শাহজহানপুর করিয়া সম্রাটের নামে উহার নাম রাখেন। ১৭২৯ খৃষ্টাব্দে আলী মহম্মদ খাঁ। রোহিলা-বংশীয় আফগানদিগের নেতা হুইয়া বরেলী ও মোরাদাবাদের শাসনকর্তাকে পরাজয়পুৰ্ব্বক স্বয়ং উক্ত জেলাদ্বয় ও শাহজাহানপুরের শাসনভার গ্রহণ করেন। ১৭৫১ খৃষ্টাব্দে র্তাহীর মৃত্যুর পর, তদীয় পুত্রের অভিভাবক হাফিজ রহমৎখ। রোহিলাদিগের সর্দার মনোনীত হন। ঐ সময়ে রোহিলাদিগের উপদ্রবে পাশ্ববৰ্ত্তী স্থানবাসিগণ উত্ত্যক্ত হইয়া উঠে । তদর্শনে দিল্লীর বাদশাহ রোহিলা-বিদ্রোহ-দমনার্থ সেনা প্রেরণ করেন। সম্রাট সৈন্ত হাফিজ মহম্মদের নিকট পরাজয় স্বীকার করে। ১৭৪০ খৃষ্টাৰা পৰ্য্যস্ত শাহজাহানপুর বরেলীর পাঠানসর্দারবংশের শাসনাধীন থাকে। এই সময়ে অযোধ্যার নবাব উজীর ওয়ারেন ডেষ্টিংসের সাহায্যলাভে বলীয়ান্ হুইয় রোহিলখণ্ড বিভাগ আলোড়িত করেন । এই জেলার পশ্চিমাংশে রেছিলাগণের আধিপত্য স্থাপিত খইলেও, পুৰ্ব্বাংশে তাহদের কোনরূপ প্রভুত্ব ছিল না। উত্তরের বন্ত প্রদেশে গৌড় বা কাঠোরিয়া বংশীয় ঠাকুরগণ আপনাদের প্রতিপত্তি বজায় রাথিয়াছিলেন। অযোধ্য ও রোহিলথওের সীমান্ত দেশে স্থাপিত হওয়ায়, অহমান হয় যে, এই জেলা এক এক সময়ে উক্ত দুই প্রদেশের রাজ্যেখরদিগের অধিকৃত হইয়াছিল। শাহজাহানপুরের পাঠানেরা কখনও রোহিলাদিগের বগুভ। স্বীকার করেন নাই, তাহারা অযোধ্যার নবাবের অধীন ছিলেন। ১৭৭৪ হইতে ১৮০১ খৃষ্টাক পৰ্য্যস্ত এই জেলা অযোধ্যার নবাবের অধিকারে থাকে। শেষোক্ত বর্ষে ইংরাজ কোম্পানীর সহিত নবাবের লক্ষে সম্বরে যে সন্ধি হয়, তাহাতে শাহজাহানপুর ইংরাজাধিকারে আইসে । এই সময় হইতে সিপাহী বিদ্রোহের সময় পর্য্যস্ত এখানে আর বিশেষ কোন বিপ্লব উপস্থিত হয় নাই। ইহার পাশ্বস্থিত অযোধ্যা প্রদেশে উপদ্রব ও অনাচারস্রোত প্রবাহিত হইলেও শাহজস্থানপুরে ইংরাজের শাসনকৌশলে কোনরূপ দুর্ঘটনা স্থায়িভাৰ ধারণ করিতে পারে নাই। ১৮৪৭ খৃষ্টাব্দের ১৫ই মে, মিরাটের সিপাহীদের বিদ্রোহের সংবাদ পাইয়া এখানকার বিদ্রোহী সিপাহীরা মনে মনে ষড়যন্ত্র করিতে থাকে, কিন্তু ২৫এ মে পর্যন্ত তাহার বেশ ধীর ভাবে আপনাদের গতি বিধি গোপন রাখিয়াছিল। ৩১এ তারিখে তাeারা ইংরাজের রাজকোষ আক্রমণ ও লুণ্ঠন করে এবং কোষাগার জালাইয়া দেয়। ঐ সময়ে স্থানীয় ইংরাজের গীৰ্জাঘরে লুকাইয়া আত্মরক্ষার বিশেষ চেষ্টা করিয়ছিলেন। অবশেষে অস্তান্ত স্থান হইতে ইংরাজ সৈন্ত আসিয়া পড়ায় ইংশজগণ আস্তে আস্তে পাবায়ন অভিমুখে পলাইভে থাকে এবং বিদ্রোঙ্গ দল স্বেচ্ছামত ধনরত্ব হস্তগত [ ७8२ ] শাহজাহানপুর - कब्रिब्रां नशtद्रग्न