পাতা:বিশ্বকোষ বিংশ খণ্ড.djvu/২০৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

भंत्रज्ञ [ २०२ ] শম্বর হইবার উপায় নাই। এখানে একটা দানাদার প্রস্তরের স্তর থাকায় নদীজল প্রতিস্থত হইয় প্রপাতাকারে পতিত হইতেছে। ঐ প্রপাত অতিক্রম করিয়া" পুনরায় ক্ষুদ্র ক্ষুদ্র নৌকায় চড়িয়া নদীবক্ষে নানাস্থানে যাওয়া যায়। এ স্থান বেলেপাথরপ্তরে পূর্ণ। শমেশ্বর উপত্যকা অন্বেষণ করিয়া এই বেলেস্তরের স্থানে স্থানে কয়লার খনি পাওয়া গিয়াছে, নদীতীরবত্তী স্থানে উৎকৃষ্ট চুণা-পাথর পাওয়া যায়। ঐ স্থানে মাঝে মাঝে চুণা-পাথরের স্তরে বৃহৎ বৃহৎ গুহা দৃষ্টিগোচর হয়। সিজুর নিকটে ঐক্লপ একটা মুবুহৎ গুহা আছে, উহার ভিতর দিয়া একটী ক্ষুদ্র পাৰ্ব্বত্য-ঝোরা প্রবাহিত । গুহার মধ্যে প্রবেশ করিয়া সারাদিন হাটিলেও ঐ ঝোরার উৎপত্তি স্থানে যাওয়া যায় না । এই নদীতে বড় বড় মহাশির বা মেীমুল মাছ পাওয়া যায়। গারোরা অতিশয় আগ্রহে ঐ মাছ ধরিয়া থায় । শমোপ্য (ক্লী) সংবপন, অথবা সম্যক প্রকারে ভূমিতে পতন । “আ শঞ্চ সমোপ্যাৎ” ( অথৰ্ব্ব ১১৪৩ ) সমোপ্যাৎ সংবপনাৎ ভূমে সম্পতনাং ( সায়ণ ) শম্পক ( পুং ) শাক্যভেদ । শম্পদ ( স্ত্রী) বৃদ্ধিনামূক ওষধি। (বৈদ্যকনিঘ” ) শম্প ( স্ত্রী) বিদ্যুৎ । ( অমর ) শম্পাক (পুং ) ১ আরথধ, সোদালবৃক্ষ ; ইহার ফলের গুণ,— স্বাদুপাক, অগ্নিবলকারক, স্নিগ্ধ ও বাতপিত্তহর। ( মুঞও হু” ) ১ দ্বিপাক। ৩ যাবক, অলঞ্চক, আলতা হেম) ৪ রন্ধন। ৫ হস্তিনাপুরবাসী জনৈক ব্রাহ্মণ । ( মহাভারত ) শম্পাত (পুং ) ১ আরধধবৃক্ষ, সোধাল গাছ। অভিশম্পাত । শম্ব, ভাদ পরস্মৈ সক সেট”। গতি, গমন। লটু শম্বতি । লুটু শষিত। লুঙ,অশম্বীৎ। শস্ব (পুং ) শম্বন ( শমেৰ্ব্বন। উণ, ৪৯৪ ) যদ্বা শমস্ত্যস্তেতি শং-ব । ( শংকংভ্যাং বভযু স্ততুতযসঃ পঃ ৫২।১৩৮) ১ বঞ্জ। "উগ্রো যঃ শম্বঃ পুরুহূত তেন” ( ঋক্ ১৭৪২৷৭ ) ‘শৰ ইতি বজ্রনাম’ ( সায়ণ ) ২ মুষলাগ্রস্থিত লৌহমণ্ডল, চলিত শাপি । ( মেদিনী) ৩ লৌহকাঞ্চী । ( হেম ) ৪ অক্সলোমকর্ষণ, পুনৰ্ব্বার চাল দেওয়া । ( শিম্বীকৃত’ শব্দের টীকায় ভরত ) ৫ দরিদ্র । (সংক্ষিপ্তসার উণাদি ) (ত্রি) ও ভাগ্যবান ( রামাপ্রম ) শম্বর (স্ত্রী) ১ সলিল, জল। ২ ব্ৰত। ৩ খিত্ত। ( নানার্থরত্নমালা ) ৪ চিত্র। ৫ বৌদ্ধ ব্ৰতবিশেষ । (হেম ও বিশ্ব ) ৬ মেঘ। “অদম মান শস্বরাণি” ( ঋক্ ২।