পাতা:বিশ্বকোষ বিংশ খণ্ড.djvu/২৮৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

, শাতপুরশৈল - সমস্ত পৰ্ব্বতটকে পূৰ্ব্ব পশ্চিমে ৬শত মাইল দৈর্ঘ্যে বিস্তৃত দেখা ৰায় । উত্তর দক্ষিণে উছার প্রস্থ কোন কোন স্থলে একশত মাইল অমরকন্টকের নিকট এই পৰ্ব্বত সমুদ্রপৃষ্ঠ হইতে ৩৩২৮ ফিট, উচ্চ। এখান হইতে একটা শাখা দক্ষিণপশ্চিমাভিমুখে ১• • মাইল বিস্তৃত হইয়া ভাণ্ডার জেলার সালে-তেকী পৰ্ব্বতে আলিয়া মিশিয়াছে। ঐ পৰ্ব্বতাংশ মৈকালগিরিশ্রেণী নামে বর্ণিত এবং ইহা এই পাৰ্ব্বত্য ত্রিকোণ অধিত্যকার মূলদেশ বলিয়া গৃহীত। এই ভিত্তি হইতে শতপুর পর্বতশ্রেণী ক্রমশঃ সঙ্কুচিত হষ্ঠয় দুইট সমান্তরাল হুগুকায় পৰ্ব্বতশাখারূপে পশ্চিমাভিমুখে গিয়াছে। ঐ দুষ্টট পৰ্ব্বত শাখা তার্থী উপত্যকার সীমা রূপে গণ্য । আশীরগড়ের পুৰ্ব্বাংশে এই পৰ্ব্বতপৃষ্ঠ অপেক্ষাকৃত নিম্ন থাকায় ঐ পথে গ্রেট ইণ্ডিয়া পেনিনস্থল রেলপথ পরিচালনের বিশেষ সুবিধা ঘটিয়াছে। ঐ পথে জব্বলপুর হইতে থানেশ দিয়া বোম্বাই সঙ্গর পর্য্যস্ত বাষ্পীয় শকট যাতায়াত করে। ঐ আশীরগড় নগর পর্য্যন্তই শাতপুরার প্রাচ্য সীমা । এই পৰ্ব্বতের গঠনপ্রণালী অতি বিচিত্র। উত্তরে বিন্ধ্যশ্রেণী উচ্চ চূড়ায় সুদূর বিস্তৃত তাধিতাকা ব্যাপিয়া যে অববাহিক বিস্তার করিয়াছে, এই পর্বতমালাও খণ্ড খণ্ড অধিত্যক ও উপত্যক লইয়া সেইরূপ অববাহিকায় নৰ্ম্মণা ও তাপ্তী নদীর কলেবর পুষ্ট করিতেছে । মগুলাজেলায় এই পৰ্ব্বতের ঢাল উত্তর দিকেই অধিক । এখানে পৰ্ব্বতপৃষ্ঠে চারিট প্রধান উপত্যক আছে । ঐ চারিট স্থান হইতে চারিট নদী পাৰ্ব্বত্য অধ৭u২ষ্ণার জলরাশি বহন করিয়া নর্শদাবক্ষে ঢালিতেছে । পশ্চিমাংশের উপত্যক অপেক্ষ পুৰ্ব্বাংশের উপত্যক গুলি কিছু উচ্চ,এই কারণে শেষোক্ত স্থানের জলরাশির বেগ কিছু অধিক হয় এবং তাহতেই স্রোতের বেগও বৃদ্ধি করিয়া থাকে। থারমের ও বুছনের নামক শাখানদীদ্বয়ের মধ্যবর্তী পৰ্ব্বতাংশ বৃক্ষলতাপরিশূন্ত স্ববিস্তৃত প্রস্তরগুপমণ্ডিত। উহা দেখিলেই বুঝা যায় যে, আগ্নেয় পৰ্ব্বতের অগ্ন্যুৎপা ক্রিয়া দ্বারা উহা ঐ ভাবে গঠিত ছইয়াছে। কারণ উহার চুড়া দেশে একমাত্র বেসান্ট ও লেটারাইট প্রখরত্বরই বিরাজমান। চোঁড়াদাদর নামক অধিত্যক ভূমি সমুদ্রপৃষ্ট হইতে ৩৩০০ ফিট এবং ৬ বর্গ মাইল বিস্তৃত। শিওনী জেলায় এই পৰ্ব্বতপৃষ্ঠে শিওনী ও লক্ষপাদোন নামে छही अषिङारू छूटे रुग्न । उशब्र >v•• इह८७ २३२° ফিট পৰ্বত উচ্চ । এই দেশভাগে পৰ্ব্বতের ঢালু উত্তর হইতে দক্ষিণাভিমুখী। ইহার অববাহিকাদ্বয়ের মধ্যবর্তী নিম্নভূমি হইতে বেগ গল নদী উদ্ভূত। ছিঙ্গবাড়া জেলায়ও ঐ ঢাল দক্ষিণমুখী