শিবাজি শাস্ত্রোঞ্জ প্রক্রিয়ানুসারে অভিষিক্ত হইয়া রাজ্যশাসন করিতে স্বীকৃত হন । র্তাহার উপদেশ বাক্যে এবং মোরোপস্ত ও মীরাজি পত্ত্বের অনুমোদনে তিনি স্বীয় মেবারস্থ জ্ঞাতিগণের ন্যায় যজ্ঞস্থত্ৰধারণপূর্বক বর্ণাশ্রম ধৰ্ম্ম পালন করিয়া শাস্ত্রমর্যাদা রক্ষা করেন । চিতোর হইতে দাক্ষিণাতে আসিয়া নানা ফুর্বিবপাকে শিবাজির পূর্বপুরুষগণ (৯.১০ পুরুষ ) উপনয়নসংস্কারভ্রষ্ট হইয়া পড়েন। তখন গাগাভট্টের বিধানানুসারে"ব্রাতাস্তোমপ্রায়শ্চিত্তাস্তে” র্তাহাকে যজ্ঞোপবীত প্রদান করিয়া অভিষেকের ব্যবস্থা হয় । তদনুসারে ১৫৯৬ শকে ( ১৬৭৪ খৃঃ ) আনন্দ-সংবৎসরে জ্যৈষ্ঠমাসে শুক্লা চতুর্থীতে নিমন্ত্রিত রাজন্তবর্গ ও ব্রাহ্মণবৃন্দের সমীপে মহারাষ্ট্রকেশরী শিবাজি উপবীত গ্রহণ করেন। ঐ দিবস হইতেই প্রকৃত প্রস্তাবে রাজ্যাভিষেকোৎসব আরম্ভ হয়। উ গু সংবৎসরের জ্যৈষ্ঠ শুক্ল ত্রয়োদশী তিথি বৃহস্পতিবারে তাহার অভিষেক কাৰ্য্য সমাপ্ত হইলে তিনি সিংহাসনে অধিষ্ঠিত হন। ঐ ঘটনা স্মরণ করিয়া ঐ দিন হইতে দাক্ষিণাত্যে শিব শক প্রচলিত হয়, অস্থাপিও কোলহাপুর রাজসংসারে শিবাজির ংশধরেরা সেই শক ব্যবহার করিয়া থাকেন । এই রাজ্যাভিষেক । উপলক্ষে প্রায় এককোটি চিত্বারিংশত লক্ষ মুদ্রা ব্যয় হইয়াছিল। ; রাজ্যাভিষেক সমাপ্তির পর মহারাজ শিবাজ সমাগত নৃপতিবৃন্দ্র ও রাজদূতগণকে যথোচিত সন্মাননা ও সম্বৰ্দ্ধনা করিয়া বিদায় দিলেন। ইংরাজ কোম্পানী ঐ সময়ে বাণিজ্যের মুবিধার জষ্ঠ মহারাষ্ট্রদরবারে দূত প্রেরণ করেন। ইংরাজদূত সৰ্ব হেনূর । অমণ্ডেন রায়গড়ে শিবাজির সমক্ষে বহু উপহার সহ সমাগত : হইলে বিশেষ সন্মানের সহিত গৃহীত হন। মহারাজ শিবাঞ্জি তাহার প্রার্থনা মতে যে বাণিজ্যবিষয়ক সন্ধিস্থত্রে আবদ্ধ হন, তাহার মধ্যে রাজাপুর ধ্বংসের ক্ষতিপূরণ এবং রাজাপুর, দভোল, চেডল ও কল্যাণ নগরে ইংরাজের বাণিজ্যকুঠী নিৰ্ম্মাণ উল্লেখযোগ্য ঘটনা। ইহার অব্যবহিত পরেই মহারাজ তুলাদান করেন । , ঐ উপলক্ষে তিনি রায়গড়ের স্বপ্রসিদ্ধ “জগদীশ্বরমান্দর’ 21ಕ করিয়াছিলেন। ঐ মন্দির গাত্রে নিম্নোক্ত ফলক উৎকীর্ণ অাছে – “প্রাসাদে জগদীশ্বরস্ত জগতামানন্দদোহনুজ্ঞরা শ্ৰীমচ্ছত্রপতে: শিবন্ত নৃপতে: সিংহাসনে তিষ্ঠতঃ। শাকে ষপ্লববাণভূমিগণনাদানন্দসংবৎসরে জ্যোতিরাঙ্গমুহূৰ্ত্তকীৰ্ত্তিমহিতে শুক্লেশসাপে তথেী । বাণীকুপতড়াগরাঞ্জিরুচিরং রম্যং বলং বাতিকে স্তস্তৈঃ কুম্ভিগৃহে নরেন্দ্রসদনেরভ্রংলিংৈমহিতে । i শ্ৰীমদ্রায়গিরোগিরামবিষয়ে হীরাজিনানিৰ্ম্মিতো i যাবচ্চন্দ্র দবাকরেী বিলসতস্তাবৎ সমুজ্জ স্ততাম্।” | [ 82 s ] শিবাঞ্জি • মাতা ও পত্নীবিয়োগজনিত নানা শোক দুঃখে কালাতপাত করিয়াও শিবাজি অবিচলিত ভাবে রাজ্যশাসন করিতে থাকেন। প্তাহার নিয়োজিত অষ্ট প্রধান তাহাকে রাজকাৰ্য্যে বিশেষ সহায়ত করিতেন। তিনি যেরূপ শাসনবিধি অবলম্বন করিয়া প্রজাপলিন এবং যেভাবে সামরিক বিভাগের ব্যবস্থা করিয়াছিলেন, তাহার পুনরুল্লেখ নিম্প্রয়োজন। তাহার অশ্বারোহী সেনাদল শিলেদার ও বর্গীরদার ভেদে বিভক্ত ছিল। ইহার দূরদেশ আক্রমণ সময়ে গমন করিত। পদাতিকের মধ্যে ঘটিমাথার মাবলি ও কোঙ্কণ প্রদেশের হাটকারীগণ প্রধান। [ মহারাষ্ট্র দেথ । ] অতঃপর শিবাজির জীবননাটকের শেষ দৃষ্ঠের অভিনয় আরম্ভ হয়। উত্তরে মোগল ও বিজাপুরের সহিত আর যুদ্ধ বিগহ সংঘটিত না হওয়ায় উভয় পক্ষেই একরূপ শাম্ভভাৰ ধারণ করিয়াছিলেন বটে, কিন্তু প্রকৃতপক্ষে তাঙ্গদের পরম্পরের মধ্যে মিত্রত স্থাপিত হয় নাই, তথাপি উভয়ে বৈরভাব পরিত্যাগ করিয়া শান্তভাব অবলম্বন করিতে বাধ্য হন । শিবাজি যখন এইরূপ শান্তিমুখ ভোগ করিতেছিলেন, তখন মুদূর কর্ণাট দেশে শাহজি প্রতিষ্ঠিত বিশাল জায়গীর মধ্যে বন্ধোজির সহিত রঘুনাথ নারায়ণ নামক ভ্রাতৃদ্বয়ের মনোবাদের স্বত্রপাত হয়। উক্ত ভ্রাতৃদ্বয় শাহুজির প্রধান কৰ্ম্মচারী নারোত্রিমল হনুমন্তের যোগ্য পুত্র। ইহারাও বঙ্কোজিকে সম্মুখে রাখিয়া দাবিড়মণ্ডলে স্বতন্ত্রভাবে মহারাষ্ট্র বিজয়বৈজয়ন্তী সংস্থাপনে পরামণ করিতেছিলেন। শিবাজির বিরুদ্ধাচরণে বঙ্কোজি মত করিলেন ন, কাaেই ভ্রাতৃদ্বয়ের মনোবাদ শক্রতায় পরিণত হইল। তথন তাহার সে স্থানে অবস্থান অবিধেয় বিবেচনা করিয়া ভাগানগরে আগমন করেন। পরে তথা হইতে শিবাজি সকাশে আসিয়া দক্ষিণাত্য প্রদেশের অরাজকতা ও তথায় হিন্দুরাজ্যস্থাপনের মুগমতা তাহাকে নিবেদন করিলে তিনি দক্ষিণ প্রদেশ বিজয়ে কৃতসংকল্প ইন। - ভাগানগরপতি তানশাহ মোগলও এই ঘটনার কিছু পূর্বে শিবাজিকে বার্ষিক ৫ লক্ষ হনমুদ্র দিতে প্রতিশ্রত হইয়া তাহার সহিত সহিরে আবদ্ধ হন। শিবাজি সেই মিত্রত দৃঢ় করিবার জন্য নারাঞ্জি পন্তের পুত্র গ্ৰহলাদপত্তকে বহুবিধ উপহার সহ ভাগানগরে পাঠাইয়া দেন এবং তদ্বারাই তানশাহ সমীপে উছার ভাগানগর দর্শন বাসনা লেকাশ করেন । শিবাজি পঞ্চবিংশতি সহস্ৰ অশ্বারোহী ও পঞ্চদশ সংস্র নল পদাতিক সেনা লইয়া ভাগানগর যাত্র করেন। এখানে swanaখর ঠাহাকে বিশেষ সমাদরে রাখেন। কিছুদিন এখানে আমোদে অতিবাহিত করিয়া শিবাজি প্রলো পস্তকে ই দুgস্বরূপ রাখি। স্বয়ং সসৈন্তে দক্ষিণাভিমুখে গমন করেন
পাতা:বিশ্বকোষ বিংশ খণ্ড.djvu/৪৬১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।