শিরাবেধ কনিষ্ঠা ও অনামিকা অঙ্গুলির মধ্যভাগে শিরা ষিদ্ধ করা বিধেয়। বিশ্বাচী নামক বাতব্যাধিরোগে জামুসদ্ধির চারি জাজুল উপরিআগে কিম্বা চারি আঙ্গুল নিয়ে শিরাষেধ করিবে। শূলযুক্ত আমাশয় রোগে কটিদেশের সকল স্থানেই দুই অঙ্গুলির মধ্যে শিরা বিদ্ধ করিবে। পরিকর্ষিক অর্থাৎ কৰ্ত্তনবৎ বেদনাযুক্ত উপদংশ, শূকদোষ ও শুক্রপীড়ায় মেট্রোমধ্যে শির বিদ্ধ করিবে । মূত্রবৃদ্ধি রোগে অগুকোষদ্বয়ের পার্থে, জলেদরী রোগে নাভির অধোদেশে, সেবনীর বামপার্থে চারি অঙ্গুলি অস্তরে শিরা বিদ্ধ করিতে হয়। উন্মাদ ও অপম্মার, অস্তবিদ্রধি ও পার্শ্বশূল পীড়ায় বামপার্শ্বে, কক্ষ ও ৰাম পার্শ্বস্থ স্তনের মধ্যে শিরা বিদ্ধ করিবে। কোন কোন পণ্ডিতের মতে বাস্থশোষ ও অববাহক রোগে স্কন্ধের মধ্যদেশে শিরা বিদ্ধ করা বিধেয় । তৃতীয়ক বিষম জ্বরে ত্রিকসন্ধির মধ্যগত শিরা, চাতুর্থকজরে কোন এক পার্থের স্কন্ধ সন্ধির অধোগত শিরা, উম্মাদ ও অপস্মাররোগে বক্ষ, ললাট ও অপাঙ্গদেশে শঙ্খ ও কেশাস্ত সন্ধিগত শিরা, কিন্তু কেবল অপস্মার রোগে হনুসন্ধির মধ্যগত শির বিদ্ধ করিবে। জিহ্বা ও দস্তরোগে তালুদেশে এবং কর্ণশূল ও অন্তান্ত কর্ণরোগে কর্ণদ্বয়ের উপরিভাগে চারিদিকে শিরা বিদ্ধ করিতে হয় । ঘ্ৰাণশক্তির অভাব হইলে কিংবা অন্ত কোন প্রকার নাসারোগে নাসিকার অগ্রভাগস্থ শিরা বিদ্ধ করা আবশুক । তিমির অক্ষিপক্ষাদি চক্ষরোগে, শিরোরোগে ও অধি মস্থাদি ব্যাধিতে উপনাসিক দেশে অর্থাৎ নাসিকার সমীপ ললাট ও অপাঙ্গদেশে শিল্প বিদ্ধ করিতে হয় । উক্ত রোগসমূহে নিদিষ্ট স্থলে উপযুক্ত রূপে শিরাবেধ করিলে ব্যাiধ আগু প্রশমিত হয়। এইজন্ত সুবিজ্ঞ বৈদ্য ব্যাধি ও স্থান নিরূপণ করিয়া সম্যকুরূপে শিরাবেধ করিবেন । মাংসল স্থানে শিরাবেধ করিতে ছুইলে অস্ত্রের মুথ এক যব পরিমাণে তন্মধ্যে প্রবিষ্ট করাইতে হয় । কিন্তু অস্ত স্থানে যেখানে অধিক মাংস নাই, তথায় অৰ্দ্ধ যব পরিমাণে শস্ত্রের মুখ প্রবিষ্ট করাইলে যথেষ্ট হয়। ইহাতে ব্রীহিমুখ অস্ত্রদ্বারা এক ব্রীহি (ধান্ত পরিমাণ) অস্ত্র করিলেই চলে। অস্থির উপর শিরাবিদ্ধ করিতে হইলে কুঠারিক অস্ত্রদ্বারা অন্ধযব পরিমাণ শিরা বিদ্ধ করিতে হয়। ষে সকল দ্রব্য প্রধান আহাৰ্য্য এবং যদ্বারা শরীরের দোষ সকল দূরীভূত হয়, স্নিগ্ধ ও স্বিপ্ন রোগীকে তাহ পান করাষ্টয়া চিকিৎসক তাছাকে নিজের কাছে বসাইয়া যে শিরা বিদ্ধ করিতে হইবে, তাহ বস্ত্র, পাট, চামড়ার পাট, গাছের ছাল বা লন্ত দ্বারা স্থানবিশেষে অল্প শক্ত বা অল্প শিথিলরূপে বন্ধন করিয়া ব্রাহিমুখ প্রভৃতি অস্ত্র দ্বারা শিরা বিদ্ধ করিতে হইবে। যাহাদের শিরা বেধ করা হইয়াছে, তাহার শরীরে যত [ ૬.૭