हे९ब्रांछदांन खांशाहेब्रा दt४णैौब्र निtक कनिम्न যায়। এখানে পূর্ব হইতেই বহু বিদ্রোহী দলবদ্ধ হইয়াছিল, শাহজাহানপুরের পাঠানের যাইয়া তাহাম্বের দল পুষ্টি করিল। ১লা জুন তারিখে বিদ্রোহী দলনেতা কাদের আলীৰ। শাহজহালপুরে নিজের শাসনবিস্তার করিলেন ; তদনুসারে এখানকার পূর্বতন গোলাম কাদের খ। ১৮ই জুন তারিখে বয়েলী ধাইয়া খাঁ ৰাকাঙ্কুর খাকে সকল অবস্থা অবগত কৰুিলে তিনি তাহাকে পুনরায় শাহজহানপুরের নাজিম করিয়া পাঠাইলেন । গোলাম কাদের ২৩এ তারিখে পুনরায় স্বদেশে আসিয়া নবাবী মসনদে উপবেশন করিলেন বটে, কিন্তু কেহই তাছার আদেশ পালন করিল না । তখন বিদ্রোহী দল সৰ্ব্বত্র আপনাদের প্রভুত্ব বিস্তার করিয়াছে। ১৮৫৭ খৃষ্টাব্দের জুন হইতে ১৮৪৮ ' খৃষ্টাব্দের জানুয়ারী পর্যন্ত এখানে আফগান শাসন চলিয়া ছিল । শেষোক্ত মাসে ইংরাজসৈন্ত ফতেগড় অধিকার করে। সুবিধা না পেথিয় ফতেগড়ের নবাব ও ফিরোজ শাহ আত্মরক্ষার উদ্দেশে শাহজাহানপুর হইয়া বরেল যাইয়া আশ্রয়লাভের চেষ্টা পান। এদিকে লক্ষ্মেী নগরের অধঃপতনের পর নানা সাহেবও শাহজাহানপুরে ১৯ দিন মাত্র বাস করিয়া বরেলীতে আশ্রয় লইলেন। উক্ত জানুয়ারী মাসে নবাব হামিদ হসন थ1 ७ मङ्क्षण হসন নামক কৰ্ম্মচারীদ্বয়কে ইংরাজের সহিত ষড়সন্ত্রকারী জানিয়া নিহত করেন । উক্ত বর্ষের ৩০এ এপ্রিল তারিখে লণ্ড ক্লাইডের অধীনে ইংরাজ সেনাদল শাহজহানপুরে উপনীত হয়। বিদ্রোহীদল মহম্মদী নামক স্থানে পলায়ন করে । ২রা মে ইংরাজসেনার কিয়দংশ এখানে রাখিয়া ল'ড ক্লাইড বরেণী যাত্রা করেন। এখানে বিদ্রোর্থী দল নয়দিন ইংরাজ সেনাদিগকে অবরোধ করিয়া রাখে। ব্রিগেডিয়ার জোন্স সদলে আসিয়া ১২ই তারিখে তাহাদিগকে মুক্ত করেন, ইহার পর শাহজাহানপুরে পুনরায় শান্ডি স্থাপিত হয় । 犧 শাহজছানপুর, তলহরজলালাবাদ, খুল্লাগঞ্জ, মীরণপুর কাটরা ও পাবায়ন নগর এখানকার বাণিজ্যপ্রধান এবং তথায় লোক সংখ্যাও অধিক। দেববস্থা ও রামগঙ্গা নদী ব্যতীত রোছিলখও টাঙ্ক রোড, পাবায়ন-জলালাবাদ রোড, • লক্ষে হইতে বৱেলী, শাহজাহানপুর ও তিলহর এবং ফতেগড় হইতে জলীলাবাদের মধ্য দিয়া মীরণপুর কাটরা পূৰ্য্যন্ত যে চারিট পাকায়ান্ত আছে, তাহাতে শকটযোগে স্থানীয় বাণিজ্য নিৰ্ব্বাহিত হয়। আউধরেছিলখগু রেলপথ এই জেলার মধ্য দিয়া বিস্তৃত হওয়ায় বর্তমান বাণিজ্য রেলষ্টেসনসমূহে কেন্দ্রগত হইয়াছে। এখানকার চিলির কারবার উল্লেখযোগ্য। এখানে নদী নালা থাকিলেও প্রায়ই অনাবৃষ্টিনিবন্ধন জল
পাতা:বিশ্বকোষ বিংশ খণ্ড.djvu/৩৪৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।