পাতা:বিশ্বকোষ বিংশ খণ্ড.djvu/৩৮৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শিখণ্ডিন করিয়া কহিল, ভদ্ৰে! আমাকে দুঃখভোগের নিমিত্ত অবশ্নই স্ত্রীবিগ্রহ পরিগ্রহ করিতে হইৰে। অতএব এই জৰকাশে আমি তোমার অভীষ্ট সাধন করিব । কিন্তু আমার সহিত ७को गभग्न मिश्वि कब्रिएङ इईहरु । अधि किग्न९कोप्णङ्ग নিমিত্ত তোমাকে আমার পুরুষাঙ্কতি প্রদান কৰিব। কিন্তু তোমাকে কালক্রমে এইস্থানে আগমন করিয়া আমাকে উহ প্রত্যপণ করিতে হইবে । অগ্রে ইহা সত্য করিয়৷ ৰল । আমি কামচারী ও গগনবিহারী, তুমি আমার অনুগ্রন্থে স্বীয় নগর ও বন্ধুবৰ্গকে রক্ষা কর। তুমি প্রতিজ্ঞ করিলে পল্প জামি তোমার স্ত্রীরূপ ধারণ ও প্রিয়াহুষ্ঠান করিব। তখন শিগগুিনী কহিলেন, আমি প্রতিজ্ঞ করিয়া বলিতেছি যে, কিয়ৎকাল পরে পুরুধাকৃতি আপনাকে প্রতাপর্ণ কৰিব, কিছুদিনের জন্ত আপনি স্ত্রীরূপ ধারণ করুন " তাছার পরম্পর এইরূপ প্রতিজ্ঞ করিয়া লিঙ্গ পরিবর্তন করিলে স্থণাকর্ণ স্ত্রীরূপ এবং শিখণ্ডিনী পুরুষরূপ প্রাপ্ত হইলেন। তৎপরে শিখণ্ডিলী হষ্টচিত্তে গৃহে প্রত্যাগত হইয়া গ্রুপদকে অদ্যোপাস্তবৃত্তাক্ত নিবেদন করিলেন। তখন তিনি অতিশয় হৃষ্ট হইয়া সুবর্ণবর্ণার নিকট এই সংবাদ প্রেরণ করিলেন যে, আমি আপনাকে নিশ্চয় করিয়া বলিতেছি, আমার পুত্র পুরুষ, আমি আপনাকে প্রতীন্নিত করি নাই। আপনাকে কেছ প্রস্তারণা করিয়াছে, বরং আপনি বিশেষরূপে পরীক্ষা করিয়া যেরূপ বিহিত হয় করিবেন। তখন দশার্ণপতি একাত্ত চিন্তিত হইয়া শিখণ্ডী স্ত্রী কি পুরুষ ইহা সবিশেষ জানিবার জন্ত সৰ্ব্বাঙ্গসুন্দরী রমণীগণকে প্রেরণ করিলেন। তাহারা তত্ত্বার্থ অবগত হইয়া দশার্ণপতিকে কছিল, মহারাজ ! শিখণ্ডী পুরুষ, তদ্বিষয়ে আর কোন সন্দেহ নাইল রাজা এই কথা শুনিয়া অতিশয় প্রীতি প্রাপ্ত হইলেন এবং দ্রুপদের নিকট উপস্থিত হইয়া হৃষ্টচিত্তে অবস্থান করিতে লাগিলেন। এইরূপে কিছুদিন অতীত হইলে একদা কুবের স্থণাকর্ণের গৃহে উপস্থিত হইয়া এই বৃত্তান্ত শুনিয়া তাছাকে অভিসম্পাত দেন যে, তুমি ক্ষেণের অবমাননাওপাস করিয়া শিখওঁীকে আপনার পুরুষত্বলক্ষণ প্রদান ও তাহার স্ত্রীলক্ষণ গ্রহণ করিয়াছ, অতএব তোমার এই নারীরূপই থাকিবে । তুমি * এতাদৃশ বিরুদ্ধাচরণ করিয়াছ, এই নিমিত্ত তুমি স্ত্রী ও শিখওঁী পুরুষ হইবে । o অনন্তর যক্ষগণ স্থণাকর্ণের মিমিত্ত কুবেরকে নানা প্রকারে { அ8 ) প্তৰ করিতে লাগিল। তখন কুবের প্রসন্ন ইয়া টুল, জন্ম মৃত্যুর পর ণাবর্ণ পুরুষত্ব প্রাপ্ত ইৰেrঞ্জ বর f শিখযুদ্ধ कूएवद्र चशप्न अभन कब्रिगन।' इगाब* अछि*ख इहेइ उषांत्र এইরূপে অবস্থান করিতে লাগিলেন। । অন্তর শিৰতী আপন প্রতিজ্ঞানুসারে গুথার উপস্থিত হইয়া কহিলেন, যক্ষরাজ ! আপনি আপনার রূপ গ্ৰহণ कब्रिघ्नां जांभांग्न झैंौङ्ग* cधलांन रुक्रम । एळथन सृञः अठिणब्र প্রীত হইয়া শিখ তীকে কুবেরের শাপবৃত্তাস্ত বর্ণন করিয়া কছিলেন, আমি তোমার নিমিত্তই কুবের কর্তৃক অভিশপ্ত হইয়াছি, এখন জীবিতকাল পর্যাস্তু মুখে পুরুষরূপে বিচরণ কর। শিখওঁ তাহার বাক্য শুনিয়া দ্বষ্টচিত্ত্বে গৃহে গমন করিলেন। দ্রুপদরাজও বান্ধবগণের সহিত নিতান্ত সন্তুষ্ট । হইলেন। (উদ্যোগপৰ্ব্ব অম্বোপাখ্যান পৰ্ব্বাধ্যায় ) - ভারত যুদ্ধকালে অর্জুন শিখতীকে অগ্ৰে করিয়া ভীষ্মের, সতি যুদ্ধে প্রবৃত্ত হন, ভীষ্ম শিখণ্ডীর স্ত্রীরূপ স্মরণ করিয়া’ অস্ত্র পরিত্যাগ করেন। তখন শিখওঁী ও অর্জুন এই দুইজনে ভীষ্মকে যুদ্ধে হনন করেন । [ ভীষ্ম শব্দ দেখ ] 外 শিখণ্ডিনী ( স্ত্রী ) শিখগুশ,ড়া অস্ত্যস্ত ইতি ইনি-ঙীপু, ১ যুথিকা । ২ গুঞ্জা । ( মেদিনী ) ৩ ময়ুরী । ৪ বিজিতখিয়াজপত্নী । ( ভাগবত ৪৷২৪৩ ) ৫ শিখগুবিশিষ্ট । فير ৬ দ্রুপদরাজকন্তু, এই কল্প পরে যক্ষবরে পুরুষত্বলাভ করে। , § [ শিখণ্ডি শস্থ দেখ। ] শিখণ্ডিমং (ত্রি ) চূড়াবিশিষ্ট। শিখন ( দেশজ ) শিক্ষণ শব্দের অপভ্রংশ, অভ্যাস, উপদেশ। শিখযুদ্ধ, নানক বা ওগোবিদের শিবা সম্প্রদায় ইংরাজ জাতির সহিত যে কয়ট ভীষণ যুদ্ধ করে, তাহ ভারতের ইতিহাসে “শিখযুদ্ধ" নামে বর্ণিত। যে ঘটালোতে ভাসমান হইয়৷ , খালসা শিখগণ ইংরাজের সহিত যুদ্ধব্যাপারে লিপ্ত হয়, তাহা আলোচনা করিলে বুঝা যায় যে, স্বজাতীয়গণের ষড়যন্ত্রে গরিচালিত ও বিজাতীয় ইংরাজগণের জন্তায় অত্যাচারে গ্রপীড়িত হইয়া শিথসৈন্য অস্ত্ৰধারণ করিতে বাধ্য হুইয়াছিল। শি4শন্ধের ইতিহাসের শেষভাগে এই যুদ্ধ সম্বন্ধে যে সকল কারণ নির্দিষ্ট হইয়াছে, সেই সকল ব্যতীত এ ব্যাপারে আরঃ কয়ট ঘটনা উল্লেখ করা যাইতে পারে। ১৮৪৫ খৃষ্টাব্দের মে আল মুলতান হইতে কতকগুলি অশ্বারোহী পুরুষ লুণ্ঠনকার স্বাদলের অনুসরণ করির সিদ্ধসীমাস্তে উপস্থিত হয়। সিন্ধবিজেতা , স্বপ্রসিদ্ধ বীর সেনাপতি নেপিয়ার এই ঘটনাকে তাচ্ছিল্য ন৷ করিয়া সীমান্তরক্ষার উদ্দেশে কসময়ে কতকগুলি সেনা প্রেরণ করেন। উচ্চতন ইংরাঙ্গরাজকর্মচাৰীদিগের এইরূপ, বিচিত্র ক্রিয়া-কলাঞ্জে শিখগণ বিস্মত ও স্তম্ভিত হইতেছিলেন, ঐ সময়ে সংবাদপত্রে শিখ-ইরাল সময়ের কথা শুরুত্ব ভাবে আলোচিত