২৪২ ) শস্বরাণি মেঘনামৈতৎ মেঘান ব্যপূর্ণ: বর্ষণাঞ্চং বিধারিতবানু । ( শব্দর” ) ( পুং ) ৬ মৃগবিশেষ, শম্বর মৃগ।. ৭ দৈত্যদিশেষ। (মেদিনী) ঋগ্বেদের ১ম ও ২য় মগুলে উক্ত হইয়াছে, বৎকালে ইজ গুঞ্চ, পিঞ্জ, কুয়ব ও বৃত্র এই অঞ্জরচতুষ্টয়কে সংগ্রামে নিহত করেন, সেই সময়ে তৎকর্তৃক শস্বরাথরের পুরীও ধ্বংস প্রাপ্ত হয়। এই দুর্ঘটনার পর শম্বর ইন্দ্র ভয়ে সাতিশয় ভীত হইয়৷ ৰহুদিন পৰ্ব্বত-গুহায় লুকায়িত থাকে এবং ৰন্থ অন্বেষণের পর ৪০ বৎসর ইন্দ্র কর্তৃক ধৃত ও নিহত হয়। $ ভাগবতে উল্লিখিত হইয়াছে যে রুক্মিণীগর্ভজ সদ্যঃপ্রস্থত শ্ৰীকৃষ্ণতময় প্রত্যুম্ন শস্বরাক্ষর কর্তৃক অপহৃত হইয়া সমুদ্রগর্ভে প্রক্ষিপ্ত এবং তথায় কোন একটী মৎস্তের উদরন্থ হল । কালক্রমে সেন্ট মৎস্ত ধৃত হষ্টয়া ধীবর কর্তৃক শম্বরামুরকে উপন্থার দেওয়া হয়। স্বদগণ মৎস্তোদরে দিব্যবালমূৰ্ত্তি সম্প্রদর্শন করিয়া অন্ততম স্বপকারিণী মায়াবতীকে ত ভাস্ত বিজ্ঞাপন করে। এই মায়াবতী কামপত্নী রতি, রুদ্রকোপদগ্ধ পড়ির পুনঃপ্রাপ্তিপ্রতীক্ষায় সেই রুদ্রের কথাকু ক্রমেই বৰ্ত্তমান শম্বরসদনে সুপ-* কাৰ্য্যে নিযুক্ত আছেন। মায়াবতী যখন স্বদগণ কর্তৃক মৎস্তোদরস্থ বালবৃত্তান্ত অবগত হইলেন, তখন আবার নারদ সমীপে উহার আমূলধুত্তান্ত অর্থাৎ স্বীয় পতি কামদেবই প্রচুম্বক্ষপে জন্মগ্রহণ করিয়া চিরশত্র শম্বপ্নের চক্রে মৎস্তোেদরস্থ হইয়াছেন গুনিয়া তদীয় প্রতিপালনে সাতিশয় মনোনিবেশ করিলেন। বালক যথাকলে যৌবনপদারূঢ় হইলে একদা মায়াবতী তাহাকে তদীয় এবং স্বীয় পূৰ্ব্ববৃত্তাস্ত ও শম্বরের নিরতিশয় নিষ্ঠুর ব্যবহারের বিষয় সম্যক্রপে জানাইয়া বলিগেন যে এরূপ পরম জ্বরাচার স্বয় ছদ্ধধ শত্রকে কখনই ক্ষণকালের ভষ্ট জগতে স্থান দেওয়া কৰ্ত্তব্য মহে ; অতএব আমার নিকট সঞ্চমায়াবিনাশনী মায়াবিথা গ্রগণপূর্বক অচিরাৎ শম্বরের বধোপায় চিস্তা কর । মায়াবর্তীর প্ররোচনায় যুবক তদনুষ্ঠানে নিরত ছষ্টয়া সহসা শম্বর সমীপে গমনপূর্বক তাহাকে যৎপরোনাস্তি তিরস্কার করায় সে অতিশয় ক্রুদ্ধ হইয়৷ তদুপরি গদা নিক্ষেপ কুঁলি, এইরূপে উভয়ের মধ্যে ঘোরতর সংগ্রাম চলিল ; পরে ঐ যুবক এক শাণিত অসি উত্তোলনপুৰ্ব্বক কিরীট ও কুণ্ডলের সহিত শম্বরের মস্তকচ্ছেদন করিয় ভূপাতিত করিলেন । ( ভাগৰত ১০৫৫ ) ৮ মৎস্তবিশেষ। ৯ শৈববিশেষ। ১• জিনভেদ। ( বিশ্ব ) ১১ যুদ্ধ । ১২ শ্রেষ্ঠ। ( ধর৭ি ) ১৩ চিত্রক বৃক্ষ । -৪ লোম । ১৫ অর্জুনৰুক্ষ। ১৬ তালবৃক্ষ । ( রঞ্জিলি” ) ১৭ পৰ্ব্বতভেদ । শম্বর (শম্ভর ), রাজপুতনার অন্তর্গত একট সুবৃহৎ হ্রদ। জয়পুর ও যোধপুর রাজ্যদ্বয়ের সীমা মধ্যে অবস্থিত। অক্ষ ২৬৭ ৫২ হইতে ২৭ ইউ এবং দ্রাধি ৪ হটতে ৭-১vনু