শিরীস
mo- -- দিন সম্যক্ ৰল না পান, ততদিন পর্যন্ত ক্রোধ, মৈথুন, পরিশ্রম, দিবানিদ্রা, অতিশয় কথা কওয়া, যানে আরোহণ বা উপবেশন, ভ্রমণ, শৈত্য, রৌদ্র বা বায়ুসেবন, এবং বিরুদ্ধ, অসাত্ম্য ও অজীর্ণকর দ্রব্য ভোজন তাহীদের পক্ষে বিশেষ নিষিদ্ধ। কোন পণ্ডিতের মতে একমাস কাল এই সকল নিয়ম পালন করা বিধেয় । (স্বত্রত শারীরস্থাe ) শিরি (পুং ) শৃণাত্যনেন ( কুংপু কুটি-ভিজি-ছিভিাশ্চ। উ৭, ৪।১৪৩ ) ইতি-ই, সচ কিৎ। ১ খঙ্গ। ২ শর। ও হিংস্ৰ । ( উজ্জল ) ৪ শলভ । শিরিণ ( স্ত্রী) রাত্রি, রাত্রিকালে প্রাণিসমূহ শীর্ণ হয়, এইজন্ম রাত্রিকে শিরিণী কহে। “শিরিণায়াং চিন্ধুক্তলা” ( ঋক্ ২১ণ৩) শীর্ঘাতেইস্যাং ভূতানি ইতি শিরিণ রাত্রিঃ’ ( সারণ) শিরিম্বিঠ (পুং ) ২ মেঘ। ২ ভরদ্বাজপুত্র। “শিরিম্বিঠস্য সত্বভিঃ” ( ঋক্ ১০। ৫৫১ ) “শিরিম্বিঠস্য শীর্যাতে বিঠে অস্তুরীক্ষে ইতি শিল্লিম্বিঠঃ মেঘঃ যন্থী শিরিম্বিঠস্য এতৎসংজ্ঞকস্য ভরদ্বাজপুত্রস্য’ ( সায়ণ ) শিরীষ (পুং) শৃণাতি ঝাঁটতি স্নায়তীতি পূর্ণ পূভ্যাং কিচ্চ। উ৭, ৪২৭) ইতি ঈষন, স চকিৎ। স্বনামখ্যাতবৃক্ষ, (Albizzia lebbec syn. Acacia lebbec) fest–fistধ,লসূীন,কলসিস, তৈলঙ্গ—দিরসন। সংস্কৃত পর্যায়—কপীতন, ভগুিল, মণ্ডির, ভওঁীর, ভণ্ডীল, মৃদুপুষ্প, শুকতরু, বিষনাশন, শীতপুষ্প, ভগুিক, স্বর্ণপুষ্পক, উদালক, শুক্রতর, লোমশপুষ্পক, কপীতক, কলিঙ্গ, খামল, শঙ্খিনীফল,মধুপুপ, বৃত্তপুষ্প, ভণ্ডী, ধগ, শুকপুষ্প। পুস্তকান্তরে ‘শিথিনীফল’ পৰ্য্যায় দেখিতে পাওয়া যায়। ইহার গুণ-কটু, শীতল, বিষ, বাত, পাম, অস্ত্র, কুষ্ঠ, কঙুতি ও ত্বগদোষ নাশক । ( রাজনি" ) ভাবপ্রকাশমতে গুণ—মধুর, অম্বষ্ণ, তিক্ত, তুবর, লঘু, শোখ, বিসর্প, কাশ ও ব্রণনাশক। ( ভাব প্র" ) কণ্টক শিরীষের পর্য্যায়-কটভা, কিণিহী, শ্বেতা, মহাশ্বেত ও রোহিণী। (রত্নমাল) ইহার গুণ বিষ, বিসর্প, স্বেদ, স্বগদোষও শোথনাশক। छिद्राशक (१९) नाथएडम । ( ভারত উদ্যোগপৰ্ব্ব ) শিরায়পত্রা (স্ত্রী) খেতকটতীবৃক্ষ, কঁটি শিরীষ । ( রাজনি” ) পিরাধপত্রিক (স্ত্রী) শিীযস্য পত্রমিৰ পত্নমস্যা, তত স্বার্থে কন টাপি অত ইত্ব । শ্বেতকিশিষ্ট্ৰী, কাটা শিরীষ । ( রাজনি” ) শিরষিন, পুং ) বিশ্বামিত্রের পুত্রভেদ । ( ভারত অনুশাসন” ) শিরীস, ( পায়ণী) আটাবং পদার্থ বিশেষ । চৰ্ম্মের অপরিস্কৃতাংশ ও সবাখাদির ক্ষুর গলাষ্টয়া এষ্ট দ্রব্য প্রস্তত হয় । চীনদেশে হরিণের শৃঙ্গ হইতে যে শিল্পীয় প্রস্তুত হয়, তাহ ঔষধরূপে খাটতে দেওয়া হইয়া থাকে। মলয়প্রাদোদ্বীপে এক প্রকার সামুদ্র