পাতা:বিশ্বকোষ বিংশ খণ্ড.djvu/৫০৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শুনঃশেফ [ (te q ) শুনঃশেফ এই নরেন্ত্রের বলি হইয়া অগ্নির তৃপ্তি সম্পাদন কর, তাহা হইলে এই রাজার যজ্ঞ নিৰ্ব্বিয়ে পরিসমাপ্ত, দেবগণ পরিতৃপ্ত এবং ইহার অতীষ্টসিদ্ধি হইবে। মধুৰ্য্যন্স প্রভৃতি পুত্রগণ ৰিখামিত্রের এই কথা শুনিয়া র্তাহাকে উপহাস ক্লরিয়া বলিলেন যে, আপনি নিজ পুত্রকে পরিত্যাগ করির অন্ত ব্যক্তির পুত্রকে রক্ষা করিতে প্রবৃত্ত হষ্টয়াছেন ; ইহা আমাদের মনোমত নছে, উহা আত্মমাংস ভক্ষণের স্তায় অতীব আকর্তব্য কৰ্ম্ম বলিয়া জ্ঞান হয়। বিশ্বামিত্র পুত্রদিগের এই কথা শুনিয়া ক্রোধ সচকারে তাহাদিগকে শাপ लिग्न| শুনশেফকে কহিলেন, পুত্ৰ তুমি যখন অম্বরীষের যজ্ঞে ஐ. রক্তমালাধারী ও রক্তামুলেপিত হইয়া বৈষ্ণব যুপে পাশ দ্বারা ; “আবদ্ধ হইবে, তখন তুমি আগ্নেয় মন্ত্রে অগ্নিকে স্তব এবং দিব্য গাথা গান করিও, তাহা হইলে সিদ্ধি লাভ করিবে। শুলঃশেফ সমহিত হইয়৷ সেই দুষ্টট গাথা গ্রহণ করলেন। তখন শুনঃশেফ হৃষ্টচিত্তে রাজা অম্বরীষের নিকট উপস্থিত হষ্টয়া বলিলেন, রাজন্‌! আপনি শীঘ্ৰ গমন করিয়া যজ্ঞ সমাপন করুন। রাজা ইহার কথায় শীঘ্র সেই স্থান পরিত্যাগ করিয়া যজ্ঞ ভূমিতে গমন করিলেন। অনস্তর রাজা যথাবিধানে গুনঃশেফকে রক্তাম্বর পরিধান করাইয়া পবিত্র কুশনিৰ্ম্মিত রজ্জ্ব দ্বারা বন্ধন পূর্বক পশুরূপে যুপে বন্ধন করিলেন। শুনঃশেফ এইরূপে যুপে বদ্ধ হইলে আগ্নেয় মন্ত্র দ্বারা অগ্নিকে স্তব করিয়া ইন্দ্র ও ইন্দ্রাজুজ বিষ্ণু এই দুই দেবতাকে ছুইটী গাথা দ্বারা স্তব করিলেন। ইন্দ্র ও উপেন্দ্র তাহার স্তবে পরিতুষ্ট হইয় তাহাকে দীর্ঘায়ু প্রদান করেন। রাজাও র্তাহাদিগের প্রসাদে সেই যজ্ঞের বহুগুণ ফল লাভ করিলেন । ( রামায়ণ ১ ৫৯-৬২ স” ) দেবীভাগবতে লিখিত আছে যে, রাজা হরিশ্চন্দ্র বরুণের অভিসম্পাতে জলোদর রোগে পীড়ত হইয়া যারপরনাই কষ্ট ভোগ করিতে থাকেন। তখন তিনি বরুণের শাপ হইতে কিরূপে মুক্তি লাভ করিবেন, তাহা চিন্তা করিয়া বশিষ্ঠের শরণাগষ্ঠ হন। বশিষ্ঠ তাছাকে একটী পুত্র ক্রয় করিয়া যজ্ঞানুষ্ঠান করিতে পরামর্শ দেন। হরিশ্চন্দ্র বশিষ্ঠের উপদেশে যজ্ঞানুষ্ঠান করেন এবং একটী পুত্র ক্রয় করিবার জন্ত মন্ত্রীর প্রতি আদেশ দেন । হরিশ্চত্রের রাজ্য মধ্যে অঙ্গীগৰ্ত্ত নামে এক অতি দরিদ্র ব্রাহ্মণ বাস কল্পিত। তাচার তিনটী পুত্র ছিল, জ্যেষ্ঠ শুনঃপুচ্ছ, দ্বতীয় গুনঃশেষ এবং কনিষ্ঠ শুনোলাঙ্গুল। মন্ত্রী অর্থ দ্বারা একটা পুত্র ক্রয় করিবার অভিলাষ করেন। অল্পীগৰ্ত্ত অন্নাভাবে যারপরনাই কাতর ছিলেন, সুতরাং তাহার এই বাক্য শুনিয়া আপনার একটী পুত্রকে বিক্রয় করিতে অভিলাষ করিলেন। . কিন্তু জ্যেষ্ঠ পুত্র ঔদ্ধদেহিক ক্রিয়ার অধিকারী বিবেচনা করিয়া -TTE তাহাকে বিক্রয় করিলেন না। মাত কহিলেন কনিষ্ঠ পুত্র আমার প্রিয়, সেই অনুরোধে তাহাকেও বিক্রয় করা হইল না। তখন মধ্যম শুনঃশেফকে বিক্রয় করা হইল । রাজা শুনঃশেফকে লইয়া নরমেধ যজ্ঞের পশু করিলেন। বালক যুপকাষ্ঠে বন্ধ হইয়া কাতরভাৰে রোন করিতে লাগিল। মুনিগণ তাহার রোদন শুনিয়া সকলই চীৎকার করিয়া উঠিল। শমিত (চ্ছেদক ) এইরূপ ভাব দেখিয়া অস্ত্র গ্রহণ না कद्रिघ्ना यलिण, ७ हे श्छिङनग्न काठग्न छ्हेञ्च पङ्ग१५८ब्र cब्रांमन করিতেছে, অতএব আমি লোভের বশীভূত হইয়া ইহাকে বধ করিতে পারিব না। তখন সেই স্থলে এক তুমুল আন্দোলন উপস্থিত হইল। অনস্তর গুনঃশেফের পিতা অজীগর্ত সভাস্থলে দগুtয়মান হইয়া কহিলেন, রাজন্‌! আপনি ধৈর্য্যাবলম্বন করুন, আমাকে আপনি দ্বিগুণ অর্থ প্রধান করুন, আমিই আপনার কার্য্য সম্পাদন করিব। রাজা তাহাকে অর্থদানে স্বীকৃত হইলে অজগৰ্ত্ত বধকাৰ্য্য সমাধা করিতে কৃতনিশ্চয় হুইয়া পুত্রকে সংহার করিতে উষ্ঠত হইল। তাছাকে পুত্রবধে উন্মত দেখিয়া সভাসদগণ সকলেই হায় হায় করিতে লাগিল। বিশ্বামিত্র তখন শুনঃশেফের করুণ ক্ৰন্দন শুনিয়া অত্যন্ত দয়াপরবশ হইয়া রাজার নিকট উপস্থিত হইয়। রাজাকে বলিলেন,তুমি এই বালককে পরিত্যাগ কর, তাহ হইলে অবশুই তোমার যজ্ঞ সম্পূর্ণ ও ব্যাধিনাশ হইবে। এই বালক অতিশয় কাতর হইয়া দীনভাবে রোম্বন করিতেছে, অত. এব ইহাকে পরিত্যাগ কর । রাজা ইহাকে ত্যাগ করিতে স্বীকৃত না হইলে,বিশ্বামিত্র গুনঃশেফের নিকট গিয়া তাৰাকে বরুণমন্ত্রের উপদেশ দিয়া কছিলেন, তুমি এই মন্ত্র জপ কর, তাহা হইলে তোমার কল্যাণ হইবে। শুনঃশেফ বরুণমন্ত্র জপ করিবামাত্রই বরুণদেব তথায় আসিয়া উপস্থিত হইলেন। তখন রাজা সেই দেবতাকে স্তব করিলেন। বরুণ বলিলেন,রাজন! শুনঃশেফ অতীব কাতর হইয়া আমার স্তব করিয়াছে, অতএব তুমি ইহাকে পরিত্যাগ কর, আর তোমারও যজ্ঞ সম্পূর্ণ হইল, এখন তুমি রোগ বিমুক্ত হও। বরুণদেবের কৃপায় দ্বিজপুত্র পাশবন্ধন হইতে মুক্ত হইল, তখন সেই সভায় জয় জয় শব্দ উচ্চারিত হইতে লাগিল। রাজা নিদারুণ রোগ হইতে তৎক্ষণাৎ মুক্তি লাভ করিলেন । ওখন সেই সভায় গুনঃশেফ কৃতাঞ্জলি হইয়া সভ্যদিগকে কহিলেন, আমি এখন কাহার পুত্র, আমার পিতা কে ? তাহা আপনার নির্দেশ করিয়া দিন। এই বিষয় লইয়া তখন নানারূপ মতভেদ হইতে লাগিল। তখন বশিষ্ঠদেব