শির [ ৩৯৬ ] শিরা সল্লাহ, চলিত উষ্ণৗষ, পাকড়ি, টুপি, খোপড়া, টােপ, টোপর । পৰ্য্যায়-শীর্ষণ, শীৰ্ষক, শিরস্ক, শিরস্ত্র । ( অমর ও হেম ) “অপনীত শিরস্ত্রাণাঃ শেষাস্তং শরণং যযু: " ( রঘু ৪৬৪ ) শিরস্য (পুং ) শিরস, (শাখাদ্বিভ্যে যৎ। পা ৫৩,১০০ ) ইতি ঘৎ । বিশদ কচ, নিৰ্ম্মল কেশ, পরিষ্কৃত চুল। পৰ্য্যায়— শীর্ষণ্য। (ত্রি ) ২ শিরঃসম্বন্ধীয় । ( পুং ) ৩ কেশ, শিরোজ । শিরঃস্থান ( ক্লী) প্রধান স্থান। শিরঃন্নতি (ত্রি) যিনি শিরঃন্নান করিয়াছেন, যিনি সমস্ত শরীর মজ্জন করিয়া স্নান করিয়াছেন । শিরঃস্নান (রী ) > মস্তক পর্যন্ত সকল অঙ্গ জলে নিমজ্জন করিয়া স্নান । ২ কাকমান । শির ( স্ত্রী) ধমনী, শরীর মধ্যস্থিত রক্ত গমনের পথ, চলিত শিয় ৷ লক্ষণ “সন্ধিবন্ধনকারিণে দোষধাতুবহাঃ শিরাঃ। নাভ্যাং সৰ্ব্বণি বদ্ধাস্তাঃ প্রতম্বস্তি সমস্ততঃ ॥ শরীরং সকলঞ্চৈতৎ শিরাভি: পোযুতে সদা । প্রণালীভিরিবারামাঃ কুল্যাভি: ক্ষেত্রধান্তবৎ ॥ প্রসারণাকুঞ্চনাদি ক্রিয়াভিঃ সততং ভনে।। শিরা এবোপকুৰ্ব্বন্তি তাঃ সাঃ সপ্ত শতানি তু ॥” ইত্যাদি। (ভাবপ্র” ১ভা” ) শিয়া সকল সন্ধি স্থানের বন্ধনকারিণী, শরীরে যে যে সন্ধি স্থান আছে,শির সকল সেই সেই সন্ধি স্থান বন্ধন করিয়া থাকে। ইহ দোষ এবং ধাতুবাহিনী সকল শিরাই নাভি স্থানে সংবদ্ধ, ঐ নাভি দেশ হইতে শিরা সকল শরীরের চারিদিকে বিস্তৃত্ত হইয়াছে। উস্তানস্থিত বৃক্ষসমূহ যেরূপ পয়ঃপ্রণালীদ্বারা পুষ্ট হয়, কুল্য। দ্বারা যেরূপ ক্ষেত্রের পোষণ হয়, তদ্রপ শিরাসমুহ দ্বারা ধাতু বাহিত ইষ্টয়া শরীর পুষ্ট হইয়া থাকে। সৰ্ব্বসমেত শিরার সংখ্যা ৭• • শত, এই সকল শিরাই সৰ্ব্বদ শরীরের প্রসারণ ও আকুঞ্চন ক্রিয় সম্পন্ন করিয়া থাকে। অর্থাৎ শিরাসমূহ দ্বারা শরীরের সকল অংশে রস সঞ্চারিত হইয়া আকুঞ্চন ও প্রসারণাদির সাহায্যে দেহের রক্ষা ও পোষণ হইয়া থাকে। বৃক্ষের পত্রের মধ্যস্থিত সেবনী অর্থাৎ ডাটা হইতে যেরূপ শাখাপ্রশাখাবিশিষ্ট স্বল্প হুঙ্ক শিরা সকল চতুর্দিকে নিঃস্থত হইয় পত্রের সর্বস্থানে ৰাপ্ত হয়, সেইরূপ দেহীদিগের সমস্ত শরীরের শিরা সকল ব্যাপ্ত হইয়া আছে। জীব সকলের প্রাণ নাভিদেশে অবস্থিত, ঐ নাভিদেশেই শিয়াসমূহের মূল। নাভিদেশ হইতেই শিরা সকল ৰাছির হইয়। শরীরের সকল দিকে পরিৰ্যাপ্ত হইয়াছে। ইহার আকৃতি চক্রের ভায় । চক্রের অল্প সকল যেমন তাহার নাভিরচারিদিকে আবদ্ধ থাকে, তস্ক্রপ জীবগণের শরীরস্থ শিরাসমূহ তাহাদিগের নাভি হইতে উৎপন্ন হইয়াছে। পূর্বেই