পাতা:বিশ্বকোষ বিংশ খণ্ড.djvu/৪৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

, ব্যাঘ্ৰ দেশীয় শিকারীর প্রথমে এক স্থানে জাল পাতিয়া চলিয়া যায়, পরে বন খিরিয়৷ গোলাকার ভাবে চারিদিক্ হইতে তাড় দিয়া ব্যাঘ্রকে জালের মধ্যস্থলে অনায়ন করে । 'बाद জালে পড়িলে তাহাকে ধরিয়া ফেলে, অথবা বড়সার আঘাতে তাগর প্রাণনাশ করে। সিংহভূম, হাজারি বাগ প্রভৃতি অঞ্চলে কোলের বলদেশ হইতে ৰাস্ত্র শিকার করিয়া গবমেন্টের সদরে চৰ্ম্ম ও নখ আলিয়া দেয় এবং তাহার জন্ত রাজকোষ হইতে পুরস্কার পাইয়৷ থাকে। কখন কখন ষ্ট্রীকৃনিয়া খাওয়াইয়াও বান্ত্রিকে মারিয়া ফেলা হয় । প্রতিবৎসর এইরূপে অসংখ্যক ব্যাঘ্র নিহত হইলেও ব্যাঘ্র-জাতির সংখ্যা কম হইয়াছে বলিয়া বোধ হয় না । ব্যান্ত্রের নখ বিশেষ উপকারী । ব্যান্ত্রের নখের মালা বালকদিগের গলায় ধারণ করাষ্টলে কাহারও কুদৃষ্টি হয় না। শিক্ষিতের নিকট উহা শোভার সামগ্রা। কোন কোন ব্যক্তি চেনের লকেট বা গলার নেকৃলেসে ব্যান্ত্রের নর্থশ্রেণী সোণ দিয়া বাধাইয়া বক্ষে বা গলায় পরে, কেহ বা রূপ দিয়া বাধাইয়া বলয়াকারে ( braer lets ) হস্তে পরিান করে । অশিক্ষিত ও কুসংস্কারাবদ্ধ লোকে বালরোগে সস্তানাদির গলায় বা কোমরে ব্যাঘ্র নর্থ ধারণ করায় । তাহদের বিশ্বাস, ঐ নখ থাকিলে বালগ্রহদিগের প্রকোপজনিত জ্বর বা দৃষ্টি অপনোদিত হয় । মড়াঞ্চে পোয়াতি অর্থাৎ যে স্ত্রীলোকের সস্তানাদি হইয়া অল্পকাল পরেই মরিয়া যায়, তাহীদেরও জাত বালকের গলায় ব্যাস্ত্র-নথ ঝুলাইয়া দেওয়া হয় । প্রবাদ, উহার বলে, বালক বাক্সের স্থায় বলিষ্ঠ ও দীর্ঘজীবী হইয়া থাকে। ব্যান্ত্রের স্কন্ধসন্ধির মধ্যে যে কণ্ঠাস্থি আছে, তাহা অভিচার কার্যো বিশেষ ফলপ্ৰদ। ইহাদের গোফ বা ওষ্ঠ লোমও বশীকরণের বিশেষ সহায়ক । যদি পুরুষে উহার অধিকারী হয় তাহ হইলে সে অনায়াসে অfভচষিত কামিনী বশে আনি ত পারে। উহ! যদি নারীর নিকট থাকে, তাহা হইলে সে সহজেই পুরুষকে বশে আনিতে সমর্থ হয় । দক্ষিণভারতের নিম্নশ্রেণীর অসভ্য লোকে ব্যান্ত্রের মুংস থাইল্প থাকে। প্রাণিতত্ত্ববিদ্‌গণ বলেন যে এই বাস্ত্র পারস্ত হইয় বোথারা t ও জাৰ্জ্জয়া পৰ্য্যস্ত গিয়াছে। আমুরদেশ, আলট্ৰাছ পৰ্ব্বতশ্রেণী ও চীনদেশেও প্রচুর বাঘ দেখিতে পাওয়া যায়। ব্ৰহ্ম ও মলয়-প্রায়োদ্বীপে যথেষ্ট ব্যাঘ্র আছে, কিন্তু সিংহলে নাই । এই সকল বিভিন্ন দেশের বাঘের মধ্যেও আকৃতিগত সামান্ত পার্থক্য আছে । , t5etwtw , F. paidus) s ®*®' *fr<B (Canis