শাহাবাদ 蓝 শহত্যুঞ্জ, মুজাফরীয় স্বলতান । সিরাজে ইঙ্কার রাজধানী ছিল। ইকার এক অদ্ভুত রোগ ছিল যে, ইনি সৰ্ব্বদাই ক্ষুধায় কাতর থাকিতেন, কিছুতেই সে ক্ষুধার নিবৃত্তি হইত না। ১৩৫৯ খৃষ্টাব্দে ইনি ইহার পিতাকে অন্ধ করিয়া ফেলেন এবং নিজে রাজ্য শাসন করিতে থাকেন। ১৩৭৫ খৃঃ অৰে ইহার মৃত্যু হয়। শিরাজের নিকটস্থ কৃষ্ণ তান উষ্ঠানে এখনও ই হার সমাধি আছে। শাহ কুফী, পারস্তরাজ শাহ আব্বাসের পৌত্র, ইহার প্রকৃত নাম বহরম মীর্জা। ১৬২৯ খৃষ্টাব্দের জানুয়ারী মাসে ইনি সিংহাসন এবং শামুকী পদবী লাভ করেন। ইনি অত্যন্ত দুৰ্ব্বত্ত, নিষ্ঠুর ও দুষ্কৰ্ম্মকারী ছিলেন। ইনি প্রতি বর্ষেই ভয়ানক লোমহর্ষণ, নিষ্ঠুরতা ও লোকপীড়াজনক কাৰ্য্য করিয়া জন সাধারণকে সন্ত্রস্ত রাখিতেন। রাজপরিবারের সকলের উপরেই ইহঁর অবিশ্বাস ছিল । ইনি কাহাকে নিহত করিতেন, কাহারও চক্ষু নষ্ট করিতেন, কাহাকেও কার নিক্ষিপ্ত করিয়া কষ্ট দিতেন। প্রায় চৌদ্দ বৎসর রাজত্বের পর ১৬৪২ খৃঃ অব্দে ষ্টইণর মৃত্যু হয়। শাহ মুৰ্কী, একজন পীর, আগ্রার অন্তর্গত ফিরোজপুর পরগণার সুফীপুর গ্রামে ইহার দরগা আছে। এই দরগার খাদিমগণ বলেন, সম্রাট আকবরের রাজত্ব সময়ে শাহসুফী ইস্পাহান হইতে ভারতবর্ষে আগমন করেন এবং যমুনার তটবর্তী পুরাতন চন্দ্রাবার নগরে অtশ্রম করিয়া তাহাতে বাস করেন । । এই স্থানের বহুদূর পর্যন্ত চতুর্দিকে অনেক মসজিদের ভগ্নাবশেষ । দেখিতে পাওয়া যায়। শাহ সুফীর মসজিদ কারুকার্য্যের জন্ত বিখ্যাত, ইহা একট দর্শনীয় বটে। যমুনা হইতে এই মসজিদ অতি সুপায়রপে দেখা যায় । শাহাদ, বোম্বাই প্রদেশের খাদেশ জেলার একটা মহকুমা। ভূমির পরিমাণ ৪৭৯ বর্গমাইল। এই মহকুমায় তাপ্ত ও গোমী এই দুইটী নদী আছে। ১৩৭• খুঃ অব্দে এই স্থান গুজরাটের অধীন ছিল। এই সময়ে খাদেশের শাসনকৰ্ত্তা রাজামালিক এই স্থান আক্রমণ করিয়া একেবারে হতশ্ৰী করিয়া ফেলেন । অতঃপর এই মহকুমা মোগলদের এবং তৎপরে মহারাষ্ট্রীয়দের শাসনাধীন হয় । ১৮১৮ খৃঃ অব্দে বুটশ সিংহ এই স্থানে আধিপত্য বিস্তার করেন। এই মহকুমার প্রধান নগরের নাম শাহাদা। ধুলিয়া হইতে ৪৮ মাইল উত্তরপশ্চিমে এই সহর অবস্থিত। শাহাবাদ, বাঙ্গালার ছোটলাটের শাসনাধীন একটী জেলা,অক্ষা” ২৪° ৩১% হইতে ২৫° ৪৩′ উঃ এবং দ্রাঘি ৮৩° ২৩ তইতে ৮৪° • পূঃ মধ্যে অবস্থিত। এই স্থানের পরিমাণ ৪০৬৫ বর্গমাইল। পাটনা বিভাগের উত্তরপশ্চিমাংশই শাহাবাদ । ইহার উত্তর [ ৩৫১ ] so | | | সীমায় গাজীপুর ও সারঙ্গ জেলা, পুৰ্ব্বসীমায় পাটনা ও ”,| শাহাবাদ . দক্ষিণসীমায় লোহারডাগা, পশ্চিম সীমায় মীর্জাপুর, বনারস ও