বাণিজ্যে ক্ষতি, মনঃক্লেশ এবং অর্থ ও কার্য্যহানি হয় । দশমে—প্রাজ্ঞতা, অর্থ ও বাহনাধি লাভ এবং স্বাদশে শোক, বধবন্ধন, ভয়, ঋণ ও শক্রবৃদ্ধি হইয়া থাকে। শনি জন্মকালে যে রাশিতে ছিল, গোচরে সেই রাশিতে কিংবা তৎসগুমে উপস্থিত হইলে মানবদিগের নানা প্রকার বিস্তু ঘটে, মঙ্গলের রাশিভোগকাল অল্প, কিন্তু শনির প্রায় আড়াই বৎসর এবং উহার ফলও দীর্ঘস্থায়ী। অতএব গোচরফল বিচার করিতে হইলে অগ্রে দেখা কর্তব্য যে, শনি জন্মকালে যে রাশিতে ছিল, সেই রাশিতে কিংবা তৎসগুমে উপস্থিত হইয়াছে কি না ? যেহেতু গোচরে শুভ হইলেও উক্ত দুই স্থানে উহ বিশেষ অশুভ ফলপ্রদ হইয়া থাকে । জন্মলময় হইতে প্রায় ১৫ বৎসয়ে শনি স্বীয় সপ্তমে উপস্থিত হয় এবং ৩০ বঙ্গর স্বীয় অধিষ্ঠিত রাশিতে প্রত্যাগমন করে। সুতরাং নুনাধিক ১৫ বৎসর অস্তুর মানবগণ প্রায় সাতিশয় শারীরিক ও মানসিক ক্লেশে নিমগ্ন হইয় থাকে। ঐ গ্রহ তৎকালে জন্মকৰ্ম্মাদি বাড়ীস্থ হইলে উক্ত ফল নিশ্চয়ই ফলে। এতদ্ব্যতীত শনি জন্মকালীন রৰিভোগ্য রাশিতে কিংবা তৎসপ্তমে উপস্থিত হইলে জাতকের পিতার অনিষ্ট, শঙ্কভয়, বন্ধুনাশ ও মানজানি এবং রনি জাষ্ট্রদর্ণত হইলে জীবনসংশয় পীড়া হয়। শনি জন্মলগ্নে উপস্থিত হইলে জাতব্যক্তি ।