হিয়াছে। এখানে পেঞ্চ ও কোলৰীড়া নদীর পাৰ্ব্বত্য [ ২৮৭ ] শাতপুরশৈল উপত্যক বিরাজিত। উহা সমুদ্রপৃষ্ঠ হইণ্ডে ২২•• ফিট, উচ্চ, কিন্তু মোতুর অধিত্যক ৩৫•• ফিট উঠিয়াছে। ৰেভুল জেলায়ও ঐ চাল ক্রমান্বয়ে দক্ষিণে আসিয়াছে । এই খানে তাপ্তী নদীর উৎপত্তি। অতঃপর সেই পাৰ্ব্বত্যবক্ষঃ ভেদ করিয়া তার্থী নী গভীর খাতে প্রবাহিত হইয়াছে। এই জেলার দক্ষিণপশ্চিম কোণে থামূল পৰ্ব্বত সমুদ্রপৃষ্ঠ হইতে ৩৭•• ফিট, উচ্চ। উত্তরে শাতপুরার কতকগুলি শাখা হোসঙ্গাবাদ জেলার অধিকাংশ স্থান ব্যাপিয়া আছে। ধুপগড় ( ৪৪৫৪ ফিট) এখানকার সৰ্ব্বোচ্চ শৃঙ্গ। পাচমাড়ী নামক অধিত্যকাভূমি সমুদ্রপৃষ্ঠ হইতে ৩৪৮১ ফিট, উচ্চ এবং প্রায় ১২ বৰ্গ মাইল বিস্তৃত। এই পৰ্ব্বতাংশ বলরাজি বিরাজিত হওয়ায় মান প্রাকৃতিক সেীমার্য্যে পুর্ণ রহিয়াছে । হোসঙ্গাবাদের দক্ষিণে বেলেপাথর ও উদগীর্ণ প্রস্তরীsgă să ( metamorphic rocks ) gă să i Est arta বেতুল ও পাচমাড়ী পৰ্ব্বতমালা পৰ্য্যন্ত বিস্তৃত হইয়াছে। ইহার পূৰ্ব্বে trap নামক প্রস্তর দৃষ্ট হয়। নিমার জেলায় এই পৰ্ব্বত তাপ্তী ও নৰ্ম্মদা নদীর উপত্যকাকে বিভক্ত করিয়াছে। এখানে ইহা ১৫ মাইল প্রস্থ এবং এখানকার পর্বতগাত্রে বৃক্ষলতাদি দৃষ্ট হয় না। এই পৰ্ব্বতাংশের সৰ্ব্বোচ্চ শৃঙ্গে বিখ্যাত আশীরগড় দুর্গ অবস্থিত। আশীরগড়ে শাতপুরা পৰ্ব্বত স্তরে স্তয়ে যে ভাবে দণ্ডায়মান আছে, তাহা তাপ্তার দক্ষিণকুল হইতে অবলোকন করিলে অনুমান হয়, রণকুশল যোদ্ধ বৃন্দ যেন রণপ্রতীক্ষায় গম্ভীর ও শ্রেণীবদ্ধভাবে দণ্ডায়মান রহিয়াছে। দক্ষিণে খরপ্রবাহ তাধী নদী বিরাজ করিতেছেন। তাহ উত্তরণ করিয়া দাক্ষিণাত্যে আগমন কষ্টকর জানিয়াই যেন শাতপুর আর দক্ষিণাভিমুখে অগ্রসর হয় নাই। তাপ্তীর উত্তরকুল হইতে শৃঙ্গের পর শৃঙ্গগুলি উন্নভমস্তকে ক্রমশ: ২••• ফিট, পর্যন্ত উঠিয়া আবার নৰ্ম্মদাতটে অবগাহন মানসে যেন অবতরণ করিয়াছে। এই পৰ্ব্বতের সব্ব পশ্চিম প্রাস্তে বোম্বাই হইতে আগ্রা বাইবার রাস্ত । উহা বোম্বে-আগ্রা-টাস্করোড নামে খ্যাত। এই পৰ্ব্বতপুষ্ঠে ৩• • • হইতে ৩৮•• ফিট, পৰ্য্যন্ত উচ্চ যঙগুলি শৃঙ্গ আছে, তন্মধ্যে তুরণমলয় সৌন্দর্যে ও গাম্ভীৰ্য্যে অতুলনীয়। এই অধিত্যক অধিক দূরব্যাপী না হইলেও লম্বভাবে প্রায় ১৬ বর্গমাইল স্থান অধিকার করিয়া রহিয়াছে। সমুদ্রপৃষ্ঠ হইতে এই স্থান ৩৩•• ফিটু উচ্চ। তুরণমলয়ের পশ্চিমে পৰ্ব্বতশৃঙ্গগুলি পুনরায় সেনাসজ্জার স্থায় নৰ্ম্মণা ও তাষ্ঠীর সম্মুখে স্তরে স্তরে জগুীয়মান মাছে । নৰ্ম্মদ ও তাপীনীভট ও তৎসন্নিহিত পৰ্ব্বতমালা দেৰ মণ্ডলীর বিহার স্থান বলিয়া বিখ্যশৈলের এই অংশ শতপুত্ব