গাজীপুর। ইহার উত্তরাংশে গঙ্গানী এবং পূৰ্ব্বভাগে শোধন প্রবাহিত হইয়া এই জেলার উত্তরপূৰ্ব্ব অংশে সন্মিলিত হইয় প্রবাহিত হইতেছে। কৰ্ম্মনাশ নদী উত্তরপশ্চিম বিভাগ হইতে এই জেলাকে বিচ্ছিন্ন করিয়াছে। কৰ্ম্মনাশ৷ চেশার নিকটে গঙ্গার সহিত মিলিত হইয়াছে। শোণনদ দক্ষিণদিকে লোহারডাগার সীমারূপে প্রবাহিত হইতেছে। শাসনসংক্রান্ত সদর আফিস আদি প্রতিষ্ঠিত। শাহাবাদ ভূখণ্ডে বিবিধ ভাবের নৈসর্গিক অবস্থানিচয় দৃষ্ট হয়। দক্ষিণভাগ এবং উত্তর ভাগ জল-বায়ু সম্বন্ধে, প্রাকৃতিক দৃপ্ত সম্বন্ধে এবং ভূমিজাত দ্রব্যাদি সম্বন্ধে সম্পর্ণ পৃথক । উত্তরভাগের পরিমাণ সমগ্র জেলার প্রায় ত্রিচতুর্থাংশ । এই অংশে যথেষ্ট চাষ আবাদ ছয় । আম্র, মহুয়া, বাঁশ ও খেজুর বৃক্ষ প্রভৃতি দৃষ্ট হইয়া থাকে। দক্ষিণাংশে কৈমুর গিরিশ্ৰেণী ধিরাজমান । এই গিরিশ্রেণী বিন্ধ পৰ্ব্বতের শাখা। এই পাৰ্ব্বত্য প্রদেশের পরিমাণ ৭৯৯ বর্গমাইল । শোণ ও গঙ্গা শাহাবাদের নদ নদী মধ্যে প্রধান । এতদ্ব্যতীত কৰ্ম্মনাশ, ধোবা, দুর্গাবতী প্রভৃতি নদী শাহাবাদের মধ্যে প্রবাহিত । শূরা, কোর, গণহয় এবং কুদ্র এই কয়ট নদ নদী দুর্গাবতীতে বিমিলিত হইয়াছে । ধোবা বা কাউ নদীতে একটা সুন্দর জলপ্রপাত আছে। দুর্গাবতী কৰ্ম্মনাশার সহিত সম্মিলিত হইয়াছে। গুপ্তগুহ। দুর্গাবতীর তটেই অবস্থিত। এই জেলায় পথ প্রস্তুত করিবার উপযোগী যথেষ্ট কঙ্কর প্রাপ্ত হওয়া যায়। এই কঙ্করগুলি পোড়াইলে অতি উত্তম চুণ প্রস্তুত হয়। কৈ-মুর পাহাড়ে প্রাসাদাদির নিৰ্ম্মাণোপযোগী যথেষ্ট চুণার পাথর আছে। এই সকল পাথর দ্বারা শেরশাহ অনেকগুলি প্রস্তরবাটিকা নিৰ্ম্মাণ করিয়া গিয়াছেন। ৩০০ বৎসর অতীত হইল,তথাপি এই সকল বাটতে কোনও ধ্বংসের চিহ্ন পরিলক্ষিত হয় না। এই প্রস্তরে ৯০ • বৎসরের প্রাচীন শিলালিপি থোদিত দেখিতে পাওয়া যায় । কৰ্ম্মনাশা নদীর গর্ডেও এইরূপ প্রস্তর যথেষ্ট পরিমাণে প্রাপ্ত হওয়া যায়। শাহাবাদে শস্তক্ষেত্রে জলসেচন করার জষ্ট ১৮৫৫ খৃষ্টাব্দ হইতে এ পর্য্যন্ত অনেকগুলি খালের সৃষ্টি হইয়াছে। বিহিয়া, আরা, বক্সার, চেীসী, ডোমরাওণ, প্রভৃতিস্থলে অনেকগুলি কাটা খাল আছে। এই জেলায় রোটাস বা রোহিতাসগড় একটা প্রসিদ্ধ স্থান। কথিত আছে পুরাণ-প্রসিদ্ধ রাজা হরিশ্চন্দ্রের পুত্র রোহিতাশ্ব এই গড় নিৰ্ম্মাণ করাইয়াছিলেন । এখানে রাজা মানসিংহের নিৰ্ম্মিত প্রাসাদগুলি এখনও বর্তমান আছে। মানनिरह ०४8७ शुः पञएक बन्न ७ विशंरब्रज़ ब्रांछ2डिनिशि*rम এই জেলার
পাতা:বিশ্বকোষ বিংশ খণ্ড.djvu/৩৫৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।