পাতা:বিশ্বকোষ বিংশ খণ্ড.djvu/৩৪৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শাহপুর ফতেখার দুৰ্ব্ব্যবহারে শিখগণ উত্তাক্ত হইয়া উঠিয়াছিলেন। शtडशtद्र 5ङ्गाएख *िषtनष्ठ १Iांननि१* निश्ड श्न । हेक्ष्itठ শিখগণ ক্রোধে উন্মত্ত প্রায় হষ্টয়া ফতেখাকে কারারুদ্ধ করেন। এই সময়ে লেফটেনাণ্ট এডোয়াড ফতেখাকে কারামোচন করিয়। তাছাকে মূলতান বিদ্রোহ দমন করার জন্য বামু নগরে প্রেরণ করেন। ইহার অব্যবহিত পরেই একটা খণ্ডযুদ্ধে শিখের ফতেখণকে গুলি করিয়া নিহত করেন। ফতেখার ভ্রাতা ও পুত্র ইংরাজদের পক্ষ অবলম্বন করেন। দ্বিতীয় শিখযুদ্ধের সময়েই শাহপুর ইংরাজের হস্তগত হয়। ইংরাজ অধিকারের প্রারস্তে শাহপুর এক শ্রেণীর ভ্রমণশীল অসভ্যপ্রায় জাতির আবাস ছিল। ইহার কোন ও স্থানে নির্দিষ্টরূপে ঘর বাড়ী করিত না, কেবল এখানে সেখানে ভ্রমণ করিয়া ধেড়াইত। বৃটিশ শাসন বিস্তারের সঙ্গে ইহার ক্রমশঃ গৃহী হইয়া পড়িয়াছে। শাহপুর জেলায় ৬টী সহর আছে—১ শাহপুর, ২ ভেরা, ৩ খুসাব, ৪ শাহিবাল, ৫ মিয়ানী, ৬ গিরোট। কৃষিজাত দ্রব্যাদির মধ্যে গমই এখানে প্রধান। এত স্থ্যতীত বাজরা, জোয়ার ও ধান উৎপন্ন হয়। বাণিজ্য দ্রব্যের মধ্যে লবণ, অহিফেন, সাজিমাটি, পশম, স্থত, সোরা প্রভৃতি উল্লেখযোগ্য। . জ্বর, আমাশয় ও উদরাময় এই জেলার প্রধান প্লোগ । শাহপুর, পঞ্জাবের অন্তর্গত শাহপুর জেলার একটা তহশীল। শাহপুর জেলার জাটদোয়াব অঞ্চলে এই তত্ত্বশীল অবস্থিত। ইstয় পরিমাণ ১৯৩২ বৰ্গ মাইল। এই তহশলে নুনাধিক ২৩৯ট গ্রাম ও নগর আছে ।

শাহপুর, শাপুর জেলার সদর প্রধান সহর। অক্ষা” ৩২° ১৬’ উঃ এবং দ্রাঘি” ৭২° ৩২' পূ:, লাহোর-দের ইসমাইল খী রাস্তার উপর ঝিলাম নদীর বামদিকে অবস্থিত । এই সছর হইতে দুই মাইল দূরে ঝিলাম্ নদী প্রবাহিত হইতেছে। । সৈয়দবংশীয় সন্ত্রান্ত মুসলমানগণ এই সহর সংস্থাপন করেন। ৭৪ সাম্স তাহদের নেতা ছিলেন। শামের বংশীয়েরাই এখনও এই স্থানের অধিকারী। সহরের পূর্ব ভাগে শাহ সামের সমাধি এখনও বর্তমান রহিয়াছে । শাহ সামকে মুসলমানগণ ভগবৎপ্রেমিত সাধু বলিয়া মান্ত করিতেন। এখনও তাগর সমাধির নিকট প্রতিবর্ষে বিশাল মেলা হইয়া থাকে। এই মেলায় অনুন ২ • • • • লোক সমবেত হয় ৷ শাহপুর, মথুর জেলার কোপতংগলের একটী ক্ষুদ্র পল্লী। এখন এই গ্রামে সমৃদ্ধির কোন পরিচয় নাই। কিন্তু পুর্বে এখানে নবাব জাগরফ আলীর রাজধানী ছিল। গ্রামের বাহিরে এখনও [ ७8१ ] শাহপুর ' র্তাহার দুর্গের ভগ্নাবশেষ দেখিতে পাওয়া যায়। নবাবের ཐག་རྦদশায় এই স্থানটা সৰ্ব্ব প্রকার সমৃদ্ধিশালী ছিল। শাহপুর, পঞ্জাবের গুরুদাসপুর জেলার একটা সম্বর। শাহপুর, মধ্য প্রদেশের সাগর জিলার অন্তর্গত একটাপনীগ্রাম শাহপুর, মধ্য প্রদেশের अशर्शठ निभांम जिणांद्र बूद्रशमशृtब्रद्र অধীন একটী পল্লীগ্রাম । শাহপুর, মধ্য প্রদেশের অন্তর্গত মওলা জেলার পর্বতশ্রেণী । এই স্থানটা নৰ্ম্মদা নদীর উত্তরভাগে অবস্থিত। গোড় ও বৈগ এই স্থানের অধিবাসী। গেজর ও গঙ্গাই নিঝরি এই স্থান দিয়া প্রবাহিত হইতেছে। সমুন্নত গিরিবক্ষ বিদারণ করিয়া এই দুই জলপ্রবাহ নিম্ন দেশে প্রবাহিত হইয়া পথে পথে নয়নসুভগ বহুল জলপ্রপাড়ের স্মৃষ্টি করিয়াছে। সৰ্ব্বাপেক্ষা উচ্চতম জলপ্রপাতটর উচ্চতার পরিমাণ ৬৪ ফিট । এই জলপ্রপাতের পশ্চাৎ ভাগে অন্ধকারসমাচ্ছন্ন ব্যাঘ্ৰভঙ্গ কাদি নিষেবিত ভীষণ গহবর। জন সাধারণের সংস্কার, এই ভয়ঙ্কর স্থানটী মহাদেবের অনুচর ভূত প্ৰেত পিশাচ ও প্রমথগণের মহাভৈরব তাওব নৃত্যের নিত্য রঙ্গস্থলী। ভূতনাথ ভবানীপতি মহাদেবই নাকি এই পৰ্ব্বতমালার অধিপতি । শাহপুর, বোম্বাইপ্রেসিডেন্সীর অন্তর্গত কাঠিবাড় রাজ্যের অধীন একটা ক্ষুদ্র সামস্ত রাজ্য। ইহার পরিমাণ দশ বর্গ মাইল মাত্র । শাহপুর, রাজপুতনার একটা দেশ রাজ্য। এই অঞ্চলটা বৃক্ষৰি বিবর্জিত হইলেও অনুৰ্ব্বর নহে। গোচারণের ভূমিও এখানে যথেষ্ট আছে। শাহপুরার রাজা উদয়পুরের মহারাণার নিকট হইতেও ৮• খানি গ্রাম পত্তনী লইয়া তালুকদারের দ্যায় কর দিয়া ভোগ দখল করিতে থাকেন। সুতরাং এটি একট করদ রাজ্য । ইহার রাজা শিশোদিয়া রাজপুতবংশীয়। উদয়পুরের পুৰ্ব্বতন রাণারাই ইহাদের পুৰ্ব্বপুরুষ । স্বযমল এই রাজ্যের প্রতিষ্ঠাতা । পিতার নিকট হইতে উদয়পুরের খেরার পরগণা প্রাপ্ত হন । সম্রাট শাহজহান তাহার পুত্রের বীরত্বদর্শনে প্রত হইয় পুরস্কার •স্বরূপ তাছাকে ফুলিয়ার পরগণা জায়গীর প্রদান করেন। সুর্যামল উদয়পুরের রাণার দ্বিতীয় পুত্র ছিলেন। ১৮৪৮ খৃঃ অন্ধে শাহপুরের রাজা বুটশ গবমেন্টের অধীনতা স্বীকার করিয়া সনদ গ্রহণ করেন । ২ রাজপুতনার উ ফ শাহপুর রাজ্যের রাজধানী। অক্ষা” + ২৩ উঃ এবং দ্রাঘি ৭৬° ১' পূৰ্ব্ব। এই স্থানে হিন্দুই প্রধান অধিবাসী। ৩ মধ্য প্রদেশের অন্তর্গত মওলাজেলার রামগড় তন্থসূলের অধীন একটা সহর । শাহপুর, চট্টগ্রাম বিভাগের একটা দ্বীপ, নায়াক নদীর মুৰ