pallipes) বিষয় যথাস্থানে লিপি বদ্ধ হওয়ায় এখানে আর दिठूज्र हहेग म । [ 88 ) ব্যাঘ্র । সাধারণ বান্ত্রি অপেক্ষ নেকেড়ে বাঘগুলিই বেশী হিংস্ৰ । অনেক স্থলে শুনা গিয়াছে যে, রাখালেরা মচিযদল চরাইতে চন্নাইতে তাড়া দিয়া পলায়মান ব্যাঘ্রকে নিহত করিয়া তাহার মুখ হইতে শিকুর কাড়িয়া আনিয়াছে। এলিয়ট লিখিয়াছেন, এক সময়ে একটী রাখালকে বাঘে লইয়া যায়। অপরাপর রাখালের ইহা দেখিয়া গোলমাল করে এবং গোমহিষাদিকে সেই দিকে তাড়াইতে থাকে। মহিষের দ্রুতবেগেঙ্গাইয়া ব্যাঘ্রকে আক্রমণ করে, বাঘ তাগতে ভীত হইয়া রাখাল বালককে ত্যাগ করিতে বাধা হয়, কিন্তু তথাপি সে মহিষের হস্ত হইতে পরিত্রাণ *ाग्न नाहे । भश्रुिब्र! भूत्रछाग्रां याitधद्र उंमग्न दिनैौर्ष कब्रिग्न নেকড়ে বাঘের প্রকৃতি সম্পূর্ণ স্বতন্ত্র। ইহার কিছুতেই শিকার পরিত্যাগ করে না। কখন কখন দুই দিন পর্যন্ত ইহার শিকারের পশ্চাদ্ধাবিত হইয়া থাকে। [ নেকড়ে বাঘ দেথ ।] উপরে গো-বাঘ নামে যে বাঘের উল্লেখ করিয়াছি, তাহান্থ Buffalo tiger নামে খ্যাত। ইহাদের আকৃতি ও প্রকৃতি প্রায় Bengal tiger এর মত, তবে সাধারণতঃ শেষোক্ত জাতি অপেক্ষ কিছু ক্ষুদ্রাকার হয়। t আমাদের দেশে প্রবাদ আছে, “বাঘের বেটা বাঘ ডাসা” (F.viverrina—the large tiger cnt) অর্থাৎ ইহার বাঘের অনুপযুক্ত পুত্র। ইহার প্রায়ই জলার ধারে শরবনে থাকে এবং মাছ, পক্ষী প্রভৃতি ধরিয়৷ উদর পূর্ণ করে। হিমালয়ের পাৰ্ব্বত্য পাদমূলে,:নেপালের তরাই-প্রদেশে, পূৰ্ণিয়া জেলায় ও কলিকাতার সমীপবৰ্ত্তী নানা স্থানে ইহুদিগকে দেখিতে পাওয়া যায়। রেভারেও বেকার বলেন, মলবার উপকুলের বাঘডাস গুলি অপেক্ষারত তেজস্বী। ইহার সময় সময় ছোট ছোট ছেলে ধরিয়া লইয়া যায়। পালিত গুলি অনায়াসে দেশী কুকুর গুলিকে কামড়াইয়া মারিয়া ফেলে। অনেকে ইহাদিগকে বিড়াল জাতির অন্তভূক্ত করিয়া থাকেন। F. Bengalensis ও ঐরূপ এক জাতীয় বাঘ-বিড়াল (Leopard-cat )। ইহাদের শরীর ২৬ ইঞ্চি এবং পুচ্ছ প্রায় ১২ ইঞ্চি । ইহুদিগকে কেত কেহ “বাগট” বলিয়া থাকে । কেন্দুয়া বাঘ বা কেঁদো (Felis jubata) জাতীয় পশুগুলি হিন্দুস্থানে—চিত, তেলগু-চিতাপুরি, কণাত্নী-চিৰ্চা ও শিবৃত্ৰী এবং কোথাও কোথাও লঘর নামে পরিচিত। ইহার পোৰ মানে, এই কারণে শিকারীরা অনেক সময়ে কৌশলে ইছাদের ধরিয় ভানে এবং উপযুক্ত শিক্ষা দিয়া ইহাদিগকে কুকুরদিগের স্থায় শিকার কার্যের সহচর করিয়া লঃ য়া যায়। t ইহাদেঈ গাত্র উজ্জ্বল রক্ত ও হরিদ্রামিশ্রিত পাটলৰণের