বলিয়াছি যে, শিরা সকল ৭•• শত । ইহাম্বের মধ্যে মূল শিরা ৪•ট। তন্মধ্যে বায়ুবাহিনী দশ, পিত্তবাহিনী দশ, কফবাহিনী দশ এবং রক্তবাহিনী দশ এই ৪•ট মূল শিরা। এই সকল মূল শিরা হইতেই শাখাপ্রশাখা রূপে ৭•• শত শিরা বাহির হইয়াছে। ১৭৫টা বায়ুবাহিনী শিরা বাহির হইয় পঙ্কাশল্পে অবস্থিত আছে। পিত্তবাহিনী শিল্প। ১৭৫, এই সকল শিল্প পিত্তের স্থান অর্থাৎ আমাশয় ও পঙ্কাশয়ের মধ্য স্থানে অবস্থিত। কফবাহিনী ১৭৫, ইহার কফ স্থান আমাশয়ে অবস্থিত, অবশিষ্ট ১৭৫ট রক্তবাহিনী শিরা । এই সকল শিল্প রক্তাশয় ও যকৃৎ প্লীহা দেশে অবস্থিত করে। *r শিরার স্থাননিরূপণ—পূৰ্ব্বোত্ত ১৭৫ট বায়ুবাহিনী শিরার মধ্যে প্রত্যেক সকৃথি ও বাহুত্তে ২৫টা করিয়া এক শত শিল্পী কোষ্ঠদেশে ৩৪ট তন্মধ্যে নিতম্ব, গুহ ও মেঢ় দেশে ৮ট, দুইপাশ্বে দুইটা করিয়া চরিট, পৃষ্ঠদেশে ৬টী, উদরে ৬ এবং বক্ষে দশ । স্কন্ধ দেশের উপরি ভাগে ৪১ট শিরা অবস্থিত। তন্মধ্যে গ্রীব দেশে ১৪, দুইকর্ণে ৪, জিহা দেশে ৯, নাসিকায় ৬, ও দুই চক্ষুতে চারিট করিয়৷৮ বায়ুবাহিনী শিরা এইরূপে সৰ্ব্ব সমেত ১৭৫ট। অবশিষ্ট শিরাসমূহেরও এইরূপ বিভাগ অভিহিত হইয়াছে, কেবল বিশেষ এই যে, পিত্তবাহিনী শিরা চক্ষুদ্বয়ে দশট, কর্ণদ্বয়ে দুইট, রক্তবাহিনী শিরা চক্ষুদ্বয়ে ৮টা, কর্ণদ্বয়ে চরিট, এবং শ্লেষ্মবাহিনী শিরা গ্রীবাদেশে ১৬, এবং কর্ণে দুই এইরূপ প্রকারে ৭• ০ শত শিরায় বিভাগ জানিতে হইবে । বায়ু যখন আপনার শিরার মধ্যে স্বচ্ছন্দে বিচরণ করিতে থাকে, তখন যন্ত্র-ক্রিয়ায় কোন ব্যাঘাত হয় না এবং বুদ্ধি শক্তির মোহ ঘটে না ; বরং অন্যান্য নানা প্রকার গুণ ঘটিয়া থাকে। কিন্তু যখন বায়ু আপন শিরা মধ্যে কুপিত হয়, তখন বায়ু জন্য নানা প্রকার পীড়া হইয়া থাকে। পিত্ত্ব স্বীয় শির মধ্যে সঞ্চরণ করিতে থাকিলে শরীরে কান্তি, অন্নে রুচি, অগ্নির দীপ্তি, শরীরের স্বাস্থ্য এবং অপরাপর অনেক গুণ উৎপন্ন হুইয়া থাকে। কিন্তু পিত্ত যখন কুপিত হইয়া স্বকীয় শির মধ্যে অবস্থিতি করে, তখন পিত্তজনিত নানাবিধ রোগ হয় । শ্লেষ্মা যতক্ষণ প্রকৃতিস্থ অবস্থায় নিজ শির মধ্যে বিচরণ করে, তখন অঙ্গ প্রত্যঙ্গ সকলের স্নিগ্ধতা, সন্ধি সকলে দাচা, মনের স্থ ৰ্ত্তি এবং আরও নানা প্রকার গুণ উৎপন্ন হইয়া থাকে । কিন্তু শ্লেষ্মা কুপিত হইয়া উক্ত শিরায় প্রবল হইলে শ্লেষ্মাজনিত নানাবিধ রোগ হয় ।
পাতা:বিশ্বকোষ বিংশ খণ্ড.djvu/৩৯৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।